আমাদের ব্যাচে তাবলীগ পার্টির সংখ্যা অত্যাধিক। ক্লাসে ঢুকলে খালি টুপি আর টুপি। সংখ্যা যতই বাড়ুক তাতে আমার কোন অসুবিধা নেই। বরং একদিক দিয়ে ভালোই। তাদের কার্যকলাপে মাঝে মাঝে নির্মল আনন্দ পাওয়া যায়। সেদিন শুনলাম হুজুরদের একজন বাসায় ছিল। সেখানে তার দূর সম্পর্কের এক খালা এসেছে। খালা তার সাথে দেখা করতে চাওয়ায় সে পর্দার ওপাশ থেকে উত্তর দিল,
'শরীয়তে যে কয় সম্পর্কের নারীদের সাথে দেখা করার অনুমতি আছে তাদের মধ্যে আপনি পড়েন না। তাই আমি দেখা করতে পারছিনা...'
rsp বই নিতে আমি ৫১১ নং রুমে গেলাম। সেখানে দুই হুজুরের বাস। রুমে যেয়ে দেখি ক্যালেন্ডারের ছবির মধ্যে টেপ মারা, টেবিলের উপর একটা মগ আছে সেখানে টেপ মারা, কাবার্ডে জেট ওয়াশিং পাউডারের একটা প্যাকেট আছে। সেখানে একটা মেয়ে আছে তার মুখ টেপ দিয়ে ঢেকে দেওয়া...
সাথে ছিল তুহিন। ও সুন্দর মতো জেট পাওডারের প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হুজুর নিবিড়কে উদ্দেশ্য করে বলল।
"দোস্ত একটা সমস্যা আছে..."
"কি সমস্যা?"
"তুই প্যাকেটের মেয়েটার ছবি ঢেকে দিয়েছিস, ঠিক আছে। কিন্তু মেয়েটা একটা জেটের প্যাকেট ধরে আছে। সেই প্যাকেটেও তো একটা মেয়ে আছে...তার ছবি তো ঢাকলিনা..."
===============================
আইইউটিতে আমার রেজাল্ট সাইন ওয়েভের মতো। বিজোড় সেমিস্টারে ৪ এর নীচে জোড় সেমিস্টারে ৪ এর উপরে। এইবার আমার নীচে পাওয়ার সেমিস্টার। মেনে নেয়াটা কষ্টকর। কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে পেতে হবেই...এই ভাবে চলতে থাকলে ভবিষ্যত পুরা অমানিশা...
ক্যাম্নে ক্যাম্নে যেন একটেলে একটা ইন্টার্শীপের ব্যবস্থা করে ফেলেছি। অবশ্য যেই ভাইয়া সাহায্য করেছেন তিনি বারবার করে বলেছেন, "তুমি কি আইটি সেকশনে করবা? যদি কর তাইলে আমি ব্যবস্থা করে দিব। খালি একটা রিকমেন্ডেট লেটার নিয়ে আইসো আমার কাছে।"
মোবাইল কোম্পানীতে কয়টা সেকশন? ইলেক্ট্রিক্যালের সবাই কোন সেকশনে চাকরি করে? আইটি সেকশনে কি হয়? কিছুই জানি না। আশা করি এইখানের কেউ উত্তরটা দিয়ে বাধিত করবেন...
===============================
সেদিন উইকিতে ঘুরাঘুরি করতে একটা সাইটের সন্ধান পেলাম। কিছু তথ্য দিলে তারা মৃত্যু তারিখ ঘোষণা করে। আমি দিলাম। জানালো ২০৫৯ সালের ১৮ই এপ্রিল। তার মানে আর মাত্র ৫১ বছর। মহিবের ২০৫৫, মুহাম্মদের ২০৬৩।
এরপর থেকে একটা মজার জোকস শুরু হইছে...
কেউ যদি বলে...
দোস্ত পাশ করে যদি কানাডা উড়াল দিতে পারতাম তাইলে জোশ হইতো। সাথে সাথে কেউ বলে উঠবে,
কানাডা যেয়ে লাভ কি? মরতে তো হবেই...
অথবা কেউ বলল, "এরিকসনে অনেক বেতন দেয়। ওইখানে যদি চাকরি পাইতাম..."
"চাকরি পাইয়া লাভ কি? মরতে তো হবেই"
ধুর শালা!!! আসলেই একদিন মরতে হবে...
গড় রেটিং
(২ ভোট)
Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/14145
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শনি, ২০০৮-০৪-১২ ০১:০৩)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৪০টি মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ২৩৫বার পঠিত
Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.
১
১ | শিক্ষানবিস | শনি, ২০০৮-০৪-১২ ০১:১৩
তাবলীগ পার্টি হয়ে তাহলে ভালই হয়েছে। নন তাবলীগ পার্টির বিনোদনের নতুন একটা রাস্তা হয়েছে।
দোস্ত, চাকরি তো পায়া গেলি। আজকে ইন্টার্ন, কালকে চাকরি।
কিন্তু কোন লাভ নাই, মরতে হবেই।
আমাদের জীবনের খুব সাধারণ ঘটনাগুলোকে চমৎকার লেখনীতে তুলে ধরার জন্য
আসলেই, নিজেদের জীবনের এই ঘটনাগুলো এভাবে দেখতে খুব ভাল লাগছে। চালিয়ে যা।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২
২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০১:২৩
উদ্ধৃতি
আসলেই, নিজেদের জীবনের এই ঘটনাগুলো এভাবে দেখতে খুব ভাল লাগছে। চালিয়ে যা।
ভালো লেগে লাভ নেই। মরতে তো হবেই...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৩
২.১ | শিক্ষানবিস | শনি, ২০০৮-০৪-১২ ০১:৩১
নাহ্। এই মরণ সবকিছু বানচাল করে দিচ্ছে। কোন কিছুর উত্তর বা সমাধান না পেলে মরণের কাছে যেতে হয়। মৃত্যু সবকিছুর সমাধান করে দেয়। কিন্তু সে সমাধান ভাল্লাগছে না। কেউ আশাকরি মরণ জোক্স থেকে মুক্তির উপায় বাতলে দেবেন, এখানে।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৪
২.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০১:৪২
সমাধান
ধর যে সময় বলে কিছু নাই। তাইলে ২০০৮ যা ২০৬৩ ও তাই। তার মানে কি দাঁড়াইলো। মৃত্যু বইলা আসলে কিছু নাই...
অ্যা!!! এইটা কি কইলাম???
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৫
২.১.১.১ | শিক্ষানবিস | শনি, ২০০৮-০৪-১২ ০২:০২
খাটি মন্তব্য।
সময়ের উর্ধ্বে থেকে চিন্তা করলে সমাধান হয়ে যায়।
কিন্তু সময়ের উর্ধ্বে থেকে চিন্তাটাই কেউ করতে পারে না।
হায়রে কপাল।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৬
৩ | অতিথি লেখক [অতিথি] | শনি, ২০০৮-০৪-১২ ০১:২৮
"চাকরি পাইয়া লাভ কি? মরতে তো হবেই"
সব বাদ দিয়া দেন মরতে তো হবেই
-নিরিবিলি
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৭
৪ | কিংকর্তব্যবিমূঢ় | শনি, ২০০৮-০৪-১২ ০১:২৯
উদ্ধৃতি
মোবাইল কোম্পানীতে কয়টা সেকশন? ইলেক্ট্রিক্যালের সবাই কোন সেকশনে চাকরি করে? আইটি সেকশনে কি হয়? কিছুই জানি না। আশা করি এইখানের কেউ উত্তরটা দিয়ে বাধিত করবেন...
কয়টা সেকশন তোমার জাইনা কাম নাই ... তোমার দরকার ইলেক্ট্রিক্যালের পোলাপান কৈ কাজ করে ...
আসলে টেকনিক্যালের প্রায় পুরাটাতেই ইলেক্ট্রিক্যালদের প্রাধান্য দেয়া হয়, শুধু সিভিল ওয়ার্ক (বুঝতেছ সিভিলের জন্য), সার্ভিস নেট (সিয়েসি) আর আইটি (এইটাও কম্পুদের) ...
আইটির কাজ হইলো সফটওয়্যার ডেভেলপ, ল্যান ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, রাউটিং থেকে শুরু করে ডেস্কটপের মাউস বদলায়ে দেওয়া পর্যন্ত সবই ...
তাহলে তোমারে আইটিতে নিবে ক্যান? সহজ কথায় উত্তরটা হইলো মোবাইল অপারেটরগুলি এমন কিছু হাতিঘোড়া করে না যার জন্য এত ডিগ্রি নিতে হয় ... কিছু মানুষ শিখে কোন যন্ত্রের কোথায় তার লাগাইতে হয় (কেন লাগাইতে হয় সেটা না জানলেও ক্ষতি নাই), কেউ কেউ জানে কিছু সফটওয়্যারের কোথায় কি কমান্ড দিলে কি ডাটা আসে, কেউ কেউ এক্সেল শীট নিয়া কাটপেস্ট করে, আর কেউ কেউ মিটিংয়ে যায় আর ঝিমায় ... খুব বেশি হইলে চার-পাঁচ পার্সেন্ট মানুষ মাথা খাটানোর মত কিছু করে, বাকি সবই বালছাল ...
