‘অবশেষ’

প্রত্যয় এর ছবি
লিখেছেন প্রত্যয় [অতিথি] (তারিখ: রবি, ০৭/০৯/২০০৮ - ১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি এসে আর কভু দাঁড়াবেনা এই জনপদে,
আর কভু দেখবেনা-
গাছের পাতায় তোলা উদাস কাঁপন।
সকালের সোনা রোদে, আর কভু হাসবেনা
আমাদের রঙীন স্বপন।

প্রতিকূল ঢেঊ ভেঙে-
একে একে কেটে যাবে
আমাদের সবকটি দিন,
দেখা আর না দেখার
অভিমান; অভিশাপ;
অনুযোগ -ভালবাসাহীন ।

হৃদয়ের রেল ছেড়ে
একে একে চলে যায়
জীবনের সবকটি ট্রেন,
সবকটি ট্রেন,
সবকটি ট্রেন-

অবশেষে পড়ে থাকে -
মরা নদী, ভাঙা ব্রীজ,
ভাঙা পথ,কাল রাত,
ভেঙে যাওয়া মন।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

হৃদয়ের রেল ছেড়ে
একে একে চলে যায়
জীবনের সবকটি ট্রেন,
সবকটি ট্রেন,
সবকটি ট্রেন-
...অপূর্ব। খুব ভালো লিখেছেন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
অবশেষে পড়ে থাকে -
মরা নদী, ভাঙা ব্রীজ,
ভাঙা পথ,কাল রাত,
ভেঙে যাওয়া মন।

হায়! হায়! চমৎকার!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

তারেক এর ছবি

ভালো লাগলো প্রত্যয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কীর্তিনাশা এর ছবি

দারুন!! খুব ভালো লিখেছেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পলাশ দত্ত এর ছবি

এটা কি প্র্যাকটিস সেশনে লেখা কবিতা? মানে আপনি কি মাত্রই লিখতে শুরু করেছেন? ভুল বুঝে থাকলে মাফ করে দিয়েন।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

প্রত্যয় এর ছবি

পাঁচ বছর আগে আমার জীবনে লেখা শেষ কবিতা........
তারপর আর চেষ্টা করিনি..........
--------------------------------------------
জীবনের সব আশা য়েখানে শেষ হবে..........
সেই শেষবিন্দুতে আমি আসব।

জীবনের সব আশা য়েখানে শেষ হবে..........
সেই শেষবিন্দুতে আমি আসব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।