উইকিপিডিয়া তথা ওয়েব ২.০ ধাঁচের ওয়েবসাইটের সাধারণ বৈশিষ্ট্য কী?
এর সবই হলো জনমানুষের বিচরণ, জনমানুষের প্রচেষ্টার ক্ষেত্র। দুনিয়ার অনেক মানুষকে দূরত্ব ঘুঁচিয়ে একসাথে এনেছে এই ধরণের সব প্রকল্প। মানুষের মাঝে সহযোগিতা করার মনোভাবটা সহজাত, আর একটু সুযোগ দিলেই আম-জনতা অনেক বড়ো কিছু গড়ে দেখাতে পারে।
এভাবেই গড়ে উঠেছে ২৫০ এর ও বেশি ভাষায় দুনিয়ার বৃহত্তম তথ্যভান্ডার উইকিপিডিয়া। নানান ভাষায় মোট নিবন্ধের সংখ্যা পৌছেছে ৫০ লাখের উপরে। ইংরেজি উইকিটি বৃহত্তম, তাতে আছে ২০ লাখেরও বেশি নিবন্ধ।
হাঁটি-হাঁটি, পা পা করে এগোনো বাংলা উইকিপিডিয়াও পিছিয়ে নেই। গত বছর খানেক ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আমেরিকা, জাপান সহ দুনিয়ার বিভিন্ন কোনে বাস করা বাংলাভাষীরা কাজ করেছে অনেক ভুক্তির উপরে। এখন ভুক্তির মোট সংখ্যা ১৬,৭০০ এর মতো, এর মধ্যে পূর্ণ আকারের ভুক্তি আছে অনেক। উদ্যমী অল্প কিছু তরুণের লেগে থাকা যে কতো বড়ো পরিবর্তন আনতে পারে, এটা তারই প্রমাণ।
বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে ডিজিটাল অঙ্গনে দেশের কথা তুলে ধরা, আগামী প্রজন্মের কাছে আমাদের ইতিহাস, ঐতিহ্যকে পৌছে দেয়া - এর জন্য চলছে মহাপ্রয়াস । আর এই মহাপ্রয়াসের জন্য দরকার ... আপনাকেই!! সারা দিনে দশটি মিনিট কি ইন্টারনেটে ঢুকে থাকেন? যদি থাকেন, তাহলে একটু উইকিপিডিয়ার একটা দুইটা নিবন্ধে একটা দুইটা বাক্য যোগ করুন না ... কতটুকুই বা সময় লাগবে? দশজনে মিলে যদি একটা করে বাক্য যোগ করে, তাহলেই কিন্তু একটা পুরো প্যারাগ্রাফ লেখা হয়ে যায়। দুই মিলিয়ন নিবন্ধের ইংরেজি উইকিপিডিয়া লেখা হয়েছে এভাবেই, আর বাংলা উইকিপিডিয়াতেও এভাবেই কাজ চলছে।
এখানে লিখতে হলে কি "বিশেষজ্ঞ" হতে হবে? না ভাই, এরকম "বিশেষজ্ঞ"দের গালভরা বুলি দিয়ে আমাদের কাজ নেই। আম-জনতার হাতে বিশ্বমানের জ্ঞানকোষ লেখা সম্ভব, ইংরেজি উইকিপিডিয়ার চমৎকার সব নিবন্ধ তার প্রকৃষ্ট উদাহরণ। উইকিপিডিয়াতে লিখতে গেলে আঁতেল, জ্ঞানী এসব কিচ্ছু হবার দরকার নেই- দেশের জন্য, ভাষার জন্য ভালোবাসাই প্রথম ও প্রধান যোগ্যতা।
আমরা বাঙালিরা সব সময় "বিদেশী বিশেষজ্ঞ"দের জন্য চাতকের মত অপেক্ষা করে বসে থাকি ... কবে সভা সেমিনার করে এইসব বিজ্ঞজনেরা কিছু আইসিটি, আইটি বা ICT4D জাতীয় কিছু জিনিষ আমাদের গিলিয়ে দিবেন (বিনিময়ে কাড়ি কাড়ি ডলার সাথে নিয়ে যাবেন ভারতে বা আমেরিকাতে)। কিন্তু এই বিদেশীরা কি আর আমাদের দেশের কথা আমাদের মতো করে জানবে? তারা কি কোনোদিন লিখতে পারবে পহেলা বৈশাখে কেনো বাঙালিরা নববর্ষের আনন্দে মাতোয়ারা হয়, কিংবা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কিশোর দেহটি ৩৬ বছর পর দেশে ফিরলে কেনো আমাদের নয়নে আসে আনন্দাশ্রু? অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাত্তর সালের বোমার ক্ষতচিহ্ন আজো রয়েছে, তা কি তারা কেউ জানাবে? বা জানালেও ঠিক ভাবে জানাবে?
