বাংলাদেশের সাহসী সন্তান (২) - প্রফুল্ল চাকী

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: বুধ, ১১/০৭/২০০৭ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিনয় বসুর জন্মের আগে পূর্ববঙ্গের আরো অনেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লবে জড়িয়ে পড়েছিলেন। এঁদের একজন ছিলেন বগুড়ার প্রফুল্ল চাকী। ক্ষুদিরামকে নিয়ে অনেক গান বাঁধা হয়েছে, কিন্তু সেই ক্ষুদিরামের সহযোগী প্রফুল্ল চাকীকে নিয়ে সেরকম খুব বেশী কিছু লেখা হয়নি।

প্রফুল্ল চাকীর জীবনী, বাংলা উইকিপিডিয়া থেকে, তুলে ধরছি এখানে। নিবন্ধটি মুক্ত লাইসেন্সের অধীনে প্রদত্ত।

------

প্রফুল্ল চাকী (ডিসেম্বর ১০, ১৮৮৮ - ১৯০৮) ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন। পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালী বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন, এবং জীবন বিসর্জন করেন।

১) প্রাথমিক জীবন

প্রফুল্ল চাকীর জন্ম ১৮৮৮ খ্রীস্টাব্দের ১০ ডিসেম্বর বগুড়া জেলার বিহার গ্রামে (বর্তমানে যা বাংলাদেশের অন্তর্গত)। নবম শ্রেনীতে পড়ার সময় পূর্ব বঙ্গ সরকারের কারলিসল সার্কুলারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহনের দায়ে তাঁকে রংপুর জেলা স্কুল হতে বহিস্কার করা হয়। তিনি এর পর রংপুর ন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। সেখানে পড়ার সময় জীতেন্দ্রনারায়ণ রায়, অবিনাশ চক্রবর্তী, ঈশান চন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য বিপ্লবীর সাথে তাঁর যোগাযোগ হয়, এবং তিনি বিপ্লবী ভাবাদর্শে অনুপ্রাণিত হন।

২) বিপ্লবী কর্মকান্ড

বারীন ঘোষ প্রফুল্ল চাকীকে কলকাতায় নিয়ে আসেন। যেখানে প্রফুল্ল যুগান্তর দলে যোগ দেন। তাঁর প্রথম দায়িত্ব ছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারকে (১৮৫৪-১৯৩৫) হত্যা করা। কিন্তু এই পরিকল্পনা সফল হয় নাই। এর পর প্রফুল্ল চাকী ক্ষুদিরাম বসুর সাথে কলকাতা প্রেসিডেন্সী ও পরে বিহারের মুজাফফরাবাদের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন।

৩) মুজাফফরাবাদে অভিযান

ক্ষুদিরাম ও প্রফুল্ল কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাকে ১৯০৮ খ্রীস্টাব্দের ৩০ এপ্রিল সন্ধ্যা বেলায় হত্যা করার পরিকল্পনা করেন। ইউরোপিয়ান ক্লাবের প্রবেশদ্বারে তাঁরা কিংসফোর্ডের ঘোড়ার গাড়ির জন্য ওঁত পেতে থাকেন। একটি গাড়ি আসতে দেখে তাঁরা বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যক্রমে ঐ গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, বরং দুইজন ব্রিটিশ মহিলা মারা যান। প্রফুল্ল ও ক্ষুদিরাম তৎক্ষনাৎ ঐ এলাকা ত্যাগ করেন।

৪) পলায়ন ও মৃত্যু

প্রফুল্ল ও ক্ষুদিরাম আলাদা পথে পালাবার সিদ্ধান্ত নেন। প্রফুল্ল ছদ্মবেশে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। ট্রেনে নন্দলাল ব্যানার্জী নামে এক পুলিশ দারোগা সমস্তিপুর রেল স্টেশনের কাছে প্রফুল্লকে সন্দেহ করেন। ধাওয়ার সম্মুখীন হয়ে প্রফুল্লে পালাবার চেষ্টা করেন। কিন্তু কোণঠাসা হয়ে পড়ে প্রফুল্ল ধরা দেওয়ার বদলে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম পরবর্তীতে ধরা পড়েন এবং তাঁকে ফাঁসী দেওয়া হয়।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

গুরুত্বপুর্ন পোষ্ট । বাকীগুলোর অপেক্ষায় আছি ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হিমু এর ছবি

কোথায় যেন পড়েছিলাম, প্রফুল্ল চাকীর মৃতদেহের শিরচ্ছেদ করে সেই ছিন্নশির তাঁর মায়ের কাছে পাঠানো হয়েছিলো।


হাঁটুপানির জলদস্যু

সিরাত এর ছবি

হুম, ভাল! চলুক

কথা হল, এই যে দুই মহিলা মারা গেল, এর কি হবে? হয়তো হিমু ভাই নিচে যা বললেন তা হয়েছিল:

কোথায় যেন পড়েছিলাম, প্রফুল্ল চাকীর মৃতদেহের শিরচ্ছেদ করে সেই ছিন্নশির তাঁর মায়ের কাছে পাঠানো হয়েছিলো।

যাই হোক, আফগান যুদ্ধে আমেরিকা যখন ভুলে সিভিলিয়ান মারে, তখন তো বেশ বড় আউটক্রাই হয়।

এই বিপ্লবীরা একদিক দিয়ে কিন্তু আত্মঘাতীই বলতে গেলে। এদের সাথে আধুনিক সুইসাইড বোম্বারদের নিয়ে একটা বিশ্লেষণ দরকার। চোখ টিপি

সুমন চৌধুরী এর ছবি

যাই হোক, আফগান যুদ্ধে আমেরিকা যখন ভুলে সিভিলিয়ান মারে, তখন তো বেশ বড় আউটক্রাই হয়।

এই বিপ্লবীরা একদিক দিয়ে কিন্তু আত্মঘাতীই বলতে গেলে। এদের সাথে আধুনিক সুইসাইড বোম্বারদের নিয়ে একটা বিশ্লেষণ দরকার।

‌ছাগু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।