অসংখ্য ধন্যবাদ পাঠক'দা। আমি কবি না। ঝোঁকের মাথায় এটা লিখে ফেললাম, পোস্টও করে ফেললাম। আপনি কবি মানুষ (অনেক পরিচয়ের একটা), তাই আপনার কাছ থেকে ভাল লাগার সার্টিফিকেট পাওয়া তো বিরাট ব্যাপার।
ঠিকই ধরেছেন, ওই সন্তর্পণে চলাটাই বেখেয়ালে করা। ব্যাখ্যা আরো দেয়া যায় যদিও, এই যেমন ধরেন একটা বলা যেতে পারে যে, 'মেয়ে'র অনুভূতিগুলোর বৈপরীত্য।
মাইন্ড খাইনি। যে জিনিস খেয়ে পেট ভরে না, সে জিনিস আমি খাই না।
মঙ্গলবার রাতে সিএনজিতে করে আমি বাসায় ফিরতেছিলাম। বাইরে বৃষ্টিতে আটকা পড়ে ছিলাম অনেকক্ষণ। ফেরার পথে মোবাইলে লিখসিলাম এই কয়টা লাইন। আমি যে কবিতা-টবিতা লিখি না বা লিখতে পারি না, তা তো জানেনই। ঝোঁকের মাথায় এবং এক শুভাকাঙ্খীর উৎসাহে পোস্ট করি লেখাটা। যাই হোক, এই লেখাটা আপনার ভাল লাগসে জেনে খুব খুউউউউব খুশি হলাম। ভবিষ্যতে আরো আবজাব লেখার অনুপ্রেরণাও পেলাম।
ধুরো মশাই, আপনিও লইজ্জা দেন দেখি! কীসের কী কবি। আমি কবিতা লিখতে পারি নাকি! আমাকে কবি বলে সচলের বাকি কবিদের ছোট কইরেন না। এই কয়টা লাইন এমনি এমনি কীভাবে যেন লিখে ফেললাম।
তবে আপনার ভাল্লাগসে জেনে খুব খুশি হইলাম। আরো ছাইপাশ লেখার উৎসাহও পেলাম
আমার বন্ধু জুলফিকার রাসেল... সে একটা ছ্যাক খাইলো একবার... তারপর ফাটাফাটি কয়টা গান রচনা কইরা ফালাইলো... তখন আইয়ুব বাচ্চু তারে কইছিলো- জুলফি... তুই বছরে একটা কইরা ছ্যাক খা... জাতির উপকার হবে...
আপনের কবিতা ফাটাফাটি হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সচল থেকে প্রায় বের হয়ে যাচ্ছিলাম তখন এই মন্তব্য দেখে না এসে পারলাম না
ব্যাপার কি অনি ভাই তুমুল প্রেমের ঘটনা গোপন রাখছেন তাইলে দেখা হইলে পুরাটা শুনে নিব
১. এইটা "সো.." কেস
২. একবারও তো বলিনি মেয়ে 'নীলাঞ্জনা'! সে যে নীলাঞ্জনা, তা আপনি ক্যাম্নে জানেন?
৩. এইটা ছ্যাঁকের কাব্য? নাহ্, আপনাকে দিয়ে হবে না। এখনো প্রেম আর ছ্যাঁকা আলাদা করতে পারলেন না
জীবনের কোনো একটা সময় আইসা নাকি সকল পুরুষই এই কোবতে লেখার ট্রাই দেয়। কেউ সেটা ধরে রাখে আর কেউ সেটা ভুলে গিয়ে সংসার ধর্মে মন্দেয়। আপনে কোন পথে যাবেন বস?
