আজ জুন ২, ২০০৯। একমাস হলো। আরো কতদিন বাকী! মনে হচ্ছে তোমাকে সারপ্রাইজ দেয়ার জন্য হলেও চলে যাই। কিন্তু সেটা কি ঠিক হবে? হবে না। তাই অপেক্ষাই একমাত্র সম্বল।
এখানে গ্রীষ্ম আসেনা
রোদে পোড়েনা ফুল-ফল-পাখি
বৃষ্টির রিমঝিম বাজেনা;
মেকী হাসি, মেকী মন
জান্তব ক্ষুধার ভেলায়
অহরাত্রি ভাসেনা;
ছন্নছাড়া মেঘ
সবুজের ঘাঘরা পরা
কিশোরীর চঞ্চলতায় নাচেনা;
এখানে গ্রীষ্ম আসেনা।
এখানে প্রেম আসে নীরবে,
চুপিচুপি চোখের পাতায় শিশির রেখে যায়
ভোরের প্রহরে।
অহর্ণিশ স্বপ্ন দ্যাখে ঢুলুঢুলু চোখ,
ফিরোজা শাড়ি, লাল টিপ
ঠোঁটে হাসি ফিকফিক;
বাতাসের গোপন
কানাকানি, রৌদ্র বালুকার
চিকচিক;
স্বপ্নের মেঘমালা উড়ে যায়,
শাপলার ফুল পরে ঘুমপরী
সাজে না;
এখানে গ্রীষ্ম আসেনা।
জুন ২, ২০০৯
উইন্ডজর, অন্টারিও
সন্ধ্যা ৮:৩০
মন্তব্য
--কার কথা যেন মনে পড়ে
মনটা বেশ রোমান্টিক করে দিলেন পিপিদা!
- ভাইরে, এইটা কী লেখলেন। ভাবী'র তো পত্রপাঠ চলে আসা উচিৎ। ভাবী এলে এক কাজ করেন পিপিদা। ভাবীকে প্রেম নিবেদন করেন। তারপর চিঠি লেখেন। প্রেমের চিঠি। বাসার বাইরে ঘুরঘুর করেন, জানালার পর্দার আড়াল থেকে যদি একটু দেখা যায়! অফিসের বাইরে মোটরবাইক (অনুপস্থিতিতে বাইসাইকেল)-এর উপর বসে থাকেন কালো চশমা চোখে লাগিয়ে, সামনে দিয়ে হেঁটে যাবার সময় অবশ্যই চুলের উপর দিয়ে বেশ স্টাইল করে হাতটা পেছন দিলে বুলাবেন, রাস্তায় পিছু হাঁটেন আর গান ধরেন, "ওও প্রাণের রানী, তুমি যে আমার... পাশে পাশে রবে মোর, চাইনা কিছু আর..."
আরও আছে। প্রেম করার বহুত তড়িকা আছে। প্রেম না হয়ে যাবে কই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা কঠিন সীন। এটা দেখে সবুজ বাঘ বলবে--"কীরে তোর সীম কী?"
ওহ! এইটা তো ১মপাতায়নাদেয়ার কবিতা।
তো, 'উনি' পড়েছেন তো? নাকি পরে পড়বেন?
জ্বী ভাই, পড়েছেন এবং পছন্দ করেছেন। পড়ে বলেছেন কাছে থাকতে এরকম কবিতা লিখিনা কেন? আপনি তো সাহিত্যিক মানুষ, আপনিই বলেন কাছে থাকলে এসব কবিতা কখনো আসে?
ঃ)
কবিদের জন্য বিরহ আবশ্যক।
দ্রষ্টব্যঃ মোরশেদ ভাইয়ের গল্প - 'কবি ও প্রেমিকাগণ'।
নতুন মন্তব্য করুন