এক.
রোদের দেখা নেই ক'দিন ধরেই। ছাইরঙা পাংশু আকাশটা ঝুলে থাকে জানালার বাইরে, কোনো ভাবান্তর ছাড়াই। ঘন-পাতলা কুয়াশার চাদরে মুড়ি দিয়ে সকাল গড়িয়ে যায়, দুপুর আসে, সন্ধ্যা নামে- কেমন উদাসীনভাবে, পৌণঃপুনিকতায় আবর্তিত হয়। মাঝে মাঝে হিম-ধরানো মৃদু বাতাস কাঁপন ধরিয়ে যায়, গাছের পাতাও হালকা কাঁপে- হয়তবা শীতে!
ইট-কাঠের ঘেরাটোপে বন্দী এ শহরের যান্ত্রিকতায় আক্রান্ত এখন আকাশটাও, অজস্র টুকরো যেন জটিল এক গোলকধাঁধা।
বিষন্নতার মড়ক লাগা এইসব ধূসর মুহুর্তগুলোয়, ডিসেম্বর-এর দোহাই দিয়ে, মন খারাপকে পাত্তা দেই না। বেরিয়ে পড়ি...
দুই.
সন্ধ্যা পেরোতেই রাত নেমে আসে ঝুপ করে। ঘুণে খাওয়া এই রাতগুলোতে আমি একলা হাঁটি, দীর্ঘ থেকে দীর্ঘতর পথে। অন্ধকারে মিশে যাই জনারণ্যে। আবছা আলোয় ব্যস্ত রাস্তা দেখি, দেখি ঘাসফরিঙের মতো ব্যস্ত মানুষদের ছুটোছুটি। কখনো বা একটু উষ্ণতার খোঁজে, শীতে বিবর্ণ দু’হাতে চায়ের কাপ আঁকড়ে ধরি। ধোঁয়ার আড়ালে ঢাকা পড়ে যায় ভাবলেশহীন চেহারায় বিষন্নতার বলিরেখা... বিষাদ-প্রতিশ্রুতি-বিশ্বাস বাষ্প হয়ে উড়ে যায়, দূরে কোথাও...
তিন.
আমার জানালার বাইরে রোজ রোজ একই দৃশ্য দেখি। একঘেয়ে লাগে। বদলাতে ইচ্ছে করে, ঘন ঘন, ডেস্কটপের ওয়ালপেপার বা প্রোফাইলের ছবিটা, অথবা ক্ষণে ক্ষণে বদলে যাওয়া হাওয়া-কুয়াশা-অন্ধকারের মতো। পারি না। বরং বদলে যাই নিজেই, একটু একটু করে, বদলে যায় দৃষ্টি।
বাড়ির পাশেই বেড়ে ওঠা নিষ্প্রাণ দালানটার কঙ্কালে ধীরে ধীরে প্রলেপ লাগছে। প্রাণের ছোঁয়া লাগছে, প্রাণের মৃত্যু ঘটিয়ে। সেখানেই চক্রাকারে ঘুরতে থাকে একটা কাক। প্রায়ই দেখি। একটাই, নাকি অন্য কোনোটা- চিনতে পারি না যদিও।
মন্তব্য
আরি বাপরে! দারুণ ছবি তুলেছেন প্রহরী!
আর লেখার ব্যাপারে কি বলবো? খুব সুন্দর লিখেছেন যেন কবিতার পঙক্তিমালা।
তবে এটাও বুঝতে পারছি আপনারে বিষন্নতায় পাইসে। আর এক মাত্র মহৌষধ হচ্ছে বিয়ে। জলদি জলদি বিয়া কইরা ফালান
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কবিতার পঙতিমালা! একটু বেশি প্রশংসা করে ফেললেন মনে হয় নাশু ভাই
ছবি তোলায় নিজের কোনো কৃতিত্ব নাই, শাটার টেপা ছাড়া। আর লেখার কৃতিত্বও "ডিসেম্বর" মাসের তারপরও অনেক ধন্যবাদ।
সাময়িক বিষন্নতা কাটাতে আপনি আমাকে আজীবন বিষন্নতায় ডোবানোর বুদ্ধি দিচ্ছেন দেখি! আমি আপনার কোন ক্ষতিটা করলাম!