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
জিফরান ভাই, কী বলব বুঝতেছি না। খুব খুশি হইলাম আপনার মন্তব্য দেইখা। তবে 'বাধ্যতামূলক অবসর' টাইপ কথা শুইনা লজ্জাও পাইলাম অনেক। এইটা মোটেও তেমন কিছু হয় নাই। তারপরেও আপনার প্রশংসা পায়া অনেক অনুপ্রেরণা পাইলাম। ভবিষ্যতে হয়ত আরো টুকটাক কোবতে লেখার ট্রাই মারতে পারি। সেক্ষেত্রে আপনার এই মন্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি কবি না, কবিতা লিখি না (লিখতে পারি না জন্য)। তাই সীমাবদ্ধতা তো থাকবেই। ভবিষ্যতে চেষ্টা করব কাটায়া উঠার।
এইটা নিঃসন্দেহে আমার সচল-জীবনে পাওয়া অন্যতম সেরা মন্তব্য। আমি সবসময় মনে রাখব
ভাল থাইকেন। আর ওইসব অবসর-টবসর বাদ দিয়া তাড়াতাড়ি নতুন একটা কবিতা দেন। কতদিন লেখা-টেখা দেন না!
কবিতার নাম 'অভিমান' কি 'অনুমান', তাতে আমার কুনুই মন নাই।
আমি চোখ কচলায়া চারবারে ঠিকঠাক দ্যাখ্লাম- হ্যাঁ, কবির নাম তো সত্যই অতন্দ্র প্রহরী! তা-ও আবার কি, প্রেমের কবিতা ( নিজেই আবার 'দারুণ মিষ্টি'ও বলে! )!
ভালো তো হইছেই, কবিতা এত যে কৌতূহলোদ্দীপকও হৈছে, তার কী হবে নে?!
[ আজকাল কি তবে একটু তন্দ্রা মন্দ্রা আসতিছে আপ্নের?! ]
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হা হা হা। গরীব হইতে পারি, কিন্তু তাই বইলা তো আর আমার কোবতে লেখার উপর কোনো নিষেধাজ্ঞা নাই, তাই না?
আপনাদের প্রশংসা আর প্রশ্রয়েই তো এইসব আবজাব লেখার সাহস পাই। অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই। কিন্তু কীসের কৌতূহল, সেইটা তো আর খোলাসা করলেন না
তন্দ্রা-মন্দ্রা তো আসেই মাঝে মধ্যে, বয়স তো আর কম হইল না। বুইড়া হয়ে গেলাম
মন্তব্য
আপনার বাড়ি কয়তালায়?
কেনো বস?
(কোনদিকে নিচ্ছেন বিষয়টা, বুঝতে পারসি মনে হয়)
আপ্নের জানালার শিকের সাথে রেপুনজেলের (য-ফলা আসতেছেনা) চুলের দৈর্ঘ্যটা মাপতাম।
পাঁচতলায় থাকি, বস। এইবার মাপেন।
রাপুনজেলকে পাইলে ওর ফুন নাম্বারটা নিয়া আমারে একটু দিয়েন। আলাপ আছে।
আমার আলাপ হৈছিল। অয় ফুন ইস্তেমাল করে না, খালি চুলই ইস্তেমাল করে। অর খালি আছে চুল-নাম্বার!
(থাকে শুধু অন্ধকার,
চুল ধ'রে নামবার
বিরল মামুন!)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হা হা হা। তাইলে চুলের নাম্বারটাই দেন দেখি!
কিন্তু আপনার সাথে আলাপ হইল ক্যাম্নে?
লক্ষণ বেশি ভাল না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
কেন? খারাপের কী দেখলা?
মিলাদ না পড়ায়ে এত কিছু করে ফেললেন তার উপর তুমুল প্রেমের টাইমে তুমুল ছ্যাকার কাব্য লিখে ফেললেন তাইলে বলেন চিন্তা করুম না হাজার হইলেও আমরা তো ছোট ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মিলাদ কী জিনিস? কেন পড়াতে হয়?
এইটা ছ্যাঁকাব্য নাকি? কি সুন্দর মিষ্টি প্রেমের একটা কবিতা... আর, অভিমান তো করাই হয় আরেকজন মান ভাঙাবে জন্য
নাহ্, তোমার বয়স হয় নাই। আর কয় বছর পর যোগাযোগ কইরো, দেখি কিছু করা যায় নাকি তোমার জন্য।
আর কত বড় হইতে হবে অনি ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সামনে বহু রাস্তা বাকি পড়ে আছে রে ব্যাটা, বহু রাস্তা...
