দুই দিন ধরে উইন্ডজরে সচল সফর চলছে। আজ আমরা পিলি দ্বীপ থেকে ঘুরে এলাম। ব্যাপক মজা হয়েছে। একটু পরেই শুরু হবে লাইভ ব্লগিং। দেখা যাক অতিথিরা কে কোথায়, কী করলেন সারাদিন.. কিছু ছবি হয়তো পোস্ট দেয়া হতে পারে, তবে সবার সাথে আলোচনা সাপেক্ষে। তবে শুরু হোক...
সূচিপত্র:
১) ২৭ জুন, ২০০৯: উইন্ডজের আগমন
২) পিলি দ্বীপ ভ্রমণ (বিস্তারিত মন্তব্যে আসছে)
মন্তব্য
পিপিদা রকজ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আইজকা ব্যাফক মজা হইছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
সকালে নাশ্তা কর্লাম- কেক-কফি-হালিম-পাউরুটি-দই-মিষ্টি...
ডিনারে - - ভাত, ডিম ভুনা, সালাদ, মিক্সড সবজি, ঢেঁড়ষ ভাজি, ডাল, মুরগী, আলু ভর্তা, এবং স্প্রাইট...
বস, এত আইটেম ? আমি তো সপ্তাহেও এত আইটেম চোখে দেখি না
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আর খাইওনা শিমুল। ফাইট্যা যাইবা ম্যান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখন গান শুনছি-
শিরিনের খাজা তোমার প্রেমে আমি হলাম দিওয়ানা
এতো খানা আমি আগে এক সপ্তাহেও খাই নাই। স্পেশাল আইটেম ছিলো লাড্ডু। প্র/প্রে ভাই এর একাধিক পদের লাড্ডু কালেকশন দেখে মনে ও পেটে খুব তৃপ্তি পেয়েছি।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
পিপিকা লাড্ডু! খেয়ে পস্তাইছেন? না বস্তাইছেন? মানে এত ভালো যে বস্তা ভরে বাড়ি নিয়ে যাবেন।
কে কেমন?
অমিতের সংগে তো আগে আলাপ ছিলো।
কিংকং যতোটা রাফ এন টাফ ভেবেছিলাম, সেরকম না। খুবই চাল্লু তবে এবার কিং কং এর সাথে ২য় দেখা।
বিপ্র কে ছবি দেখে খুব গম্ভীর মনে হয়েছিলো। বাস্তবে - ভীষণ গুডি বয়... প্রাণোজ্জ্বল।
আর পিপি'দা?
সিম্পলি রকস!!!
বিস্তারিত পরে বলছি...
শিমুলভাইকে আমিও গম্ভীর ভেবেছিলাম, উনি আর আমিতভাই দুইজনই বিরাট কমেডিয়ান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
কিংকং এর চুল ছাড়া ছবি গুলা দেখলে বুঝা যায়, পুরা গুড বয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাস স্ট্যান্ডে বিপ্রকে আগে দেখি। বিপ্র আর শিমুল একসাথে একই সময়ে এসছে। বিপ্রর মাথার চুল দেখেই চিনে ফেলেছি। শিমুলকে যেমন ভেবেছিলাম ঠিক তেমন নয় দেখতে। কেমন ভেবে রেখেছিলাম তা এখন আর মনে নেই। কিংকং আর অমিত একসাথে এসেছে। শিমুলদের বাস ১ ঘন্টা লেট ছিল। অমিতরা সময়মতো এসেছে।
আমি পিপি'দার ছবি দেখেছি ফেসবুকে।
ট্রাস্ট মী! মিল খুবই কম...
বিপ্র না চিনলে তো আমি চিনতামই না! ঃ)
শিমুল নিশ্চয় গুডবয় টাইপের। লাল্টুভুল্টু চেহারা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শিমুল পুরোপুরি লেখকদের মতো, যার লেখা পড়ে ভালো লাগে, যার সাথে গল্প করে আনন্দ পাওয়া যায়। বেজায় রসিক।
এদিকে আমাকে অফিস থেকে এপ্রিল মাসে চেপে ধরে ৯ মাসের জন্য টরন্টো পাঠাবার একটা চক্রান্ত হয়েছিল৷ আমি আবার "কানাডায় গিয়ে কী করব! টরন্টো খুবই বোরিং শহর' এইসব সাতপাঁচ ভেবে চেষ্টাচরিত্র করে সেই চক্রান্ত ব্যর্থ করলাম৷
-------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
কী মিস করলেন!!!