দারুণ ছবি বিডিআর ভাই।
আর বিষণ্ণতা তাড়াতে কীর্তিনাশা ভাইয়ের সাথে আমিও তাল মিলাই। একজন সঙ্গী জোটানো ছাড়া আপনার কোনো উপায় নাই ভাইজান। তো তাড়াতাড়ি করে ফেলুন শুভ কাজটা। আমরাও দাওয়াত-টাওয়াত, আপনার শ্যালিকাগো লগে একটু-আধটু টাঙ্কি মারি।
থেংক্যু পান্থ'দা।
নাহ্, আপনিও দেখি কীর্তিনাশা ভাইয়ের সাথে হাত মিলাইলেন! আসল কাহিনী বুঝলাম না। আর আপনার এখন বালক-বয়স, টাংকি মারা ভাল না, বুঝলেন? বেশি করে চকলেট খান
আর শ্যালিকা লাগলে, ধূগোদার সাথে যোগাযোগ করেন। উনি মহৎ হৃদয়ের মানুষ। বলা যায় না, কোনো ব্যবস্থা করে দিলেও দিতে পারেন
সবাই বিষন্ন। কাকটাও। ছবিটা আগেই দেখছিলাম তবে এই লেখার সাথে অন্যরকম ভালো লাগছে।
আপনাকে অনেক ধন্যবাদ, পিপি'দা। ভাল থাকবেন।
সবাই এতো বিষন্ন ক্যান?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমারও তো একই প্রশ্ন- সবাই এত বিষন্ন ক্যান?
লেখার চাইতেও ছবিটা অনেক বেশি আকর্ষনীয় হয়েছে।
কোনও এডিটিং করেছেন কি ছবিটার উপর ?
আর বিডিআর ভাইয়ের মন খারাপ ক্যান ?
ঘটনা কি ?
--------------------------------------------------------
ধন্যবাদ টুত ভায়া...
হ্যাঁ, কিছুটা এডিটিং তো চালিয়েছিই, নিচে দেখবেন মূল ছবিটা দেয়া আছে... তবে এডিটিং বলতে শুধু সাদাকালো করেছি, আর সফট ফোকাস ব্যবহার করেছি, এর বেশি না।
বিডিআর ভাইয়ের মন খারাপ নাকি! আমি তো দেখলাম লিখেছে, মন খারাপকে পাত্তা দেয় না(ই) সে
আপনাদের ফটো এডিটিং দেইখা আমারো শিখবার ইচ্ছা করে ফটোশপ।
পাত্তা না দিলেও মনডা ঐদিন খারাপ আছিল বুঝবার পারসি।
নতুন আড্ডা নিয়ে সচিত্র প্রতিবেদন চাই।
----------------------------------------------------
--------------------------------------------------------
দূর্দান্ত ছবি।
ভাই, একটা রিকোয়েস্ট। এখনই বিয়ে শাদি কইরেন না। আর কয়টা দিন বিষন্ন থাকেন, আর আমাদের এই রকম আরও কিসু ছবি উপহার দেন।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অনেক ধন্যবাদ ফাহিম ভাই।
আপনিই সবচেয়ে ভাল বুদ্ধিটা দিলেন রে ভাই... জীবনে বিয়ে করে কে কবে সুখী হইতে পারছে বলেন... বাকিরা যদি তা বুঝত!
ওয়াও!! দারুন লিখসো তো , আর পিক দেখে আমিতো অবাক, নিজের তোলা নাকি? অসাধারণ তুলসো ছবিটা আর লেখাও! আমারো এ'কদিন এমন বিষন্ন দিন দেখে ভাল লাগছিলনা, আজ সূর্যটা দেখে খুব ভাল লাগল। কিন্তু তোমার এত মন খারাপ কেন? কিছু হয়েছে?
