জয়ের সুবাস পাই

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২০/০৭/২০০৯ - ১২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশ কি আরেকটা জয় পেয়ে সিরিজ তুলে নিবে? এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ১৭২/৭, অর্থাৎ ওদের ১৭৭ রানের লিড।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ততটা ভালো খেলেনা, যতটা প্রথম ইনিংসে খেলে। ওয়েস্ট ইন্ডিজের দল ততটা শক্তিশালী না মনে হলেও, বাংলাদেশের জন্য জয়টা মানসিক শক্তি ঝোগাবে।

আশা রাখছি ওদেরকে ২০০ বা ২২০ রানের মধ্যে শেষ করতে পারলে বাংলাদেশ একটা ফাইট দিতে পারে। বৃষ্টির কারণে অবশ্য মাঠ এবং পিচের কী অবস্থা সেটা বলা মুশকিল।

টেস্ট ম্যাচ, তার উপর পুরা ২ দিন বাকী, রানও কম। জয়ের সুবাস যেমন পাওয়া যায়, পরাজয়ের গন্ধও ঠিক ততটাই। দেখি, আশা করছি এবার সিরিজ জয়টা হয়তো বেশী দূরে নয়।


মন্তব্য

নীল [অতিথি] এর ছবি

দেখি কি হয়। আশা তো অনেক...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বৃষ্টির কারণে চা বিরতির পরে আর খেলা হয়নি। ও.ইন্ডিজ ১৯২/৮।

হাসিব এর ছবি

দিল্লী এখনও অনেক দুর ।

সুমন চৌধুরী এর ছবি

ফোর্থ ইনিংসে দেড়শ ছাড়াইলেই সেইটা বাংলাদেশের জন্য অনেক রান। আর সময় বেশী থাকা আরো রিস্ক...



অজ্ঞাতবাস

রেনেট এর ছবি

চতুর্থ ইনিংস বলে কথা...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সবই বুঝি.. তবুও মাঝে মাঝে বেশী আশাবাদী হই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যদি চিরাচরিত রূপে আবির্ভূত হয় তাহলে তো গেলো!

হিমু এর ছবি

পরাজয়ের বোঁটকা গন্ধই পাচ্ছি। দু'শো কুড়িও যদি চেইজ করতে দেয়, বাংলাদেশের খবরই আছে। ওয়েস্ট ইন্ডিজ হাতে সময়ও পাবে দিন দেড়েক, বাংলাদেশকে কনটেইন করার জন্য যথেষ্ঠ।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি
কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কিংকং আপাতত তার স্ট্রাইক রেট খারাপ করতে চাচ্ছে না ... কালকে পর্যন্ত টিকলে তারপরে দেখা যাবে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অতন্দ্র প্রহরী এর ছবি

পয়া কিংকুকে দরকার খাইছে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম.. কিংকু আসছে, পোস্ট ফলো করতেছে. সেজন্যই আরো ভরসা পাচ্ছি।

মামুন হক এর ছবি

সাদা চুনকামে লাগব মাত্র ২১৫ !

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ফোর্থ ইনিংসে ২১৫ মাত্র না ভাইজান দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

প্রকৃতিপ্রেমিক(অফলাইনে) এর ছবি

দেখা যাক।

অমিত আহমেদ এর ছবি

১৯৯ রান লাগবে।
জয় বাংলা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

প্রকৃতিপ্রেমিক(অফলাইনে) এর ছবি

এই রান আজকেই করে ফেলা উচিত। কমপক্ষে ১৬০-১৮০ রান তো করা সম্ভবই।

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

১৭/০ (লাঞ্চ)

লাঞ্চের আগে কোন উইকেট পড়ে নাই। আল্লাহ ভরসা।
জয় বাংলা।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

উইকেট পড়া শুরু হলো। ইয়া নফসি!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাশরাফির খেলতে হবে মনে হচ্ছে। তবুও জিতবো বলেই মনে হচ্ছে।

ধুসর গোধূলি (টেনশিত) এর ছবি

বাইর হইলাম। ঘণ্টাখানেক পর আইসা আপনার স্টেটমেন্ট যাচাই করুম। বুইঝেন পিপিদা। না জিতলে সচলায়তন থাইকা চান্দা তুইলা আপনারে আর বলাই'দারে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পাঠানো হইবে। ঐখানে ইয়া ভুসমা, তালগাছের লাহান কালাকালা হিমুদের সাথে খেলার জন্য।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ডরাইলাম হাসি

স্বপ্নহারা এর ছবি

কী আশায় বাধিঁ খেলাঘর...বেদনার বালুচরে!! অথবা ধন্য আশা কুহকীনি !! গাওয়ার সময় চলে আসছে...চলেন ধরে নেই বাংলাদেশ হারব...জিতলে বোনাস। এতে সুবিধা হইল হারলে মেজাজ একটু কম খারাপ হইব...দিলটাও একটু বেঁচে থাকবে; আর জিতলে মহা খুশি হওয়া যাবে...বোনাস পাওয়ার খুশি...

