ছবিব্লগ: সচলায়তনে হচ্ছেটা কী, চলুক হবে আতশবাজি

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শনি, ২৭/০৬/২০০৯ - ৫:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে কী যেন হয়েছে। সবাই চমৎকার চমৎকার পোস্ট দিচ্ছে। পড়ে শেষ করা যাচ্ছেনা। কিছুক্ষণের মধ্যেই উইন্ডজরে আজ শুরু হচ্ছে সচলাড্ডা। শিমুল, অমিত, ফাহিম আর বিপ্র আসতেছে। আর মাত্র ১ ঘন্টা বাকী... কয়দিন পরে আবার সচলের জন্মদিন। ঐ দিন আবার কানাডারও জন্মদিন। ২৪ তারিখে ডেট্রয়েট নদীর উপরে আতশবাজি হয়ে গেল। গতবারেরটা দেখতে পারিনি পরীক্ষার কারণে। এবার আর মিস করিনি। দেখুন ভালো লাগে কিনা। লাগলে আরো কিছু ছবি আছে, দেয়া যাবে।

_MG_2909
১: Twilight (এর বাংলা কি ধূসর সন্ধ্যা হবে?)

_MG_2914
২: শুরু হলো আতশবাজি


৩: খেজুর গাছ

_MG_2929
৫: কী নাম দেব?

_MG_2969
৬: লাল কদম

_MG_2973
৭: ফুলদানি

_MG_2974
৮: কোনটা সুন্দর? আগেরটা?

_MG_2970
৯: মামুনের জন্য

_MG_3024
১০: শেষ হল আতশবাজি।

চলে?


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

বস, মিটারিং গুলো দিবেন যদি অসুবিধা না থাকে। অনেকক্ষন ধরে হা করে দেখছি ছবিগুলো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কয়দিন পরে দিতে হবে। এখন সচলাড্ডায় ব্যস্ত আছি হাসি

হিমু এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসি হাসি হাসি

অনিকেত এর ছবি

ছবিগুলো----> দারুন!!
সচলাড্ডার খবর---->দারুন--হিংসে হচ্ছে!

twilight এর বাংলা মনে হয় সন্ধ্যা গোধুলী----ধুসর গোধুলী বলতে চেয়েছিলাম---দেখলাম ঠ্যাঙ্গানি খাবার সমূহ সম্ভাবনা আছে----

ধুসর গোধূলি এর ছবি

- চিন্তা কর্তেছি, আংরেজীটার বঙ্গানুবাদের উপর ট্যাক্স আরোপ করবো! কেউ ঐ নাম নিলেই টিনের বাক্সে পঞ্চাশ পয়সা করে ফেলতে হবে। নাইলে খবরই আছে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ফেললাম ২আনা।

ধুসর গোধূলি এর ছবি

- শালারা বাজি দিয়ে কতো কিছু বানাবে! রেগে টং
পারলে একটা 'সিংখ(অ)' বানায়ে দেখাক দেখি, কেমন চাঁদের চাঁদ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

যুধিষ্ঠির এর ছবি

দারুণ সব ছবি!

নীড় সন্ধানী এর ছবি

আতশবাজির ছবি তোলা আপাতঃ সহজ মনে হলেও ঝক্কি আছে। আমি দশটা তুলে একটা ভালো ছবি পাইনি। আরো দক্ষ টিপিয়ে হতে হবে যাতে ঠিক সময়ে আঙুলটা কেঁপে না যায়।

আপনার ছবিগুলো যথারীতি আঁধারেও উজ্জ্বল!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক কথা। মূল ব্যাপারটা হলো ট্রাইপড লাগবে, ক্যামেরা ম্যানুয়াল মোডে নিতে হবে। বাল্ব এক্সপোজারে দিয়ে নিজের মতো করে সময় নির্ধারণ করতে হবে। এতে বেশ কিছু ছবি মার যাবে, তবে কয়েকটা ভালো পাওয়া যায়। আমি এর আগে আতশবাজির ছবি তুলিনি।

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ বস

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

সবগুলোই দারুন, নয় নম্বরটা এক্কেবারে ফাটাফাটি হাসি

রায়হান আবীর এর ছবি

জটিল বস চলুক

পরিবর্তনশীল এর ছবি

হাততালি। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ইশতিয়াক রউফ এর ছবি

অতি অসামান্য। শুধু আতশবাজি নয়, আপনার নামকরণগুলোও দুর্দান্ত।

রণদীপম বসু এর ছবি

অসাধারণ এসব ছবি দেখলে আমার শুধু কেঁদে দিতে ইচ্ছে করে.......

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হায় হায় বলেন কী? আতশবাজির ছবি দেখে কেঁদে দিলে কি করে হবে? চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

২০০৫এ একবার হুট করে লিভারপুল যাওয়া হয়েছিলো, সেদিন রাতে সেখানকার মার্সেই নদীতে (নামটা মনে হয় মার্সেই হবে) বড় বড় দুইটা জাহাজ থেকে কামান দেগে আতশবাজীর খেলা দেখানো হবে শুনে সন্ধ্যা থেকেই বৃটেনের প্রথম স্কাইকেপার রয়েল লিভার বিল্ডিং এর সামনে যেয়ে বসেছিলাম। অসাধারণ সেই দৃশ্য আমার ক্যামেরায় ধরে রাখতে পারিনি অনভিজ্ঞতার জন্য।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস, রীতিমতো পড়াশুনা না করে গেলে আমারো একই অবস্থা হতো মনে হয়। ছবি কীরাম হলো তা তো বললেন না?