P.S. ছবিটা আমি চুরি করলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হ্যাঁ, নিজের তোলা। থ্যাংকস
তোমরা সবাই দেশে আসলা, এত মজা হল, এখন আবার চলে যাবা একজন একজন করে, তাই তো মন খারাপ
হা হা হা, ঠিকাছে। নির্দ্বিধায় চুরি কর, কোনো সমস্যা নাই। আমি তোমাকে মূল ছবিটাও পরে মেইল করে পাঠায়া দিবোনে।
যে কোন উপন্যাস বা ছোটগল্পের অসাধারণ সূচনা -------- মাথাটা আরেকটু নাড়ান ------- (চলবে) চলতে থাকুক।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
ধন্যবাদ ক্যামেলিয়া'পু। আমার মাথা মনে হয় না নড়বে আর, দেখি...
অ-নে-ক আগে ভাবতাম সহজ ভাষায় একটা উপন্যাস লিখব বড় হয়ে, এখনও তাই ভাবি, বড় হয়ে... [ কবে যে বড় হব! ]
সুন্দর ছবি
সবাই দেখি ফোটোগ্রাফার হয়ে গেল!!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
থ্যাংকস আপু।
বিজ্ঞাপন দেখেননি... "রাঁধুনী গুঁড়া মশলার গুণে সবাই রাঁধুনী হয়ে যায়"... ব্যাপারটা অনেকটা সেরকমই, শুধু একটা ক্যামেরা থাকলেই হয়
ফটোশপে একটু খিয়াল কইরা... অসংগতি আছে...
তবে ছবিটা সুন্দর...
লেখাটা তো অবশ্যই...
অতন্দ্র প্রহরীরে নিয়া গুজবটা এইবার লেখতেই হইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ফটোশপ না ভাইজান, পিকাসা। আমি নিজেও টের পাইসিলাম যে অসঙ্গতি আছে। কিন্তু ফ্লীকারে মাত্রই অ্যাকাউন্ট খুলে, উত্তেজনার বশে তাড়াহুড়া করে যা পারসি, এডিট করে আপলোড করসিলাম।
ছবি আর লেখা আপনার কাছে সুন্দর মনে হইসে জেনে খুবই ভাল লাগল।
গুজব ছড়াবেন ক্যান! দুনিয়ায় আর ভাল মানুষের দামই নাই দেখি
লেখা বেসুমার জটিল হইছে। ছবি ও বেসুমার জটিল।
আর খবরদার বিয়া থা এখন না! এই ভুল করোনের আগে শুদ্ধির পথ বিষয়ক সিদ্ধি লাভ করতে হবে। আমার সাথে বিশেষ পরামর্শ কইরেন তার আগে।
আর এই রকম ছবিসহ লেখা বেসুমার চাই!
অবশ্যই আপনার পরামর্শ নিয়েই আগাব (যদি মরার ইচ্ছা জাগে কখনো)! সিদ্ধি লাভ করতেই হবে, যেভাবেই হোক না কেন
আপনার বেশুমার জটিল মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কর্পোরেট কবি ভাই
বড় সুন্দর শানদার লেখা।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
বড় সুন্দর শানদার মন্তব্য
অনেক ধন্যবাদ সাইফুল ভাই। এইবার তাড়াতাড়িই দেখসি আপনার মন্তব্য, এবং কিছুটা দেরি হলেও, মোটামুটি তাড়াতাড়িই রিপ্লাই দিলাম
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
লেখাটা খুব ভালো হইছে ... ছবিটাও পুরাপাল্টায়ে গেছে ... কি দিয়া এডিট করলা? ফটোশপ?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
- পিকাসা জিন্দাবাদ! (অনুমিত)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূগো'দা জিন্দাবাদ! (কনফার্ম)
হ্যাঁ ভাইজান, এইটা "পিকাসা" দিয়েই এডিট করা...
@ কিংকং
তুমি যখন কইলা ভাল হইছে, তাইলে নিশ্চয়ই কিছু একটা যে হইছে- সেটা বিশ্বাস করি... থ্যাংকস ম্যান
এডিট করসি "পিকাসা" দিয়ে। আগে কখনোই ব্যবহার করিনি কোনও এডিটিং সফটওয়্যার বা টুল। বেকার জীবনে যদিও সিভিতে লিখসিলাম যে ফটোশপ ব্যবহার করতে পারি, কিন্তু আসলে এইটা "জোয়ীর সিভি"-র মত হয়ে গেছে
এডিট করসি দুই স্টেপে, দুই ক্লিকে। প্রথমে "ব্ল্যাক অ্যান্ড হোয়াইট", তারপর "সফট ফোকাস"- ব্যস!
