শিরোনামের সাথে মিল রেখে ছবি তো দিতে পারবনা তাই ভাবছি শিরোনামটা যথার্থ হলো কী-না। একটা ব্যাপার এতদিনে বুঝে গিয়েছি যে বরফের ছবি দেখে বরফ সম্পর্কে কিছুই ধারনা করা যায়না। তাই সে বৃথা চেষ্টা করছিনা।
গত বছর উইন্ডজরে আসার পরে শুনেছিলাম এটা নাকি কানাডার সবচেয়ে উষ্ণ শহর। বৈশ্বিক উষ্ণায়নের ফলেই মনে হয় আবহাওয়ার পরিবর্তন এখন সবাই উপলব্ধি করতে পারছে।
কলোরাডোতে শুরু হওয়া ঝড় কখন মিশিগানের উপর দিয়ে এসে সাউদার্ন অন্টারিওতে আঘাত হানবে তার দু্দিন আগে থেকেই ওয়েবসাইট, লোকাল পত্রিকা, টিভি সবখানেই প্রচারণা চলল ব্যাপকভাবে। প্রথম প্রথম এদের ঝড়ের কথা শুনলে বাংলাদেশের ঝড়ের তান্ডবের কথা মনে পড়ত। এখন বুঝেছি যত গর্জে, ততটা বর্ষে না। এদের তুষার ঝড় মানে ব্যাপক তুষারপাত, সেই সাথে কখনো কখনো প্রচন্ত ঠান্ডা বাতাস (৭০ বা তারো বেশি/ঘন্টায়)।
কথা ছিল সন্ধ্যার পরে আমাদের উপর দিয়ে বয়ে যাবে। ঝড়ের প্রতীক্ষায় বসে থাকলাম সারা সন্ধ্যা। পরে খবরে শুনলাম মধ্যরাতে ঝড় আঘাত হানবে। সন্ধ্যার পরপরই দমকা বাতাসের সাথে শুরু হলো হালকা তুষারপাত। আধা ঘন্টার মধ্যেই সবকিছু ঢেকে গেলো মিহি-দানা বরফে। বাইরে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি। কিছুক্ষণের মধ্যেই সে তুষারপাত বন্ধ হলো। তারপরে প্রকৃতি একেবারে সুনশান।
মাঝরাত অব্দি বসে আছি, ঝড়ের কোন লক্ষণ নেই। বাইরে চাঁদের আলোর মত ফকফকে পরিষ্কার রাত। পার্কিং লটের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটার উপর স্ট্রিট লাইটের আলো এসে পড়েছে। রাতের প্রকৃতির একটা আলাদা আবেদন আছে তা বুঝতে পারলাম। বারান্দায় যাওয়ার উপায় নেই। বরফে ঢেকে গেছে। তাই ঘরের ভেতর থেকে কাঁচের জানালা দিয়ে ছবিটা তুললাম।
(রাত ১২:৪০ মিনিটে তোলা, ঝড়ের আগে) বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন।
তারপর ঝড় সত্যিই এসেছিল। আমরা ভেসেছিলাম বরফের ভেলায়। পরদিন একটা কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল সকালে। রাস্তায় বরফের কাদা মাড়িয়ে দুইবার আটকে পড়া গাড়ী ঠেলে তুলে সময়মত যেতে পেরেছিলাম। আজ সারাদিন আমার ছুটি, কোন পড়াশুনা নাই। আজ সকালে বাসার সামনে থেকে নিচের ছবিটা তুললাম। আবাহাওয়া অফিস বলছে আরেকটা ঝড় আঘাত হানবে কাল (রবিবার)।
(লনের উপর এক ফুট বরফ, মাঝখান দিয়ে পায়ে চলা পথ) বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন।
মন্তব্য
এইখানের ঝড় সম্পর্কে ধারনা নাই। তবে রেজিনায় ঠান্ডা ভয়াবহ, এখনও ফিলস লাইক মাইনাস ৪১ ডিগ্রী সেলসিয়াসের মতো। এই সিরিজ কি শুধু বরফের উপর চলাফেরা নিয়ে? তাহলে মনে হয় শিরোনাম ঠিকাছে...তবে "নৌকা-গাড়ি" নিয়ে আমি কিঞ্চিত কনফিউসড...
ছবির জন্য পঞ্চতারকা...
