কে বলেছে খেলাধুলায় আমরা র'ব পিছে?
জানো না কি হারা ছাড়া জিততে চাওয়া মিছে!
"হারতে হারতেই জিততে হবে" - সত্য চিরন্তন।
তবু কেন হারলে তুমি খারাপ করো মন?
যতই আমরা হই না কেন খেলায় পরাজিত,
হয়ো নাকো তবু তুমি একটুকুও ভীত।
সত্য কথা, ন্যায্য কথা, সবাই জেনে নাও -
বাংলাদেশকে হারতে দেখে লজ্জা কেন পাও?
হারতে হারতে একদিন ঠিক এই দেশেরই ছেলে
সম্মুখে ভাই এগিয়ে যাবে সবকে পিছে ফেলে।
মন্তব্য
অনেকদিন পর লেখলেন স্যারি কার্ট কপি পেষ্ট করলেন । নিয়মিত লেখা চাই
মাসুদ সজীব
আমি আসলে মূলত পাঠক, মন্তব্য ছাড়া অন্য কিছু লিখতে গেলে কী বোর্ড ভেঙে ফেলার দশা হয়। তাই লেখা দিতে পারি না বেশী। পড়ার আর মন্তব্যের জন্য
____________________________
বাঃ! পুরানো বিদ্যায় আবার শান পড়ুক এবার!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
____________________________
বলি খালি কিশোর বয়সের লেখা দিলেই চলবে?
আরও নতুন নতুন এবং নিয়মিত লেখা চাই।
ছড়া ভালো লেগেছে।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ধন্যবাদ।
____________________________
নতুন মন্তব্য করুন