কিছুদিন হলো, সবকিছুতেই নিজেকে নিতান্তই নাবালক হিসেবে খোজেঁ পাই আমি,
লক্ষণ হিসাবে অনেক বড় প্রশ্নের উত্তর পেয়ে যাই খুব সহজে
আবার অনেক বড় প্রশ্নের জবাব খোজেঁ হয়রান হই।
দেশে বিদেশে বাংলাদেশীদের মধ্যে এখন উত্তেজনা রাজনিতী নিয়ে। কে মনোনয়ন পেলো আর কে পেলনা, এই নিয়েই উত্তেজনা, আরেকটি কথা উঠছে চারদিক থেকে সেটা হলো,''এসো মৌলবাদ কে না বলি'',''স্বাধীনতা বিরোধীরা যেনো সংসদে না যায়'',এমন সব উচ্চারনের মাঝে আজ দেখলাম দেলোয়ার হোনেন সাঈদী বলেছে,''স্বাধীনতা বিরোধী নিয়ে যারা কথা বলছে, তারা মীমাংসিত একটা বিষয় নিয়ে দেশ কে দ্বিধাবিভক্ত করছে''
সাঈদীর এই কথার পর মনে ছোট্ট একটা প্রশ্ন আসে, এই '' মীমাংসিত '' মানে টা কি?
বিজ্ঞজনরা উত্তর জানা থাকলে, জানাবেন।
বিভিন্ন প্রচার মাধ্যমে এখন নির্বাচনী সংবাদ প্রচারে পাল্লা দিচ্ছে একে অপরের সাথে। স্বাধীনতা বিরোধী দের নির্বাচনে ঠেকাতে প্রগতিশীল নেতারা একটি বাক্য বারবার ব্যবহার করছেন, সেটা হলো,''স্বাধীনতার পক্ষের শক্তিকে এক হতে হবে, তবেই স্বাধীনতার বিপক্ষ শক্তিকে হারানো সম্ভব''
এইখানেো আমার ছোট্ট একটা প্রশ্ন, এই ''স্বাধীনতার বিপক্ষের শক্তি'' শব্দের আবিষ্কারক কি স্বাধীনতার পক্ষের শক্তির?
তাহলে কি নিজামী/সাঈদী কে কারা শক্তি হিসাবে মর্যাদাবান করলো?
গৌরবময় স্বাধীনতার বিপক্ষেও কেউ থাকতে পারে, আবার সেটাকে শক্তি হিসাবে মর্যাদাও দেয়া হয়, এটা বোধহয় আমাদের দেশেই প্রথম....
কি বলেন??
মন্তব্য
আপনার প্রোফাইলের ছবিটা কেমন যেন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাই, আপনাকে সচলায়তনে স্বাগতম, এবং সেই সাথে ধন্যবাদ সময়োপযোগী একটা প্রশ্নের জন্য। কিন্তু সচলায়তনের পরিবেশটাই এমন যে এখানে শুধু প্রশ্ন তুললেই চলেনা, সাথে দুই চার কথা লিখলে মনে হয় ভালো হতো। প্রকাশিত প্রশ্নের সাথে আপনার মতামত বা চিন্তাভাবনার যোগাযোগ করে দিলেই সুন্দর একটা লেখা হতে পারে এটি।
শুরুতেই ভারী কথা শোনালাম বলে মাইন্ড করবেন না কিন্তু
বদলে দিলাম প্রোফাইল এর ছবিটা।
প্রকৃতিপ্রেমিক, প্রশ্নের জবাব আমার কাছে নেই, জবাব জানা থাকলে আপনাদের কষ্ট দিতাম, মাঝে মধ্যেই এমন প্রশ্ন নিয়ে কষ্ট পাই, সচলায়তন পড়ে বোঝলাম এখানে যারা লিখেন, সবাই অনেক কিছু ভাবতে পারেন, তাই আপনাদের আলোচনার জন্য প্রশ্ন ছেড়ে দিলাম, প্রত্যাশা আপনাদের আলোচনায় আমার জবাব পেয়ে যাবো হয়তো।
আপনারে আমি খুজিঁয়া বেড়াই.....
আপনারে আমি খুজিঁয়া বেড়াই.....
এ প্রশ্নটা যারা সাইদির সমর্থক তাদেরকেই করুন না।
আপনি যেহেতু সমকালীন ঘটনা বেশ ভাল পর্যবেক্ষণ করছেন বলে মনে হচ্ছে, আপনার কী মনে হয়? নিজামী/সাইদীর অতীত সম্পর্কে আপনার কী জানা আছে?
নাবালক আছো নাবালাকই থাকো
সাবালক হলে ক্যালকুলেটরের পর্দায় আর যোগ বিয়োগের অংক আঁটবে না
ওরা এখন প্রতিষ্ঠিত-ই। আর কিছু করার আশা দেখি না।
আবার লিখবো হয়তো কোন দিন
সত্য কথা বলতে আমাদের দেশীয় রাজনীতিতে খুব ঘেন্না ধরে গেছে।
রাজনীতিবিদ মানেই আমার কাছে বিশাল মিথ্যুক মনেহয়।
তাই ওদের কথাবার্তাতেও তেমন গুরুত্ব দেইনা।
ভাইজানকে স্বাগতম সচলায়তনে। তবে বানানের উপর আরেকটু যত্নবান হলে ভাল হয়।
--------------------------------------------------------
'স্বাধীনতা' মানে যেনো কী ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্বাদহীনতা...
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
আসলেই তাই।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আনিস ভাই যা বললেন!
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
নতুন মন্তব্য করুন