স্বর্গে আজ সাজসাজ রব রব অবস্থা। আদম-হাওয়া উভয়েই স্নান শেষে পুত পবিত্র হইয়া ধবধবে সাদা পোষাকে তরু তলে হাজির। তথায় জড়ো হইয়াছে অধিকাংশ স্বর্গদূত। আর বাকিরা খানা ও পানীয়ের আয়োজন ব্যস্ত। সকলেই অপেক্ষা করিতেছে কখন সেই মুহূর্তটি আসিবে। স্বয়ং ঈশ্বর তাঁহার সিংহাসনে বসিয়া অপেক্ষা করিতে করিতে কিঞ্চিৎ অধৈর্য হইয়া উঠিলেন।
অতপর এলো সেই ক্ষণ। জনৈক স্বর্গদূত ঘোষণা করিলেন স্বর্গবার্তার সম্পাদক মুখফোড়ের স্বর্গাগমনের মুহূর্ত। সকলেই উল্লাস করিয়া উঠিল। চিয়ার্স ফর মুখফোড়!
মন্তব্য
সহমত !!!
আদমচরিত সহজ ব্যাপার না !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
আমার অসম্ভব প্রিয় কথা শিল্পী আপনি, আপনে আরো দীর্থদিন বেঁচে বর্তে থাকুন, স্যাটায়ার আপনার পাহারায় বুড়ো হোক আরো।
এইটা তো মৃত্যুসংবাদের মত লাগতেছে
শুভ জন্মদিন মুখফোড় ... এই নিকের পিছনের মানুষটা কে আমার জানার ব্যাপক আগ্রহ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
স্বর্গে গমন নয়, স্বর্গে আগমন, হাঃ হাঃ । এই নিকের মানুষটা এপর্যন্ত মাত্র ৩টা মন্তব্য করেছেন। দেখা যাক উনি এখন কোথায়।
মনে পড়ছে, তিন মন্তব্যের একটি গত জন্মদিনে সবার শুভেচ্ছার উত্তরে।
পোস্ট দিয়েছেন ১৬০টি, অথচ আমি, সচলায়তনের পাহারাদার (জুবায়ের ভাই বলতেন), একবারও তাঁর নাম দেখিনি "অনলাইনে যারা"-র তালিকায়। তিনি কি অফলাইনে লেখা প্রস্তুত করে লগ-ইন করেন, তারপর তড়িঘড়ি পোস্ট করে লগ-আউট করেন মুহূর্তেই? কেন করেন? আরও অনেক অনেক প্রশ্ন করা যায় তাঁর সম্পর্কে, যেগুলোর সদুত্তর জুটবে না কখনওই
না-ই বা হলাম মাসুদ রানা বা নিদেনপক্ষে গোয়েন্দা ঝাকানাকা, যোগ-বিয়োগ-গুণ-ভাগ শেষে নিশ্চিত (শতভাগ প্রমাণ দেয়া অসম্ভব এই ক্ষেত্রে) যে-সিদ্ধান্তে এসেছি, তা প্রকাশ না করাটাই সমীচীন মনে করছি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এ কী অপবাদ!
দাদারে, সংসারের উৎপাতে সময় করিয়া উঠিতে পারি না। আপনার ন্যায় সন্ন্যাস অবলম্বন করিব অচিরেই। ধূসর গোধূলির নিকট হইতে নেংটিখানি সংগ্রহের অপেক্ষায় আছি কেবল।
নিঝুম নিশুতি রাতে, একা শুয়ে তেতলাতে, খালি খালি খিদে পায় ক্যানো রে?
দুগ্ধপানের জন্য গাভীক্রয়, মোটেও ভাল কাজ নয়
মুখফোড়-এর চার নম্বর মন্তব্য এসেছে!
আপনার তাত্ক্ষণিক উত্তর পাইয়া আরও একটি প্রশ্ন উদিত হইয়াছে এবং তাহা আমার সিদ্ধান্তের পক্ষেই কথা কহিতেছে
যাকগে। এ নিয়ে আর কথা না বলি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হ। না বলাই ভালো।
মুখা এমনিতেই বালবাচ্চা সামলে পোস্ট দেবার সময় করে উঠতে পারে না। তারপর আবার আপনি যদি তার স্বরুপ উদঘাটনে নামেন তাহলে তো আরো বিপদ।
আমারও খুব ইচ্ছা। ইমেইল করলে জবাব দেয় না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সকল বসের বস হইল মুখফোড়, স্বর্গে কি উনি আজকে জন্মদিনের পোশাকে দৌড়ায় বেরাইতেসেন নাকি ???
প্রচারবিমুখ মুখফোড়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা...
জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা ।
মুখফোড়ের জন্মদিন উপলক্ষে আজ অর্ধেক পৃথিবীতে সাধারণ ছুটি ঘোষনা করা হল।
আগের কমেন্ট মুছলেন কেন? মাত্র পোস্ট দিলাম!!!
পোস্ট এসে গেছে, তাই।
বাই দ্য ওয়ে, পোস্টে পোস্ট বিষয়ক মন্তব্যও রেখে এসেছি।
কোন অর্ধেক ? যেই অর্ধেকে আপনি থাকেন, নাকি যেই অর্ধেকে আমি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
শুভ জন্মদিন ভাই, আপনার রসসিক্ত লেখা সচলকে ভিজিয়ে রাখুক এই কামনা করি।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
শুভ জন্মদিন মুখফোড় দাদা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিন শুভ হোক।
আমিষে নিরামিষে মন্ডা মিঠাই তে ভালো ভালো খান।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
- জন্মানোর লাইগা মুখার বাচ্চা আর কোনো দিন খুঁইজা পাইলো না। একেবারে ম্যাঁ দিবসটাই!
