আজকের নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা যে দিবারাত্রির নয় সেটা ভুলেই গিয়েছিলাম। সাড়ে এগারাটার দিকে যখন একটা হালকা ঘুম দিয়ে শেষ রাতে ওঠার চিন্তা করছিলাম, ঠিক তখনই টিভির স্ক্রীনের নীচের কোনায় দেখাচ্ছে নেদারল্যান্ড ১/০ ১.২ ওভার। আ-হা, খেলা তো দিনের বেলায়!
গত তিন ম্যাচের মাঝেরটি ঘুমিয়ে কাটিয়েছিলাম। সেদিনই ঘটে গেছে ৫৮ রানের বিপর্যয়। আজ আর ঘুমাচ্ছিনা, দেখা যাক কতদূর দেখতে পারি। বাংলাদেশের জন্য একরাতের ঘুম কামাই যাবে। তবুও চাই সব কষ্ট যেন মুছে যায় বিজয়ের আনন্দে।
ওদের যারা ইনিংস ওপেন করেছে তাদের রেকর্ড বলছে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে দুজনই হাফ সেঞ্চুরি করেছিল। শফিউল বল করছে, ২ ওভার ২ মেইডেন। আহা, এরকমই যেন থাকে। আরেকটা মেইডেন ওভার। তিন ওভারে তিনটিই মেইডেন। সাবাশ শফিউল।
ভাবছিলাম শফিউল ফাস্ট বল করে, কিন্তু একরকম হালকা পাতলা কেন? তামিমের মত হওয়া দরকার। তাহলে আরো জোরে বল করতে পারতো বোধহয়।
এখন দেখি সাকিব বল করতে আসছে। প্রথম বলেই দুই খেলো। দেখা যাক সাবিক আজ কী পরিকল্পনা নিয়ে এসেছে। ও হ্যাঁ, সাকিব আজ টসে হেরেছে। এটা খারাপ না ভাল তা বুঝতে পারছিনা।
কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে নেদারল্যান্ড বিশাল পরিকল্পনা নিয়ে নেমেছে। শান্ত এবং ধীরে খেলার পরিকল্পনা মনে হচ্ছে।
সাকিব ছয় খেল। আচ্ছা পোস্ট করে দেই।
মন্তব্য
আশা করি আমরা এভাবেই উদযাপন করবো আজকের রাত।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আহারে, কী ভালোবাসা! চোখে পানি এসে যায়। বাচ্চা বাচ্চা পোলাপানের উপর প্রত্যাশার এত চাপ! ভাবতেই ভয় লাগে।
প্রথম মন্তব্য করায় তোমাকে ১০০ পয়েন্ট দিলাম। কোনদিন মডুদের কাউকে কাছে পাইলে তোমাকে এই পয়েন্ট + করে দেয়ার ব্যবস্থা করব
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
কী চমৎকার রান আউট!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
প্রিয় মুশফিক একটা সহজ ক্যাচ সফলভাবে মিস করতে পারছে... হাততালি
______________________________________
পথই আমার পথের আড়াল
ক্যাচটা যেন কেমন ছিল। তবুও মিস করাটা মানা যায়না।
মুশফিক এবার পোষায়ে দিছে
ডাচদের ঠান্ডা মাথার খেলা দেখে একটু শংকায় আছি। পিচ থেকে বোলাররা তো কিছুই পাচ্ছে না
ওলন্দাজরা বহুত হাংকি পাংকি করছে আমাদের সাথে। সেই '৯৪ থেকে শুরু। লাস্ট তাফালিং করছে এই সেদিন, আংল্যান্ডে!
আইজকা কোণ্ডে যাইবা মনুরা? আইজ পাশা খেলা হবে তোমাদের সাথে, নির্জনে না। একেবারে আমনেসামনে...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহা! আকরাম খানের সেই ইনিংস! যার উপর ভর করে আমরা আজ এখানে।
আকরামেরটা তো ৯৭তে। ৯৪তে এই ওলন্দাজদের হাদুমপাদুমের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা তিন বছর পিছিয়ে গিয়েছিলো।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পিপিদা, খেলা দেখছেন কোন সাইটে? একটু কষ্ট করে লিংকটা দিবেন? আমি যে সাইটে দেখছিলাম তা হঠাৎ করে আটকে গেছে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
www.cricvid.com
আটকে গেলে বুঝবা ওরা চ্যানেল পরিবর্তন করতেছে। পেজ রিফ্রেস দিতে হবে।
এই লিঙ্কে খেলা দেখতে পারেন।
http://amrra.net/cricket/
ধন্যবাদ পিপিদা ও খন্দকার মুজাহিদুল ইসলাম সুজন।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
রুবেলের বোলিংয়ে পরিকল্পনার অভাব দেখি।
আজ মুশফিকের দিন। তবে ওর রিআ্যকশন ভালো লাগলো না।
প্রার্থনারত বাংলাদেশ........