খুব ভালো লাগলো। বিষাদ খুবই বিস্তারকামী।
অনেক ধন্যবাদ, মনিকা আপু। একজন কবির কাছে এই অ-কবির কবিতা ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। ভাল থাকবেন।
বাপরে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কেন রে ভাই, গরীব বইলা কি আমার কোবতে লেখারও অধিকার নাই?
সিলেটে গিয়ে এ-ই হইলো!!!
কী হইল, বস?
জবাব উপরে দেয়া আছে।
ছোটো কবিতা পড়তে আমার ভালো লাগে খুবই, নিজে লিখতে পারি না বলে আরো বেশি ভালো লাগে। এটাও চমৎকার লাগলো।
খালি একটা প্রশ্ন: উঁকি দাও যদি বেখেয়াল সন্তর্পণে- কেউ একই সাথে বেখেয়ালে ও সন্তর্পণে চলতে পারে কী ভাবে? নাকি ঐ সন্তর্পণে চলাটা বেখেয়ালে করা?
কবিতা নিয়ে প্রশ্ন করা আপনার অপছন্দ হলে উত্তর দিতে হবে না, তবে মাইন্ড খাওয়া চলবে না।
অসংখ্য ধন্যবাদ পাঠক'দা। আমি কবি না। ঝোঁকের মাথায় এটা লিখে ফেললাম, পোস্টও করে ফেললাম। আপনি কবি মানুষ (অনেক পরিচয়ের একটা), তাই আপনার কাছ থেকে ভাল লাগার সার্টিফিকেট পাওয়া তো বিরাট ব্যাপার।
ঠিকই ধরেছেন, ওই সন্তর্পণে চলাটাই বেখেয়ালে করা। ব্যাখ্যা আরো দেয়া যায় যদিও, এই যেমন ধরেন একটা বলা যেতে পারে যে, 'মেয়ে'র অনুভূতিগুলোর বৈপরীত্য।
মাইন্ড খাইনি। যে জিনিস খেয়ে পেট ভরে না, সে জিনিস আমি খাই না।
ছুঁয়ো না গো মেয়ে আমায়
নিরন্তর এ বিষে তুমি নীল হয়ে যাবে।
ঐ মাইয়া নীল হইলে তোর কি ???
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
প্রহরী নীল বিদ্রোহ শুরু করছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিক ধরসেন নজু ভাই। বিদ্রোহ শুরু হয়ে গেছে। সামনে রক্তপাত হবে
তাতা'পু, নীল নয়না ঠিক আছে, কিন্তু নীল মানবী একটু কেমন হয়ে যায় না? তাই আর কি...
ঠিকাছে, আমার তাইলে কিছুই না। মাইয়া বেগুনী-নীল-আসমানী-সবুজ-হলুদ-কমলা-লাল, যা খুশি হোক গা...
বাব্বাহ---ভীষন চমৎকার কবিতা!
তুমি যে এত ভাল কবিতাও লেখো, এইটা তো জানতাম না বস!
শুরুটাই ভীষন চমকে দেয়া। কবিতার প্রথম শব্দটাই হল 'অথবা'---
তুমুল হয়েছে বস!!
শুভেচ্ছা
শুধু শুধু লজ্জা দেন কেনো অনিকেত'দা?
মঙ্গলবার রাতে সিএনজিতে করে আমি বাসায় ফিরতেছিলাম। বাইরে বৃষ্টিতে আটকা পড়ে ছিলাম অনেকক্ষণ। ফেরার পথে মোবাইলে লিখসিলাম এই কয়টা লাইন। আমি যে কবিতা-টবিতা লিখি না বা লিখতে পারি না, তা তো জানেনই। ঝোঁকের মাথায় এবং এক শুভাকাঙ্খীর উৎসাহে পোস্ট করি লেখাটা। যাই হোক, এই লেখাটা আপনার ভাল লাগসে জেনে খুব খুউউউউব খুশি হলাম। ভবিষ্যতে আরো আবজাব লেখার অনুপ্রেরণাও পেলাম।
ভাল থাকবেন।
কবিতা খুব ভালো লেগেছে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
অনেক ধন্যবাদ, মিঃ স্পর্শ।
নতুন লেখা কই?