---------------------------

হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সবজান্তা এর ছবি

আজকের খেলায় হারুক বা জিতুক, আশরাফুলরে থাপড়ায়া বাইর কইরা দেওয়া দরকার দল থেকে।


অলমিতি বিস্তারেণ

স্বপ্নহারা এর ছবি

আশরাফুলরে বাংলাদেশ টীম না...পুরা বাংলাদেশ থেইকা ই ব্যান চাই!

হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সুমন চৌধুরী এর ছবি

জয় না অন্য কিসের যেন সুবাস পাই....মন খারাপ



অজ্ঞাতবাস

সবজান্তা এর ছবি

ওয়েস্ট ইন্ডিজের এই সি টীমের সাথে খেইলাও যদি এমন মারা খায়া হারে, তাইলে আমি নিজের গাঁটের পয়সা খরচ কইরা আইসিসি র নেক্সট মিটিং এর ভেন্যুর সামনে যায়া অনশন করতে চাই। এইসব আবালদের টেস্ট স্ট্যাটাস দিয়া এক বেইজ্জতি।


অলমিতি বিস্তারেণ

যুধিষ্ঠির এর ছবি

আমিও যামু আপনের লগে। খবর দিয়েন।

হিমু এর ছবি

জয়ের সুবাসিত সম্ভাবনার দুইদিকে দুই পা রেখে কোৎ পেড়ে বসে লুঙ্গি মাথার উপর তুলে আশরাফুল হড়হড় করে ... থাক আর বললাম না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

রাকিবুলের ফিফটি হইলো, এখন থাইমা না গেলেই হয় ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাঝে মাঝে ভয় লাগতেছে, যে চার পিটাচ্ছে... আবার মনে হচ্ছে ওরা স্বাভাবিক খেলাই খেলছে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

মাইরা খেলাই ভালো, এই গাধাগুলি যে ধরে খেলতে পারে না সেটা তো জানা কথাই ... আজকেই শেষ করে ফেলতে পারলে ভালো হইতো, কালকে সকালেই তো আবার কয়টা উইকেট পড়বে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই কথাটা আমিও আগেই ভাবছি। কোন এক কমেন্টে মনে হয় বলেছিও। আজকেই শেষ করতে হবে। কাল সকাল পর্যন্ত গড়ালে সেটা দু:স্বপ্ন হতে পারে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

২০ ওভারে ৪২ দরকার, ৫ উইকেটে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই মুহূর্তে শিরোনামের সঙ্গে একমত।
গতকাল থেকে অপেক্ষায় ছিলাম এখানে কমেন্টানোর চোখ টিপি
____________
অল্পকথা গল্পকথা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আহা কী আনন্দ আকাশে বাতাসে...

যুধিষ্ঠির এর ছবি

এই মুহূর্তে ক্রিকইনফো'র শিরোনাম বলতেসে "Bangladesh move towards series win".

কি আনন্দ! কি আনন্দ!

যুধিষ্ঠির এর ছবি

চুনকামের গন্ধ পাই!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাক, ধুসর আমাকে সচলায়তন থেকে বের করার সুযোগটা পেলনা। এবার আমি বাইরে যাই। জয়ের সূর্য ওঠা তো সময়ের ব্যাপার মাত্র।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাবাশ বাংলাদেশ!

স্বপ্নহারা এর ছবি

সাকিব...এইটা হইল আসল বাঘের বাচ্চা; বাকিগুলান বিলাইয়ের ক্রসব্রীড!...জিতসি জিতসি!! তয় আশ্রাফুলের মাফ নাই!
----------------------------------

হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
মামুন হক এর ছবি

পিপি, আমাদের প্রিয় পয়া পিপি!! স্যালুট তোর এই আশাবাদী পজিটিভ চিন্তাধারাকে!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।