আর ইন্টার্নীটাও পুরাই ফাকিবাজি, কিছু বাজে বোরিং কাজ আছে যেগুলি নর্মাল এমপ্লয়ীরা করতে চায় না, সেগুলি করায়ে নেয়ার ধান্দা ...
তাহলে ইন্টার্ণী কইরা লাভ? লাভ হইলো চাকরির বাজারে ওয়েট বাড়ে ...
কিন্তু মোবাইল অপারেটরে চাকরির কি লাভ? লাভ হইলো টাকা ... জীবনে যাই কর টাকা লাগে, গোট রিসার্চ করতেও ... সেই টাকাটা মোবাইল কোম্পানী থেকে যত তাড়াতাড়ি বাগানো যায় আর কোথাও তত তাড়াতাড়ি না ...
এত ভাইবা লাভ কি? মরতে তো হবেই ... কাজেই যা পাও সোনামুখ করে খেয়ে ফেলো ...
লেখাটা ভালো লাগছে ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৮
৪.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০১:৩৫
ঠ্যাঙ্কু...
উদ্ধৃতি
কিন্তু মোবাইল অপারেটরে চাকরির কি লাভ? লাভ হইলো টাকা ... জীবনে যাই কর টাকা লাগে, গোট রিসার্চ করতেও ... সেই টাকাটা মোবাইল কোম্পানী থেকে যত তাড়াতাড়ি বাগানো যায় আর কোথাও তত তাড়াতাড়ি না ...
UIU এর টিচারগিরি ছাইড়া গ্রামীনে ঢুকার কারণ তাইলে এইটা!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৯
৪.১.১ | কিংকর্তব্যবিমূঢ় | শনি, ২০০৮-০৪-১২ ০১:৪৪
আমি UIU না, ULAB এ ছিলাম ...
আর কারণ যে এইটা সেটা বুঝতে কি কোন রকেট সায়েন্টিস হওয়া লাগে? স্ট্যাটাস বাদ দেই, স্যালারি ওভারটাইম মোবাইলের ব্যালেন্স বোনাস সব মিলায়ে জিপিতে আমার ULABএর চেয়ে ১০০% এর চেয়েও বেশি রেইজ ছিলো ... তেইশ বছর বয়সে এত টাকা অগ্রাহ্য করি কেম্নে? [প্রাইভেট ভার্সিটি হিসাবে ULAB কিন্তু খারাপ দেয় না, আহসানুল্লা বা এশিয়া প্যাসিফিকের চেয়ে বেশি দিত তখন, এখন জানি না কি অবস্থা] ...
আর টাকারে তুচ্ছ করা এত সোজাও না ... তুমি হায়ার স্টাডি করবা, তাতেও টাকার খেলা ... একেকটা ভার্সিটির এডমিশন প্রসেসিং ফী গড়ে ষাট-সত্তর ডলার, সাথে ডিএইচএল নিবে দুই হাজার, তাহলে একেক্টা ভার্সিটিতে শুধু এপ্লাই করলেই আট-নয় হাজার শেষ ... পাঁচ-ছয়টাতেই কত লাগে হিসাব কর ... টফেলে লাগে একশো চল্লিশ ডলার ... গোট রিসার্চেও প্রায় এরকমই ...
শুধু ট্রাই করতেই এত খসে, হয়ে গেলে তারপরে তো কথাই নাই ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১০
৪.১.১.১ | রাগিব | শনি, ২০০৮-০৪-১২ ০১:৫৪
বুয়েটের শেষের দিকে আমি ছাত্র পড়িয়ে টাকা জমাতাম কেবল অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের জন্যেই। ব্যাংক খালি না হওয়া অবধি অ্যাপ্লাই করে গিয়েছিলাম
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১১
৪.১.১.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০১:৫৮
হুম!! কি দিন আসতেছে রে...সামনে
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
১২
৪.১.১.২.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৪-১২ ০৭:৫৪
- সামনের দিন চিন্তা কইরা লাভ নাই, মরতে তো একদিন হবেই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৩
৫ | বিপ্রতীপ | শনি, ২০০৮-০৪-১২ ০১:৩৬
উদ্ধৃতি
আসলেই একদিন মরতে হবে
... এমন মনোভাব থাকা ভালো...না পাওয়ার কষ্ট কমে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৪
৫.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০১:৫০
আহেম আহেম!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
১৫
৬ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৪-১২ ০১:৪২
দোস্ত, আমি তোদের সবার কাছ থেকে বিদায় নিবার জন্যে খালি সাইন ইন করছি। মাত্র হিসাব করে দেখলাম।২০৪৪ সালই আমার আখেরী বছর।তোরা তো সব আমার চে বেশি দিন বাঁচবিরে... আমার কি হবে
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৬
৬.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০১:৫০
তাই নাকি? (শয়তানী হাসি)
মইরা গ্যালে কি আর করা। রাইতে বেলা তুহিন যখন পলাই পলাই ট্যাংকি মরবো, তখন ওরে জোরসে একটা ঠুয়া মারবি...পারবি না?
