শিল্পী: লোপামুদ্রা মিত্র
গীতিকার:
সুরকার:
ঠিক যেখানে দিনের শুরু
অন্ধ-কালো রাত্রি শেষ
মন যতদূর চাইছে যেতে
ঠিক ততদূর আমার দেশ।
এই কাঁটাতার জঙ্গিবিমান
এই পতাকা রাষ্ট্র নয়
দেশ মানে বুক আকাশজোড়া
ইচ্ছে হাজার সূর্যোদয়।
এই কাঁটাতার জঙ্গিবিমান
এই পতাকা রাষ্ট্র নয়
দেশ মানে বুক আকাশজোড়া
ইচ্ছে হাজার সূর্যোদয়। (কোরাসে রিপিট)
এ মানচিত্র জ্বলছে জ্বলুক
এই দাবাণল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
এ মানচিত্র জ্বলছে জ্বলুক
এই দাবাণল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
দেশ মানে কেউ ভোরের স্লেটে
লিখছে প্রথম নিজের নাম
হাওয়ায় বুকে দুলছে ফসল
একটু বেঁচে থাকার দাম।
দেশ মানে কেউ ভোরের স্লেটে
লিখছে প্রথম নিজের নাম
হাওয়ায় বুকে দুলছে ফসল
একটু বেঁচে থাকার দাম।
সব মানুষের স্বপ্ন তোমার
চোখের তারায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
সব মানুষের স্বপ্ন তোমার
চোখের তারায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
এ মানচিত্র জ্বলছে জ্বলুক
এই দাবাণল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
(কোরাস)
সব মানুষের স্বপ্ন তোমার
চোখের তারায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
এ মানচিত্র জ্বলছে জ্বলুক
এই দাবাণল পোড়াক চোখ
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
সব মানুষের স্বপ্ন তোমার
চোখের তারায় সত্যি হোক
আমার কাছে দেশ মানে
এক লোকের পাশে অন্য লোক।
|
মন্তব্য
গানটির গীতিকার ও সুরকারের নাম কারো জানা থাকলে, অনুরোধ করছি জানাবার।
খুব ভাল লাগল গানটা, আপনার কাছে CD আছে নাকি ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
গানটা খুবই সুন্দর। লোপামুদ্রার এমপিথ্রি কালেকশন আছে সিডিতে। নেক্সট যেদিন দেখা হবে, আপনাকে দিবনে, যদি আগ্রহী হন।
আগ্রহী মানে , দারুন আগ্রহী । সবার আগে লাইনে দাঁড়ালাম ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
একজনের এই লম্বা লাইনে সবার আগে আপনাকেই দেয়া হবে সিডিটা
অসাধারন.........
হুমম।
লিরিক, কম্পোজিশন... সবকিছু মিলিয়ে গানটা এককথায় অসাধারন
এখানে তারকা দেয়ার সুযোগ নেই, আমার পক্ষ থেকে অদৃশ্য তারকা আপনাকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
সহমত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রহরী,
আমার খুব প্রিয় একটা গানের উল্লেখ এখানে করায় তোমাকে দশ হাজার পঞ্চ-তারকা!
আপনাকেও ভাইয়া দশ হাজারবার ধন্যবাদ।
লোপামুদ্রার অনেক গান শুনেছি। কিন্তু এ গানটা শোনা হয়নি আগে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গানটা আপনাকে প্রথমবারের মতো শোনাতে পেরে খুবই ভাল লাগল। ধন্যবাদ নাশু ভাই।
আমার যতটুকু মনে পড়ে লোপামুদ্রার "এই অবেলায়" নামক এ্যালবামে এই গানটি হয়তো ছিল। আপনি এই এ্যালবামটি খুঁজে দেখলে হয়তো সুরকার ও গীতিকারের নাম পেয়ে যাবেন।এই গানের একটি জায়গায় গীটার দিয়ে একটা রাজস্থানী ফোকের খানিকটা অংশ বাজানো হয়, ওই জায়গাটা আমার ভীষন প্রিয়।
-----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
তথ্যের জন্য অনেক ধন্যবাদ। খুঁজে দেখি, পেলে অবশ্যই মূল পোস্টে যোগ করে দেব।
আপনি যে অংশের কথা বললেন, আমারও খুব পছন্দের। তবে গীটারে বাজানো অংশটুকুর কয়েক সেকেন্ড আমার শোনা একটা হিন্দি গানের সাথে একদম মিলে যায়, যেটা এখন কোনওভাবেই মনে করতে পারছি না কোন গান।
ঐ অংশটা খুবই জনপ্রিয় এক রাজস্থানী ফোক গানের অংশ।
"কেশেরিয়া বালমা... পাধারো মারে দেশ"
--------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আপনি আসলেই চলমান এক গানকোষ!
"এই অবেলায়" নেটে পেলাম, কিন্তু গীতিকার বা সুরকারের সন্ধান পাওয়া গেল না
দোকানে অ্যালবামটার সিডি খুঁজতে হবে।
শুনতে দিল না আমার মহান নেটের গতি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গানটা মেইল করে দিবোনে পরে...
গানটা শুনলাম এই প্রথম। বেশ ভালো লাগলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধন্যবাদ।
অসাধারণ
অনেক ধন্যবাদ।
অতি অসামান্য গানটি শোনাবার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব কম গান শুনেই এমন ধাক্কা খেয়েছি।
গানটা তোমার এতটা ভাল লেগেছে জেনে আমারও খুবই ভাল লাগল। তোমাকেও অসংখ্য ধন্যবাদ।
গানটা কষ্ট করে মেইলানো যায় আমাকে? আমি খুঁজে পেলাম না...
কষ্ট করে তো ভাই পারব না, কষ্ট ছাড়া হলে করতে পারি
পাঠিয়ে দেব আজকেই।
গানটার কথা খুবই সুন্দর, কিন্তু দু:খিত লোপামুদ্রার গায়কী বিশেষত: কোরাসের জায়গাগুলো একদমই ভালো লাগেনি, উচ্চকিত মনে হয়েছে। লোপামুদ্রা আমার প্রিয় শিল্পী, তাঁর ভেতর ঘরে বৃষ্টি আজও মন দিয়ে শুনি, এটা অনেক আ্যভারেজ লাগলো কেন যেন! কিন্তু গান ব্যাপারটাই এমনি, খুব সাবজেকটিভ, তাই না?
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
হ্যাঁ, ঠিকই বলেছেন, গান ব্যাপারটাই এরকম। কোন গান যে কখন কার ভাল লাগবে, বা খারাপ, বলা যায় না। আবার বলা যায় না, পরে কখনও এই গানটাই আপনার এখনকার চাইতে অনেক ভালোও লাগতে পারে। তাই না?
ধন্যবাদ।
খুব সুন্দর লাগলো। লোপামুদ্রার ফ্যান আমি।
=============================
নিজের পছন্দের কোনো কিছু অন্যদেরও যখন পছন্দ হয়, তখন খুব ভাল লাগে
ব্যস্ততা আর ক্লান্তির মাঝে গানটা আবারো দিন শেষে এনে দিলো এক পরম তৃপ্তি! অনেক ধন্যবাদ আপনাকে লোপামুদ্রা...চিয়ারস্
আমারও খুবই ভাল লাগল গানটার মাধ্যমে আপনি সামান্য হলেও তৃপ্তি পেয়েছেন জেনে। লোপামুদ্রা আসলেই অসাধারণ একজন শিল্পী।
আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নতুন মন্তব্য করুন