- কালকেই ভাবছিলাম, বিডিআর লেখা দেয়না কেনো?
লেখাটা ধরে বিডিআর ভাই, লেখাটা ধরে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার লেখার জন্যও যে কেউ মনে মনে চিন্তা (বা অপেক্ষা!) করতে পারে, তা সত্যিই অভাবনীয়। কী বলব, বুঝতেসি না
কে ধরে ধূগো'দা, ক্যাম্নে ধরে?
মনে করেন লেখাটা কোনো ললনা, তাইলেই আর ধরাধরি নিয়ে চিন্তা থাকবে না
ছবিটা মারাত্মক।
মন খারাপ কইরেন না। গান শুনেনঃ
অনেক ধন্যবাদ শিমুল ভাই। এখানে বলে রাখি, ফেইসবুকে এই ছবিটা দেখেই ধূগোদা আমাকে বলসিলেন "ছাদের কার্ণিশে কাক"-এর কথা, ছবিটা দেখে নাকি তার বইটার কথা মনে হইসিল। তারপর থেকেই পড়ার ইচ্ছা জাগসে। গতকাল শেষও করসি। আমি আপনাকে মেইল করবনে একটা, কিছুদিনের মধ্যেই...
দাঁড়ান, গানটা শুনি...
অনেক অনেক শুকরিয়া, অতন্দ্র প্রহরী!
ধু-গো একসময় 'কাউয়া খেদাইতো'। বিস্তারিত উনাকে জিজ্ঞেস কইরেন। আমি বললে, মাইর লাগাবে
তাই নাকি! শুনেই তো কাহিনী জানতে ইচ্ছা হচ্ছে, কিন্তু উনাকে তো পাচ্ছি না! মনে হয় কাউয়া খেদাইতে ব্যস্ত
আপনিই বলে দেন, উনি কিছু মনে করবেন না
হা হা। আমাকে জা-কা-জা থেকে বের করে দিবে। আপনি ফেসবুকে গোপনে ধরেন। বলবে।
আমি তো জানতাম "কা" হল কাসেল, কানাডা না তো বড় হয়া আমিও মেম্বার হইতে চাই এই সমিতির
ঠিকাছে, উনাকে ধরা হবে, খালি একবার পাই আগে। কই যে ডুব মারসেন উনি!
উহু, এইটা জাপান-কানাডা-জার্মান ।
ভবিষ্যতে আমরা পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশের আবিয়াইত্যাদের রাখার চিন্তা করছি। আপনি প্রেফারেন্স পাবেন, নিশ্চিন্তে
এই নির্বাচনে উত্তাপে দেখেন ধু গো নাই।
এখন এসে বলবে, "ওয়াউউউউ রাজাকার রা জিতে নাই।"
জামাত জিতলে বলতো -" আমার আগেই মনে হচ্ছিলো..."
লোকটা ছুপা জামাতি কিনা ভাবতেছি।
ঠিকাছে, এই কমিটির পর্যবেক্ষক হতে আমি অসীম আগ্রহের সাথে অপেক্ষায় থাকলাম
"ছুপা জামাতি"!
বলা যায় না, হতেও পারে। মনে হয়, নির্বাচনে জামায়াত পার্টির ভরাডুবি দেখে উনি মনের দুঃখে মুড়ি-চানাচুর মাখা খাচ্ছেন উনার অপেক্ষায় থাকি, দেখি- এসে কী বলেন...