আমাদের দেশের কথা বলতে এগিয়ে আসতে হবে আমাদেরকেই। আপনি, আমি, আমরা - যে কেউ এই কাজে যতটুকু সম্ভব ভূমিকা রাখতে পারে। তাই, বিজয়ের এই মাসে, বাংলা উইকিপিডিয়া খুঁজছে, আপনাকেই!
দরকারী লিংক
* যা নিয়ে লিখতে পারেন, সেরকম নিবন্ধের তালিকা (লাল লিংক গুলোতে ক্লিক করে শুরু করতে পারেন, পাশেই ইংরেজি উইকির নিবন্ধটির লিংক দেয়া, তা থেকে ১টা হলেও বাক্য অনুবাদ করে দেন। ভাষা, ব্যকরণ কোনো সমস্যা না, ঠিক করে দেয়ার ব্যবস্থা করা হবে)
* উইকিপিডিয়ার সংক্ষিপ্ত টিউটোরিয়াল
(শহীদ মিনারের ছবিটি উইকিপিডিয়ার জন্য দান করেছেন ডঃ কার্ল রোহেল)
(লেখাটি গতকাল সামহয়ারিনে প্রকাশিত)
মন্তব্য
রাগিব ভাই,
লেখাটি কি আমাদের প্রযুক্তি-তে প্রকাশ করা যায়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ধন্যবাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমাদের এই এক সমস্যা, মাঝে মাঝে না গুতালে কাজ হয়না। ধন্যবাদ রাগিব আবার খোঁচা দেওয়ার জন্য। দেখি বন্ধের এই পনর দিনে যদি কিছু যোগ করতে পারি।
হুমম...বন্ধে চেষ্টা করব বাংলাদেশের ঘূর্নিঝড় লিস্টিটা কমপ্লিট করতে।
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
আমি অনেকদিন ধরেই ভাবছি বাংলায় বিজ্ঞান বিষয়ক লেখার বিস্তারের জন্য পরিভাষা নিয়ে কাজ করতে, যদিও এ ব্যাপারে আমার শিক্ষাগত যোগ্যতা সম্ভবত অপ্রতুল। তবুও যদি শুরু করা করা যায়, খারাপ হয় না। সচলায়তনে এ নিয়ে একটা প্রকল্প শুরু করে পরে বাংলা উইকিপিডিয়ায় যোগ করলে কেমন হয়?
হাঁটুপানির জলদস্যু
সারছে! আমি উইকিপিডিয়ার কোন ক্ষতি তো করেছি বলে মনে পড়েনা! তবু আমাকেই খুঁজছে?!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খাইছে ! হিমু ভাই মেশিনের জিনিস্পাতি লেখবেন ।
আমি মেশিন ডরাই। তবে টেলিযোগাযোগ সংক্রান্ত জিনিশ যোগ করার চেষ্টা করব।
কিন্তু বাংলা পরিভাষা কোথায় পাবো ? কিছু তো কমন সেন্স থেকে জানি, আর যেগুলো জানি না , ওগুলোর কি ইংরেজী ই রেখে দিবো নাকি আমিও একটা নিজস্ব পরিভাষা তৈরী করব ?
আমি অবশ্য পদার্থবিজ্ঞানের মহাকর্ষীয় তরঙ্গের উপর একটি লেখা তৈরী করছি, আমাদের প্রযুক্তি ফোরামের জন্য।
লেখার মান কেমন হয়, এই লজ্জায় উইকি তে দেবো না বলে ভাবছিলাম। এখনতো আপনার লেখা পড়ে একটু লোভ লাগছে।
--------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
রাগীব ভাই: অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটি একটি শৈল্পিক ও সময় সাপেক্ষ কাজ। স্বেচ্ছাসেবীদের দিয়ে অনুবাদ করানো তাই বেশ কষ্টকর।
আশা করছি বাংলা উইকিপিডিয়া আরও সহায়তা পাবে বাংলাকে ভালবাসা লোকজনের কাছ থেকে। আমার উদ্যোগের একটি সাইট গ্লোবাল ভয়েসেস অনলাইনের বাংলা ভার্সনের ক্ষেত্রেও প্রভুত সমস্যা ফেস করছি স্বেচ্ছাসেবক পাওয়া নিয়ে। অনেকেই বলে যে বাংলা লিখতে প্রচুর সময় লাগে বা অফিসে বাংলা সাপোর্ট নেই ইত্যাদি।
আমার দেখা মতে ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্র অনেকেই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ফোনেটিক বা অন্য কিছু ব্যবহার করে। আমি বাংলা টাইপ করা শিখেছি যেমন ভাবে কম্পিউটারের মাধ্যমে ইংরেজীতে টাইপিং শিখেছি। এ জন্যে আমি আলাদা বাংলায় ছাপানো কি বোর্ড ব্যবহার করি আমার ল্যাপটপে। অতি অল্প খরচের এটি ব্যবহার করলেই কিন্তু ইউনিজয়ে টাইপ করা সম্ভব অনায়াসে ও দ্রুত।
আমরা যত মানুষকে ইউনিকোড বাংলা টাইপিংয়ে অভ্যস্ত করাতে পারব তত স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়বে বলে আমার ধারনা। এ ব্যাপারে কোন টিউটোরিয়ালের সিরিজ কি করা যায়?
