উড়ন্ত পাখি শিকার

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ১৩/০৫/২০১৩ - ১০:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দিন লেখা হয়না। কারণটা মূলত সময়াভাব। তার উপর আমি যেসব বিষয় নিয়ে লিখি তার জন্য দরকার উপযুক্ত পরিবেশ। শতশত মৃত্যু, রাজনৈতিক অস্থিরতা, আবারো মৃত্যু, পিটিয়ে হত্যা, গুলি করে হত্যা, আগুন দিয়ে হত্যা ইত্যাকার ঘটনাপ্রবাহের মধ্যে প্রকৃতিপ্রেম-ট্রেম মানুষ খুব একটা পছন্দ করে না। তার উপর আমি দিনকে দিন মানসিক ভাবে দূর্বল হয়ে যাচ্ছি। এত মৃত্যু আর হতাহতের ছবি কিংবা খবর সবই সযতনে এড়িয়ে চলি। নিজেকে ফাঁকি দিয়ে বেড়াই, পালিয়ে বেড়াই। তারপর দেখবো না দেখবনা করেও ভবনের নীচে চাপা পড়ে আলিঙ্গনরত মানুষ দুটির ছবি দেখে আমি নিজেকে আর স্থির রাখতে পারিনা। সবকিছু যেন ভেঙে পড়ে মুহূর্তেই। এসব থেকে পালানোর জন্যই আমি মাঝে মাঝে প্রকৃতির মাঝে ঘুরি। শিকার টিকার করার চেষ্টা করি।

পাখি শিকারের নেশা আমার দীর্ঘ দিনের। সময়টা ১৯৯৩-১৯৯৪ হবে। সবে মাত্র ফটোগ্রাফির টেকনিকাল বিষয়ে তালিম নিয়েছি। সদ্য প্রয়াত শেখর ভাই, রনি ভাই, শরীফ ভাই আর সাজেদ ভাইয়ের কাছে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষায় পাশ করে কোন সাবজেক্ট দেখলেই মনে মনে এক্সপোজার ঠিক করি। এখনকার ফটুরেরা হয়তো অনেকেই বুঝবেনা আমি কী বলছি। সে কথা থাক।

তখন ডিজিটাল ক্যামেরার নামও শুনিনি। ক্যামেরা যে ডিজিটাল হতে পারে সেরকম ভাবনা স্বপ্নেও ভাবিনি। ২০ টাকা দিয়ে রিভার ব্রাণ্ডের সাদাকালো রিল কিনতে পাওয়া যেতো। সেটা দিয়েই অন্যের এসএলআর ক্যামেরা ধার করে হাত পাকানোর চেষ্টা করা হতো। যারা একটু পয়সা কড়ি জমাতে পারে অথবা বাবার ক্যাশ থেকে সরাতে পারে তারা হয়তো ফুজির ৬০টাকা দামের সাদাকালো রিল, আর একটু সাহসী হলে ১১০ টাকা দিয়ে কালার রিল কিনে ছবি তুলতে পারে। কালারে ছবি তোলার সাহস যে যুগে হয়নি। কারণটা মূলত অর্থনৈতিক। ফটো তোলার ট্রেনিং নিতে গিয়ে প্রথমেই শুনেছিলাম এটি হল রাজাদের হাতি পালার মতো শখ। যা হারে হারে টের পেয়েছি এবং আজ ২০১৩ সনে এসেও একই দৈন্যের মুখোমুখি হচ্ছি। সেকথা নাহয় পরে হবে। আজ শিকারের কথা বলি।

পাখি শিকার দুই ধরনের। একটি হল পাখিকে প্রচলিত অর্থে শিকার বা বধ করা। দ্বিতীয়টি হল পাখিকে সেলুলয়েডে বা ডিজিটাল যুগে মেমরিতে বেঁধে ফেলা। বধ এবং বাঁধা দুটো একই রকমের শব্দ হলেও আমার পছন্দ দ্বিতীয়টিতে।

