অনেকদিন পরে একটা ছোট্ট সুসংবাদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শুক্র, ০৯/০৫/২০০৮ - ৫:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হিসেব করে দেখলাম সচল বন্ধুর সংখ্যা সচলায়তনেই বেশী। তাই ভাবলাম খবরটা এখানেই দেই। সামান্য হলেও আমার কাছে অসামান্য। তবে তার আগে একটু ভূমিকা লিখতেই হবে।

অনেকদিন ধরে কিছুই লিখিনা। লেখার কোন বিষয়ই পাইনা। ইদানিং এত ভাল ভাল লেখা সচলে পোস্ট হয় যেগুলো দেখে হাত আরো গুটিয়ে যায়। এরই মধ্যে গুরু (এসএমসি) সেদিন ফেসবুকে আমাকে "পোক" করলেন। ভাবলাম এ আবার কী জিনিস রে বাবা। তা আমিও গুরুকে "পোক" করলাম। কারো খোঁজখবর নেইনা বলে মনে হয় গুরুই খবর নিলেন। তখনই ঠিক করলাম যেকোনভাবেই হোক সচলে কিছু একটা পোস্ট দিতেই হবে।

আমার মা প্রায়ই জিজ্ঞেস করেন-- বাবা মানুষের ছেলেমেয়েরা কীসের এত স্কলারশীপ পায়, সবাই যে বলে ওমুক অত টাকা পাইছে, তমুকের ছেলে এত টাকার স্কলারশীপ পাইছে। আমি বলি মা, এখানে গ্রাজুয়েট লেভেলে সবাই কোন না কোন স্কলারশীপ পায়। সেগুলা আমি তোমাদের বলিনা কারণ এটা বলার কিছু না। গ্রাজুয়েট স্টাডি এসব দেশে কেউ নিজের টাকা দিয়ে করেনা। তোমার ছেলেও ওইসব ডিপার্টমেন্টাল স্কলারশীপ পায়। কিন্তু মায়ের মন তাও কনভিন্সড হয়না। আমি বলি মা, কেউ যদি বলে "বিদেশে গিয়ে তারা তিনবেলা বার্গার খায়" সেটা যেমন স্বাভাবিক ব্যাপার, গ্রাজুয়েট লেভেলে এসব স্কলারশীপ অনেকটা সেরকমই-- তাই তোমাদের বলিনা। বড় কিছু পেলে তখন তোমাদের জানাব।

সপ্তাহ খানেক আগে মা বললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম তোর হাতে কারা যেন একটা কাগজ তুলে দিচ্ছে, মনে হলো অনেক সম্মানের কাগজ। শুনে আমি মনে মনে ভাবছিলাম আহা, এমনটা যদি সত্যিই হতো! মার্চের শুরুতে অন্টারিও সরকারের একটা স্কলারশীপ (OGSST , Ontario Graduate Scholarship in Science and Technology) প্রতিযোগিতায় আবেদন করেছিলাম। হবে কি না হবে সেই ভাবনায় কাউকে জানানো হয়নি, মা'কে তো নয়ই। সম্মাননা এবং ডলারের অংকে (১৫,০০০ কানাডিয়ান) এটা OGS (Ontario Graduate Scholarship) এর সমান কিন্তু NSERC চেয়ে ছোট।

আজ বিকেলে ডিপার্টমেন্ট চেয়ারের ইমেইলে কংগ্রাচুলেশনস পেলাম। প্রথমে তো বিশ্বাসই হয়নি। বিশ্বাস যখন হলো তখন মায়ের কথা মনে পড়ল। আহা সব খবরের আভাস যদি মা এভাবে আগে আগে বলত তাহলে কতই না ভাল হতো!


মন্তব্য

তানভীর এর ছবি

অনেক অভিনন্দন রইল। এবার সামারে কোথাও বেড়াতে যান।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।

হিমু এর ছবি

খুব ভালো লাগলো শুনে। অভিনন্দন। আপনার পিচ্চু কেমন আছে?


হাঁটুপানির জলদস্যু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাক, হিমু সাহেবেকে আমার পোস্ট পড়াতে পেরেছি; সেটাই বা কম কিসে? পিচ্ছু ভাল আছে। গুগল দিয়ে সে পড়াশুনা করছে। বই খুলে ফায়ারফক্সের সার্চে শব্দগুলো লিখে ইমেজে অপশনে যেয়ে ছবি দেখছে। সাথে সাথে বানানও শিখে যাচ্ছে।

ধুসর গোধূলি এর ছবি

- বাহ্, দারুণ সংবাদ। চলুক

আপনার সুন্দর গোছালো, পরিপাটি লেখা থেকে আমাদের বঞ্চিত করে রাখছেন কেনো!
___________
<সযতনে বেখেয়াল>

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন,অভিনন্দন,অভিনন্দন ।
বাংগালদের সাফল্য ছড়িয়ে পড়ুক দেশে দেশে হাসি
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইশতিয়াক রউফ এর ছবি

শুভেচ্ছা রইলো!

