বনে বাদাড়ে সময় কাটানো: ২০০৯-০৫-০৩

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ০৪/০৫/২০০৯ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গ্রীষ্ম শুরু না হলেও তার আমেজ শুরু হয়ে গেছে। গত সপ্তাহের হঠাৎ-গরম শেষে এ সপ্তাহে আবার একটু নরম। আজ ৩রা মে ২০০৯, তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াস, রৌদ্রজ্জ্বল দিন। আজ মন ভালো নেই, তাই কোন লেখালেখি নয়-- শুধুই ছবি।

_MG_2043

১। শীতের পরে আজই প্রথম গেলাম ন্যাচার পার্কে। সেই আগের মতই্। গাছে নতুন পাতা আসছে, আর কদিন পরেই সবুজে ভরে যাবে বন।

_MG_2046

২। সাদা সাদা চেরি ফুলে ফুটে আছে থোকায় থোকায়। বনের আর কোথাও ফুলের কোন রেশ মাত্র নেই।

_MG_2044
৩। লাল-ডানা কালোপাখি (Red-winged Blackbird) কালো হলেও আসলে খুবই সুন্দর। তেমনি সুন্দর ওর গলা। শুনতে চাইলে এখানে ক্লিক দিন (নতুন উইন্ডো খুলবে কিন্তু)। পাখিটা সারাক্ষণ নড়ে, একদন্ড বসেনা। তাই এক ঠ্যাং এসেছে, আরেক ঠ্যাং দেখা যাচ্ছেনা (নড়াচড়ার কারণে ফ্রেমে পরিস্কার আসেনি)।

_MG_2087
৪। এ কয়টা ছবি তুলে ভাবলাম বনের মধ্যে দিয়ে ঘুরে আসি। বরফ গলা এখনো শেষ হয়নি, জায়গায় জায়গায় এখনো পানি জমে আছে। এর মধ্যেই ম্যালার্ড-টা দেখি কি যেন করছে। ম্যালার্ড এর বাংলা নাম কী?

দুপুর হয় হয় প্রায়, বনে মধ্যে কিছুই নাই। খালি পাতাহীন গাছ ঠায় দাঁড়িয়ে। আবার ফিরে আসি পাখির খোঁজে।

_MG_2052
৫। এটা আমেরিকান গোল্ডফিঞ্চ (American Goldfinch)

_MG_2073
৬। এদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা আছে। সেখানেই দুলছে এটা।

_MG_2070
৭। চড়ুইয়ের কদর কেউ করেনা। তাই ছবিটা তুলে রাখলাম।

_MG_2058
৮। আবারো নর্দার্ণ কার্ডিনাল বা লালপাখি (পুরুষ)। বাংলা উইকিতে এটা নিয়েই এখন লিখছি।

_MG_2060
৯। নর্দার্ণ কার্ডিনাল বা লালপাখি (স্ত্রী)। লক্ষ্য করুন স্ত্রী পাখিটা কিন্তু পুরুষটার মতো লাল রঙের নয়!

_MG_2063
১০। লালপাখি (স্ত্রী), খাবার দেখে মাটিতে নেমে এলো। এরা মুলতঃ বীজভূক।

ওর খাওয়া দেখে নিজেরই ক্ষুধা লেগেছে। যাই বাসায় ফিরি। একলা একলা খাইতেও মঞ্চায়না মন খারাপ

বেশি ছবি দেইনা বলে হিমু প্রায়ই অভিযোগ করে, এবার একেবারে ১০টা দিলাম। বিরক্তি না লাগলেই হয় দেঁতো হাসি

দ্রষ্টব্য: ছবির নিচে ক্রমিক দেয়া হলো।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

দারুণ...!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাই, পরের পোস্টে কমপক্ষে বিশটা ছবি দিয়েন। কী অসাধারণ! মনে হয় যেন জীবন্ত একেকটা ছবি। আপনি আসলেই 'প্রকৃতিপ্রেমিক'।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক। প্রকৃতির সাথে খালি প্রেমই করে গেলাম।