সেই আদিম কাল থেকেই আমার এরকম শিকারের শখ। কিন্তু সেটি তো হবার নয়। পাখি শিকার করতে লাগে লম্বা লম্বা লেন্স। যার ক্যামেরাই নাই তার লম্বা লেন্স থাকার তো প্রশ্নই আসেনা। তাই শুধু স্বপ্নেই পাখি শিকার করতাম। ১৯৯৬ এর জানুয়ারির ৬ তারিখে ছবি তোলার আগ্রহ দেখে আম্মা রাশান জেনিথ ক্যামেরা কেনার রসদ এবং অনুমতি দুটোই দিলেন। গিয়ে নিউ মার্কেটের তৎকালিন ট্রেড কর্পোরেশন নামক দোকান (যা পরবর্তীতে খাবারের দোকানে রুপান্তরিত হয়েছিল) থেকে জেনিথ ক্যামেরা কেনা হল। তারো বছর খানেক পরে ছোটভাইয়ের সহায়তায় স্টেডিয়াম মার্কেট থেকে একটা পুরনো ২০০মিমি টেলিফটো লেন্স কেনা হয়। শখের দাম আসলেই লাখ টাকা। সেসময় আড়াই হাজার টাকার ক্যামেরা আর দেড় হাজার টাকার লেন্স কিভাবে যোগাড় হয়েছিল সেটা ভাবতে বেশ অবাক লাগে। কিন্তু সেই লেন্স দিয়ে ছবি তোলার সাধ মেটানোর আগেই ক্লাবের এক ছোটভাই সেটি ধার নেয় এবং তার কাছে থাকাকালিন সময়ে কোন এক দুর্ঘটনায় লেন্সটি পঙ্গুত্ব বরণ করে। অনেক দৌড় ঝাঁপ করার পরেও ওটাকে আর ঠিক করা যায়নি। শিকারের আশা পুরণ না হলেও নেশাটা ঠিকই রয়ে যায়।

বহুদিন পরে পুরনো শখটাকে আবার জাগানোর চেষ্টা করছি। আর তার ফলাফল হিসেবে কয়েকটা তেমন-ভালো-নয় ছবি সচলায়তেনের পাঠকের সাথে শেয়ার করছি। পুরো গ্রীষ্ম জুড়েই হয়তো এরকম পোস্ট আরো কয়েকটা দিতে পারবো।

১) কানাডা গুজ (Canada Goose) বা কানাডা রাজহাঁস। এটি খুবই কমন একটা পাখি। আমার কর্মস্থলের খুব কাছেই বন্যপ্রাণীর অভয়ারণ্য। সেখানে ছোট্ট একটি লেগুন আছে। সেই লেগুনে নানা ধরনের হাঁস, পেলিক্যান, আর এই কানাডা গুজ-এর আনাগোনা। শীতের সময় লেগুনটু বরফ হয়ে যায়। আর গরমের সময় পাখির কলকাকলিতে থাকে মুখরিত। মানুষ আসে, হাঁসদের খাওয়ায়। হাঁসেরাও মানুষ দেখলেই কাছে চলে আসে।

O Canada (Goose)

উড়ন্ত পাখির ছবি তোলা একটু চর্চার ব্যাপার। তেমন কঠিন নয়। কিন্তু প্রথম প্রচেষ্টাতে সফল হওয়া একটু কঠিন। আস্তে আস্তে ব্যাপারটা রপ্ত করতে হয়। আমি শেখার চেষ্টা করছি। এই হাঁসটি অনেক দূরে ছিল। আমি দেখছিলাম ওটা পানির উপর থেকে উড়ি উড়ি করবে করবে এমন করছে। সাথে সাথে সেদিকে ক্যামেরা তাক করে ওর গতিপথের সাথে সামঞ্জস্য রেখে ক্যামেরা প্যান করতে হবে এরকম প্রস্ততি রেখেছিলাম। ভাগ্য ভালো বলে ওটা আমার দিকেই আসছিল, যে কারণে তোলা অনেক সহজ হয়েছে। এক্সপোজার: ক্যানন ৪০ডি, ১/১৬০০, এফ৪, আইএসও ৪০০, লেন্স ৩০০ মিমি টেলিফটো।

২) (ক, খ) রিং-ঠোঁট গাংচিল (Ring-billed Gull) ছবি দুটোতে দেখা যাচ্ছে অপরিণত রিং-ঠোঁট গাংচিল (Ring-billed Gull) পানি থেকে গমের দানা সংগ্রহ করছে। একই পাখির ছবি, কয়েক মুহূর্তের ব্যবধানে তোলা। কন্টিনিউয়াস মোডে ১/১০০০, ১৬০০, এফ ৪, আইএসও ৪০০ দিয়ে তোলা। প্রথম ছবিতে গাংচিলটির ঠোঁটের মাঝে গমের দানাটি দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে দানাটিকে প্রায় গলাধকরণ করে ফেলেছে। গমের দানাগুলো দর্শনার্থীরা হাঁসের উদ্দেশ্যে ছুঁড়ে দেয়, কিন্তু এই পাখিগুলো খুবই চতুরতা আর দ্রুততার সাথে ডুবন্ত দানাকে টুপ করে ধরে ফেলে।

_MG_0955
২(ক)
_MG_0956
২(খ)

