ক্রিসমাস ইভ ২০০৯

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শুক্র, ২৫/১২/২০০৯ - ১০:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রবাসে ক্রিসমাসের ধর্মীয় প্রভাব উপেক্ষা করা গেলেও সামাজিক প্রভাব উপেক্ষা করা যায়না। সন্ধ্যায় বের হতেই গীর্জা থেকে ঢং ঢং শব্দ ভেসে এলো। আগে কখনো শুনেছি মনে পড়েনা। হয়তো শুনেছি, খেয়াল করা হয়নি।

আজ ক্রিসমাস ইভ, বড়দিনের আগের রাত। শহরে লোকজন যে যথেষ্টই কমেছে তা বেশ বোঝা যায়। বাসার পার্কিং লটের তিন-চতুর্থাংশই খালি। সবাই বোধহয় টরন্টো, অটোয়া কিংবা বাবা-মা-পরিবারের সাথে ছুটি কাটাতে গিয়েছে।

ক্রিসমাস এলেই মাস জুড়ে এরা সবখানে সান্টাক্লজের ছবি আর ক্রিসমাসের লাল রঙে রাঙিয়ে রাখে। ঘরবাড়িও বাদ যায়না-- আলোকসজ্জা করে যার যার সামর্থ মতো। আমাদের বাসার কাছেই কয়েকটা বাসায় খুব সুন্দর আলোকসজ্জা করেছে। ক'দিন ধরেই ভাবছিলাম ছবি তুলবো অথচ সন্ধ্যার পরে ঠান্ডা একটু বেড়ে যায়; আমার বাইরে যাওয়ার ইচ্ছেটাও মরে যায়। ছবিও তাই তোলা হয়না।

কাল বড়দিন। ক'দিন আগে হালকা বরফ পড়েছে। গতবারের মতো এবার আর বরফে মোড়া ক্রিসমাস হলোনা। কেউ কেউ এতেই খুশী। আবার অনেকেই চায় ক্রিমাসের রাতে যেন তুমুল বরফ পড়ে। যাই হোক, বরফে ঢেকে যাওয়ার আগেই ভাবলাম আশেপাশের বাড়িগুলোর আলোকসজ্জার ছবি তুলে রাখি। ঠান্ডার কারণে ১৫-২০ মিনিট পরেই অবশ্য বাসায় ফিরতে বাধ্য হলাম।

কয়টা ছবি দিলাম। সবগুলো ছবিই বাল্ব মোডে তোলা। ১০০ আইএসও দিয়ে ১ বা ২ সেকেন্ড এক্সপোজার দিয়েছি। ট্রাইপড ছাড়া এই এক্সপোজারে ছবি বোধহয় কেউই তুলতে পারবেনা। অনেকদিন লেখা হয়না, তাই ভাবলাম একটা ছবিব্লগই লিখি।

সবাইকে শুভেচ্ছা। হাসি

IMG_4572
বাড়ির সামনে থেকে তোলা [বড় ছবি]

IMG_4556 রেইনডিয়ার (Reindeer) [বড় ছবি]

IMG_4557[বড় ছবি]

IMG_4569
৩৫৭৫ টেকামসি রোড ওয়েস্ট [বড় ছবি]


মন্তব্য

ভ্রম এর ছবি

ছবি গুলো খুব খুব সুন্দর হয়েছে! উইন্টারে ভিত্তিক বিষন্নতার অর্ধেকই ক্রিসমাসের ঝলমল আলো আর রঙে মিলিয়ে যায়...

অতিথি লেখক এর ছবি

খুব সুন্দর ছবিগুলো। ভালো লাগল দেখে।
মধুবন্তী মেঘ।

বন্যরানা [অতিথি] এর ছবি

অনেকদিন পরে, তাও আবার ফাঁকিবাজি। হাসি
শপিং মলের বাইরে ক্রিসমাসের তাপ টের পাচ্ছিনা। অবশ্য সব প্রফেসরের বাড়ি যাওয়ার তাড়া দেখে নিজেকে একটু অসহায়ই লাগছে- আমি কেন কোথাও যাইনা! (মন খারাপ ইমো)

দ্রোহী এর ছবি

আমি জানতাম না যে "হালেলুইয়্যা"-র বাংলা ভার্সন আছে। গতকাল শুনলাম বসুন্ধরা শপিং মলে!!