কবিতার শুরুতেই অভিমান স্পষ্ট। শেষে এসে তার ব্যক্ত প্রকাশ। চমৎকার হলো প্রহরী। অভিনন্দন নাও।
অনেক অনেক অনেক ধন্যবাদ পিপি'দা
খুব খুশি হলাম।
সচলের কবিরা হুঁশিয়ার ! নতুন কবির আগমন ধ্বনি শুনিতে পাইতেছি
অসাধারণ একটা কবিতা পড়লাম! টুকেও নিলাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধুরো মশাই, আপনিও লইজ্জা দেন দেখি! কীসের কী কবি। আমি কবিতা লিখতে পারি নাকি! আমাকে কবি বলে সচলের বাকি কবিদের ছোট কইরেন না। এই কয়টা লাইন এমনি এমনি কীভাবে যেন লিখে ফেললাম।
তবে আপনার ভাল্লাগসে জেনে খুব খুশি হইলাম। আরো ছাইপাশ লেখার উৎসাহও পেলাম
প্রহরী কারে নীল বিষে বিষাক্রান্ত করতে চায়? জানতে মঞ্চায়।
বিষাক্রান্ত কই করতে চাইলাম? আমি তো আরো সাবধান করে দিলাম! মিথ্যা অভিযোগে আপনি দেখি আমারে পুলিশে দেয়ার ব্যবস্থা করবেন
আমার বন্ধু জুলফিকার রাসেল... সে একটা ছ্যাক খাইলো একবার... তারপর ফাটাফাটি কয়টা গান রচনা কইরা ফালাইলো... তখন আইয়ুব বাচ্চু তারে কইছিলো- জুলফি... তুই বছরে একটা কইরা ছ্যাক খা... জাতির উপকার হবে...
আপনের কবিতা ফাটাফাটি হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হৈ মিয়া, আপনার মতলবটা কী? আমারে ছ্যাঁকা খাওয়ার পরামর্শ দিচ্ছেন নাকি?
কোবতে ভাল্লাগসে জন্য খুব খুশি হইলাম। ধইন্যবাদ
ইয়ে... মানে...
শেষের দিকে একটু কেচে গেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ব্যাপার নাহ্। আমি তো আর কবি না। পুরোটাই যে কেচে যায়নি, তাতেই বরং আমি মহাখুশি!
এ বছর তোমার নতুন লেখা আসবে?
দারুণ!
কিন্তু কিছু সম্পূরক প্রশ্ন আছে।
১। এইটা কি ঢাকার কেস না সিলোটি? (আল্লাহ করে বলিউডি না হোক...)
২। হু ইজ দিস নীলাঞ্জনা?
৩।তুমুল প্রেমের মধ্যে থেকে আপনি এই ছ্যাঁকের কাব্য লিখতেসেন কেন?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
তুমুল প্রেমের মধ্যে থেকে আপনি এই ছ্যাঁকের কাব্য লিখতেসেন কেন?
তাই তো ! ব্যাপারটা আসলে কী, প্রহরী?
তয় কবিতা খুব ভাল্লাগছে। বিষাদ জাগানো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সচল থেকে প্রায় বের হয়ে যাচ্ছিলাম তখন এই মন্তব্য দেখে না এসে পারলাম না
ব্যাপার কি অনি ভাই তুমুল প্রেমের ঘটনা গোপন রাখছেন তাইলে দেখা হইলে পুরাটা শুনে নিব
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
দেখা হইলে পুরাটা শুনে নিব...
তারপর.... ঠিকাছে, নিবিড়?
নিবিড় অনেক অনেক ভালু ছেলে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সুলতানা আপা, এইগুলা কিন্তু খুব খ্রাপ!
@ নিবিড়
তোমার কবলে যে একবার পড়সে, সে কি জীবনেও কোনো কিছু আর গোপন রাখতে পারসে?
মিয়া, তোমার সাথে আর দেখা হইসে...! ওইদিকে গেলে ফোন দেই, তোমার তো পাত্তাই পাওয়া যায় না! কচিকাঁচা নিয়ে এতই ব্যস্ত থাকতে হয়?
@ সুলতানা আপা
আপনিও দেখি বলতেছেন ছ্যাঁকের কাব্য! বলি, দেশ থেকে কি প্রেম-ভালবাসা উঠে গেল?