৩) আমেরিকান সাদা পেলিক্যান (American White Pelican)। পাখিটির এখন প্রজননের সময়। আর সে কারণেই লম্বা ঠোঁটের উপর একটি বর্ধিত অংশ দেখা যাচ্ছে। আকারে বিশাল এই পাখি অনেকটা রাজার মতো ওড়ে এবং পানিতে বিচরণ করে। এই লেগুনে দুইটি বা তার অধিক পেলিক্যান আছে। কিন্তু আমি একসাথে কখনোই পানিতে দেখিনি। একসাথে উড়তে দেখেছি একবার। ছবিও তুলেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পাতাহীন গাছ থাকায় তেমন ভালো আসেনি। এক্সপোজার ১/৪০০০, এফ ৪, আইএসও ৪০০, লেন্স ৩০০ মিমি।

American White Pelican (Breeding)

৪) কাস্পিয়ান টার্ন (Caspian Tern) এটি River Tern এর মতোই আরেকটি প্রজাতি। টার্নদের মধ্যে সম্ভবত সবচেয়ে আকারে বড়। ছবি তোলার সময় জানতাম না যে এটি কাস্পিয়ান টার্ন। পরে গাইডের সাথে মিলিয়ে জেনেছি। কাস্পিয়ান টার্ন চিহ্নিত করার সহজ উপায় হল এর আকার অন্যদের চেয়ে একটু বড়, আর ঠোঁট রক্তিম লাল এবং পা দুটি কালো। লাল ঠোঁট আর কালো পা (সম্ভবত) কাস্পিয়ান টার্নদের হয়। আমি ছবি দেখে যতটা জেনেছি। শতভাগ নিশ্চিত নই। এসব পাখি সঠিকভাবে চিহ্নিত করা একটু কঠিন।

Caspian Tern

এই ছবিটি শেয়ার করলাম শুধু ইন্টারেস্টিং ভঙ্গির জন্য। পাখিটি খুবই দ্রুত তার গতিপথ বদলাতে পারে, এবং চট করে নেমে পানির একদম কাছাকাছি চলে আসতে পারে। ছবি তোলা তুলনামূলকভাবে কঠিন কেননা গতিপথ আন্দাজ করা যায় না। প্রায়ই ক্যামেরার ফ্রেম থেকে উধাও হয়ে যায়। বার বার ঘাই মেরে পানির কাছে চলে আসলেও পানিতে নামতে দেখলাম না একবারও। ছবিতে টার্নটি প্রায় উল্লম্বভাবে উড়ছে কিন্তু তাকিয়ে আছে প্রায় নম্বই ডিগ্রি কোণে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এক্সোপোজার ১/২০০০ এফ ৫.৬, আইএসও ২০০, লেন্স ৩০০ মিমি।

পুনশ্চ: এই লেখাটি অকালপ্রয়াত শেখর রায়-এর জন্য নিবেদিত। শেখর ভাই আমার ফটোগ্রাফি, পাখি দেখা, ও ফিল্ডওয়ার্কের গুরু।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইন্টারেস্টিং সব ছবি! প্রথম ছবিটিতে পানির উপর পাখিটির প্রতিচ্ছবি হলে আরো জমতো। উড়ন্ত পাখির ছবি তোলা আসলেই কঠিন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

থ্যাংস মাহবুব।

পানির উপর প্রতিচ্ছবি আনা যায়নি কারণ পাখি অনেক দূরে ছিল আর তাছাড়া লেগুনের পানির রং ঘোলাটে।

ব্যাঙের ছাতা এর ছবি

খুব ভালো লেগেছে, লেখা এবং ছবি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পড়েছেন জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।

সাম্য এর ছবি

ছবি তোলার টেকনিক্যাল ব্যাপার-স্যাপার তেমন বুঝি না, কিন্তু ছবিগুলো খুব ভাল লাগল।

অটঃ কানাডা গুজ একটি অভিশাপ।

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক ধন্যবাদ। কিন্তু অভিশাপ কেন, আপনাকে কামড়ে দিয়েছে নাকি? দেঁতো হাসি

সাম্য এর ছবি

না, তবে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল একবার!

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

তারেক অণু এর ছবি

টার্ন - এর ছবিটা জোশ চলুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তারেক অনু যখন বলেছে তখন নিশ্চয়ই জোশ হয়েছে হাসি

অতিথি লেখক এর ছবি

সবগুলো ছবিই দারুন! চলুক

আব্দুল্লাহ এ.এম.

