কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
কন্ঠ: সাবিনা ইয়াসমীন
আমার সারা দেহ খেও গো মাটি
এই চোখ দুটো মাটি খেও না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।
ওরে, ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায়
কোনদিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো না গো থাকবো না।
ওরে, এইনা ভুবন ছাড়তে হবে
দু'দিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি ঐনা ঘরে থাকতে একা
পারবো না গো পারবো না।
সাবিনার গাওয়া:
|
এ্যন্ড্রু কিশোরের গাওয়া (নিচে):
|
মন্তব্য
গানটা এ্যান্ড্রু কিশোরের কন্ঠেই বেশি ভালো লাগে আমার।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুইটাই ভালো লাগে তবে সাবিনার কন্ঠে একটা বিশেষ আবেগ আছে যেটা দেশের গানের সাথে একটু বেশি যায়। (আমার মনে হয়)।
"সর্ব অঙ্গ খেও কাকরে
না রাখিও বাকি,
কৃষ্ঞা দরশন লাগি রেখ দুটি আঁখি"
পিপি'দা একটা গান দিয়ে কিন্তু ভুলে যায়েন না। আরো অনেক গান দিতে হবে।
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চেষ্টা থাকবে।
"সর্বঅঙ্গ খেও কাক রে, না রাখিও বাকি
কৃষ্ঞা দরশন লাগি রেখ দুটি আঁখি..."
বুঝলাম না। পরিষ্কার করে বলেন।
আহ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
গানটা বুকের ভেতরে গিয়ে ঘাই মারে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- পিপিদা, কী আর বলবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই গানটা এতো সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
গানের লিরিক কোথাও থেকে কপি করা হয়নি। শুনে শুনে লিখেছি। তাই ভুলভ্রান্তি থাকা অসম্ভব নয়। ইস্নিপ্সে এন্ড্রু কিশোরের মত পুরুষ গলার একটা গান আছে। সেই গানে কিন্তু উচ্চারণ ত্রুটি আছে (যেমন ভিতরকে গেয়েছে ভেতর); অতএব খেয়াল করে।
পিপিদা তো দেখি বিরাট রোমান্টিক
আমার কাছে এন্ড্রু কিশোরেরটাই বেশি ভাল্লাগে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
নতুন মন্তব্য করুন