কলেজের স্মৃতি: আজই লেখা দেয়ার শেষ দিন

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: বিষ্যুদ, ২০/০৫/২০১০ - ৭:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাবতেই অবাক লাগে সময় কত দ্রুত চলে যায়। এই সেদিন কলেজে ভর্তি হলাম। এরপর কেটে গেল আঠারটি বছর! ঠিক তেমনি এই সেদিন কলেজের স্মৃতি নিয়ে লেখা আহবান করে পোস্ট দিলাম। তারপর সময় বাড়ালাম আরো এক মাস। কত দ্রুত সময় শেষ হয়ে গেল! আজ তার শেষ দিন।

একটা লেখা লিখতে কত সময় লাগে? এক-দুই ঘন্টা? বা তারও কম। স্মৃতিতে অনেক কিছুই জমানো আছে, লেখা শুরু করলেই দেখবেন তরতর করে লেখা হয়ে যাচ্ছে। শুধু একটু সময় করে লিখে ফেলা।

সচলায়তনের মেসেজে পাঠানো নীচের অংশটুকু আবারও তুলে দিচ্ছি।

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে কলেজ জীবনের স্মৃতি নিয়ে একটি ই-বই প্রকাশিত হবে আগামী জুন মাসের ১০ তারিখে। এ বিষয়ে সর্বশেষ ঘোষণা মোতাবেক লেখা পাঠানোর শেষ সময়: মে ২০, ২০১০, বাংলাদেশ সময় রাত ১১:৫৯

আপনি এখনো লেখাটি শেষ করে না থাকলে তাড়াতাড়ি শেষ করে ফেলুন। তারপর বানান পরীক্ষা করে নীচের ঠিকানায় পাঠিয়ে দিন।

ইমেইল ঠিকানা: propremik এ্যাট gmail.com

লেখা অবশ্যই নতুন ও অপ্রকাশিত হতে হবে এবং ই-বই প্রকাশের পূর্বে সেটি অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

আপনার লেখার প্রত্যাশায় রইলাম। অশেষ ধন্যবাদ।

পড়ুন: কলেজের দিনগুলি: ই-বইয়ের জন্য লেখা আহবান

পোস্টটি ১দিন পরে প্রথম পাতা থেকে সরিয়ে দেব।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বস... একদম খাস দিলে কই... আধখান লেখার পর সেই যে বিরতীতে গেছি, আর ধরা হয় নাই। এখন বসতেছি, আজ রাতের মধ্যেই শেষ করে ফেলবো। সর্বোচ্চ ভোর নাগাদ পাঠাতে পারবো। সময়ের চেয়ে ঘন্টা কয়েক দেরি যদি হয়ে যায়, নিজ গুনে ক্ষমা করে দিয়েন।
তবে লেখা পাঠাচ্ছি এইটা নিশ্চিত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার লেখা না আসলে কিন্তু বই বের হবেনা, হুম।

সাইফুল আকবর খান এর ছবি

পিপিদা,
এই যে, জাস্ট পাঠাইলাম এই মাত্র। হাসি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লেখার শিরোনাম পড়েই প্রাণ ভরে গেল।

সাইফুল আকবর খান এর ছবি

তাই নাকি? হাসি তালি তো দাদা আমারও কল্জে জুরোলো। হাসি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাদের লেখা পেলাম (প্রাপ্তির ক্রমানুসারে):

স্পর্শ
মহাস্থবির জাতক
কাকুল কায়েশ
মেয়ে
নীড় সন্ধানী
অছ্যুৎ বলাই
স্পার্টাকাস
পান্থ
তাসনীম
আনন্দী কল্যাণ
জুলিয়ান সিদ্দিকী
Tithydor
সুহান রিজওয়ান
রাফি
পুতুল
পাগল মন
কৌস্তুভ অধিকারী
মর্ম
সাইফুল আকবর খান
জি এম তানিম
সচল জাহিদ
ফারুক হাসান
ধুগো
নজরুল ভাই
আমি

যাঁরা দোনোমোনো করছেন তাঁদের উৎসাহ দেয়ার জন্যই তালিকা প্রকাশ করলাম। আপনারা যারা এঁদের সামিল হতে চান, তাঁরা তাড়াতাড়ি লেখা পাঠিয়ে দিন।

জবাব বোতামে চাপ দিয়ে এই মন্তব্যে কেউ উত্তর দিয়েন না, তালিকা টা আপডেট করবো।

ধুসর গোধূলি এর ছবি

- হ ভাইসব! এখনও যারা যারা লেখা পাঠান নাই (পিপিদা, মডুরামরা কি লেখা দিছে? না দিলে কন, ফিডি ফিডি একেকটারে সিধা করি দিমু!) তারা সক্কাল সক্কাল লেখা পাঠান।

