ঘৃণার পংক্তিমালা

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি
লিখেছেন প্রোফেসর হিজিবিজবিজ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৬/০৭/২০১৩ - ৩:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছলনার রায় মানি না,
অন্য কিছু জানি না,
শুধু এটাই জানি-
ঘুচেনি আজো গ্লানি।

হতভাগা ঘাটের মড়া
(তোর) মুখ থেকে হাসি সরা।
ভাবিস না তুই বেঁচে গেছিস আজি
অল্পতে তুই পার পাবি না অলপ্পেয়ে পাজি।

দেশের মানুষ আছে এখন সজাগ সর্বক্ষণ
প্রয়োজনে শাস্তি দেবে দেশের জনগণ।
ঘৃণা ভরে থু থু দিয়ে চড়াবে তোর গাল,
শাস্তি তোকে দেবেই দেবে আজ অথবা কাল।

ততটাদিন সময় কাটাস ভয়ের মধ্যে ঢুকে,
শপথ নিলাম আজকে সবাই হাতটা চেপে বুকে।

- প্রোফেসর হিজিবিজবিজ


মন্তব্য

সাগর রহমান এর ছবি

হতভাগা ঘাটের মড়া
(তোর) মুখ থেকে হাসি সরা।
ভাবিস না তুই বেঁচে গেছিস আজি
অল্পতে তুই পার পাবি না অলপ্পেয়ে পাজি।

--- খুব ভাল লেগেছে। ভাল থাকবেন।

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ধন্যবাদ সাগর রহমান।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

রেগে টং

ততটাদিন সময় কাটাস ভয়ের মধ্যে ঢুকে

চলুক তবে তাই হোক।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হোক।

অতিথি লেখক এর ছবি

হাসিনা সরকার এর নির্বাচনী অঙ্গীকার ছিল
যুদ্ধাপরাধীদের বিচার করা। হ্যা বিচার ও
হলো , রায় ও দিলো। কিন্তু এই রায় কার্যকর
করার অঙ্গীকার তো তারা করেনি। তাই এই
রায় আধোও কার্যকর করা হবে কিনা , সেই
বিষয়ে গভীর সন্দেহ রয়েছে .
কেননা এই সরকার এর মেয়াদকালীন
সময়ে সবগুলো রায় কার্যকর করা সম্ভব নয়
যেহেতু আপীল প্রক্রিয়া এখনও
বাকী রয়ে গেছে ।
তাহলে বেপারটা কি দাড়ালো .........?
এখন যেই রায়ই হোক না কেন, বি,এন,পি,
ক্ষমতায় আসলে আবার সবাইকেই মাপ
করে দিবে।

(এইগুলো সব আইওয়াশ)

অতিথি লেখক এর ছবি

হাসিনা সরকার এর নির্বাচনী অঙ্গীকার ছিল
যুদ্ধাপরাধীদের বিচার করা। হ্যা বিচার ও
হলো , রায় ও দিলো। কিন্তু এই রায় কার্যকর
করার অঙ্গীকার তো তারা করেনি। তাই এই
রায় আধোও কার্যকর করা হবে কিনা , সেই
বিষয়ে গভীর সন্দেহ রয়েছে .
কেননা এই সরকার এর মেয়াদকালীন
সময়ে সবগুলো রায় কার্যকর করা সম্ভব নয়
যেহেতু আপীল প্রক্রিয়া এখনও
বাকী রয়ে গেছে ।
তাহলে বেপারটা কি দাড়ালো .........?
এখন যেই রায়ই হোক না কেন, বি,এন,পি,
ক্ষমতায় আসলে আবার সবাইকেই মাপ
করে দিবে।

(এইগুলো সব আইওয়াশ)

Himel Khaled

অতিথি লেখক এর ছবি

এই রায় কোনভাবেই গ্রহনযোগ্য নয়। এটি একটি গভীর ষড়যন্ত্রমূলক রায় যা বাংলাধেশ নামক রাষ্ট্রটিকে আরেকটি ট্রাজেডির দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশের প্রগতিশীল তরূনসমাজ কখনো এই রায় মেনে নিতে পারে না, যার ফলশ্রতিতে জাতির জন্য আরেকটি আদর্শিক সংঘর্ষ অনিবার্য হয়ে পড়লো।// উদ্যানলতা //

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।