কাঁদছে মানুষ, কাঁদছে দেখ
দিবস কিম্বা রাত্রিভরে-
স্তব্ধ পায়ে- আদুল গায়ে
ভর-দুপুরে কাজের ঘোরে -
কাঁদছে মানুষ, কাঁদছে মানুষ
জরায় কিম্বা ঝড়-তুফানে -
কুকুর-সদৃশ মহান নেতার
রাজনৈতিক আগ্রাসনে-
কাঁদছি আমি, কাঁদছ তুমি
দ্রব্যমূল্য উর্ধ্বগতি-
বিবেক-ছাড়া সমাজটা যে
ভর-দুপুরে নিয়নবাতি-
মরছে মানুষ, পুড়ছে মানুষ
জ্বলছে স্বদেশ- ছত্রছাড়া
কাঁদতে কাঁদতে কান্না-নবাব
এখন দেখি রাজ্যছাড়া-
অধিক শোকে পাথর-মানুষ
তবুও দেখি কাঁদছে সবাই-
কান্নাটাকে বুকে চেপে
মিষ্টি হাসির ভাব করে যায়।
মন্তব্য
নতুন মন্তব্য করুন