২৫শে আগস্ট, ২০০৯।
পর্দা টানা না থাকায়, জানালা দিয়ে ঢুকে পড়া ভোরের আলোয় ঘুম আপনাআপনি ভেঙে গিয়েছিল, অ্যালার্মের অপেক্ষায় না থেকেই। পাশ ফিরে জানালার বাইরে তাকাতেই অভূতপূর্ব এক দৃশ্য চোখে পড়ল। যা আগে কখনও দেখা হয়নি, এবং এভাবে যে ব্যাপারটা দেখা হয়ে যাবে, সেটা কখনও ভাবিওনি। সূর্যোদয়। দেখেছি আগেও, কিন্তু চোখের সামনে সূর্যকে আড়মোড়া ভাঙতে দেখার ভাগ্য হয়নি আগে কখনও।
অদূরে এক দালানের মাথা দিয়ে সূর্যটা উঁকি দেয়-দেয় করছে, এমন সময় অবাক হয়ে দেখলাম ধীরে ধীরে সূর্যটা একটু একটু করে উপরে উঠছে, এবং কয়েক মিনিটের মধ্যেই প্রখরতা বাড়িয়ে সম্পূর্ণ চলে এলো চোখের সামনে।
স্বচক্ষে দেখা সে অভিজ্ঞতা বর্ণনা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। যেমন নয় ক্যামেরায় ধারণ করা এই অল্প কিছু ছবিও।
মন্তব্য
কাকভোরে ছাদে গিয়ে ফটুরে গিরি করি প্রায়ই, তবু প্রতিটি সূর্যোদয়ই কি নুতন মনে হয়!!
ছবিগুলো সুন্দর,লেখাও...
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সত্যিই।
অনেক ধন্যবাদ :-)
শীতকালে এত সকালে আকাশ পরিষ্কার পাইলেন কেম্নে (চিন্তিত)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তার মানে সে-দিন ডিউটি ফাঁকি দিছেন?
সুন্দর ছবি দেখাইছেন বলে মাফ...
*************************************************************************
"আমার কোনো নীল শার্ট নেই, ছিলো না কখনো__নীলিমা দেখেছি শুধু একাই__ নীল শার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি__ অথচ সমুদ্রেই ছিলাম আমি।"
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
:-D
যাউক
আমাদের বুড়া সূর্য অতদিনে উঠার সময় একজন নিরাপত্তা প্রহরী পাইল
মহামতীর বক্তব্যে ঝাজা।
ছবিগুলো সত্যিই দারুন হয়েছে।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
"ঝাজা" কী বস্তু? :-D
থেংক্যু।
লীলেন ভাই, সূর্য বুড়া কেন? নিরাপত্তা প্রহরী কী? এতোদিন উঠার সময় সূর্য কারে পাইতো? :-?
চমৎকার ছবি প্রহরী।
তবে এই অল্প সময়ের প্রস্তুতিতে এই ছবি কিভাবে তুললেন?
ধন্যবাদ অনিন্দিতা'পু।
আমার ক্যামেরা তো পিচ্চি। কামান নাই কোনও। প্রস্তুতি আর কী। ঘুম ভেঙে তাকিয়ে দারুণ আকাশটা দেখে, আর সূর্য উঠি-উঠি করছে দেখে, ড্রয়ার থেকে ক্যামেরাটা (সনি ডব্লিউ১৫০) বের করেই ছবিগুলো তুলে ফেললাম। :-)
আর আসল কথা হলো, সুন্দর আকাশটার ছবি তুলতে গিয়েই ভাগ্যক্রমে সূর্যোদয় দেখা হয়ে গেল এভাবে।
কাকভোরে এমন ফটুরে গিরি করি প্রায়ই...
সুন্দর ছবিগুলো!!
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আপনার তোলা ছবি দেখান... :-)
৮ নম্বরটা সুন্দর।
ধন্যবাদ, প্রকৃতিপ্রেমিক ভাই :-)
জোস
আমার ভোট ৭ আর ৮-এ।
ফাটাফাটি---
থ্যাংকু বস :-)
এত ইট-কাঠ পেরিয়ে বেচারা সূর্যের উঠতে কী ঝামেলা হয় ভাবছি!!!
ভাল লাগল ছবিগুলো, ভোট দিলাম ২ আর ৮ এ।
অনেক অনেক ধন্যবাদ :-)
সবগুলোই চমৎকার। ভালো লাগলো।
কতোদিন সূর্যোদয় দেখা হয় না। :(
সূর্যাস্ত কি দেখা হয়? :S
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
সরাসরি সূর্য ওঠার ছবি এই একদিনই তুলতে পারসি। এছাড়া সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আকাশের প্রচুর ছবি তোলা আছে আমার। ইচ্ছা ছিল সবগুলো নিয়ে একটা পোস্ট দেয়ার। কিন্তু এখানে খালি এই কয়টাই দিলাম। সূর্যাস্ত দেখসি সেইন্ট মার্টিনে। সাগরের মধ্যে টুপ করে ডুবে গেল...
থ্যাংকু :-)
২ আর ৮ চ্রম ভালু পাইলাম।
আমি বিল্ডিংগুলা দেখে অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম আপনার বাসাটা কোথায়। প্রথমে মনে হল শান্তিনগর/সিদ্ধেশ্বরী (কারণ আমার বাসা ওদিকে!), তারপর মনে হল বাংলা মোটর বা পরীবাগের আশেপাশে। আসলে কই?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
কাছাকাছিও যায়নি! :-D
মিরপুর-১১।
থ্যাংকস ম্যান :-)
- আমি তো ভোরের আলো দেখতে পাই না। অন্যের চোখের ভোরের আলো দেখতে চাইছিলাম, হলো আর কই!
