বাংলাদেশের ছবির মুক্ত সমাহার গড়ে তোলার জন্য এ বছরের মাঝামাঝি থেকে বাংলা উইকিপিডিয়া এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা কাজ করছেন। তাঁদের আহবানে এখন পর্যন্ত প্রায় ৫০০ এর অধিক ছবি উইকিমিডিয়া কমন্স রিপোজিটরিতে যোগ করা হয়েছে। আজ তুলে ধরছি সেই ছবির কয়েকটি।
উল্লেখ্য, উইকিমিডিয়া কমন্সের ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স অথবা জিএফডিএল এর মতো মুক্ত লাইসেন্সে প্রদত্ত -- উৎস উল্লেখ করলে যে কেউ যেকোনো কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। এর মধ্যে বাংলা ও ইংরেজি উইকিতে এখানকার অনেকগুলো ছবি ব্যবহার করা হয়েছে।
বড় সর্দার বাড়ি, সোনারগাঁও (ব্লগার মুস্তাফিজুর রহমান)
১৭০৫ সালে নির্মিত খান মহম্মদ মির্ধার মসজিদ (রাগিব হাসান)
বান্দরবান সদরে অবস্থিত বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির)। (শিমুল কান্তি বড়ুয়া)
সেন্ট মার্টিন দ্বীপ (নিয়াজ মোর্শেদ শোভন)
আলী আমজাদের ঘড়ি, সিলেট (মাহবুব হাসান)
পুরানো ঢাকার রোজ গার্ডেন (মুনতাসির আলম)
লালন শাহের মাজার (ফয়সাল তারেক)
মৃত্তিকাপাত্র (নিলয়)
মন্তব্য
দারুন... রাগিব ভাই।
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
অসম্ভব সুন্দর সব ছবি, মন ভালো হয়ে যায়।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ইশ্, কী দুর্দান্ত সব ছবি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুবই সুন্দর।।
এই ছবিগুলো দেখলে মনে হয়, কত কিছু দেখা হইলো না ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
দেখা হয় নাই চক্ষু মেলিয়া ............... কবে যে চক্ষু মেলা হবে
ছবিগুলো খুবই সুন্দর।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
নতুন মন্তব্য করুন