আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু তাকে দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টাটা আমাদের কম। বসে আছি, কবে বিদেশী মহাজ্ঞানী মহাজনেরা এসে এদেশের সৌন্দর্য নিয়ে কিছু বুলি কপচাবে, দয়া করে এটা সেটা একটা পত্রিকা বা ম্যাগাজিনে গরীব দেশের সৌন্দর্য নিয়ে কিছু লিখবে! যদি বা লিখে, তা হবে তাদের বিদেশী দৃষ্টিকোন থেকে ... তাদের নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে। দেশকে ভালোবেসে আমরা যে গভীর আবেগে বাংলার চিত্রকল্প, সৌন্দর্য কাব্য তুলে ধরতে পারি, তা কি আর বিদেশী কেউ পারবে?
ইন্টারনেট আমাদের এই মহা সুযোগটা করে দিয়েছে। আর দুনিয়ার ২৫০টি ভাষায় রচিত, সর্বকালের সবচেয়ে বড়ো তথ্যভাণ্ডার হিসাবে আত্মপ্রকাশ করা উইকিপিডিয়া এইক্ষেত্রে আমাদের মহা সহায় হতে পারে ... আমাদের দেশের তথ্য, সৌন্দর্য সবার কাছে তুলে ধরার জন্য।
একটু পরীক্ষা করে দেখুন। গুগলে গিয়ে Dhaka বা cox's bazar লিখে সার্চ দিন। প্রথম লিংকটা আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকেই, তাই না? এভাবে উইকিপিডিয়াতে যোগ করা তথ্য দুনিয়ার সবার কাছে পৌছে যায় খুব সহজেই।
কথায় বলে, A picture is worth a thousand words। বাংলার নকশী কাঁথার মাঠের ছবির অবশ্য বড়ই অভাব ইন্টারনেটে। আর মুক্ত লাইসেন্সে ব্যবহার করা যায়, এরকম ছবি তো নাই বললেই চলে। উইকিপিডিয়াতে বাংলাদেশের ছবি যোগ করতে গিয়ে তাই অনেক খুঁজতে হয়েছে আমাদের। বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?
এই অবস্থার পরিবর্তন কে ঘটাতে পারে? আপনিই। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন... ঢাকা শহরের, চট্টগ্রাম, সিলেট, পদ্মা-মেঘনা-যমুনা নদীর, বিরিসিরি অথবা তেতুলিয়ার, রিকশার, সিএনজির, লালবাগ কেল্লা থেকে শুরু করে রেললাইনের বস্তি - সবকিছুই সাদরে গৃহীত হবে।
--------------------------------------------------------
ছবি পাঠানোর পদ্ধতি
আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।
উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে।
(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)
--------------------------------------------------------
দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। আসুন, যে যেভাবে পারি, আমাদের এই সোনার দেশের জন্য কাজ করি। আপনার যোগ করা দেশের ছোট্ট একটি ছবি, ছোট্ট একটি দৃশ্য দুনিয়ার জ্ঞানের মহাসাগরে আমাদের দেশের রূপ, রস, মানুষকে তুলে ধরতে পারে খুব চমৎকার ভাবে।
তাই, দিন না একটা ছবি।
(এই পোস্টে ব্যবহৃত ছবিটি গ্রামীণ ব্যাংকের প্রকৌশলী অয়নের তোলা, সেন্ট মার্টিন দ্বীপের ছবি, যা তিনি বাংলা উইকিপিডিয়াকে দান করেছেন)
মন্তব্য
খুবই চমৎকার উদ্যোগ। ভালো লাগল। আমি আমার পরিচিত ফটোগ্রাফার বন্ধুদের জানাবো।
শুভ উদ্যোগ। আমি নিজেও ছবি দেবো, ফটো সাংবাদিক বন্ধুদেরও বলবো ছবি দিতে।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
চমতকার উদ্যোগ! ২য় ও ৩য় প্রজন্মের (সেই সাথে অবশ্যই বিদেশিদের) জন্যে খুব সামান্য কিছু কাজ করছি আমরা, তারই একটা পাবেন এখানে (http://youtube.com/watch?v=lab875pivts)
আমি Nature and Wildlife এর ছবি তুলি, আপনাদের পছন্দ হলে দিতে পারি। দেখুন www.sirajul.com এর gallery তে, এসব ছবি তোলা বেশ কষ্টসাধ্য, যেচে দিলে অনেক সময় মানুষ এর মূল্য বোঝে না, তাই দেওয়া হয় না।
সিরাজুল হোসেন
আপনার ছবিগুলো খুবই সুন্দর! বিশ্বাস হয় না বাংলাদেশের ছবি এগুলো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খেয়াল রাখা হবে । ভাঙ্গা চুঙ্গা মানুষ , যা পারি পাঠাবো ।
- দেশ থেকে খুব শীঘ্রই একটা বিশাল চালান আসবে রাগিব ভাই। আশাকরি চালানের পুরোটাই আপনাকে যোগান দেয়া যাবে।
না পারলে আগে ভাগেই ক্ষমা চেয়ে নেই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি পাঠাচ্ছি এখনই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার দুই-মেগাপিক্সেলে নেয়া শতে শতে ছবি জমে আছে, পাঠাই কেমনে ! কম্পু ক্র্যাক করলে সব যাবে। তার আগেই পাঠাতে হবে বুঝতে পারছি। কিন্তু এতো সময় পাই কই !
ঠিক আছে রাগিব ভাই, ছবি যাবে আর আপনারা আমাকে কেবল লিঙ্কটা জানাতে থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চমৎকার উদ্যোগ। তবে বিস্মিত হলাম এই কথায়,
তাদের সাহায্য ছাড়াই এগিয়ে যাক বাংলাদেশ। আমি সেরকম ফটোগ্রাফার বলতে যা বোঝায় তা নই, এর প্রতি আগ্রহও কিঞ্চিৎ কম। কিন্তু সম্প্রতি কিছু ছবি নেওয়া হয়েছে আমার অনভিজ্ঞ হাত আর সাথে ক্যামেরার সংযোগে। জানি না, কতটুকু কাজে লাগবে। এখানে তার কিছু নমুনা রয়েছে। একবার দেখে আসবার অনুরোধ রইল। যদি পছন্দ হয়, জানাবেন (এই কমেণ্টের পরেই), দিতে আমার একটুও আপত্তি নেই! http://picasaweb.google.com/jessica.srahman/LoveBangladeshLovelyBangladesh#
-মেঘবালিকা
নতুন মন্তব্য করুন