কিন্তু মিয়া, এইরম ফাঁকিবাজী করলেন ক্যান?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অন্যের চোখে তো আপনি সর্বনাশ দেখেন, ভোরের আলো দেখবেন ক্যাম্নে? :-D
ফাঁকিবাজি কই করলাম, বুঝলাম না তো :-?
ছবিগুলো ভালো লাগলো :)
------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
অনেক ধন্যবাদ :-)
ছবি গুলো খুব সুন্দর!
অসংখ্য ধন্যবাদ :-)
ছবিগুলো খুব সুন্দর, তবে এইজন্য আপনার তারিফ করবো না, তারিফ করবো আপনার ভোরবেলা ঘুম থেকে জাগার অতিমানবীয় ক্ষমতার! :D
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হা হা হা। আমার ঘুম খুব পাতলা। এমনিতেও খুব কম ঘুম হয়। আলোতে (ব্যতিক্রম তো আছেই) ঘুমাতে পারি না। অফিসের দিনগুলোতে জানালার পর্দা খোলাই থাকে। তাতে করে ঘুম এমনিতেই ভেঙে যায়। অ্যালার্ম দিয়ে রাখি, যদিও লাগে না।
শুনলে মজা পাবেন, একবার ঘুমের মধ্যে হাতের চাপ লেগে একজনের কাছে কল চলে গেসিল। ওপাশের ওয়েলকাম টিউন শুনে আমার ঘুম ভেঙে গেল। সাথে সাথে কল কাটলাম। কিন্তু ওইদিকে তারও ঘুম ভাঙসিল। কারণ কল ব্যাক করসে তখুনি। কী যে অবস্থা! :-p
এক নম্বর ছবিটা এক ধরনের বিভ্রান্তি তৈরী করে। মনে হয় যেন পাহাড়ের উপরে ঘর-বাড়িগুলি। আকাশের নীচের দিকটাকে মনে হয় যেন পাহাড়ের অনেক নীচে বিস্তীর্ণ নীচু/জলাভুমি...।
লেখাটা পড়ার আগেই এক নম্বর ছবির দিকে চোখ চলে গেছল – ভাবলাম প্রহরী বোধহয় কোথাও বেড়াতে গেছে... বাসায় থাকলে সাধারনত ভোরের অসাধারন সুর্য্য উঠা দেখার মত রোমান্টিসিজম থাকে না তো তাই হয়ত বিভ্রান্ত হয়েছি...। ভাল লাগল।
আকাশ, মেঘ - এগুলোর প্রতি আমার একটা দুর্বলতা আছে। প্রচুর ছবি আছে আমার, ভোরের আকাশের। আপনি বলার পর মনে হচ্ছে যে প্রথম ছবিটা দেখলে অনেকটা এরকম মনে হয়, যেমনটা বললেন আপনি।
অনেক ধন্যবাদ :-)
চ্রম হইছে।
- 'পোস্ট স্টিকি' করার আবেদন কই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
:-?
@ রায়হান আবীর
ধন্যবাদ :-)
অনেকগুলা অবাক কান্ড!
১। বিডিয়ার বাইঁচা আছে!
২। বিডিয়ার ব্লগ লিখে!
৩। বিডিয়ার ছবি তুলে!
৪। বিডিয়ার ঘুম থেকে উঠে!
^:)^ লাল সেলাম!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
(হোহোহো)
:-(
@ দুষ্ট বালিকা
এতো অবাক হওয়া ভালো না :-(
১,৭,৮ বেশি ভাল লাগছে
কিন্তু কথা হইল এত সক্কালে উঠেন কেমতে?!!!!!
শেষ যে কবে উঠছি মনে পড়তেছে না!!!!
(রোজা ছাড়া )
বোহেমিয়ান
ধন্যবাদ :-)
চাকরি শুরু করেন। আপনিও টের পাবেন ক্যাম্নে অতো সকালে উঠতে হয়। এককালে আমিও ভাবতাম সকাল আটটা বা নয়টায় মানুষ কীভাবে ওঠে (যখন সুখী ছাত্র ছিলাম)! এখন তো উঠতে হয় আরও বহু আগে, তাও আবার শীতের সকালে! :-(
-সিরাম হইছে!! বিশেষ করে ২ এবং ৮!! চালায় যান!!
-আমি বালিকা আপুর সাথে একমত :-D
-আপনি নিয়মিত ছবিব্লগ দিলেও পারেন কিন্তু ;-)
---------------------
আমার ফ্লিকার
- তোমার সার্টিফিকেট তো বড়ো ব্যাপার ;-)
- :-(
- ঠিকাছে, আগে ছবি তোলা শিখে নেই :-D
ভোট দিলাম ১ আর ৮। তবে বিডিয়াররে মাইনাস। আমি গেলে সে কোন আড্ডায় আসে না...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
থ্যাংকু। আপনারেও মিয়া মাইনাস। আমি যে আড্ডাগুলায় যাই, আপনি আসেন না ওইগুলায়। আর মেসেঞ্জারে টোকাইলে আপনে খালি পাশের রুমে যান :-p
সবগুলোই সুন্দর। এক আর দুই একটু বেশী জোস।
যাক। তুই ছবি তোলা শিখেই গেলি ;-)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
"এতোদিন কোথায় ছিলে?" (হাবিব-ন্যান্সির গান) :-D
মহামান্যা রানা মেহেরের ছবি না তোলা পর্যন্ত আমার ফটোগ্রাফি পূর্ণতা পাবে না ;-)
খুব খুব খুব ভালো লাগলো।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অনেক অনেক অনেক থ্যাংকু :-)
খাইছে !
চরম... চরম...
অনেক দেরিতে দেখলাম। দুঃখিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। :-)
নতুন মন্তব্য করুন