চারপাশের মানুষগুলো কষ্টের ভার বইতে না পেরে যখন নুয়ে পড়ে হতাশায়, একের পর এক মুখগুলো যখন ঢাকা পড়ে বিষাদের আচ্ছাদনে, খুব অসহায় লাগে নিজেকে।
আর তখন-
প্রায়শই মনে হয়, চলমান এই দুঃসময়ে, ঘোর অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীর একাকীতম বোধ করা প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার হাতটা স্পর্শ করে, শক্ত আলিঙ্গনে, ফিসফিসিয়ে বলি, "পাশে আছি..."
মন্তব্য
প্রায় একবছর পরে। ঘ্যাচঘ্যাচ করে লিখে যান। তাহলে পাশে থাকা হবে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ঠিকই বলেছেন হাসিব ভাই। ইচ্ছা আছে আবার নিয়মিত হবার। দেখা যাক পারি কি না...
অন্ততঃ লেখালেখিটা চালু থাকলে, মন্তব্য পাওয়া গেলে, সে যতটুকুই হোক, মনে হয় একেবারে নিঃসঙ্গ নই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
হ্যাঁ, সেটাই। আমাদের মতো মানুষদের আসলে এভাবেই পাশে থাকতে হয়, এভাবেই পাশে থাকা যায়...
'পাশে আছি' শব্দ হিসেবে হয়ত খুব ছোট্ট, কিন্তু সময়ে কেমন শক্তি রাখে জানি রে ভাইয়া!
ঠিক। খুব দুঃসময়ে এই শব্দবন্ধ যে কী ভীষণ শক্তি/সাহস জোগাতে পারে, সেটা নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি।
এই যে পাশে থাকার প্রতিশ্রুতি সেটাই যে আমাদের শক্তি!
-----------
রাধাকান্ত
ঠিকই বলেছেন ভাই।
পাশে আছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সবাই সবার পাশে থাকলে খারাপ সময় দ্রুত কেটে যায়, যাবে...
পাশে আছি।
স্বয়ম
আশা করি সবসময় থাকবেন...
বহু দিন পর তোমার লেখা পেয়ে খুব ভাল লাগল অপ্র!
শুভেচ্ছা অফুরান!!
অনেক ধন্যবাদ, অনিকেত'দা।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
---
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
("Some things are better left unsaid...")
বালিকায় বিরতি দিয়ে শেষে কীবোর্ডে হাত রাখলেন?
মাঝে মধ্যে লিখলে ভালো। তাতে জায়গাটা পরিচিত লাগে।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সব বালিকা তো আপনার কুক্ষিগত!
মাঝেমাঝেই ভাবি নিয়মিত হবো... কী এক অদ্ভুত কারণে হয় না...
কুক্ষি খুঁজে দেখলাম, বালিকা পেলাম না! চোখের ডাক্তার দেখান।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ছুঁয়ে গেল কথাগুলো।
বাহ বাহ!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন