প্রজাপতির সাদা-কালো ডানায়

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: রবি, ৩০/১১/২০১৪ - ১১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[তিথীডোরের ভয়ে অনেকবার রিভাইজ করলাম। তাও বানান ভুল থাকলে আলতো করে জানিয়েন। এটি একটি খাঁটি ব্লগরব্লগর। সাথে কিছু ছবি আছে অবশ্য। অন্যকিছুর স্বাদ খুঁজতে গেলে বিফল হতে পারেন। আগেই বলে রাখলাম হাসি ]

মার্কিন মুলুকে থ্যাঙ্কসগিভিং বলে একটা উৎসব আছে। যতটা বুঝি এটা আমাদের নবান্ন উৎসবের মতো। সারা দেশে এমনকি দেশের বাইরে এ উৎসব নিয়ে এক বিশাল যজ্ঞ হয় (অন্য দেশে অবস্থানরত সৈন্য সামন্ত) । এ উপলক্ষে অনেক স্টেইটে স্কুল-কলেজ (কলেজ বলতে এখানে বিশ্ববিদ্যালয় বোঝায়) এক সপ্তাহের বন্ধ দেয়।

যাই হোক, আমাদের কলেজে এক সপ্তাহ না, মাত্র তিনদিন বন্ধ দিয়েছিল। বুধবার থেকে শুক্রবার। তার সাথে শনি-রবি মিলিয়ে পাঁচদিনের বন্ধ নেহাত খারাপ নয়। অসম্ভব ব্যস্ততা থেকে একটু মুক্তির আশায় কয়দিন ধরেই ভাবছিলাম কোথাও যাওয়া যায় কি-না। এর মধ্যে সুব্রত মেসেজ দিল তারও ছুটি চলছে--কোথাও ফটোওয়াক করা যায় কিনা। সুব্রত আমাদের বাংলা কমিউনিটিতে একমাত্র ফটো-উৎসাহি। সাথে সাথে মনটা নেচে উঠলেও নিমরাজি হয়ে উত্তর দিলাম; চট করে 'হ্যাঁ' বললে দেখা গেল পরে কোন কারণে যেতে পারলাম না। সুব্রত'র সাথে এর আগে রকি মাউন্টেনে গিয়েছিলাম। ছেলে ছবি তুলতে ভালোবাসে।

বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং উপলক্ষে সবকিছু ব্ন্ধ থাকবে তাই ঠিক হলো বুধবারেই কোথাও যাবো। আশেপাশের মধ্যে বাটারফ্লাই প্যাভিলিয়ন নামে একটা জায়গা আছে। সেখানেই যাবো বলে ঠিক হল। বাটারফ্লাই প্যাভিলিয়ন আসলে বাটারফ্লাই কনজারভেটরি। এরা প্রদর্শনী এবং প্রজনন দুটোই করে।

সুব্রত থাকে ডাউনটাউনে। আমার বাসা থেকে উল্টো পথে। ও বাসে করে কাছাকাছি একটা শপিং মলে এসে নামল। সেখান থেকে ওকে তুলে নিয়ে আমার বাচ্চা সহ হাজির হলাম প্যাভিলিয়নে।

বাটারফ্লাই প্যাভিলিয়ন হলেও শুধু প্রজাপতি নয়, বাচ্চাদের জন্য আরো বেশ কিছু প্রদর্শনীর ব্যবস্থা আছে। এখানে আছে প্রায় হাতের তালুর সমান বাদামি রঙের রোমশ মাকড়শা (Tarantula)। ক্যামোফ্লেজি ওয়াকিং স্টিক পতঙ্গ (Walking Stick insect)। একুয়ারিয়ামে নিমো মাছ, সি এনিমনি (এক ধরনের কাঁকড়া), টুকটাক আরো অনেক কিছু। আমার মূল উদ্দেশ্য প্রজাপতির ছবি তোলা। এসব পেরিয়ে চলে এলাম মূল কনজারভেটরিতে।

