ইউটিউবের আবির্ভাবের পর থেকে এন্তার ভিডিও আপলোড হয়ে চলেছে সেখানে। প্রতি কয়েক মিনিটে ২৪ ঘণ্টার সমপরিমাণ ভিডিও আসে সেখানে। এর কিছুটা বাণিজ্যিক ভিডিও, টিভিশো কিংবা চলচ্চিত্রের খণ্ডাংশ, অথবা খবরের অংশবিশেষ, আবার কিছুটা পুরোই অপেশাদার, আম-জনতার দৈনন্দিন জীবনের খণ্ডচিত্র।
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি প্রদর্শিত ভিডিওর একটা তালিকা আছে, সেখানে ব্যবসায়িক মিউজিক ভিডিও রয়েছে বিস্তর, কিন্তু তার মাঝেও গুটিকয় অপেশাদার ভিডিওচিত্র স্থান করে নিয়েছে। আর এসব ছবির মধ্যে সবার আগে আছে যে ভিডিওটি, তা হলো, "চার্লি বিট মাই ফিঙ্গার, অ্যাগেইন!" (চার্লি আবার আমার আঙুল কামড়ে দিয়েছে!)
বর্ণনার আগে, দেখে নিন ভিডিওটি একবার। শব্দ চালু করে দেখতে ভুলবেন না কিন্তু!!
ভিডিওটা আসলে দুই ভাইয়ের ভিডিও। বড়ভাই হ্যারি, বয়স ২ বা আড়াই। ছোটভাই চার্লি, সদ্য দাঁত গজিয়েছে চারটি বা ছয়টি। কুট কুট করে বলে সারাক্ষণ এটা ওটা কামড়ে বেড়ায়।
এই চার্লি আর হ্যারিকে নিয়েই তাদের বাবার তোলা এই ভিডিও, এক চেয়ারে বসে আছে দু-ভাই। খেলার ছলে হ্যারির আঙুল মুখের সামনে পেয়েই কামড়ে দেয় হ্যারি। চট করে সরিয়ে নিলেও হ্যারি বেশ মজা পায় এতে। আনন্দের স্বরে বলে, "চার্লি আমার আঙুল কামড়েছে"।
জবাবে চার্লি এক গাল, চতুর্দন্তি হাসিটি দিতে ভোলেনা। কী মনে করে হ্যারি এবার তার অন্য হাতের আঙুলটি তুলে ধরে চার্লির মুখের সামনে। পড়বি তো পড় চার্লির মুখে, সাথে সাথে ঘ্যাঁচ করে আবার কামড় বসায় চার্লি।
হ্যারি বেশ মজা পায় শুরুতে, এক গাল হাসি সেও দেয়। কিন্তু চার্লি এবার বসায় মরণকামড়, আর সেই কামড়ের মাত্রা বাড়ার সাথে সাথে হ্যারির মুখের জিওগ্রাফিও পাল্টাতে থাকে, বেদনায় কাঁদার উপক্রম হয়, অবশেষে ছাড়াতে পারে চার্লির মুখ থেকে তার এই আঙুলটা। আঙুল ছাড়ার পরে চার্লি এক গাল হাসি দেয়, প্রচণ্ড আনন্দের এক কাজ করে বসে তৃপ্তির হাসি হাসে।
কামড় খেয়ে কষ্ট পেলেও হ্যারি কিন্তু তার ছোট্ট ভাইটিকে বেজায় ভালোবাসে। তাই চোখের নিমেষেই তার কান্না থেমে যায়, মুখে আবার ফিকফিকে হাসি ফিরে আসে, বলে সে, "চার্লি আমাকে আবারো কামড়েছে, আর বড্ড ব্যাথা পেয়েছি"।
জবাবে চার্লি আবারও হাসে। ভূবন ভোলানো হাসি।
---
এই ভিডিওটি ইউটিউবে ২০০৭ সালের মে মাসে আপলোড করা, ৩ বছরে মোট দেখা হয়েছে প্রায় ২২ কোটি বার। প্রচুর প্যারোডি বেরিয়েছে এই ভিডিওর, আর এর দৌলতে চার্লি আর হ্যারি হয়ে গেছে ইন্টারনেটের সেলিব্রিটি। ভিডিওর মূল পাতায় গেলে চার্লি, হ্যারির অন্য সব ভিডিও, আর তাদের আরো নতুন ভাই জ্যাসপারের সব কাজকর্ম দেখতে পাবেন।
----
ইউটিউবের সর্বাধিক দেখা ভিডিওর তালিকার আরেকটা ভিডিও হলো এটা --
ছোট্ট এক বাবু চেয়ারে বসে ছিলো, নীল জামা গায়ে দিয়ে, আর তার বাবা বা অন্য কেউ মজার মজার শব্দ করে বেড়াচ্ছিলো। ছোট্ট বাবুটা এসব শব্দে দারুণ মজা পায়, আর হো হো করে হাসতে থাকে। এই বাবুটার স্বর্গীয় হাসিকে নিয়েই এই ভিডিও। বাবুটার এই অনাবিল হাসি ১ মিনিট ৪০ সেকেন্ড ধরে চলতে থাকে, আর এই ভিডিওটা দেখে নেয় অজস্র মানুষ, গত চার বছরে মোট দেখা হয়েছে ১৩ কোটি বার। সর্বাধিক দেখা ভিডিওর তালিকায় এটি রয়েছে আট নম্বরে, আর অপেশাদার ভিডিওর মধ্যে তৃতীয়।
---
স্বর্গীয় এই শিশুদের হাসির অজস্র এমন ভিডিও রয়েছে ইউটিউবে, যা দেখে মনে হয়, এর চেয়ে সুন্দর আর কোনো দৃশ্য বোধহয় পৃথিবীতে নেই।
মন্তব্য
আমার দুই যমজ ভাইগ্নার একটা সেকেন্ড ভিডিওটার মত হাসত। আইনস্টাইনের মত ঝাকড়া চুলসহ মাথা ঝাকায়ে দুলে দুলে হাসত। এখন বড় হয়ে গেসে
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
কিছু ভিডিও আছে, কিছু কথা আছে, কিছু সুর আছে যেগুলো একবার শুনলেই বারবার শুনতে বা দেখতে ইচ্ছে করে। বৃটিশ এ্যকসেন্টের এই কথাগুলো অসাধারণ! কোন কিছুর সাথেই এর তুলনা হয়না।
দ্বিতীয় ভিডিওটা বুকমার্ক করে রাখলাম। মেজাজ খারাপ হতে নিলে ক্লিক করে গিয়ে দেখে আসবো। এরকম হাসতে পারলে কোন কিছুই মনকে খারাপ করতে পারবে না।।
-শিশিরকণা-
Thanks for sharing such nice thing.