আপনার ভাল্লাগছে জাইনা খুবই প্রীত হইলাম। আপনারে স্পেশাল থ্যাংকু (জানেন তো কেনো)
বিষাদ-জাগানো জন্যই কি আপনার ভাল লাগল কবিতাটা? আপনার যে বিষাদ এত ভাল লাগে, তা তো জানতাম না।
সুলতানা আপাটা আবার কে?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সুলতানা আপা, আপনি নিজেকে চিনতে পারতেছেন না?
আপনার গজিনী সিনড্রোম দেখি ভয়াবহ আকার ধারণ করসে! পোলারয়েড ক্যামেরা নিয়া ঘুরতে হবে এখন থেকে আপনার
হইইইইইইইইইইইইইইইইই
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
রাগলে আপনারে বড়োই সৌন্দর্য লাগে
@জিএমটি
অনেক ধন্যবাদ।
প্রশ্নোত্তর:
১. এইটা "সো.." কেস
২. একবারও তো বলিনি মেয়ে 'নীলাঞ্জনা'! সে যে নীলাঞ্জনা, তা আপনি ক্যাম্নে জানেন?
৩. এইটা ছ্যাঁকের কাব্য? নাহ্, আপনাকে দিয়ে হবে না। এখনো প্রেম আর ছ্যাঁকা আলাদা করতে পারলেন না
খাইছে আমারে!
মাঝে মাঝে দুই একটা কবিতা পড়ে ধাক্কা মতো লাগে...এইটা পড়ে আমি পুরাই কাইত
অভিমানী এক প্রেমিকের টনটনে অহংয়ে খোঁচা মারল কোন অভাগী??
ভাইয়া, আপনেও দেখি লইজ্জা দেওয়া শুরু করসেন! এমন তো কথা ছিল না
আমিও অভাগীটারে খুঁজতেছি! খোঁজ পাইলে আপনারে জানাবনে
যাই হোক, কাইত হইসেন জন্য খুশি হবো নাকি ব্যথা পাইলেন কিনা চিন্তা করব, বুঝতেসি না। ভাল থাইকেন।
পোড়া ছাই উড়িয়ে উঠে আসে ফিনিক্স-অভিমান। কত জীবন- মরণ-নতুন জন্ম পার হয়ে সে অবিনশ্বর।
কবিতা খুব ভালো লাগলো কবি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
(দুইবার হৈছিল। এডিট করলাম। স্যরি)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নো প্রবলেমো, ভাইজান
@ তুলি আপু
কী সুন্দর করে বললেন! খুব ভাল্লাগল।
আপনাকেও অনেক ধন্যবাদ, কবি
- বস, আপনে কোবতে ল্যাখলেন?
জীবনের কোনো একটা সময় আইসা নাকি সকল পুরুষই এই কোবতে লেখার ট্রাই দেয়। কেউ সেটা ধরে রাখে আর কেউ সেটা ভুলে গিয়ে সংসার ধর্মে মন্দেয়। আপনে কোন পথে যাবেন বস?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ, এইবার থাকলাম ধুগো'র কোবতে'র অপেক্ষায়! এইটাও ঘটবে লিচ্চয়!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমিও অপেক্ষায় থাকলাম।
কয়দিন পর যেহেতু উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে যাচ্ছেন, তার আগে তো নিশ্চয়ই কোবতে লেখায় ট্রাই দিবেন উনি।
তাই না কি?!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
তবে আর কী বলচি দাদা!
খুব শিগগীরই সুসংবাদটা পেয়ে যাবেন আশা করি
@ ধুগো'দা
ক্যান বস, খুব হতাশ/নিরাশ হইলেন মনে হইতেছে!
কোন পথে যে যাব, খুব চিন্তায় আছি। আপনিই বইলা দেন না বস কী করা উচিত? আপনার তো এই ব্যাপারে বেশ অভিজ্ঞতা আছে!