। আপনার ডেট্রয়েটের ওপাড়ের রাতের তোলা ছবিটা দেখার পর বাকী ছবিগুলো কেন জানি নিরামিষ লাগে...ঐটা ক্লাসিক
। দাওয়াত দিলে নেক্সট সামারে সেই রাতের দৃশ্য দেখার জন্য চলে আসতে পারি... ![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বিপ্র, তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার এখানে সারাবছরই তোমার নিমন্ত্রণ। যখন খুশি চলে আসো, খালি আসার আগে একটা ইমেইল দিও।
নৌকা-গাড়ি হলো নৌকার মত গাড়ি। রাস্তায় যখন এক ফুট বরফ পড়ে তার উপর দিয়ে গাড়ি চালাতে গেলে মনে হয় নৌকা চালাচ্ছি। এই অভিজ্ঞতা যার হয়নি সে কখনোই বুঝতে পারবেনা। তাই নৌকার সাথে তুলনা। আর হ্যাঁ কয়েকটা লেখা দেব ভাবছি (হিমুর থিউরি অনুযায়ী অব্শ্য লেখা না দিলেও চলে)।
ডেট্রেয়েটের ছবিটা ভালো কিন্তু এই ছবিটাও খুবই সুন্দর (আামার কাছে)। টেকনিক্যালি রাতের ছবি তোলা একটু কঠিন। ছবিটার এক্সপোজার ৫/৫, আইএসও ১৬০০, হাতে নিয়ে তোলা, ফ্ল্যাশ দেয়া হয়নি, সময়- রাত ১২টা ৪০মিনিট। উপরের বাম কোনায় যে স্ট্রীট ল্যাম্পটা দেখা যায়, সেটার আলো কেমন সত্যি সত্যি লাগছেনা?![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
ভাইয়া,![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
নিমন্ত্রন দিয়ে কিন্তু বিপদে পড়ছেন কইলাম... মেইল দিয়া কখন চলে আসি..
বরফে গাড়ি চালানোর অভিজ্ঞতা নাই তাই বুঝতে পারি নাই নৌকা-গাড়ির ব্যাপারটা...।
আসলে ভালো লাগার ব্যাপারটা একটু অন্যরকম। কখন কি হঠাৎ করে খুব ভালো লেগে যায় বলা মুশকিল। ব্যাপারটা অনেকটা প্রেমে পড়ার মতো:P
মাঝে মধ্যে ছবি তোলার টিপস দেন না সচলায়তনে...। ঠিক বুঝি না ক্যামনে কি। অনেকগুলো তুললে দেখি এক-দুইটা ভালো লাগে... টাকা পয়সা হইলে একখান এসএলআর কেনার ইচ্ছে আছে...। কিন্তু অনেকে বলে ভালো ছবির জন্য ক্যামেরা ব্যাপার না। ঠিক বুঝতে পারি না...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
তোমার কি আমেরিকার ভিসা আছে? থাকলে একসাথে ঘুরে আসা যাবে। না থাকলেও সমস্যা নাই, আমার এখান থেকে আমেরিকা নদীর এপাড় আর ওপাড়, এক সাঁতার দিয়ে পার হওয়া যাবে
আম্রিকার ভিসা নাই...তবে সাঁতার জানি
ঠিকাছে...আমার এপার্টমেন্টমেট এসএলআর কিনলো কিছুদিন আগে। যেভাবেই তুলে দেখি নূন্যতম জাতের হয়। তাইলে এই কাহিনী। দেখি...টাকা পয়সা হলে কিনে ফেলবো একখান একে-৪৭ থুক্কু এসএলআর...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
লেখা , ছবি সবই দারুন। প্রথম ছবিটা তো অপূর্ব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মনে পড়ে, ছোট্টবেলায় শীলাবৃষ্টি হলে শীল কুড়াতাম। খুব মজা হতো। সেই ছোট্টবেলাতেই আরেকটা সাধ জেগেছিল, সিনেমায় গুঁড়ি গুঁড়ি মিহি তুষারপাত দেখে, তুষারে ভিজবো, পুরো জমে যাওয়া তুষারের ওপর দিয়ে গামবুট পড়ে হাঁটবো। আপনার এই লেখা-ছবি সেই ইচ্ছেঘুড়ির কাছে নিয়ে গেলো আবার। কবে যে এই ইচ্ছেটুকু পুরণ হবে কে জানে!
মধ্য ইলিনয়ে তুষার ঝড়ে গতকাল থেকে বিদ্যুত নাই। আমার এক পরিচিত বাক্স-পেটরা নিয়ে অন্য বাসায় গেছে আশ্রয় নিতে। আমাদের এখানে সপ্তাহ দু'য়েক আগে সবাইকে অবাক করে শুধু একদিন হালকা বরফ পড়েছিল। কিন্তু এখন আবার এতই গরম যে এসি চলছে শীতকালে আর বসে বসে টিভিতে আপনাদের তুষার ঝড় দেখছি![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
wish i could face it too! try to get the fun of cold! ! be outdoorian!!!
