ধরনটি পুরাতন, কিন্তু সমসাময়িককালে অনেকটা অচল হয়ে পড়েছিল। তাই আবার চালু করার একটা প্রচেষ্টা নিলাম। পত্রিকা থেকে কিছু কিছু অমৃত বচন সবার সাথে ভাগাভাগি করার জন্যই এই উদ্যোগ। নানা সীমাবদ্ধতার কারণে হয়তো অনেকের উক্তিই চোখ এড়িয়ে যেতে পারে, তাই পাঠকের কাছে অনুরোধ সেগুলোকে মন্তব্য আকারে তুলে দিতে। সাথে অবশ্যই সূত্র উল্লেখ করবেন। পুরনো কিছু উক্তির সাথে নতুন দুইটা যোগ করে শুরু করলাম।
১.
উচ্চ আদালতের রায়ে সপ্তম সংশোধনী বাতিল হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে এই প্রথমবারের মতো দেখা করেন এরশাদ। রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শেষে এরশাদ প্রথম আলোকে বলেন,
বৈঠকে দেশের সার্বিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাতীয় পার্টি আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। (দৈনিক প্রথম আলো, ২০১০-০৮-২৯)
২.
দেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মধ্যে একমাত্র মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়্যারম্যান এইচ এম এরশাদ বেঁচে আছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন,
কোনো ব্যক্তির বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংসদ ব্যবস্থা নিতে পারে।
প্রসঙ্গত, হাইকোর্ট ২৬ আগস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। সেই সঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেন আদালত। (দৈনিক প্রথম আলো, ২০১০-০৮-২৯)
৩.
দেশে বিভিন্ন সময়ে জারি হওয়া সামরিক আইন ও সামরিক শাসকদের বিচারকেরা সমর্থন দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী)। রবিবার তারিখ বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় সালাউদ্দিন কাদের বলেন।
সংবিধান রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও বিচারকেরা দেশে সামরিক আইনকে সমর্থন দিয়েছেন এবং সামরিক শাসকদের শপথ পাঠ করিয়েছেন।
(দৈনিক প্রথম আলো, ২০১০-০৮-২৯)
৪.
রাঙ্গুনিয়ার যুবলীগ নামধারী ইসমাইল, পাহাড় কেটে পুকুর ভরাট করা প্রসঙ্গে
...দল ক্ষমতায়, এ সময় যদি টাকা কামাতে না পারি, তাহলে ক্ষতি পোষাব কী করে
(দৈনিক প্রথম আলো, ২০১০-০৯-২৫)
৫.
তদন্ত কমিটি যদি প্রমাণ পায় আর বিচারে আপনার সাজা হয়? দৈনিক কালের কন্ঠের সাথে সাক্ষাতকারে এমন প্রশ্নের জবাবে সাকা চৌধুরী বলেন:
আর কী ঘোড়ার ডিম সাজা দেবে।
(দৈনিক কালের কন্ঠ ২০১০-০৯-২৬)
মন্তব্য
সেদিন আলু পেপারে দেখলাম সংসদে সাংসদদের ট্যাক্সমুক্ত গাড়ি কেনা নিয়ে শেখ সেলিমের কিছু কথা। খুঁজলাম, পেলাম না। পেলে এখানে তুলে দেয়া যেতো। ব্যাপক বিনোদিত হয়েছিলাম কথাগুলো শুনে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চলুক
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
ধুগোদা খুব সম্ভবত শেখ সেলিমের এই উক্তিটির কথা বলছিলেন
তারাপ কোয়াস
হ, হ এইটাই। কিন্তু এইটা পড়ছিলাম আলু পেপারে। লিংক খুঁজলাম, তখন পাইলাম না। আপনার খবরের সূত্র ধরে তবে খুঁজে পেলাম (প্রথম আলো ২২/০৯/১০)।
শেখ ফজলুল করিম সেলিম বলেন,
বিডি নিউজে ২৪/০৯/১০ এ প্রকাশিত খবরের ভিত্তিতে-
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের আরো বলেন,
সাকা বোলায়,
সালাউদ্দিন কাদের বলেন,
সাকা বলেন,
সালাউদ্দিন কাদের বলেন,
সাকা কহেন,
সাকা বোলতা হ্যায়,
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পত্রিকা থেকে কথা তুলে এনে ব্লগ লেখার মধ্যে লেখকদের কৃতিত্ব থাকে না। পত্রিকার কোনো কথা এনে সেটা ব্যাখ্যা করে ব্লগ পোস্ট করলে অন্য কথা।
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ওকে। কথা ঠিক। প্রথম পাতা থেকে সরিয়ে নিলাম। আর দিব না।
নতুন মন্তব্য করুন