মূলত পাঠক এর ছবি

এই সব ফোটোগ্রাফ কোনো মানুষের তোলা???? মশাই আপনি তো যাচ্ছেতাই!!!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার কোন ক্রেডিট নাই, পাখিগুলা এত কাছে আসলো যে কী আর করা হাসি আমি ধৈর্য ধরে ঘন্টাখানেক দাঁড়িয়ে ছিলাম মাত্র।

তানবীরা এর ছবি

পিপিদা মাঝে মাঝে পড়তে ইচ্ছে করে না শুধু ছবি দেখতেই ভালো লাগে। আজ ছিল তেমন একটা দিন। পাঁচতারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। তারাগুলো দু'হাত ভরে নিলাম।

ধুসর গোধূলি এর ছবি

- ম্যালার্ড-এর নামটা "কইচ্চাকণ্ঠী হংস" হতে পারে। কিন্তু কইচ্চা বা সবুজ রংট তো তার গলায় না, মাথায়। তাইলে কি "কইচ্চামস্তকী হংস" হবে?

আপনার মনের অবস্থা আন্দাজ করতে পারতেছি পিপিদা। আপনি বরং যতোদিন মন খারাপ থাকবে, একা একা পিপিভাবী কিংবা পিপিকন্যা বিরহে খানাদানা ভালো লাগবে না, সচলে অনেকগুলো করে ছবি দিয়েন আমাদের জন্য। আপনি 'রোম' হয়ে কষ্ট পুড়লেও আমরা 'নিরো' হয়ে ছবির সৌন্দর্য উপভোগ করবো! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

থ্যাংকু। মাথায় থাকলো। আপনি থাকতে আমার আর বাংলা নাম নিয়ে চিন্তা করতে হবেনা হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

একজন ব্লগার অন্ততঃ নিজের নামের প্রতি সুবিচার করেন চোখ টিপি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনাদের মতো করে তো লিখতে পারিনা হাসি

তানভীর এর ছবি

মাঝে মাঝে ছবি তুলে পোস্টাতে ইচ্ছে করে। তারপর আপনাদের কথা ভেবেই আর কিছু করা হয় না খাইছে । কাঁচা হাতে ছবি তুলে লজ্জাই পেতে হবে খালি খালি।

ছবিতে উত্তম জাঝা!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তানভীর ভাই, দেন দেন ছবি দেন। আমার ছবিগুলো অতি সাধারণ ছবি-- প্রকৃতির সৌন্দর্যের ছবি। একটু ধৈর্য ধরে বসে থাকলেই এরকম ছবি তোলা যায়। ছবি তুলতে থাকেন, দেখবেন সাধারণ বিষয় থেকেই একটা সুন্দর ছবি বের করে আনা যায়।

হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

ছবিগুলা বড়োই সৌন্দর্য হইছে।
আমার মাঝে মাঝে প্রকৃতি প্রেমিক হতে ইচ্ছে করে। চোখ টিপি

মৃদুল আহমেদ এর ছবি

পিপিদা যে কী বলে... বিরক্ত না লাগলেই হয়!
এই ছবি দেখে লাগবে বিরক্ত? এতো কম ছবি দেখেই বিরক্ত লাগছে...
আরো দিন...
আর... আপনার বিরহপর্ব শুরু হয়ে গেছে? ঠিক আছে, কী আর করা! ছবি তুলে বেশি বেশি করে দেখান আমাদের!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রেনেট এর ছবি

অসাধারণ সব ছবি!!!!!!!!!!!
পাঁচতারা এই পোস্টের জন্য বড্ড কম।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাকিগুলা মেইলে করে দেন।

সচল জাহিদ এর ছবি

দারুন দারুন সব ছবি

উত্তম জাঝা!

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাখিগুলা তো ভালো পোজ দিছে.. চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।