সান্ত্বনা

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি
লিখেছেন প্রোফেসর হিজিবিজবিজ [অতিথি] (তারিখ: শুক্র, ২৮/০২/২০১৪ - ১২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কে বলেছে খেলাধুলায় আমরা র'ব পিছে?
জানো না কি হারা ছাড়া জিততে চাওয়া মিছে!
"হারতে হারতেই জিততে হবে" - সত্য চিরন্তন।
তবু কেন হারলে তুমি খারাপ করো মন?
যতই আমরা হই না কেন খেলায় পরাজিত,
হয়ো নাকো তবু তুমি একটুকুও ভীত।
সত‌্য কথা, ন্যায্য কথা, সবাই জেনে নাও -
বাংলাদেশকে হারতে দেখে লজ্জা কেন পাও?
হারতে হারতে একদিন ঠিক এই দেশেরই ছেলে
সম্মুখে ভাই এগিয়ে যাবে সবকে পিছে ফেলে।

ঠ্যাংনোট: এই ছড়াটি আমার কিশোর বয়সে লেখা। গতকাল একটা পুরাতন ডায়রীতে হঠাৎই খুঁজে পেলাম ছড়াটি । মনে হলো এটা এখনও একেবারে অপ্রাসঙ্গিক হয়নি। তাই ভয়ে ভয়ে তুকে দিলাম সচলের পাঠকদের কাছে। ছেলেবেলার ছেলেমানুষী লেখা পাঠকদের কেমন লাগে কে জানে!!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

হাততালি

অনেকদিন পর লেখলেন স্যারি কার্ট কপি পেষ্ট করলেন চোখ টিপি । নিয়মিত লেখা চাই

মাসুদ সজীব

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আমি আসলে মূলত পাঠক, মন্তব্য ছাড়া অন্য কিছু লিখতে গেলে কী বোর্ড ভেঙে ফেলার দশা হয়। তাই লেখা দিতে পারি না বেশী। পড়ার আর মন্তব্যের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________

এক লহমা এর ছবি

বাঃ! পুরানো বিদ্যায় আবার শান পড়ুক এবার! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

লইজ্জা লাগে

____________________________

সাফিনাজ আরজু এর ছবি

বলি খালি কিশোর বয়সের লেখা দিলেই চলবে? খাইছে
আরও নতুন নতুন এবং নিয়মিত লেখা চাই।
ছড়া ভালো লেগেছে। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ধন্যবাদ।

____________________________

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।