গানটা আজ শুনলাম সকালে। অনেকবার। অসম্ভব ভাল লাগসে.. অনেক অনেক ধন্যবাদ, গানটা শেয়ার করার জন্য
ছবিটা অসাধারন, লেখাটাও!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
আপনার সবাক মন্তব্যে ভীষণ খুশি হলাম। প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।
লেখাটা খুব ভালো, ছবিটাও; মনে হোলো কবিতা পরলাম।
আপনার মন্তব্য পেয়ে খুউব খুশি হলাম সুমি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে
কবিতা পছন্দ করেন নাকি? ভাল থাকবেন।
আহারে এই শীতে রাইফেল উচিয়ে কতক্ষন আর লেফট রাইট করা যায়!ওয়াচ টাওয়ারের ছবিটা ঝাক্কাস।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
হা হা হা... টুটুল ভাই একদম ঠিক কথা বললেন। খুব খুউব মজা পেলাম
আপনার মন্তব্যটাও ঝাক্কাস, ধন্যবাদ
মন সুষন্ন হইছে??
fb এর ছবি আর এই ছবি তো এক্কেরে আলাদা। আপনারা কত কিছু পারেন। আমারে একটু বিদ্যা ধার দেন।
বদলে যাওয়া ছবিটাও সুন্দর।
=============================
মন তো সবসময়ই সুষন্ন রে ভাই (সুখী মানুষদের সংস্পর্শে নিজেও সুখী হয়ে যাচ্ছি দিন দিন)
আমি তেমন কিছুই পারি না, যা পারি তা সবাই পারে। যারা আসলেই "কত কিছু" পারে, তাদের ধরো, ফায়দা হবে
তোমারে বিদ্যা দিয়ে কি হবে! মাথায় তো কিছু নাকি থাকে না আজকাল, হাঁটুতেও তো কোনও ব্যাকআপ সিস্টেম রাখোনি বললা
তোমার বদলে যাওয়া মন্তব্যটাও সুন্দর (লজ্জার হাত থেকে বাঁচাইসো, ধন্যবাদ)
এই সব পোস্টের সারমর্মঃ "বিয়া করবার চাই"। [কেমনে বুঝি, সেইটা জিগাইয়েন না কেউ কইলাম।]
নজু ভাই তো বলেই দিলেন। ফটোশপ একটি খিয়াল কইরা। জুম ইন, স্মলার ব্রাশ। তয় দুর্দান্ত ছবি!
লে মুসিবত! আজকাল সবাই দেখি সবকিছু বুঝে ফেলে। কিন্তু আফসোস হল, যারা বুঝলে কাজ হতে পারে কোনও, তারাই বোঝে না
ফটোশপ না ম্যান, পিকাসা। আগে কখনো ব্যবহার করিনি, এই প্রথম। তাই অসঙ্গতি চোখে পড়েছে আমারও। আস্তে আস্তে হাত পাকবে আশা করি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনাকে দেখার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই, আজ ফটো দিলেন, ভাল লাগল দেখে
তবে আমি তো জানতাম আপনি বেশ হর্ষকামী মানুষ, আমোদ-ফূর্তি ভালবাসেন। হঠাৎ করে কি হল যে একেবারে নিরাশাবাদী হয়ে গেলেন!
আপনার ডাকে সাড়া দিতে পারছি না যদিও, শুভকামনা থাকল- আপনার আন্দোলন সফল হোক। আশা করি আপনি আপনার অন্য পেসিমিস্ট বন্ধুদের খুঁজে পাবেন খুব তাড়াতাড়ি
দুনিয়ার পেসিমিস্ট - এক হও!
-নুভান
মূল ছবিটা দিলাম এখানে, যেটার উপর কেরামতি ফলানো হয়েছে...
ছবিটা, বেশ কিছুদিন আগে, কোনো এক ছুটির দুপুরে তুলেছিলাম। ক্যামেরাটা কেনার পর ছবি তোলার সুযোগ পাচ্ছিলাম না, মিলছিল না বিষয়ও। তেমনই এক সময়ে, হঠাৎই চোখে পড়ল কাকটা। আকাশ মেঘলা ছিল, দুপুরটা ছিল বিষন্ন। ছিল কাকটাও। সব মিলিয়ে তাড়াহুড়োয় তুলে ফেললাম কয়েকটা ছবি...
মূল ছবিটা আরো বড়। আপলোডের সুবিধার্থে এখানে রিসাইজ করে একদমই ছোট করে ফেলা হয়েছে...
নতুন মন্তব্য করুন