বাংলাদেশের ছবির মুক্ত সমাহার গড়ে তোলার জন্য এ বছরের মাঝামাঝি থেকে বাংলা উইকিপিডিয়া এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা কাজ করছেন। তাঁদের আহবানে এখন পর্যন্ত প্রায় ৫০০ এর অধিক ছবি উইকিমিডিয়া কমন্স রিপোজিটরিতে যোগ করা হয়েছে। আজ তুলে ধরছি সেই ছবির কয়েকটি।
উল্লেখ্য, উইকিমিডিয়া কমন্সের ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স অথবা জিএফডিএল এর মতো মুক্ত লাইসেন্সে প্রদত্ত -- উৎস উল্লেখ করলে যে কেউ যেকোনো কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। এর মধ্যে বাংলা ও ইংরেজি উইকিতে এখানকার অনেকগুলো ছবি ব্যবহার করা হয়েছে।
মান্দী আদিবাসী রমণী (বিপ্লব রহমান)
জাফলং (মোঃ সাইফুল আজিজ শমসের)
কান্তজীর মন্দির (পল্লব মোহাইমেন)
সেন্ট মার্টিন (তাহমিদ মুনাজ)
তারা মসজিদ (ইশতিয়াক জিকো)
পুঠিয়ার মন্দির (পরাগ)
রঙ কারখানার শিশু শ্রমিক, পুরানো ঢাকা (মাহে আলম খান)
সোনা মসজিদ (পরাগ)
কক্সবাজারের প্যানোরোমা (জিয়াউল হক)
মন্তব্য
ওয়াও ছবিগুলো অসাধারন!! জাফলং আর কক্সবাজারেরটা দেখে আমি অবাক, এত সুনদর
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
(y)
দুর্দান্ত হয়েছে ছবিগুলো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ বিষয়টা সামনে আনার জন্য। মাঝখানে আমি কিছু ছবি দিয়েছিলাম, একটা একাউন্টও করেছিলাম সম্ভবত সেখানে, ছবিগুলা সেখানে আছে কিনা জানিনা। এখন একাউন্ট নাম পাস্ওয়ার্ড সব ভুলে গেছি। যাহোক আমি আমার তোলা সব ছবি এখানে দিব ঠিক করেছি অনেক আগেই। ইদানীং ছবির জিও ট্যাগিং আর বিবরনের কাজ অল্প অল্প করে শেষ করছি, একসাথে সব সিডি করে হয়ত আপনার সাথে যোগাযোগ করবো।
...........................
Every Picture Tells a Story
মুগ্ধ হয়ে দেখলাম শুধু। অনেক দিনের ইচ্ছা উইকি-র জন্য কিছু করার। (আ)কাজের চাপে হয়ে ওঠে না। মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। অসাধারণ সব ছবি। দেশটা কত সুন্দর...
চমৎকার লাগলো। আমার কাছে বিভিন্ন সময়ে বন্ধুদের সাথে দেশের বিভিন্ন দিকে ট্যুরের সময় তোলা কিছু ছবি আছে। সেগুলি আজই মেইল করে দিবো ভাবছি।
এখানে কি আমাদের ইমেজ রিসাইজ কিংবা কোন ধরণের কারিগরী করে মেইল করা দরকার আছে ? নাকি as it is ছবিটাই পাঠিয়ে দিবো ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুধুই মুগ্ধতা..........
কী ব্লগার? ডরাইলা?
ছবিগুলো মুগ্ধ করলো। প্রথমদিকে আমিও বেশ কিছু ছবি কমন্সে আপলোড করেছিলাম। কিন্তু ইদানিং দেয়া হয়ে উঠছে না। আবার শুরু করবো ভাবছি।
— বিদ্যাকল্পদ্রুম
অসাধারন ছবি। নিজের দেশকে কখনো এইভাবে দেখি নাই। মুগ্ধ হলাম...
_______________
একটি ছাগলের দুটি কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
- কক্সবাজার/হিমছড়ির কয়েকটা ছবি দিতে পারবো রাগিব ভাই। দেখি খুঁজে নিয়ে পাঠিয়ে দেবো নে।
এখানকার ছবিগুলোর মতো এতো মুগ্ধকর না, কিন্তু চেষ্টা করা হয়েছে যতোটা সম্ভব ভালো ওঠানোর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুমম... আমিও ছবি দিবো... দৌড়টা শেষ হউক... ঈদটা পার করেই পূর্ণমাত্রায় ফটোবাজী শুরু হবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বগালেক
রাগিব ভাই, ইউকিতে আমার ১৭ টি ছবি যুক্ত করার জন্য নয়, আপনার মহান উদ্যোগের জন্য জানাই সাধুবাদ, কৃতজ্ঞতা। জয় হোক!!
---
শিগগিরই আবার পাহাড়ে যাচ্ছি। ইচ্ছে আছে আরো কিছু দেশের ছবি তোলার।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অপরাধবোধে ভুগি রে ভাই। কতবার নিজেকে কথা দিয়েছি, কিন্তু নিয়মিত হতে পারিনি। অসাধারণ সব কাজ করছেন আপনারা, সেজন্য ধন্যবাদ দেই সবসময়ই।
অনেক ধন্যবাদ আপনাদের উদ্যোগের জন্যে। আমদের দেশের জন্যে কোন রকমের প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াই যে সব উদ্যোগ হচ্ছে তা আমাদের সরকারী সংস্থাগুলোকে (যেমন পর্যটন কর্পোরেশন) একটি সেমিনার করে দেখানো উচিৎ।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আমি কিছুদিন আগে বিরিশিরি ঘুরে এসেছি । কিছু দেয়ার মত ভাল ছবি হয়েছে । উইকি কমন্সে দিচ্ছি, কিভাবে নিশ্চিত করতে পারি যে আপনি সেগুলো খুঁজে পাবেন ?
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমার মনে হয়, চলমান ভুক্তিগুলির জন্যে কোন কোন ছবি বা কীসের ছবি প্রয়োজন, তার একটা ডিমান্ড শিডিউল তৈরি করে বাংলা উইকির কর্তারা সচলে জানাতে পারেন। ৭২ ঘন্টা পর অন্যত্রও জানাতে পারেন।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন