বাংলাদেশ কি আরেকটা জয় পেয়ে সিরিজ তুলে নিবে? এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ১৭২/৭, অর্থাৎ ওদের ১৭৭ রানের লিড।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ততটা ভালো খেলেনা, যতটা প্রথম ইনিংসে খেলে। ওয়েস্ট ইন্ডিজের দল ততটা শক্তিশালী না মনে হলেও, বাংলাদেশের জন্য জয়টা মানসিক শক্তি ঝোগাবে।
আশা রাখছি ওদেরকে ২০০ বা ২২০ রানের মধ্যে শেষ করতে পারলে বাংলাদেশ একটা ফাইট দিতে পারে। বৃষ্টির কারণে অবশ্য মাঠ এবং পিচের কী অবস্থা সেটা বলা মুশকিল।
টেস্ট ম্যাচ, তার উপর পুরা ২ দিন বাকী, রানও কম। জয়ের সুবাস যেমন পাওয়া যায়, পরাজয়ের গন্ধও ঠিক ততটাই। দেখি, আশা করছি এবার সিরিজ জয়টা হয়তো বেশী দূরে নয়।
মন্তব্য
দেখি কি হয়। আশা তো অনেক...
বৃষ্টির কারণে চা বিরতির পরে আর খেলা হয়নি। ও.ইন্ডিজ ১৯২/৮।
দিল্লী এখনও অনেক দুর ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ফোর্থ ইনিংসে দেড়শ ছাড়াইলেই সেইটা বাংলাদেশের জন্য অনেক রান। আর সময় বেশী থাকা আরো রিস্ক...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
চতুর্থ ইনিংস বলে কথা...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সবই বুঝি.. তবুও মাঝে মাঝে বেশী আশাবাদী হই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যদি চিরাচরিত রূপে আবির্ভূত হয় তাহলে তো গেলো!
পরাজয়ের বোঁটকা গন্ধই পাচ্ছি। দু'শো কুড়িও যদি চেইজ করতে দেয়, বাংলাদেশের খবরই আছে। ওয়েস্ট ইন্ডিজ হাতে সময়ও পাবে দিন দেড়েক, বাংলাদেশকে কনটেইন করার জন্য যথেষ্ঠ।
- দেখা যাক কী হয়!
কিংকু কই। তারে দিয়া অফিশিয়ালী পোষ্ট করাইলে ভালো হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কিংকং আপাতত তার স্ট্রাইক রেট খারাপ করতে চাচ্ছে না ... কালকে পর্যন্ত টিকলে তারপরে দেখা যাবে
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
পয়া কিংকুকে দরকার
হুমম.. কিংকু আসছে, পোস্ট ফলো করতেছে. সেজন্যই আরো ভরসা পাচ্ছি।
সাদা চুনকামে লাগব মাত্র ২১৫ !
ফোর্থ ইনিংসে ২১৫ মাত্র না ভাইজান
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
দেখা যাক।
১৯৯ রান লাগবে।
জয় বাংলা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
এই রান আজকেই করে ফেলা উচিত। কমপক্ষে ১৬০-১৮০ রান তো করা সম্ভবই।
১৭/০ (লাঞ্চ)
লাঞ্চের আগে কোন উইকেট পড়ে নাই। আল্লাহ ভরসা।
জয় বাংলা।
উইকেট পড়া শুরু হলো। ইয়া নফসি!