সম্প্রতি জাগরেবে ওপেন ট্রান্সলেশন টুলস ২০০৭ সম্মিলন হয়ে গেল। এর বিভিন্ন পার্টিসিপেন্টদের স্বেচ্ছাসেবকদের ম্যানেজ করার অভিজ্ঞতা পড়লে এবিষয়ে বেশ ধারনা পাওয়া যায়। ভাবা যায় ফিডোরার রয়েছে ২০০০ জন ট্রান্সলেটর!
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
বাংলাপিডিয়ার কি খবর? বহু কোটি টাকা সরকারী আনুকুল্যে এসিয়াটিক সোসায়টি প্রকাশিত এই বহু ভুল ভরা বিশ্বকোষের সম্পাদক সিরাজুল ইসলাম কি এখনও মাসে লাখ টাকা সম্মানী নিচ্ছেন এবং সবজান্তা বন্ধু-বান্ধব রচয়িতাদের বিলাচ্ছেন ? বাংলাপিডিয়ার বাংলা ভার্সন দেখলাম না ওয়েবে।
উইকিতে লিখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবেঃ কোন মৌলিক গবেষণা থাকবে না, সব উপাত্ত মান সম্মত রেফারেন্স থেকে সংকলিত হতে হবে, লেখক নিজে যার রচয়িতা নন। কোন নিজস্ব মন্তব্য থাকবে না। বিতর্কিত বিষয়ে একপেশে বিবরণ থাকবে না।
পরিভাষা বাংলা একাডেমীর হওয়াই সর্বোত্তম। সেখানে না পেলে ইংরেজী চলতে পারে। দোলাই খালের ছেলেরাও 'ডায়নামো' ব্যবহার করে, "ঘুর্নাট"-এর প্রয়োজন আছে কি ?
বাংলা একাডেমির পরিভাষাকোষ হাতের কাছে নেই, কাজেই বোধ করি এ কাজে আমার আর অগ্রসর না হওয়াই ভালো।
তবে পরিভাষা নিয়ে দোলাই খালের উদাহরণটি আমি বুঝতে অক্ষম। দোলাই খালের ছেলেরা ডায়নামোর কোন ভালো পরিভাষিক বিকল্প পায়নি বলেই ডায়নামো বলে চলেছে। পেলে হয়তো অন্য কিছুই বলতো। সময়মতো পরিভাষা যুগিয়ে দেয়া না হলে আমিও অভিকর্ষজ ত্বরণের বদলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলতাম, কিংবা ইংরেজ এসে দখল না করে জার্মান এসে দেশ দখল করলে এর্ডবেশ্লয়নিগুং বলে বলে জীবন কাটিয়ে দিতাম। দোলাই খালের ছেলেরা বলছে এ কারণে যদি পরিভাষায় নতুন সংযোজনের বা সে সংক্রান্ত প্রচেষ্টা (যত অকিঞ্চিৎকরই হোক না কেন) গুটিয়ে ইংরেজিই ব্যবহার করতে হয়, তাহলে পরিভাষার ব্যাপারটাই তুলে দিয়ে ছয় বছর ধরে যা শিখেছি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (১০০% ইংরেজি) তা-ই বলে যাই। আমাদের আর পরিভাষার দরকার নাই, আমাদের জিহ্বার গিটঠুতে অনেক ইংরেজি রস আছে।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ। উইকিপিডিয়া সম্পর্কে এমন তথ্যই খুঁজছিলাম। ধন্যবাদ নির্দেশনার জন্য।
নতুন মন্তব্য করুন