শেষ খবর পাইছিলাম একখানা কন্যা সন্তানের গর্বিত বাবা হইছে আমাদের মুখা মিয়া। পরের খবর আলোহীন অবস্থায়, মানে অন্ধকারে।
তো যাই হোক, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, মুখারাম যেনো চাট্টিবাট্টি গোলকৃত অবস্থায় সহিসালামতে থাকতে পারে সেইজন্য কামনা থাকলো তার ম্যাঁ দিবসে, থুক্কু তার জন্মদিবসে।
মুখারে, তোর লাইগা একটা পলিথিনের নেংটি বুনে রাখছি। কখনো সাক্ষাৎ হইলে দিমুনে জন্মদিনের উপহার হিসাবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সকলকে ধন্যবাদ। মুখরা স্ত্রীটিকে সসন্ততি পিত্রালয়ে পাঠাইয়া কোন এক সপ্তাহান্তে বসিব আবার পুরাতন কালের ন্যায়।
দুগ্ধপানের জন্য গাভীক্রয়, মোটেও ভাল কাজ নয়
দুগ্ধপানের জন্য গাভীক্রয়, মোটেও ভাল কাজ নয়
- পিত্রালয়ে কেনো হে বৎস্য? আমরা কি মরিয়া গিয়াছি? তুই এক কর্ম কর, আমার বাটির পানেই তোর মুখরা রমনীটাকে পাঠিয়ে দে। যতোদিন খুশি ততোদিন রেখে দেবো'খন। তোর অবর্তমানে তাহার একেবারেই যত্নআত্মীর অভাব হইবে না আমার নিকটে। একদম চিন্তা করিসনেরে মুখারাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন মুখফোঁড়----!!!
মুখার জন্মদিনে তার বাচ্চার মুত্রে ভেজা কাঁথার শুভেচ্ছা ।
আমাদের মুখফোঁড় দাদারও জন্মদিন আছে নাকি ! স্বর্গবার্তার সম্পাদক তিনি জন্ম থেকেই স্বর্গবাসী নন ? এই দুরন্ত মে দিবসে তিনি স্বর্গ হইতে মর্ত্যের গিয়াঞ্জামের তরতাজা খবর সংগ্রহের নিমিত্তে সরাসরি মর্ত্যে নেমে এসেছিলেন ?
তাঁর এই মর্ত্যে আবির্ভাব দিবসে তাঁকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মুখাদা'র জন্ম-দিবসে ব্যাপক শুভেচ্ছা!
শুভ জরমোদিন মুখাদা
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মুখফোড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
আমিও জানতে ইচ্ছুক এই প্রচারবিমুখ, অথচ অসাধারন স্যাটায়ার লেখক সম্পর্কে।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
এই প্রচারবিমুখ লেখক সন্তানোৎপাদনে দারুন উৎসাহী।
দুর্ভাগ্যবশতঃ তার ঔরসে এতদ পর্যন্ত একটি মাত্র কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাও কী এমনি এমনি? নানারকম তাবিজ-কবচ, মাজারে শিন্নী, ডিম পড়া ইত্যাদি অনেক চেষ্টাচরিত্র করতে হয়েছিল।
আপাতত তিনি আমাজনের জঙ্গলে নেংটি পরে হাল্ক হবার সাধনা করে যাচ্ছেন।
স্বর্গীয় আনন্দে কাটুক শুভদিন, শুভ জন্মদিন
শুভ জন্মদিন মুখফোড়।
আপনার কমেন্ট না দেখলেও আপনার পোস্টগুলো খুব মনযোগ দিয়ে দেখি এবং পড়ি।
ভাল থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।
.কী ঘটনা! আজ শ্রী শ্রী মুখফোঁড়ের মহা আবির্ভাব দিবস!!
প্রনাম লহ হে মহান। হেপ্পি বাড্ডে।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
এ এখ লুখের খতবার ঝন্মধিন হয় ভছরে?
দৃশা
ভলেন কি? আমিতো ঝানতাম মুখারা একবারই জন্মায়।
প্রথম যেবার অন্য ব্লগে মুখফোঁড়-এর লেখা পড়লাম, তাশকি খায়া বইসা ছিলাম। তার পর থেকা আমি মুখার ফ্যান। কতবার যে সিদ্ধান্ত নিছি আমি বড় হয়া মুখা হবো...
বিপ্লব স্পন্দিত হৃদয়ে মনে হয়, আমিই মুখা...
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
একটা মন্তব্য করেছিলাম। আসলো না ...
পোস্টে জাঝা।
মুখফোড়ের জন্মদিনে শুভেচ্ছা। বাংলা ব্লগদুনিয়ায় নবিশ হবার কারণে মুখফোড়ের সাথে অপরিচিত ছিলাম। প্রথম লেখা পড়ি গত বছর তার জন্মদিনে ধূগো যখন লিংক সমেত একটা পোস্ট দেন। পড়ে আমি পুরা টাশকি।
তারপর তার সব লেখা পড়ে ফেলেছি। খুব ইচ্ছা আছে এই মানুষটার সাথে সাক্ষাত করার ...
স্বর্গে দাওয়াত খাইতে মঞ্চায়। শুভ জন্মদিন মুখোদা।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
শুভ জন্ম দিন । এখন স্বর্গে যাওয়ার ইচ্ছা নাই, মরার পর এসে কেক কুক খামু । রেডি রাইখেন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আগেও একবার জানিয়েছি, দেরিতে এখানে আরেকবার জানাই, 'শুভ জন্মদিন'।
লেখাটা দারুণ হয়েছে, পিপিদা।
নতুন মন্তব্য করুন