মাশরাফির খেলতে হবে মনে হচ্ছে। তবুও জিতবো বলেই মনে হচ্ছে।
বাইর হইলাম। ঘণ্টাখানেক পর আইসা আপনার স্টেটমেন্ট যাচাই করুম। বুইঝেন পিপিদা। না জিতলে সচলায়তন থাইকা চান্দা তুইলা আপনারে আর বলাই'দারে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পাঠানো হইবে। ঐখানে ইয়া ভুসমা, তালগাছের লাহান কালাকালা হিমুদের সাথে খেলার জন্য।
ডরাইলাম
কী আশায় বাধিঁ খেলাঘর...বেদনার বালুচরে!! অথবা ধন্য আশা কুহকীনি !! গাওয়ার সময় চলে আসছে...চলেন ধরে নেই বাংলাদেশ হারব...জিতলে বোনাস। এতে সুবিধা হইল হারলে মেজাজ একটু কম খারাপ হইব...দিলটাও একটু বেঁচে থাকবে; আর জিতলে মহা খুশি হওয়া যাবে...বোনাস পাওয়ার খুশি...
---------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
আজকের খেলায় হারুক বা জিতুক, আশরাফুলরে থাপড়ায়া বাইর কইরা দেওয়া দরকার দল থেকে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আশরাফুলরে বাংলাদেশ টীম না...পুরা বাংলাদেশ থেইকা ই ব্যান চাই!
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
জয় না অন্য কিসের যেন সুবাস পাই....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ওয়েস্ট ইন্ডিজের এই সি টীমের সাথে খেইলাও যদি এমন মারা খায়া হারে, তাইলে আমি নিজের গাঁটের পয়সা খরচ কইরা আইসিসি র নেক্সট মিটিং এর ভেন্যুর সামনে যায়া অনশন করতে চাই। এইসব আবালদের টেস্ট স্ট্যাটাস দিয়া এক বেইজ্জতি।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমিও যামু আপনের লগে। খবর দিয়েন।
জয়ের সুবাসিত সম্ভাবনার দুইদিকে দুই পা রেখে কোৎ পেড়ে বসে লুঙ্গি মাথার উপর তুলে আশরাফুল হড়হড় করে ... থাক আর বললাম না।
রাকিবুলের ফিফটি হইলো, এখন থাইমা না গেলেই হয় ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
মাঝে মাঝে ভয় লাগতেছে, যে চার পিটাচ্ছে... আবার মনে হচ্ছে ওরা স্বাভাবিক খেলাই খেলছে।
মাইরা খেলাই ভালো, এই গাধাগুলি যে ধরে খেলতে পারে না সেটা তো জানা কথাই ... আজকেই শেষ করে ফেলতে পারলে ভালো হইতো, কালকে সকালেই তো আবার কয়টা উইকেট পড়বে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
এই কথাটা আমিও আগেই ভাবছি। কোন এক কমেন্টে মনে হয় বলেছিও। আজকেই শেষ করতে হবে। কাল সকাল পর্যন্ত গড়ালে সেটা দু:স্বপ্ন হতে পারে।
২০ ওভারে ৪২ দরকার, ৫ উইকেটে।
এই মুহূর্তে শিরোনামের সঙ্গে একমত।
গতকাল থেকে অপেক্ষায় ছিলাম এখানে কমেন্টানোর
____________
অল্পকথা গল্পকথা
আহা কী আনন্দ আকাশে বাতাসে...
এই মুহূর্তে ক্রিকইনফো'র শিরোনাম বলতেসে "Bangladesh move towards series win".
কি আনন্দ! কি আনন্দ!
চুনকামের গন্ধ পাই!
যাক, ধুসর আমাকে সচলায়তন থেকে বের করার সুযোগটা পেলনা। এবার আমি বাইরে যাই। জয়ের সূর্য ওঠা তো সময়ের ব্যাপার মাত্র।
সাবাশ বাংলাদেশ!
সাকিব...এইটা হইল আসল বাঘের বাচ্চা; বাকিগুলান বিলাইয়ের ক্রসব্রীড!...জিতসি জিতসি!! তয় আশ্রাফুলের মাফ নাই!
----------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
DONE!!!
____________
অল্পকথা গল্পকথা
পিপি, আমাদের প্রিয় পয়া পিপি!! স্যালুট তোর এই আশাবাদী পজিটিভ চিন্তাধারাকে!!!
নতুন মন্তব্য করুন