যেমনটা ভেবেছিলাম--ভেতরে ক্রান্তীয় বনের মতো গরম। সে গরমে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে শ খানেক প্রজাপতি। আরো বেশী হবে হয়তো। অফিশিয়ালি সেখানে দু্ইশ প্রজাতির প্রজাপতি আছে বলে জানা গেল। মোটামুটি দুই ব্যাডমিন্টন কোর্টের সমান ঘরটি। নানা রঙের ফুলের গাছ, লতার গাছ, মানি ক্রিপার বা মানি প্ল্যান্ট, ছোট আকারের সাইকাস, পাইন গাছ, ছোট্ট একটা জলাধার, সেখানে কোথা থেকে যেন পানি পড়ছে। সেখানে আছে রঙিলা কাছিম, দুটো কবুতর। ঝোপের মধ্যে আছে ছোট আকারের মুরগির বাচ্চার মতো কী যেন একটা পাখি। আরেকটা ফুলে গাছ দেখলাম যার নাম Angel's Trumpet (বাংলায় ইসরাফিলের সিঙ্গা কাঠধুতুরা বলা যায়। হিমুর মন্তব্য দ্রষ্টব্য।)। ফুলটা নাকি বিষাক্ত।

এত ছোট একটা জায়গায় এরকম চমৎকার একটা প্রদর্শনী কেবল এসব দেশেই সম্ভব। এরা সামান্য জিনিসকে অসামান্য ভাবে প্রদর্শন করে সেখানে বিনোদনের ব্যবস্থাও করে সাথে অর্থনৈতিক ভাবে লাভও করে। জানা গেল এসব প্রজাপতির একটা অংশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে। আর কিছু অংশ এখানেই প্রজনন করে। প্রজাপতি আমদানি মানে জ্যান্ত প্রজাপতি আমাদানি নয়, প্রজাপতির ক্রিসেলাস (জীবন চক্রে কোকুনের মতো একটা পর্যায়) বা সেরকম কী একটা কিছু আছে যেটা আমদানি করে (ভুল বললে দয়া করে কেউ শুধরে দিবেন)। এখানে ট্রপিক্যাল প্রজাপতির সাথে কলোরাডোর নেটিভ প্রজাপতিও আছে।

অনেক ছবি তুলেছিলাম। প্রজাপতির ছবি কিভাবে তোলা যায় সে বিষয়ে টেকনিক্যাল একটা লেখা লিখতে গিয়ে ছবিগুলো খরচ করে ফেলেছি। ফটোগ্রাফির ইচ্ছে থাকলে সে লেখাটি এখানে দেখা যাবে। তখনই আইডিয়া এলো কিছু ছবি সাদাকালো করার। করেও ফেললাম। শুধু ফুলের ছবি দুটো রঙিন রেখে দিয়েছি। দেখতে চেয়েছিলাম প্রজাপতির সাদা-কালো ছবি কেমন লাগে। আমার ভালই লাগছে। তবে এরকম ছবি প্রজাপতির আসল রঙ-রূপ উপভোগ করার জন্য নয় তা বলাই বাহুল্য।