দুটোই অসংখ্যবার দেখেছি। হ্যারি চার্লির তো কোনো ভিডিও মিস দিই না।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
এটা দেবার লোভ সামলাতে পারলাম না:
http://www.youtube.com/watch?v=m79xU_CXe7I
ভালা লাগসে ।।
"চার্লি বিট মাই ফিঙ্গার, অ্যাগেইন!" ভিডিওটা আমিও ানেকবার দেখেছি। এটা দেখলে আমার ব্যাপক মজা লাগে।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
প্রথম ভিডিওটা তো খুব্বি প্রিয়।
দ্বিতীয়টাও চমৎকার
বাচ্চা কাচ্চা রক্স!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আরেকটা ভিডিও দেখেছিলাম। চারটা জমজ পোনা। বাবা কি যেন করে আর চারটাই হেসে কুটি কুটি। দেখে মনটাই ভালো হয়ে গিয়েছিল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জাস্ট অবিশেষণসম্ভব !!!!
_________________________________________
সেরিওজা
আরে রাগিব ভাই, এই জিনিস তো আমি প্রায়ই ইউটিউবে ঢুকে ঢুকে দেখি। মজার ব্যাপার হলো, ইউটিউব খুললেই প্রথম পাতায় দেখি বাবুদের একটা না একটা ভিডিও রেফার করা থাকে, আমার জন্য।
কিন্তু আপনি হঠাৎ বাবুদের ভিডিও দেখাচ্ছেন যে! মিস্টি টিষ্টি খাবো?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমিও মিষ্টি খাইতে চাই
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আগে দেখি নাই তাই মজাটা বেশীই পেলাম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আঙুল কামড়ান দেখেছিলাম। আর আপনার পোস্টে মন্তব্য করতেই লগালাম রাগিব ভাই। মোবাইলের এক অদ্ভুত অফারের আরো ব্যাপক উদ্ভট এক অ্যাড খুঁজতে গিয়ে ইন্সিডেন্টালি কেবলি পেলাম এইটা! দেখে থেকে হাসতেই আছি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমারো কেন যেন সন্দেহ হচ্ছে....!!!
একচামচ চিনি খেয়ে নিজে নিজেই মিষ্টি মুখ করে নেব নাকি ভাবছি।...
=========
সাদাচোখ
দারুণ তথ্য।
-আশীষ
পিঁপলু পিচ্চু, বিল্লু পিচ্চু, মানুষ পিচ্চু... সব পিচ্চু... ... আসলে আমার মনে হয় সব কিছুর পিচ্চুই অসাধারণ... ...
"চৈত্রী"
অনেক অনেক সুন্দর একটি বিষয়ে পোস্ট দিলেন রাগিব ভাই। গত পনেরো মাস (আমার একমাত্র সন্তানের বয়স) যাবৎ এই রকম স্বর্গীয় হাসি ও বিভিন্ন তামসা লাইভ দেখতে পাই। অনেক মজার মজার কান্ড কারখানা করে ফেলে পিচ্চিরা মাঝে মধ্যে। আমাদের দেশের পিচ্চিরা কিন্তু কম চ্যাংড়া না। কিন্তু পুরান ঢাকাইয়া মা-দাদীর কুসংস্কারের কারণে মোবাইল (ক্যামেরা দিল্লী দুরঅস্ত) এ ছবি বা ভিডিও তুলতে পারিনা। তাই আপলোডাইতে পারি না।
শিশুরা কোনো এক অদ্ভুত কারণে খুব সহজেই আমাকে পছন্দ করে। আমার কাছের মানুষদের বলি, কোনো শিশু আপনার দিকে তাকালে হাঁসবেন। এটা ম্যাজিক এর মতো কাজ করে, কথা বলতে পারার অনেক আগেই শিশুরা হাসি কান্নার মানে বুঝতে পারে!
রাগিব ভাই প্রথম ভিডিওটি দেখেছিলাম আগে, দ্বিতীয়টি দেখা হয় নি...আর এত তথ্য জানা ছিল না--অনেক ধন্যবাদ আপনাকে!
আমি আগেই সন্দো করছিলাম! হে হে হে
অনেক অনেক হৃদয়গ্রাহী অভিনন্দন প্রিয় রাগিব ভাই। জায়ান এবং ভাবী'র জন্যও।
অনেক বড় হোক জায়ান, তার বাবার চেয়েও।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন