ছবির কথা: রাতের ডেট্রয়েট

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২৯/০৯/২০০৮ - ৭:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কয়েকদিন ধরে চেষ্টার পরে সচলায়তনে প্রদর্শনযোগ্য একটা ছবি তুলতে পারলাম। বাড়ির পাশেই ডেট্রেয়েট নদী। ওপাড়ে আমেরিকার ডেট্রেয়েট শহর। দিনে রাতে যেকোন সময়ই দেখার মত সে দৃশ্য।

ডাউনটাউন ডেট্রয়েট (রাতের বেলায়)

কয়দিন আগে ইফতার করে একটু গা এলিয়ে দিয়েছি। বউ বলল বাসায় কলা নাই। সেহরীর সময় দুধ কলা না খেলে আবার চলেও না। অগত্যা সাড়ে নয়টার দিকে চব্বিশ ঘন্টা খোলা থাকে এমন একটা স্টোরে গেলাম। ফেরার পথে রিভারসাইড হয়ে এলাম। সেখানে তোলা এই ছবিটা।

ছবিতে ক্লিক করলে বড় করে দেখা যাবে। একেবারে ডানের যে বিল্ডিংটা সেটা জেনারেল মোটরস এর হেড অফিস। বিল্ডিংয়ের প্রতিফলন যেখানে হয়েছে সেটা আসলে আমার গাড়ির ছাদ। মাঝের নিস্তরঙ্গ কালো অংশটা ডেট্রয়েট নদী। ৬ সেকেন্ডের এক্সপোজার হাতে নিয়ে তোলা সম্ভব নয়। গাড়ির ছাদের ক্যামেরা এমন ভাবে রেখেছি যাদে বিল্ডিংগুলোর একটা প্রতিফলন পাওয়া যায়।

মজার বিষয় হলো এই ছবি যতবারই তুলি ততবারই অন্যরকম দেখায়। তাই আর এক্সপেরিমেন্ট না করে সচলায়তনের পাঠকদের জন্য তুলে দিলাম। অরূপ ভাইয়ের পোস্টের সম্পুরক পোস্ট বলা যেতে পারে। ভালো লাগলে জানাবেন।

এক্সপোজার: ৮/৬
আইএসও: ৮০০
ফোকাস দুরত্ব: ২৮মিমি


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

কি করেছেন দাদা, আপনার সোনার দোয়াত-কলম, স্যরি সোনার ক্যামেরা হোক।

ভূঁতের বাচ্চা এর ছবি

মনে হচ্ছে এনিমেটেড কোনও ছবি।
এত্তো সুন্দর তুলতে পেরেছেন ভাইয়া !!!!
খুব ভাল লাগল।

--------------------------------------------------------

সিরাজ এর ছবি

বেশ কয়েকদিন ধরে চেষ্টার পরে সচলায়তনে প্রদর্শনযোগ্য একটা ছবি তুলতে পারলাম।

প্রকৃতিপ্রেমিক, আপনার নিক্ টা পরিবর্তনের বোধহয় সময় হয়ে গেছে!

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস্ কী যে বলেন.. আপনি কয়েকটা পোস্ট দিলে আমার আর জায়গা থাকবেনা। তাই আগে ভাগেই চোখ টিপি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বুঝেছি, 5D করতে করতে আপনার প্রাণ ওষ্ঠাগত:)
আশা করি আপনি শীঘ্রই একটা 5D Mark II কিনবেন।

তীরন্দাজ এর ছবি

খুবই সুন্দর ছবি তুলেছেন। গাড়ির ছাদের ব্যাপারটি মজার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধন্যবাদ তীরু ভাই। ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

স্বপ্নাহত এর ছবি

জটিল। ছবি দেখে পেট ভরে গেল। রোজা হালকা হইলো কি? চিন্তিত

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

না ভাই, ছবি দেখে তো আর পেট ভরেনা মন খারাপ

রণদীপম বসু এর ছবি

কিছুদিন আগে একটা লিটলম্যাগে দেশেরই প্রখ্যাত একজন ছড়াকারের একটা কিশোর কবিতায় চিত্রকল্পের ভুল ব্যবহার দেখাতে গিয়ে বলেছিলাম যে, রাতের আকাশ কখনো নীল হয় কিনা আবারো একবার কবির দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে দেখার জন্য। তিনি সংক্ষুব্ধ হয়ে ওঠেছিলেন আমার উপর।
আপনার ছবিটাও এবার আমার সাক্ষ্যই দিলো।