প্রথম ছবিটা অসাধারণ।
সিরিজ
, হিমু ভাইকে ফলো কইরেন না।
=============================
শীত কাহাকে বলে, এখানে দেখুন।
ডাউনলোড লিংক। সাইজ: ৯ মেগাবাইট। ফরম্যাট: FLV
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সবকিছু মনে হয় থেমে আছে![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
- দেখলাম শাইবেড়িয়ার শীত কাহাকে বলে (লগে ফ্রীতে বরফও দেখছি, আপনে দেখতে কন্নাই তো কী হৈছে!)।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রথম ছবিটার প্রেমে পইড়া গেলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভয়ানক অবস্থা! ছবি দুইটাই বরাবরের মত সুন্দর; রাতেরটা তো ঈর্ষনীয় ...
ভাল থাকুন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সুন্দর ছবি।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
সুন্দর ছবি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- প্রথম ছবিটা, যাকে বলে একেবারে দাবাণল!
বরফের দেখা এদিকে খুবেকটা পাচ্ছি না। সেই মৌসুমের প্রথম একটু দেখা দিয়েছিলো। ভৌগলিক কারণে অবশ্য এমনিতেও এই এলাকায় বরফ টরফ কম পড়ে। তো এইবার ফোরকাস্ট অবশ্য বলতেছে সামনে আসিতেছে বরফীর দিন!
আধা ঘন্টার দূরত্বে ধুমায়া বরফ পড়ে। গত উইকএণ্ডে ঐরকম একটা এলাকায় চলে গেছিলাম। এই উইকএণ্ডে ইয়ে নাই। টিপটিপ বৃষ্টি দেখা ছাড়া গতি কী আর!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তুমুল ছবি। আপনার ফ্লিকার এলবামের অন্যান্য ছবি কি দেখা যাবে? কি ক্যামেরা ব্যবহার করেন? খুব খায়েশ একটা DSLR কেনার।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ফ্লিকারে ছবি তেমন নাই। প্রথমটা Canon 40D দিয়ে তোলা। পরেরটা পয়েন্ট-এন্ড-শুট Kodak দিয়ে।
ছবি অসাধারন হইছে! আপনারে দিয়ে আমার বিয়ের ছবি তোলাইতে পারলে হইত মিয়া। চাইর বছর আগে ছিলেন কই?
আমি একটা ডিএসএলআর কিনব ভাবতেছি। 50D র দাম দেইখা কান্না আসে।
তারউপর লেন্সের যে এত দাম!!
বরফ দেইখা দেইখা আমিও ক্লান্ত না। তবে বরফের মধ্যে বাস কইরা ক্লান্ত। গাড়ি চালানো যে কি বিচ্ছিরী ব্যাপার!
(
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কীর্তিনাশা, অমিত, শামীম ভাই, নজরুল ভাই, তিনবন্ধুর একজন (রায়হান আবীর) এবং ধূসরিত গোধূলি -- আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগল।
প্রথম ছবিটা দুর্দান্ত।
এসএলআর কেনার শখ এখনও পর্যন্ত হয় নাই, তবে আমার সনির খেলনা পয়েন্ট অ্যান্ড শুট দিয়েই ভাল ছবি তোলা শেখার আশা রাখি...
যুদ্ধাপরাধীদের বিচার চাই
ইদানিংকার ঐসব খেলনা ক্যামেরাতে এসএলআর-এর মতই ফাংশন যুক্ত করেছে। বিশেষ করের ক্যানন-এর ছোট ক্যামেরাগুলো দিয়ে অবিশ্বাস্য রকম সুন্দর ছবি তোলা যায়। সনিও নিশ্চই ওরকম।
ঠিকই বলেছেন। আমি ব্যবহার করি সনি ডিএসসি ডব্লিউ ১৫০। ছবি বেশ ভালই আসে। সমস্যা একটাই, তুলতে পারি না। (যদি কোনোদিকে ক্যামেরা তাক করে শুধুই শাটার টেপাকে বিবেচনা না করেন)
যুদ্ধাপরাধীদের বিচার চাই
এখন সন্ধ্যা, তাপমাত্রা নেমেছে -১৬সেঃ (ফিলস লাইক -২৯সেঃ)। বারান্দার কাঁচের দরজায় ও তার আশে পাশে বাতাস ঢুকছে আর সাথে সাথে বরফ হয়ে যাচ্ছে।
আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
খুবই সুন্দর ছবি
মোবাইল দিয়ে এরকম ছবি তোলা যায়না কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
তাহলে তো ক্যামেরা কম্পানির ব্যবসা শিকেয় উঠতো।
স্কারবোরো'তে ফিলস লাইক মাইনাস ২৫ দেখলাম মনে হয়। প্রথম উইন্টার দেখতে খারাপ লাগছে না![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
রাতের ছবিটা আসলেই ভাল হয়েছে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নতুন মন্তব্য করুন