শাহেনশাহ সিমন এর ছবি

লিঙ্কান খাইছে
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দময়ন্তী এর ছবি

কি সুন্দর ঝলমলে ছবিগুলো
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সুহান রিজওয়ান এর ছবি

ছবিগুলো সুন্দর...। একটা প্রশ্ন আছে, বাল্ব মুডে তোলা ছবির বিশেষত্ব কী ?? এখানে ছবির রঙগুলো একটু টিউব লাইট ধাঁচের লাগছে, সেটাই কি ??

_________________________________________

সেরিওজা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

না সুহান। যেকোন নিয়ন বাতির ছবি তুললেই এমনটা হওয়ার কথা। বাল্ব মোডে না তুলে উপায় ছিলনা কারণ আমি ১০০ আইএসও ব্যবহার করেছি ছবির মান ঠিক রাখার জন্য। বাল্ব মোড হল যখন ক্যামেরায় কী পরিমান আলো প্রবেশ করবে তা ফটোগ্রাফার কতক্ষণ সাটার রিলিজ বাটন চেপে ধরে থাকবে তার উপর নির্ভরশীল। অর্থাৎ আমি নিয়ন্ত্রণ করেছি কতটা আলো আমি সেন্সরে ফেলতে চাই। এটা ঠিক যে বেশীক্ষণ আলো দিলে (ধরো ৫ সেকেন্ড), আলোগুলো বেশী ছাড়ানো মনে হতো।

একদম শেষের ছবির এক্সপোজার ছিল ৩ সেকেন্ড।

সুহান রিজওয়ান এর ছবি

রজার্দ্যাট বস।

_________________________________________

সেরিওজা

ধুসর গোধূলি এর ছবি

- গতবারের ক্রিসমাস ইভের কথা বেশ মনে আছে। কেমনে কেমনে জানি একটা বছর চলে গেলো, একেবারেই টের পাই নাই এবার। ক্রিসমাসের দিন বরফ পড়েছিলো কিনা মনে পড়তেছে না, কিন্তু ঠাণ্ডা ছিলো বেজায়, এটা বেশ মনে আছে। এবারেও এদিকে বেশ জমকালো ঠাণ্ডা। বের হলেই ঠাণ্ডার চৌদ্দ গোষ্ঠীরে শাপশাপান্ত করতে করতে আমি শ্রান্ত হয়ে যাই। এবারের ঐতিহ্যময় ক্রিসমাস মার্কেটও কেমন ঝুপ করেই যেনো উঠে গেলো! কালকে থেকেই 'অল কোয়ায়েট অন দ্য ফ্রন্ট'। রাস্তায় একটা ভূতও নাই। পুরাই পেরেশানি অবস্থা।

ফটুকগুলো দারুণ হইছে। আলো ঝলঝল জিনিষ আমার এমনিতেই ভালো লাগে। কখনো সুযোগ হৈলে একবার জর্ম্মন দেশে আইসেন পিপিদা, ক্রিসমাসের সময়। পুরা ধারণাই পাল্টে যাবে এই সময়টাকে নিয়ে। হাসি

চলেন একটা গান শুনি এই উপলক্ষে—

হ্যাপি হলিডেইজ। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জর্ম্মন দেশে যাওয়ার ইচ্ছে আছে কিন্ত যেদিন যাওয়ার সুযোগ (এবং সামর্থ) হবে সেদিন আপনি (এবং আপনারা) থাকবেন কিনা সেটাই প্রশ্ন।