শাহেনশাহ সিমন এর ছবি

৭ নম্বরটা জটিল!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

বাংলা এর ছবি

জটিল ছবি

ওয়াইল্ড-স্কোপ [অতিথি] এর ছবি

আতশবাজির ৫০% মজা গানের তালে - গান ছাড়া ছবি দেখা অডিও ছাড়া মুভি দেখার লাহান। ডেট্রয়েট নদীর ধারেকাছে থাকি না বলে ঘোলের স্বাদ দুধে মেটাতে হচ্ছে ;(

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আসলে আতশবাজির সাথে গানের ব্যাপারটা পরিস্থিতির উপর নির্ভর করে। এখানে রিভারসাইডের প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে মানুষের মেলা বসেছিল; অবস্থানগত কারণে মনে হয় গান বাজানো সম্ভব ছিলনা।

জিজ্ঞাসু এর ছবি

চলুক

___________________
সহজ কথা যায়না বলা সহজে

শামীম রুনা এর ছবি

সুন্দর সব ছবি!!!!!

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

দুষ্ট বালিকা এর ছবি

ইশশিরে... ইয়ে, মানে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সবাইকে ধন্যবাদ চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

দুই, পাঁচ আর সাত নম্বরটা জটিল হইসে পিপিদা। ডেস্কটপের জন্য চুরি করতে মঞ্চায়।
-----------------------------------------

--------------------------------------------------------

সাইফুল আকবর খান এর ছবি

ব্বাহ্! এত ভালো সেলিব্রেশন হ'লো!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

দময়ন্তী এর ছবি

কী সুন্দর! কী সুন্দর!
আমি আতসবাজির ছবি তুলতে পারি না৷ মন খারাপ

একসময় বেলুড়মঠে কালীপুজোর দিন বাজি দিয়ে রামকৃষ্ঞ বিবেকানন্দ আর সারদামণির মুখ তৈরী করত৷ একহনও করে কিনা জানিনা৷
-----------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

nurul amin russel এর ছবি

বুলবুল ভাই ছবিগুলো বেশ ভাল হয়েছে - ফ্লিকারে সব প্রাইভেট করে রাখছেন কেন?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রাসেল, এগুলো রিলিজ দেব, শীঘ্রই। ফ্লিকারে পাবলিক করে দিলে আগেভাগেই সবাই জেনে যায়, তাই প্রাইভেট করা।

অতন্দ্র প্রহরী এর ছবি

কী ছবি সব একেকটা! চলুক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

৩৫টি মন্তব্য আর তুমুল প্রশংসা পাওয়ার পরও প্রকৃতিপ্রেমিকের মনে হতে পারে এত দুর্দান্ত সব ছবির তেমন স্তুতিই হলো না।
আসলে কেউ যদি আতশবাজির ছবি আদৌ তোলার কোন চেষ্টা না করে থাকে তবে তার পক্ষে বুঝা সম্ভব নয় যে এটা কত কঠিন।

স্টাক ইন কাস্টমসের এইচডিআর ফটোগ্রাফির ওপর নতুন বই বেরুচ্ছে তাতে প্রচ্ছদে যে ছবিটা দেয়া হচ্ছে প্রায় সেরকম একাধিক ছবি এখানেই আছে। তবে প্রপ্রে সেগুলো এইচডিআর করেননি এই যা।
এরকম ছবি তোলার জন্য নিজের কলার নিজেই ঝাকানো যায় হে !
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্রিয় শোহেইল ভাই,
আপনার এক মন্তব্যেই আমি আনন্দিত। এরকম মন্তব্যের পরে আর কোন অভিযোগ রাখা চলেনা হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দেখুন ভালো লাগে কিনা। লাগলে আরো কিছু ছবি আছে, দেয়া যাবে।

এই লাইনটা কেউই পড়লো না?
আমি আরও দেখতে চাই দেঁতো হাসি

____________
অল্পকথা গল্পকথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শিমুল, আমার "মনে মনে অভিমান"-এর কারণও ছিল এটাই। তবে শোহেইল ভাই যে মন্তব্য করেছেন, তার পরে আর কোন কথা থাকেনা। এখন আর ছবি দিয়ে লাভ নেই, ফ্লিকারে এর সবগুলোই ওপেন করে দিয়েছি।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্টাক ইন কাস্টমস এর ছবির লিংক দিলাম এখানে, মানে বইয়ের প্রচ্ছদের লিংক...বাকীরাও দেখুন এখানে যে আতশবাজির ছবিগুলো সেগুলো আসলেই কত মারাত্মক হয়েছে।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

অতিথি লেখক এর ছবি

অনেক অনেক জোস কয়েকটা ছবি দেখলাম।
মারাত্মক!!

--------------------------------
তৌফিক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।