এইটা একটা হুমকি (নং-১) দেঁতো হাসি

আপডেটঃ এহ্ হে, পিপিদা দিলো ইজ্জত পাংচার করে। বলি, তালিকাটা দেওয়ার কী দরকার আছিলো! এখন তো আর ফাঁপড় দলালি করতে পারুম না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার হুমকিতে যদি কাজ হয় হাসি

আপডেট: আপনার লেখাটা মনে হয় এখন অতলান্টিক পাড়ি দিচ্ছে হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

হায় হায়। আমার ইচ্ছে হচ্ছে কিছু লিখতে। এখন শুরু করলে-ও সময়ে শেষ করতে পারবো না মনে হচ্ছে।

==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
আলোকবাজি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ট্রাই করে দেখেন।

বোহেমিয়ান এর ছবি

মিস করলাম । আমি একট প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম গো পিপিদা ।
অনেক প্রিয় লেখক লেখা দিছেন । সুতরাং অপেক্ষায় রইলাম ।
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

স্নিগ্ধা এর ছবি

প্রকৃতিপ্রেমিক, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে লেখা পাঠাতে পারলাম না -

মানে, ডায়নোসর বিধায় সেএএই প্রস্তর যুগে কলেজে কী পড়েছি, কী না করেছি - কিচ্ছুই মনে নেই, প্লাস এই বয়সেই তো অ্যালযাইমার্স দেখা দেওয়ার কথা - এবং, দিয়েওছে! মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বৈদ্যুতিক গোলযোগ নাকি? হো হো হো

ঠিক আছে, এই মন্তব্যটিই নাহয় আপনার নামে চালিয়ে দেব চোখ টিপি

সচল জাহিদ এর ছবি

বস এইমাত্র পাঠালাম। পাইলে আওয়াজ দিয়েন।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

জি.এম.তানিম এর ছবি

লেখা দিলাম, বানানগুলো কাউকে দিয়ে চেক করানোর ইচ্ছা ছিল। বুনো বা প্রহরী কাউকেই পেলাম না। এখন আপনাকেই সেইসব কিম্ভূতকিমাকার বানানগুলি দেখতে হবে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফারুক হাসান এর ছবি

আমার ব্যস্ততা এমনই যারপরনাই। এলএনজির উপর একটা লেখা লিখে চা খেতে গেছি, সেইটা এখনও শেষ করতে পারি নাই। তবু, আপনাকে কথা দিয়েছিলাম বলে কথা, বরখেলাপী হৈ কীভাবে!

রাত জেগে একটা নামায়াই ফেললাম। এই মাত্র পাঠিয়েছি হাসি

বানান চেক করতে পারি নাই মন খারাপ

ইশতিয়াক রউফ এর ছবি

ব্যস্ততার জন্য লিখতে পারিনি, পিপিদা। আজ-কালের মধ্যে পারার সম্ভাবনাও শূন্য। প্রকাশের আগ মুহূর্তে হলেও কিছু দেওয়ার চেষ্টা করবো।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

"সম্ভাবনা শূন্য" খুবই রেয়ার। মানে অবাস্তব ইভেন্ট ছাড়া সম্ভাবনা শূন্য হওয়ার সম্ভাবনাও শূন্যের কাছাকাছি চোখ টিপি

আপনি চেষ্টা করবেন তাতেই খুশী। আপনার লেখা পেলে দারুণ হবে।

মর্ম এর ছবি

পিপিদা,

১০ গেলো, ১১ গেলো, ১২ ও প্রায় গেলো।

ই-বুকের কিছু কি এগুলো? হাসি
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেই প্রশ্ন তো আমারো। পিপিদার কী হইল, সবখান থেকে উধাও কেন? ও পিপিদা, আপনি কোথায়? শোনা যাচ্ছে বইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। দুই/তিন দিনের মধ্যে বের হওয়ার সম্ভাবনা ০.৭৬

ধুসর গোধূলি এর ছবি

- সেকেন্ড বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা (প্রথমটা অধুনালুপ্ত জাকাজা) ধুগো ইন্টারন্যাশনালের ঢাকা শাখার ইন্টেলের বরাতে জানা যায় পিপিদাকে গতকল্য বাংলাবাজারগামী টমটমে আরোহিত অবস্থায় দেখা গেছে। সবার লেখা নিয়ে পিপিদা নিজের নামেই বাংলাবাজার থেকে বই বের করার কোনো পাঁয়তারা করছেন কি না, সে ব্যাপারে অবশ্য ইন্টেল নিশ্চিত না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।