শুনেছি ক্রিসমাস ট্রির বিষয়টা নাকি জার্মান থেকে পশ্চিমে এসেছে।

বহুদিনের পুরানো সুর নতুন করে শুনলাম। অনেক ধন্যবাদ।

...............................
নিসর্গ

ধুসর গোধূলি এর ছবি

- 'ভাইনাখটস বাউম'-এর ব্যাপারটা নিয়ে আমি আসলে শিউর না, হতেও পারে।

আপনি যখনই জর্ম্মন দেশে আসবেন, কেউ না কেউ তখন থাকবেই। আমরা না থাকি তো কী হৈছে, রণে-বনে-জলে-জঙ্গলে যেখানেই থাকবো, ছুটে চলে আসবো। ডিয়ার পিপিদা বলে কথা! ফাইজলামি নাকি? আপনার হাতে শ্বাশুড়িমোহন একখানা ফটুক তোলা লাগবে না? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মামুন হক এর ছবি

ছ্যাঃ হাড়কিপ্টের মতো গোটা পাঁচেক ছবি, তবুও একেবারে ফাটিয়ে দিলি দোস্ত হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কী করবো বল, তোদের মত ঘ্যাঁচ ঘ্যাঁচ করে লিখতে পারিনা তো। ছবির সংখ্যার ব্যাপারে বুঝিসই তো, এটা সচলায়তন-- কোয়ালিটি ম্যাটার্স হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

সুন্দর। ভালো লেগেছে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধন্যবাদ আশরাফ হাসি

রণদীপম বসু এর ছবি

বড়দিনের শুভেচ্ছা সবাইকে।

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

মেরী ক্রিসমাস মোবারক ;p
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

আলমগীর এর ছবি

১০০ আইএসও দিয়ে রাতের ছবি ক্যামনে তুললেন?
হাত কি বরফ হয়া ছিল নাকি চিন্তিত
সবগুলাই সুন্দর। তবে নিচে থেকে ২নংটা খুবই জৌলুশপূর্ণ লাগছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস, এটা ট্রাইপডে তোলা। ৩ সেকেন্ড এক্সপোজার হাতে নিয়ে তোলার মত বাপের বেটা বা বেটি আছে নাকি চোখ টিপি

আরেকটা তথ্য: ট্রাইপডে বসালে ক্যামেরার ইমেজ স্ট্যাবিলাইজার অফ করে নিতে হবে। তা না হলে ট্রাইপডে বসালে লং এক্সপোজারের ছবি আরো বেশী খারাপ আসতে পারে।

তুলিরেখা এর ছবি

শুভ বড়দিন।
ছবিগুলো চমৎকার!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসি

ভণ্ড_মানব এর ছবি

চমৎকার সব ছবি। অনেক ভাল্লাগলো ভাই।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লেগেছে জেনে ভালো লাগলো হাসি

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো, সুন্দর করে যেকোন জিনিষ সাজানো দেখলেই ভাল লাগে; হয়তো এতে মনের খেদ দূর হয়। -- শফকত মোর্শেদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিকই বলেছেন। আপনার সুন্দর মন্তব্যটি পড়েও মনটা ভালো হয়ে গেল হাসি
...............................
নিসর্গ

গৌতম এর ছবি

আমি ছবি তুলতে পারি না, তাই যারা ভালো ছবি তোলেন, তাঁদেরকে হিংসাবশত মাইনাস দিয়ে থাকি। সে হিসেবে আপনাকেও মাইনাস। (এতে কিন্তু আমার কোনো দোষ নেই!)

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরকম মাইনাসে খারাপ লাগেনা হাসি

তানবীরা এর ছবি

ইউরোপের ক্রীসমাস সাজসজ্জার থেকে নর্থ আমেরিকার সাজসজ্জা দেখছি একদম আলাদা। ছবি গুলো দেখে বেশ ভালো লাগলো।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এতক্ষণ পরে এই পোস্টের স্বার্থকতা পেলাম। এই যে আপনি নর্থের সাজসজ্জার সাথে ইউরোপের সাজসজ্জার তুলনা করলেন-- এটা অমূল্য। তবে জানতে ইচ্ছে করছে ইউরোপে কেমন সাজসজ্জা করে। ছবিটবি আছে কি? এখানে শপিং মলের ভিতরে কিন্তু সজ্জা অন্যরকম, সম্ভবত গতানুগতিক: সান্তাক্লজ, রেইনডিয়ার, মেরী এবং জিসাসের রেপ্লিকা, খড়ের গাদা ইত্যাদি।

অনেক ধন্যবাদ।

তানবীরা এর ছবি

ছবি আছে কিছু, আমি আমার পিসি ঘেঁটে দেখবো। মধ্যবিত্ত ইউরোপীয়ানদের বাড়িগুলো ছোট "রো হাউজ" হয় বিধায় সাজসজ্জা বাড়ির ভিতরে, দরজায়, জানালায় বেশি হয়। বাগানে বা বাইরের আলোকসজ্জা একদম সীমিত। লাইট দিয়ে এধরনের কিছু বানানো বাড়ির সামনে আমার চোখে পড়েনি, আমার যাতায়াত ইউরোপের মধ্যবিত্ত শ্রেণীতেই বেশি। আর আমি অবশ্য নেদারল্যান্ডস, জার্মান, বেলজিয়াম, লুক্সেমবার্গ, লন্ডন আর প্যারিসের বাইরে কোন দেশে ক্রীসমাসের সাজসজ্জা দেখিনি। তাই ঢালাওভাবে "ইউরোপ" বলাটা বোধ ঠিক হচ্ছে না।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- জার্মানীতে সবচেয়ে বেশি হাইলাইটেড হয় 'নিকোলাস'- 'ভাইনাখট্সমান' বা সান্টা। প্রতিটা বাড়িতেই লাল জামা পরা তাকে দেখা যায়। সে তুলনায় রেইনডিয়ার খুবেকটা চোখে পড়ে না।

ক্রিসমাস মার্কেটের কয়েকটা ফটুক দেখাই।

১. বন

২. ভুইর্ৎসবুর্গ (সচল লুৎফুল আরেফিনের সাম্রাজ্য)

৩. জোয়েস্ট (নর্ড-রাইন-ভেস্টফালিয়া)

৪. ক্রিসমাস মার্কেটে সঙ্গীত মঞ্চ, বন

৫. পুরান টাউনহল, বন

৬. রাস্তার নামকরণে লাইটিং (ফটুক পাচ্ছি না, এইটা একটা দেখার জিনিষ বটে!)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কয়েকটা ছবিতে রাস্তার উপর মেলা বসেছে মনে হলো। প্রথম দুইটা ছবি সুন্দর। শেষেরটা বলে ফরবিডেন(!)

মৃত্তিকা এর ছবি

বাহ্‌! ক্রিস্টমাসের ছবিই বটে!
বাতিকে ঘিরে রঙ্গিন আলোর আভা গুলো... দারুণ এসেছে ছবিতে। মাস জুড়ে এদের এই উৎসব মুখরতা বেশ লাগে!

ধুসর গোধূলি এর ছবি

হাঃ হাঃ হাহ্
পিপিদাহ্
গদা হাতে নিয়ে শুধু
দিতে চায় পিডাহ্

আপনাকে নিয়ে একটা ছোড়া বানছি পিপিদা। কিমুন হৈলো? দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমাকে নিয়ে ছোড়া বানিয়ে আবার আমার উপরেই প্রয়োগ! বলি ধুগো'র পিঠে গদা দিয়ে পিডালাম (বা পিডাতে চাইরাম) কখন?

ধুসর গোধূলি এর ছবি

- আহাহা, ছোড়াকারদের ছোরাপোতিভা নিয়ে প্রশ্ন করা ঠিক না। কী লিখেছে, কেনো লিখেছে, সেটা আবার কী! স্ক্যানারটা নষ্ট। নাইলে ছোড়া নিয়া একটা 'ছোড়ায় ছোড়ায় ছোবি' আঁকার পিলানটা কার্যকর করা যেতো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।