১। উল্টো হয়ে ঝুলে আছে রাইস পেপার (Rice Paper)
IMG_5675-2

২। ক্লাসিক পোজ: রাইস পেপার
IMG_5722-2

৩। ডোরাকাটা ১ (নাম জানি না)
IMG_5239-2

৪। ডোরাকাটা ২ - আলোর বিপরীতে (নাম জানি না)
IMG_5671-2

৫। ফুলের উপর (নাম জানিনা)
IMG_5587-2

৬। ফুলের উপর (নাম জানি না)
IMG_5565-2

৭। ফুলের উপর (নাম জানি না)
IMG_5548-2

৮। নিম্নমুুখি (নাম জানি না)
IMG_5185-2

৯। ভুতুম প্রজাপতি (Owl butterfly)
IMG_5713-2

১০। নীল-ডোরা মর্ফো (Blue Banded Morpho)
IMG_5660-2

১১। যে ফুলে মনার্ক বসে।
IMG_5214

১২। লাল ফুল (আনুমানিক পাপড়ি-টু-পাপড়ি ২ সেন্টিমিটার হবে)
IMG_5279

১৩। ইসরাফিলের সিঙ্গা কাঠধুতুরা (Angel's Trumpet)
Angel's Trumpet

সাদাকালো হলেও ছবিগুলো কেমন লাগলো জানাবেন। আমি প্রজাপতি বিষয়ে একেবারেই অজ্ঞ। সেদিন ছবি তোলার পরেই দুয়েকটার নাম শিখেছি। সেগুলো দিয়ে দিলাম। অনেকগুলোর নাম জানি না, তাই দিতে পারলাম না। কেউ জানলে মন্তব্যে জানাবেন।

ছবিগুলোর বেশ কয়েকটা আগেই নিসর্গে এই লেখায় প্রকাশ করেছি। কিন্তু লেখাটি একেবারে নতুন। অতএব সচলায়তনের নিয়ম ভঙ্গ হয়েছে বলে মনে হয়না। তবুও যদি নিয়ম ভঙ্গ হয়ে থাকে, জানাবেন। নো প্রবলেমো হাসি


মন্তব্য

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

Angel's Trumpet এর বাংলা নাম আসলেই কি ইসরাফিলের সিঙ্গা? যদি তাই হয়, তাহলে কি ভয়াবহ ব্যাপার, এমন সুন্দর একটা ফুলের কি দানবীয় নামকরন!

হিমু এর ছবি

এর বাংলা নাম দেওয়া যেতে পারে কাঠধুতুরা। নামটার ল্যাটিন সংস্করণ লিনাইয়াসের দেওয়া, ধুতুরার বৃক্ষ-সংস্করণ হিসেবে। পরে একে ব্রুগম্যানজিয়া নামে আরেকটা গণ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ইংরেজিতে এইঞ্জেল'স ট্রাম্পেট নামে ধুতুরা আর ব্রুগম্যানজিয়া দুটোকেই বোঝানো হয়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নামটা আমারই দেয়া--সেকারণেই এরকম ভয়াবহ হয়েছিল। কামারকে দৈ বানাতে দিলে যা হয় আরকি। আগেই হিমুকে জিজ্ঞেস করা উচিত ছিল। ধন্যবাদ, হিমু।

মাসুদ সজীব এর ছবি

চলুক প্রজাপতি রঙিন দেখতেই বেশি ভালু পাই।

তিথীডোর একটা অভিশাপ চোখ টিপি । উনার ভয়ে এক লেখা অসংখ্যবার পড়ে পোষ্ট করতে হয়। তবে এটা স্বীকার করতেই হবে উনার কারণে বানানের প্রতি আগের চেয়ে অনেক বেশি যত্নবান হয়েছি, অনেক কিছু নতুন করে জেনেছি। সচলের কোথাও তিথীডোরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি, আজ করলাম। সচলে জেগে থাকুক তিথীডোরের মত সজাগ মানুষেরা। হাসি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুম। রঙিন তো আসল। সাদা-কালো দিয়ে একটা পরীক্ষা করলাম। ধন্যবাদ, মাসুদ সজীব।

তিথীডোর এর ছবি

এভাবে গোড়াতেই পচালেন! আঁই কিচ্চি! মন খারাপ ইয়ে, মানে...

বানান ভুল চোখে পড়েনি। টাইপো আছে কয়েকটা :

বৃহস্পতিবার থ্যাংসগিভিং > থ্যাঙ্কসগিভিং।
ও বাসে করে কাছাকাছি একটা শপিং মলে এসে নামে > নামল/নেমেছিল।
মূল কনভারভেটরিতে > কনজারভেটরি।
শ খানের >খানেক প্রজাপতি।
ফুলে >ফুলের গাছ
জ্যান্ত প্রজাপতি আমাদানী >আমদানি

১, ৬, ৮ ছবিগুলো চমৎকার! চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধন্যবাদ তিথীডোর। ঠিক করে দিলাম। বাংলা স্পেল চেকার দরকার।

তাহসিন রেজা এর ছবি

অপূর্ব সব ছবি !!

