বাংলা পত্রিকায় এ্যাডসেন্স কিভাবে কাজ করে (প্রতারণা নয় কি?)

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: মঙ্গল, ২০/০৭/২০১০ - ৯:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কালের কন্ঠ পত্রিকার কথা জেনেছিলাম সাংবাদিক বিপ্লব-এর কোন এক পোস্টে। তার পর সেই পত্রিকা যখন বের হল তখন এর আউটলুক দেখে ভাল লেগেছিল। তার পর প্রথম আলো -গ্রুপ আর বসুন্ধরা গ্রুপের কামড়াকামড়িতে থলে থেকে যখন একের পর এক বিড়াল বের হওয়া শুরু করলো তখন বসে বসে মজা দেখতে থাকলাম।

সেরকম একটা মজা আজ কালের কন্ঠে দেখতে পেলাম। আজ পত্রিকা ব্রাউজ করেই দেখি গুগল এ্যাডসেন্স-এর বিজ্ঞাপন। কেমনে কি? গুগল তো বাংলা সাইটে বিজ্ঞাপন সার্ভ করেনা। কি টেকনোলজি এরা খাটালো যে গুগলকেও ধোঁকা মেরে দিল!

ঘটনা কিছুই না। প্রথম পাতার সোর্স দেখে যা বোঝার বুঝে গেলাম। স্ক্রীণশট দেখুন। ফায়ারফক্স থেকে সাইট ব্রাউজ করে Ctrl + U বাটন চেপে সবাই দেখতে পাবেন মজাটা।

কালের কন্ঠে গুগলের এ্যাড, বাহ্ বাহ্ বাহ্

এই যদি হয় আমাদের একটা জাতীয় পত্রিকার অবস্থা, তাহলে বলার কিছু থাকেনা।

একই রকম বিজ্ঞাপন ইত্তেফাক পত্রিকাতেও দেখা যায়। জানিনা ইত্তেফাক হয়তো আরো সুক্ষ কারচুপি করে যেটা আমার মত আম জনতা ধরতে পারেনা।

সূত্র: এ্যাডসেন্স এর জন্য গ্রহণযোগ্য ভাষা


মন্তব্য

সাফি এর ছবি

দারুন পর্যবেক্ষণ পিপিদা। কয়েকদিনের কালের কন্ঠ ঘেটে যা মনে হলো, একটা পিএইচপি স্ক্রিপ্ট উইকিপিডিয়া থেকে আরটিকেল চুরি করে এনে < div style= display:none >
এই ট্যাগ এ ভরে দেয়। আজকের কালের কন্ঠে BMW এর উইকি আর্টিকেলটা হুবুহু দেওয়া।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারা টেকি মানুষ, ভালো বলতে পারবেন। সেরকমই মনে হয় কিছু একটা করেছে।

সাফি এর ছবি

স্ক্রিনশটের দেওয়া আর্টিকেলের মূল সূত্র

বোহেমিয়ান এর ছবি

এই হইলো আমাদের মিডিয়া!
কালের কণ্ঠের ওয়েবসাইট এর মান জঘন্য!
লিঙ্ক থেকে শুরু করে

ট্যাগ...বিতিকিচ্ছিরি অবস্থা! আমি বুকমার্কলেট তৈরি করতে গিয়ে বিপদে পড়ছিলাম।
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

রাব্বানী [অতিথি] এর ছবি

ডেইলি স্টার এর সোর্স এ নিচের অংশ দেখে সন্দেহ জাগলো, জানাশুনা কেউ চেক করেন-

google_ad_client = "pub-4626848736449366";
/* 468x60, created 4/18/09 */
google_ad_slot = "3655302307";
google_ad_width = 468;
google_ad_height = 60;

এমনিতে ad খুঁজে পেলাম না।

সবজান্তা এর ছবি

চিমটি !!!

গতকাল রাতেই হিমু ভাইয়ের শেয়ার করা একটা লিঙ্ক ধরে ওদের পেইজে ঢুকে হুবহু একই প্রশ্ন আমার মাথাতেও এসেছিলো !

অ্যাড দেওয়া অবশ্যই দোষের কিছু না- কিন্তু অ্যাডসেন্সের জন্য এরকম দুই নাম্বারি করাটা ঠিক রুচি সঙ্গত মনে হইলো না।


অলমিতি বিস্তারেণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটাই। এই পোস্ট পড়ে আমাকে একজন জানিয়েছেন তার বাংলা ব্লগে গুগল এ্যাড দেয়। বাংলা পাতায় যদি গুগল এ্যাড দেয় তো দিকনা। কিন্তু প্রতারণা কেন?

দ্রোহী এর ছবি

হে হে হে হে!!!! পিপিদা আপনেরে কালুরা পিডাইবো।


কি মাঝি, ডরাইলা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরিফ জেবতিক এর ছবি

গ্রেট ফাইন্ডিং। যাতে সবাই দেখতে পায়, তাই প্রথম পাতায় রাখা উচিত ছিল। আমি নিজে এই পোস্ট দেখিনি আগে, এখন একজনের লিংক থেকে দেখলাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পিপিদা,
গ্রেইট অবজার্ভেশন! আমি রিপোর্ট করতেছি গিয়া।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

করা দরকার।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সরায় ফেলছে নাকি? এখনতো দেখি না!
http://dailykalerkantho.com/

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

গুগলের উচিত বাংলা কনটেন্টের জন্যে অ্যাডসেন্স অনুমোদন করা।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একমত। এ ব্যাপারে কিভাবে লবিইং/এ্যাডভোকেটিং করা যায় কেউ জানেন কি? সম্ভবত বাংলা কন্টেন্টএর অপ্রতুলতা একটা কারণ। কিংবা রাগিবের কোন এক লেখায় পড়েছিলাম যার অর্থ এরকম যে গুগল জানে ইন্টারনেট একটিভিটিতে বাংলাভাষীদের প্রথম পছন্দের ভাষা বাংলা নয়। অবশ্য বিজ্ঞাপনের সাথে ভাষার পছন্দের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানিনা।

তবে সচলের পরিসংখ্যান থেকে যা বুঝি তা হলো বাংলা কন্টেন্টযুক্ত সাইটে সবচেয়ে বেশী ভিজিট হয় বাংলাদেশ থেকেই। আর বাংলাদেশের ভিজিটরদের সাথে যেহেতু অনলাইনে ব্যবসা করার সুযোগ নেই তাই (বর্তমানের) বিজ্ঞাপন দাতারা তেমন আগ্রহী হবেনা।

বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে উৎসাহী নাও হতে পারে কারণ বাংলাদেশ থেকে অনলাইনে ক্রেডিট কার্ডের ব্যবহার সম্ভব নয়। (যতটা জানি তার আলোকে বললাম)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লিখে কোন লাভ হল বলে মনে হচ্ছে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।