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুর্ধর্ষ!
সবগুলো ছবিই অসাধারণ।

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হে হে থ্যাংয়ু নজু ভাই।

শুভায়ন এর ছবি

আপনি উড়ন্ত পাখিদের অহিংস জিম করবেট হোন - শুভকামনা রইল। চলুক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওরে বাপরে, বিশাল প্রত্যাশা। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঘুমকুমার এর ছবি

দারুণ সব ছবি গুরু গুরু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

থ্যাংয়ু ঘুমকুমার।

চরম উদাস এর ছবি

দারুণ হাততালি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুমিমা ইয়াসমিন এর ছবি

পাখির প্রেমে পড়ে গেলাম!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পাখি একটা মজার জিনিস। ছোট্ট একটা প্রাণি তার মধ্যে কত কী! মানুষ আবার সেটা স্টাডি করে। কী আশ্চর্য রকমের একটা ভালো লাগা!

তাসনীম এর ছবি

খুব ভাল লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

স্যাম এর ছবি

শিরোনাম দেখেতো ভয় পেয়ে গিয়েছিলাম - কিরে সচলায়তন এর ব্যানারের সাথে সাঙ্ঘর্ষিক লেখা মনে হয় !!!
পাখি শিকার এভাবেই হোক।
এতদিন পর এত কম ছবি?!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাবলাম লেখার সাথে বেশী ছবি দিলে লেখার গুরুত্ব কমে যায় কিনা। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

ছাইপাঁশ এর ছবি

লেখা এবং ছবি দুটোই ভালো লেগেছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক ধন্যবাদ। ছাইপাঁশ।

অ,ট, নামের মধ্যে চন্দ্রবিন্দুটা কেন ভাই (বোন)?

আলতাইর এর ছবি

ওয়াও গুরু গুরু

আমার নিজেরই এখন লোভ লাগতাছে

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো

ফাহিম হাসান এর ছবি

আরে! পিপিদা - ছবিগুলো দুর্দান্ত হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে পেলিক্যান!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- ফাহিম। পেলিক্যানেরটা আমারো বেশ ভালো লেগেছে।

জোহরা ফেরদৌসী এর ছবি

অসাধারন।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

কৌস্তুভ এর ছবি

একি, 'আলোকচিত্র' ট্যাগ দেননি কেন?

আমিও ছোটবেলায় বাবার জেনিথ ক্যামেরাটাই নাড়াচাড়া করতাম দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বেখেয়ালে দেয়া হয়নি। অনেক রাতে পোস্ট করেছি তো, ব্রেইন স্লো ছিল।

বাপ্পীহায়াত এর ছবি

অনেক দিন পর পিপি'দা
শিরোনাম দেখে একটু ভড়কে গিয়েছিলাম দেঁতো হাসি
তবে ছবিগুলো দারুণ

আশা করি সময়/সুযোগ মতন ইউএস ডট কম ২ ও লিখে ফেলবেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভড়কে দেয়ার জন্যই দিয়েছি হাসি
ইউএসডটকম তাহলে তো লিখতেই হয়। কমপক্ষে একজন পাঠকের আগ্রহ আছে দেখছি হাসি

মুস্তাফিজ এর ছবি

খুবই চমৎকার।
বড় হয়ে নিই, আমিও তখন এরকম ছবি তুলবো বলে দিলাম।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মুস্তাফিজ ভাই! কী যে বলেন। আপনার মন্তব্যে অনেক খুশী হলাম।

লুৎফুল আরেফীন এর ছবি

মারাত্বক ব্যাপার স্যাপার! এইখানে কমেন্ট করাই সাহসের বিষয়। কিন্তু কিছু কিছু বুঝতে পারলাম বলে মনে হল।
আপনি কেমন আছেন?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আরে বিখ্যাত ভাই, আপনার সাথে তো অনেকদিন কথাবার্তা হয়না। আমি ভালো আছি (চলে যাচ্ছে আরকি)। আপনার খবর টবর কী?

লুৎফুল আরেফীন এর ছবি

আমরা বেশ ভাল আছি॥ ধন্যবাদ ভাই।

মেঘা এর ছবি

পিপিদা লেখার শুরুটা একেবারে আমার মনের কথা বলেছেন। আমি এমন ধরণের লেখা লিখি যা দেশের এই পরিস্থিতির সাথে একেবারেই যায় না। বেশিক্ষণ এইসব দেখতেও পারি না। এতো বেশি অস্থির অবস্থায় আছি যে মন খারাপ ছাড়া আসলে আর কিছুই আসে না আমার।

পাখির ছবিগুলো এতো চমৎকার এসেছে! অণু ভাইয়ার পাখি পোষ্ট দেখে দেখে আমার পাখি প্রেম হয়েছে। আজকে কাস্পিয়ান টার্ন পাখির প্রেমে পড়ে গেলাম!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস্তা ভরা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

শাব্দিক এর ছবি

ছবিগুলি দেখে পুরাই মাথা হয়ে গেল, পিপি'দা।
অসাধারণ।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ!!


_____________________
Give Her Freedom!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।