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাক, একজন তাও পছন্দ করেছেন হাসি
ধন্যবাদ, তাহসিন রেজা!

অতিথি লেখক এর ছবি

এই প্রথম সাদাকালো প্রজাপতি দেখলাম। খারাপ লাগেনি হাসি

ঔপপত্তিক ঐকপত্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অতিথি মহাশয়কে ধন্যবাদ। এত কঠিন নাম!
হাসি

ধুসর গোধূলি এর ছবি

৩ নং ভদ্রলোকের নাম দেন 'বাঘাপতি'। বাঘের মতোন ডোরাকাটা দাগ! আর,
৮ নং ভদ্রলোকের আকিকা দেন 'ডরাপতি' নামে। আতকা দেখলে ডর করে তাই। হাসি

এঞ্জেল'স ট্রাম্পেট দেখে এই জিনিসের কথা মনে পড়লো। শুনে দেখতে পারেন পিপিদা, ভালো না লাগলে পয়সা ফেরত।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ লাগলো ধুগো। তা আপনি এতদিন কোথায় ছিলেন? অনেকদিন দেখি না!
আপনার নাম যা দিয়েছেন সেগুলো পড়েই তো লোকে ভয়ে দৌড় দিবে! দেখি কী করা যায়। আমি তো আর প্রজাপতি বিশারদ নই, নাম দিলেই তো আর সেটা টিকবে না হাসি

আমি জানি আপনি মজা করেছেন, তাই আমিও করলাম।

ভালো থাকবেন।

ইয়াসির আরাফাত এর ছবি

নাচের মজা ঢংয়ে,
প্রজাপতির রঙ এ

রঙটাই গায়েব করে দিলেন? আপ্নের দিলে কি মায়া মহব্বত নাই?

জোকস অ্যাপার্ট, ছবিগুলা ম্রাত্মক। গুরু গুরু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ধন্যবাদ, ইয়াসির!

সুলতানা সাদিয়া এর ছবি

রঙিন প্রজাপতি বেশি সুন্দর। তবে এক্সপেরিমেন্ট ভাল হয়েছে। আলো আঁধারিতে না গেলে সুন্দরের বিষণ্নতা তীব্রভাবে আক্রান্ত করে না। তাই পোস্টে ভাললাগা। তিথীডোরের মত সহযাত্রী লেখা চষে ঝাঁঝরা করে ফেললেই না সুখ। কৃতজ্ঞতা তিথীডোরের প্রতি।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তিথীর জন্য আরো এক থোকা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

এক লহমা এর ছবি

৪ নং ভাল লেগেছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওকে, ধন্যবাদ আপনাকে হাসি

মরুদ্যান এর ছবি

ছবি ভাল লেগেছে, সাদাকালোতেও। গুরু গুরু

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সামান্য ছবি আমার; এসব ইমো দিলে লজ্জা পাই হাসি

অতিথি লেখক এর ছবি

প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা

আমার জীবনে প্রথম যে গানটা স্টেজে গাই সেটা হচ্ছে এই গান তাই রঙিন পাখা দেখতে না পেয়ে কিছুটা হতাশ হলেও সাদা কালোও খারাপ না হাসি

ফাহিমা দিলশাদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রঙিন পাখা তো লিংকে গেলে দেখা যেতো।
আপনাকে ধন্যবাদ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

জী দেখে আসলাম রঙিন পাখা আর ফ্লিকারে গিয়ে দেখে আসলাম নানা রকম পিঠা। দেশের কথা মনে পড়ে গেল মন খারাপ

ফাহিমা দিলশাদ

শাব্দিক এর ছবি

সাদা কালোর মাঝেই যে সব রঙ আছে তা আরেকবার প্রমাণ করে দিলেন।
অপূর্ব লাগল!

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।