যাগ্গে, আপনারা শুধু খাওয়াদাওয়া আর আড্ডা দেবেন নাকি? গানবাজনা করবেন না? কিম্বা র্যাফটিং শ্যাফটিং ? সেসবের ভিডিও আপলোডান৷
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
সারাদিন বাইরে ব্যাপক গান বাজনা হয়েছে...
এখন শ্রেয়া ঘোষালের গান শুনছি।
অমিতের প্রশ্ন/
শ্রেয়া ঘোষাল নাকি বাংলাদেশের সিনেমায় গান গাইবে, সত্য নাকি?
অমিত আর কিংকং লেক এরি-তে সাঁতার কাটতে গিয়ে মৎস্য কুমারীদের কবলে পড়েছিল। সে কাহিনীতে শিমুল আলোকপাত করবে হয়তো।
খাইছে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কই সে গল্প কই?
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
রজার! রজার! শিমুল ...
টরন্টোকে কে বোরিং শহর বলেছে? তাকেও ধরে নিয়ে আসেন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এখন আলাপ হচ্ছে -
কোনো এক বা একাধিক ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কিং কং এর সম্ভাব্য ক্যামেরাম্যান হিসাবে চাকরীর কথা...
অমিত ভাইয়ের যে ছবির জন্য কিংকং এই অফার পেয়েছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমি অমিতকে স্পষ্ট দেখতে পাচ্ছিনা (নীচে, ডান কোণে)। ফোকাসটা কোথায় তা কি কেউ বলতে পারেন?
ফোকাস নোঙ্গর মার্কা হলুদ ব্যাগে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ছবি তুলে ফেলার পর জুম করার কোন ব্যবস্থা নাই?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অবশ্যই আছে
বলাইদা, নিশানা কি ঠিক হইলো আপনার?
বলাইদা মনে হয় ঠিক বলেছেন। নিশানা ঠিকই ওই হলুদ ব্যাগে গিয়া লাগছে। নিচে সুন্দরীর ছবি দ্যাখেন। পুরাপুরি ফোকাসে নাই।
হস্ত হয়তো কিয়ৎখানি কাঁপিয়া গিয়াছিল।
অমিতরে বাদ দিলে ছবিটা যা মারাত্মক হয় না!!!!!!!
হেঃ হেঃ আজকে শিওরের উপর নিশ্চিত হইলাম...আপনে আসলেই করিৎকর্মা লোক
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হৃদয়ে এক্টা অশান্ত ঝড় বয়ে গ্যালো!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আচ্ছা কোন কায়দায় সামনের চেয়ারগুলা সরায় দেয়া যায় না?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- ঈমানে কই, আমি কমেণ্ট করতে নিছিলাম, "অমিত স্লীভলেস জামা পরছে নাকি?"
আমার কুনু দুষ নাই। বিপ্র মিয়া কইলো ঐটা নাকি অমিতের ফটুক, আমি তো অমিত মনে কইরাই কথাটা কইতে নিছিলাম। হালায়, চশমাটা যে কই গেলো! খালি দূরের জিনিষ ভালো দেখি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই ভুল করবেন সেটা জেনেই তো ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম নিচের ডান কোণেরটা অমিত
আরে দূর ! কোথাকার কোন্ ডাকাইতের ছবি তুইল্যা কয় অমিতের ছবি !
আচ্ছা এইখানে কি চোরের উপদ্রব বেশি নাকি ? সাইকেল কোলে নিয়া ঐ মেয়েটা বসে আছে কেন ! কে কারে পাহারা দেয় ? না কি মেয়েটার কাছে ঐ চশমাঅলা পোলাটার ভাবগতিক সুবিধার মনে হইতেছে না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদীপম'দা, সাইকেল পেলেন কোথায়?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আহারে, এই সফরে আমারো থাকবার কথা ছিলো!
আপনাদের এই মহানন্দযজ্ঞে শামিল না থাকার বেদনা কিছুটা হলেও প্রশমিত হবে ধারাবাহিক এই কমেন্ট্রিতে। কিংবা হতে পারে উল্টোটা, বেদনাবৃদ্ধির কারণও হতে পারে এই কমেন্ট্রি......
শুভ কামনা প্রকৃতিপ্রেমিক,বিপ্রতীপ,কিংকর্তব্য,অমিত এবং শিমুল।
রিটন ভাই, আপনি হারাইলেন, কী যে হারাইলেন.. আপনি থাকলে অনেক মজা হতো।
আসলেই...
চরম অবস্থা দেখি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
গল্প ফুরিয়েছে, নটে গাছ মুড়িয়েছে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হিংসার চোটে কমেন্টগুলা পড়লাম না
নতুন মন্তব্য করুন