গত কয়দিনের বৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশে আছি, যেন বর্ষাকাল। আজ দুপুরে জুমআর নামাজের জন্য ডিপার্টমেন্ট থেকে বের হয়ে দশ তলা থেকে নিচে নামতে নামতে ঝুম বৃষ্টি। এরকম বৃষ্টি আগেও এসেছে আবার মিনিট দশের পরে থেমেও গেছে। কিন্তু আজ আধা ঘন্টা হয়ে গেলেও থামার নাম নেই। অগত্যা একটু কমে এলে বৃষ্টির মধ্যেই দৌড় দিলাম।
বৃষ্টির জন্য নয়, কেমন যেন সময়টা অন্যরকম যাচ্ছে। ব্যস্ততার কারণে কোন অবসর নাই। দেশের পত্রিকার পাতাও ওল্টানো হচ্ছেনা। ফাঁকে ফাঁকে দুয়েকটা পত্রিকায় ঢুঁ মারছি, সচলে ঘুরছি-ফিরছি-- দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকঠিক চলছে।
এখানকার পত্রিকায় খবর বলতে কার কম্পিউটারে চাইল্ড পর্নোগ্রাফি পাওয়া গেল, কিংবা কার শখের কুকুরটা দুইদিন ধরে নিখোঁজ এসব। এর মধ্যে গত দুই দিনে দুটি ঘটনা বেশ সাড়া ফেলেছে।
রিসাইকেল প্লিজ
কানাডার থান্ডার বে এলাকার ঘটনা। থান্ডার বে কানাডার মধ্যে এবং এর কাছাকাছি আমেরিকার শহর হল মিনেসোটা। ঘটনা হলো প্লাস্টিকের একটা জার আটকে গেছে ভাল্লুকের মাথায়। জায়গামতো রিসাইকেল না করার কারণেই সম্ভবত এই ঘটনা। গত দুই সপ্তাহ ধরে মাথায় জার নিয়ে ভাল্লুকটিকে এখানে সেখানে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভাল্লুকটি দুই সপ্তাহে দানা-পানির অভাবে প্রায় ২০ কেজি ওজন হারিয়েছে।
ভাল্লুকটি ঘুরতে ঘুরতে একসময় একজনের ব্যাক-ইয়ার্ডে চলে আসে। ভদ্রলোক চট করে ছবিও তুলে ফেলেন। তার ভাষ্য মতে উনি চেষ্টা করলে হয়তো ভাল্লুকটির মাথা থেকে জারটি খুলে নিতে পারতেন, কিন্তু বিপদের আশংকায় সেটা করেননি। কনজার্ভেশন অফিসাররা বলছেন ভাল্লুকটি সম্ভবত তার নিঃশ্বাস থেকে জারের গায়ে জমা হওয়া পানি চেটেই কোনমতে বেঁচে আছে।
ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধারণা করা হচ্ছে ভাল্লুকটি জার থেকে তার মাথা বের করতে সক্ষম হয়েছে। কেউ একজন খালি একটা জারের সন্ধান পেয়েছেন বলে দাবী করেছেন। সেটিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নিশ্চিত হতে।
এর আগে ২০০৪ সালে পেনসিলভেনিয়াতে এবং ২০০৮ সালে মিনেসোটাতে ভাল্লুক মাথায় জার নিয়ে শহরে ঢুকে পড়েছিল। মিনেসোটার ভাল্লুকটিকে নিরাপত্তার কথা বিবেচনা করে গুলি করে মেরে ফেলা হয়। সূত্র
ক্র্যাশ করলো ফাইটার জেট
আলবার্টার ঘটনা। ডেমোস্ট্রেশনের জন্য ফাইটার প্লেনের প্র্যাকটিস চলছিল। এর মধ্যেই অজানা কারণে এফ-১৮ হর্ণেট ফাইটার জেট ক্র্যাশ করলো। ভাগ্যক্রমে পাইলট ১/২ সেকেন্ড আগে বের হতে সক্ষম হন। পাইলট সুস্থ আছে বলে জানা গেছে। আরো ছবি দেখতে চাইলে সূত্র
বিস্ময়কর এই ঘটনার এ্যামেচার ভিডিওঃ
প্রত্যেকটি ভিডিওর সাথে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন আছে, তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ব্লগ লিখতে ইচ্ছে করছিল তাই নিজের ঘটনা না লিখে অন্যের ঘটনা দিয়েই শেষ করলাম।
মন্তব্য
ওরে, বিমান বিস্ফোরণের ছবিটা তো দারুণ!
আহারে ভাল্লুকটার জন্য মায়া লাগলো। এরকম একটা সোপ্রানোস-এও দেখাইসিলো, যদিও জার নিয়ে না।
শান্তির দেশে শান্তির খবর! ভাল্লাগসে।
কি মাঝি, ডরাইলা?
বলেন কী! আমাদের এইখানকার কিছু খবর পাব্লিশ করলেই পারে!
জেট এর ছবিটা ভয়াবহ!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
বেচারা ভালুক। অনেক আগে একটা নেড়ি কুকুর দেখেছিলাম পায়ে কাঁচের বোতলের মুখের অংশটুকু নিয়ে ঘুরে বেড়াতে। প্রায়ই দেখতাম কুকুরটাকে।
...........................
Every Picture Tells a Story
বেচারা প্রকৃতিপ্রেমিক, খবর সংকটে পড়ছে! ভাবতাছি খবর রপ্তানী শুরু করবো।
সুমিমা ইয়াসমিন
সংকটে কই পড়লাম? ভাল্লুকের খবর দিলাম তো
- প্লেন ক্র্যাশের ভিডিও দেখে অবাক হলাম। আমি প্রায়ই স্বপ্নে দেখি আমি যে প্লেনে উঠেছি দেশে যাবো বলে, সেই প্লেনটাই ঠিক এই ফাইটারের মতোই ত্যড়াব্যাকা হয়ে ক্র্যাশ করে। কিন্তু পার্থক্য হলো, এই ক্র্যাশে বিস্ফোরণ হয়েছে আর আমার স্বপ্নে কোনো বিস্ফোরণ হয় না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এরকম ভিডিও আমি কখনো দেখিনি। পাইলটের কপাল ভাল বলতে হবে। উচ্চতা খেয়াল করেন, এক/দুইশ মিটারের বেশী হবে না।
বেচারা ভাল্লুক!
"পাইলট ১/২ সেকেন্ড আগে বের হতে সক্ষম হন" পড়তেই অদ্ভুত্ লাগল। না জানি পাইলটের অনুভূতি কেমন ছিলো! আধা সেকেন্ডের হেরফেরে কতকিছু বদলে যেতে পারে!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আসলে আধা সেকেন্ড না, আমি বুঝিয়েছি ১ বা ২ সেকেন্ড। ধন্যবাদ পড়ার জন্য।
দেখতে পারলাম না ভিডিও। বলে not available
মেয়ে
আমি চেক করে দেখতে পেলাম তো। জানিনা জিওগ্রাফিক লোকেশনের কারণে কোন সমস্যা হচ্ছে কিনা।
ফাইটার ক্র্যাশের ছবিটা ভয়ংকর সুন্দর!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
আমার মাথাটা যে বোতল থাইকা বাইর হয় না ক্যান
ঘটনা ওরফে দুর্ঘটনাগুলা শেয়ারের জন্য ধন্যবাদ
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
একটা ভিডিও ও দেখা গেল না:-(
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
নতুন মন্তব্য করুন