শিল্পী: আব্দুল হাদী
গীতিকার: মনিরুজ্জামান মনির
সুরকার: আলাউদ্দিন আলী
জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও... কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে।
সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।
আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও... পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়
চিরতরে।
সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।
|
মন্তব্য
কেউ যদি জানেন, এই গানটিরও গীতিকার ও সুরকারের খোঁজ দিতে অনুরোধ করছি।
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলাউদ্দিন আলী
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আগের পোস্টের মতো এটাতেও, গানটা শুনতে সমস্যা হবে মনে হয়। দুঃখিত। যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক করে দিচ্ছি।
গানটা আমার খুব প্রিয়।
পোস্টানোর জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------
প্রায় এক মাস দশ দিন দেরিতে হলেও, ধন্যবাদ জানালাম আপনাকেও। চাইলে এখন গানটা শুনতে পারবেন। ঠিক করে দিলাম।
গানটা শুনতে পারিনা- ডাউনলোডও করতে পারি না।
=============================
কী এক উদ্ভট কারণে ই-স্নিপ্সে আপলোড করেও গানটা শোনা যাচ্ছিল না। মাঝে বেশ কয়েকবার গুঁতাগুতি করেও ঠিক করতে পারিনি। এখন ঠিক আছে। শুনতে পারবা চাইলে।
নতুন মন্তব্য করুন