ভেরিফিল্মিবয় এর ছবি

আপনাকে অনেক শুভেচ্ছা।
খুব খুশি হয়েছি আপনার এ সংবাদ শুনে।

রেনেট এর ছবি

বিদেশের মাটিতে সুসংবাদ শুনি খুবই কম। আপনার খররটা শুনে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

থার্ড আই এর ছবি

অভিনন্দন প্রকৃতিপ্রেমিক।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সৌরভ এর ছবি

অভিনন্দন।


আবার লিখবো হয়তো কোন দিন

শামীম এর ছবি

ঠিকই বলেছেন ... অনেকেই স্বাভাবিক ব্যাপারকে ফলাও করে প্রচার করে অজ্ঞদের কাছে।

খবরটা শুনে খুব ভাল লাগলো।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

খেকশিয়াল এর ছবি

অভিনন্দন প্রকৃতিপ্রেমিক, শুনে খুবই ভাল লাগলো

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তানভীর ভাই, হিমু, ধূসর, হাসান মোরশেদ ভাই, ইশতিয়াক রউফ, রেনেট, সৌরভ, শামীম ভাই, থার্ডআই ও খেকশিয়ালকে অনেক অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনাদের অভিনন্দন পেয়ে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহ্...

আপনার পিচ্চির লেখাপড়ার ধরনটা ভালো লাগছে... ঠিকাছে... আমার পিচ্চি আরেকটু বড় হউক... তারেও এই তরিকাতেই শিক্ষামু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তরিকা শেখানো লাগবেনা, দেখবেন নিজে নিজেই নতুন তরিকা আবিস্কার করবে..

জ্বিনের বাদশা এর ছবি

বেশ ভালো একটা খবর শুনলাম ,,,, অনেক অভিনন্দন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন প্রকৃতিপ্রেমিক

বিপ্লব রহমান এর ছবি

চলুক


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কনফুসিয়াস এর ছবি

গ্রেট নিউজ!
অনেক অভিনন্দন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অনিকেত এর ছবি

অনেক অনেক দিন মন ভালো করা খবর
অনেক অনেক দিন পর মাথা উঁচু করে দাড়ানোর মুহুর্ত এনে
দেবার জন্য অযুত নিযুত শুভেচ্ছা।

আপনার শনৈঃ শনৈঃ উন্নতি হোক, আমাদের আরো এ রকম মন ভাল করা খবর শোনান---সেই প্রতীক্ষায় রইলাম।

অতিথি লেখক এর ছবি

প্রকৃতিপ্রেমিক ভাই

অভিনন্দন।

আপনি কি এখনও অজ্ঞাতনামাই আছেন নাকি? আপনার নতুন বৃত্তি হলো, আর আমারটা মনে হয়ে শেষ হয়ে আসলো! বহুদিন রাজার হালে ছিলাম, এবার সমূহ বিপদের আশংকা।

আলমগীর

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরে ভাই, কী যে বলেন। একটা শেষ হলে আরেকটা পাবেন, নো চিন্তা। বিপদের আশংকা আছে বলেই জীবনটা এত সুন্দর...

রায়হান আবীর এর ছবি

মন ভালো করা খবর...

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অভিনন্দন !

দুর্দান্ত এর ছবি

অভিনন্দন। আরো বেশী, আরো বড় অর্জন আসুক ভবিষ্যতে।

মুশফিকা মুমু এর ছবি

অনেক অভিনন্দন!! হাসি
--------------------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍--@

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন... সাফল্যের শিখরে উঠুন এই কামনা করি।

কল্পনা আক্তার

...................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

ধ্রুব হাসান এর ছবি

অনেক অনেক অভিনন্দন আপনাকে, অনেক বড্ডা মানুষ হোন...Cheers! চলুক

মুহম্মদ জুবায়ের এর ছবি

মাকে বলেছেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জুবায়ের ভাই, ভাল প্রশ্ন করেছেন। তানভীর ভাই তাঁর মন্তব্যে বলেছিলেন সামারে যেন কোথাও থেকে ঘুরে আসি। তখনই আমার কিছু বলা দরকার ছিল। আসলে ঘুরাঘুরিটা স্যাকরিফাইস করেছি। নিজে না ঘুরে মা বাবাকে এখানে নিয়ে এসেছি। দুই সপ্তাহ আগে এসেছেন। সবকিছুই যেন শরতের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের মত স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। এত ভাল সময় অনেকদিন কাটাইনি। আর সেজন্যই সচলায়তনে আমার অচলাবস্থা।

মুহম্মদ জুবায়ের এর ছবি

চমৎকার কাজ করেছেন। সচল আপনার ঘরে এখন অনায়াসে নিষিদ্ধ থাকতে পারে। স্বপ্নের সময়টা স্বপ্নের মতোই কাটুক, দীর্ঘ হোক। তারপর যখন জেগে উঠবেন, তখন আপনার স্বপ্নময় সময়ের কথা লিখবেন আমাদের জন্যে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

বিপ্রতীপ এর ছবি

অভিনন্দন প্রকৃতিভাইয়া!! আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকুক হাসি

অনেক দেরি হয়ে গেলো...কাল থেকে অনলাইনে ঢুকা হয়নি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রাণঢালা অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন! শুনে খুব ভালো লাগলো। মা-বাবারা কিভাবে সন্তানের ভালো-মন্দ আগে টের পেয়ে যান, সে এক রহস্য!!! বিস্ময়কর!!!

সৈয়দ আখতারুজ্জামান

muntasir এর ছবি

wow!

what a news!!!
as it seems i am getting used to with manythings .... good luck and keep writing and keep sending me the links and keep telling what are u doing and keep letting me know how is abba n amma and tas!!!!!!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।