সুন্দর হয়েছে ছবিটা। নেটের ঝিমিয়ে চলার কারণেই কিনা কে জানে, আপনার গাড়ির ছাদ পর্যন্ত কোনভাবেই আনতে পারলাম না। কৌতুহল ছিলো গাড়ির ছাদে এমন চমৎকার প্রতিফলন হয় কী করে !

আরেকবার চেষ্টা করে দেখবো না হয়।
তবে মাঝে মাঝে এরকম ছবি দিয়েন কিছু।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রাতের আকাশ তো নীল হওয়ার কথা নয়। তবে ডিজিটালের যুগরে ভাই, এক্সপার্টরা ছবিকে ইচ্ছে মত পরিবর্তন করতে পারে। ঐ লিটল ম্যাগ বাচ্চাদের জন্য স্বাপ্নিক আকাশের কথা চিন্তা করে হয়তো নীল আকাশ বানিয়ে দিয়েছে।

যাই হোক স্লো কানেকশনের জন্য ছবিটি দেখতে অনেকেরই কষ্ট হতে পারে। ছবির রেজুলেশন কমিয়ে আপনাকে মেইল করে দিবনে (যদি মনে থাকে)।

আর গাড়ির ছাদ কেন, যেকোনো প্রতিফনশীল তলের উপরেই আলো পড়লে এমনটা সম্ভব। কিছু কিছু ব্যাপার আছে পরীক্ষা না করলে আগে থেকে বোঝা যায়না কতটা কাজ দেবে। রিফ্লক্শনের এই ব্যাপারটাও হঠাৎ করেই হয়েছে।

হিমু এর ছবি

সিরাজ ভাই আর পিপি ভাইকে ফোটোগ্রাফির উপর একটা যৌথ সিরিজ শুরু করতে বলি আমার মতো নবিশদের জন্য। পিলিজ!


হাঁটুপানির জলদস্যু

রায়হান আবীর এর ছবি

বিল্ডিংয়ের প্রতিফলন যেখানে হয়েছে সেটা আসলে আমার গাড়ির ছাদ

taski kelam!!

chobi darun (avro nai মন খারাপ )
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

এলোমেলো ভাবনা এর ছবি

মারাত্মক!!


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

মৃদুল আহমেদ এর ছবি

বাঃ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

বান্দরের ফটুর থেইক্যা আলো ঝলমল বিল্ডির এর ফটু সুন্দর দেহায়।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হাসান মোরশেদ এর ছবি

ছবি তোলা আমার কাছে বিশাল কারিগরি বিষয় মনে হয় তবে ছবি উঠতে আর সুন্দর ছবি দেখতে ভালো লাগে । যেমন আপনার তোলা এটা
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রানা মেহের এর ছবি

ছবিটার মধ্যে সতেজ একটা ব্যাপার আছে
চোখের আরাম হয়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিটা অসাধারণ! বিশেষ করে প্রতিফলনের ব্যাপারটা। না বলে দিলে কখনো বুঝতেই পারতাম না!
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সিরাজ ভাই আর পিপি ভাইকে ফোটোগ্রাফির উপর একটা যৌথ সিরিজ শুরু করতে বলি আমার মতো নবিশদের জন্য। পিলিজ!

সহমত...

অসাধারণ ছবি... অসাধারণ... মাথা আউলা হয়ে গেলো...
শালার এমন শহরও নাই, এমন ক্যামেরাও নাই... আর এইরকম ফটোগ্রাফীর মেধা আর হাত তো কল্পনাতেই আসে না।
নাহ্... চোখে লেগে থাকবে বহুদিন ছবিটা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

muntasir এর ছবি

wow!

its a good picture. and didnet even know that like your car and all!!!!!

its really nice then.
honestly

shanit
m

তারেক এর ছবি

আরে!!
ভয়াবহ সুন্দর ছবি! অসাধারণ!!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।