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ওলন্দাজি ছুটিয়ে দেয়া হচ্ছে!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
...........................
Every Picture Tells a Story
হল্যান্ডের এত তাড়াহুড়া কেন, বুঝলাম না
যাক, রাজ্জাক মিয়া ক্যাচ ফালাইলেও সমস্যা হয় নাই।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
কিন্তু ফালাইল কেন? টায়ার্ড? ওকে, এখন বাংলাদেশ ডাচদের মতো তাড়াহুড়া না করলেই ভালো। হালকা ভাবে না নিলেই হয়।
মাত্র বোলিং শেষ করছে তো, মনোযোগ ছিল না।
সেটাই। খেলা এখনো শেষ হয় নাই।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
১৬০ ব্যাপারনা
...........................
Every Picture Tells a Story
পিচ ভালো মনে হচ্ছে। দেখা যাক। ঘুম পাইতেছে আমার।
www.crictime.com
যে কোনো সময় cricket এর live streaming দেখার জন্য।
পথিক।
নাফিস এর ব্যাটিং দেখার অপেক্ষায় আছি। তবে ব্যাটিং এর সুযোগ পালে হই।
সৌম্য
মজার কোট:
আজকে আশু নাকি পানির বোতল টানাটানি করসে। ওকে এই পজিসনে পাকাপাকি ভাবে দেখতে চাই।
---- সৌম্য
তামিম গালোগা!!!! আজকে মনে হই খবর আসে...
সহজ ম্যাচ এখন কঠিন করে ফেলবে মনে হচ্ছে।
আমার তো লিমিটেড (মাত্র ১০ গিগাবাইট/মাস) ইন্টারনেট। খেলা দেখতে গেলে কি খুব বেশী বাইট খরচ হয়। প্রতি মিনিটে কত কিলো/মেগা বাইট খরচ হতে পারে?
অনন্ত আত্মা
দশ গিগা একটু কম। দুয়েকদিন খেলা দেখে সেটা শেষ হওয়ার কথা নয়। তবে প্রতিদিন দেখলে মনে হয় দশ-বারো দিনে শেষ হয়ে যাবে।
যে কোন সময়ে cricket এর live streaming দেখার জন্য
crictime.com
পথিক।
যাক সহজেই জিতবে মনে হচ্ছে। এখন দেখার বিষয় নেট রান রেট কত বারিয়ে নিতে পারে।
----সৌম্য
এখন অপেক্ষা পরের ম্যাচ জেতার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মেজাজটা ভীষণ খিঁচড়ে আছে! বাংলাদেশ মনে হয় জিতেছে।
না, বাংলাদেশ জেতার জন্য না। কারেন্ট নাই বলে। বাইরে হৈহল্লা, ভুভুজেলা এসব শুনতে পাচ্ছি। অর্থাৎ খেলা মনে হয় শেষ এবং বাংলাদেশ বোধহয় জিতেছে। অথচ ঘন্টা খানেক ধরে কারেন্ট নাই বলে আমি মিস করে গেলাম।
মনমাঝি
জিইতা গেছি! কোন ব্যাপারই না। অহন আগামী বিষ্যুদবার পর্যন্ত খালি ওয়েস্ট ইন্ডিজ সাপুর্টামু। হেরা না পারলেও, আর পার্লেও সাউথ আফ্রিকাগো দকখিন দিক পাঠাইয়া দিমু। নো চিন্তা। অহনকালা ফূর্তি মারেন।
হাটুরে
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
পুরাই পাংখা ... এখন আরো সিরিয়াসলি সাউথ আফ্রিকার সাথে খেলাটা নিয়া ভাবতে হবে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়া ভাবার টাইম নাই। বাবারা, আগে নিজেগো আখের গোছা পরে অন্যের পোঁদ মারার ভাবনা ল !!!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নতুন মন্তব্য করুন