১। কেউ বোঝেনা কেউ নেই অথচ আমি রেগে যাই ; কখনো
মৃদু অভিমানে কেটে ফেলি নিজের সহনশীলতা
কেউ জানে না বহু দিন আগে এমন একটি লাল পাতা ঝরে পড়েছিল যখন শুক্লপক্ষে শুণ্যতা ছিলো
স্লাইডিং জানালা ঘেষে,
ঘামছিলো আর কেউ কেউ বোঝার চেষ্টা করছ...