কবিতা লিখতাম ভাবতাম। এই লিখা দেখার পর অবসরে গেলাম। বাধ্যতামূলক অবসর।
'নীল' 'বিষ' 'গো' - এই কবিতাকে একটা বেশ দারুণ লিরিক্যাল ফর্ম দিসে।
'ধূসর' 'বিষাদ' 'নিরন্তর' 'স্মৃতি' - এগুলো আপনার আরো লিখাতেও আছে। অনেকেরই আছে। এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন বইলা আবদার রাখি।
আর, বলেই তো দিলেন 'দারুণ মিষ্টি প্রেমের কবিতা'... কী আর বলবো এইটার পর?
জিফরান ভাই, কী বলব বুঝতেছি না। খুব খুশি হইলাম আপনার মন্তব্য দেইখা। তবে 'বাধ্যতামূলক অবসর' টাইপ কথা শুইনা লজ্জাও পাইলাম অনেক। এইটা মোটেও তেমন কিছু হয় নাই। তারপরেও আপনার প্রশংসা পায়া অনেক অনুপ্রেরণা পাইলাম। ভবিষ্যতে হয়ত আরো টুকটাক কোবতে লেখার ট্রাই মারতে পারি। সেক্ষেত্রে আপনার এই মন্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি কবি না, কবিতা লিখি না (লিখতে পারি না জন্য)। তাই সীমাবদ্ধতা তো থাকবেই। ভবিষ্যতে চেষ্টা করব কাটায়া উঠার।
এইটা নিঃসন্দেহে আমার সচল-জীবনে পাওয়া অন্যতম সেরা মন্তব্য। আমি সবসময় মনে রাখব
ভাল থাইকেন। আর ওইসব অবসর-টবসর বাদ দিয়া তাড়াতাড়ি নতুন একটা কবিতা দেন। কতদিন লেখা-টেখা দেন না!
কবিতাখানি অসাধারণ লাগিয়াছে, কিন্তু প্রথম দিককার মন্তব্যসমূহ দেখিয়া ভয় বোধ হইতেছে...
______________________________________
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
______________________________________
লীন
অনেক অনেক ধন্যবাদ, লীন। আমারও ভাল লাগল খুব আপনার মন্তব্য পেয়ে।
ভয় বোধ হইবার কোনোই কারণ নাই। নিশ্চিন্তে থাকিতে পারেন
কবিতার নাম 'অভিমান' কি 'অনুমান', তাতে আমার কুনুই মন নাই।
আমি চোখ কচলায়া চারবারে ঠিকঠাক দ্যাখ্লাম- হ্যাঁ, কবির নাম তো সত্যই অতন্দ্র প্রহরী! তা-ও আবার কি, প্রেমের কবিতা ( নিজেই আবার 'দারুণ মিষ্টি'ও বলে! )!
ভালো তো হইছেই, কবিতা এত যে কৌতূহলোদ্দীপকও হৈছে, তার কী হবে নে?!
[ আজকাল কি তবে একটু তন্দ্রা মন্দ্রা আসতিছে আপ্নের?! ]
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হা হা হা। গরীব হইতে পারি, কিন্তু তাই বইলা তো আর আমার কোবতে লেখার উপর কোনো নিষেধাজ্ঞা নাই, তাই না?
আপনাদের প্রশংসা আর প্রশ্রয়েই তো এইসব আবজাব লেখার সাহস পাই। অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই। কিন্তু কীসের কৌতূহল, সেইটা তো আর খোলাসা করলেন না
তন্দ্রা-মন্দ্রা তো আসেই মাঝে মধ্যে, বয়স তো আর কম হইল না। বুইড়া হয়ে গেলাম
আমি খোলাসা করুম, না কি আপ্নে খোলাসা করে কইবেন কারে নিয়া এইসব তন্দ্রামন্দ্রা! হ, বয়স তো হৈছেই।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আপনিই বলেন তাইলে শুনি!
কোবতে তো ভালা হইসে। নিয়মিত লেখার চেষ্টা করবেন কিন্তু !
------------------------------------------
--------------------------------------------------------
থেংক্যু ভূঁতের বাচ্চা। আপনাকে যে ইদানিং দেখাই যায় না! আপনার কবিতাও নিয়মিত পড়তে চাই।
ভাল থাইকেন। নিয়মিত ভূঁতরাজ্য থেকে এখানে আইসেন।
অনেক অনেক থ্যাংক্যু, ভাইজান
নতুন মন্তব্য করুন