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
১৭
৬.১.১ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৪-১২ ০১:৫৭
আবার জিগস... খালি বিনিময়ে আমার নেট যখন যাবোগা তোদেরটা ইউজ করতে দিস।এবং হ্যা,সেটা ইহকালে থাকতেই
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৮
৬.১.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০২:২৫
ডিল!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
১৯
৬.১.২ | অতিথি লেখক [অতিথি] | শনি, ২০০৮-০৪-১২ ২৩:১৪
টাংকি মারি?????আমি???
কেম্নে কি???
----------
কুচ্ছিত হাঁসের ছানা
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
২০
৭ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৪-১২ ০১:৫৭
০১.
তাবলীগ পার্টি না থাকলে আইইউটি লাইফটা পানসে হয়ে যেত! অন্যান্য ভার্সিটিতে মেয়েদেরকে আলাদাভাবে চোখে পড়ে আর আইইউটিতে তাবলীগ পার্টি!
০২.
উদ্ধৃতি
ক্যাম্নে ক্যাম্নে যেন একটেলে একটা ইন্টার্শীপের ব্যবস্থা করে ফেলেছি
ক্যাম্নে ক্যাম্নে বলে লাভ নাই। খবর পাইছি তুই ক্যাডেট কলেজেও স্যারদের বিশেষ স্নেহের পাত্র ছিলি। সুতরাং কোন কোম্পানীর তেল ঢালছস?
০৩.
উদ্ধৃতি
কানাডা যেয়ে লাভ কি?
এই প্রশ্নের উত্তর ফাহিম ভাইয়ের চেয়ে ভালো আর কে জানে?
০৪.
লেখা ভালো হইছে।
০৫.
ধন্যবাদ
০৬.
ভালো থাকিস।
০৭.
লেখাপড়া একটু কম কর।
০৮.
ঘন ঘন ঢাকায় যাওয়া বাদ দে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
২১
৭.১ | শিক্ষানবিস | শনি, ২০০৮-০৪-১২ ০২:০৭
জনাব রায়হান আবীর,
৮ নম্বর উপদেশটা মানার চেষ্টা করেন। ঢাকায় যাওয়া-যাওয়ি বন্ধ করেন।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২২
৭.১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০২:১২
হ আমারে উপদেশ দাও। আর নিজে খালার বাসায় বসে বসে কার লগে কি কর এইটা ভালৈ জানা আছে!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৩
৭.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০২:০৮
১.
হ হ। তুই ঠিকি কইছস।
২.
ক্যান, "তিব্বত কদুর ত্যাল"
৩.
৪.
ধন্যবাদ
৫.
৬.
থাকুম। আগে একটা বিড়ি দে!!
৭.
হায়রে লেখাপড়া!!
৮.
আমি ঘন ঘন ঢাকা যাই? মোটেও না...বিশ্বাস না হইলে হোটেল নিরিবিলি রে জিগা...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৪
৮ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৪-১২ ০৩:০৬
হুমায়ুন আজাদের প্রবচগুচেছ একটা প্রবচ ছিল
সবচে হাস্যকর বিষয় হলো একদিন আমরা কেউই আর থাকবো না
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২৫
৮.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ০৫:০৬
বড় ভালো লোক ছিলেন!!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৬
৯ | কনফুসিয়াস | শনি, ২০০৮-০৪-১২ ০৭:৪১
ভাবতেছি ব্লগিং কইরাই বা কি লাভ, মরতে তো একদিন হবেই!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২৭
৯.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ১৪:১০
লাভ নাই কে বলল। ব্লগিং করলে মরে গেলেও আপনার নাম গাঁথা থাকবে কোটি মানুষের অন্তরে। আপনার লেখা বেঁচে থাকবে শত শত বছর ধরে। লাব লাব লাব লাব লাব!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৮
১০ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৪-১২ ০৭:৪৭
উদ্ধৃতি
আমি দিলাম। জানালো ১৯৫৯ সালের ১৮ই এপ্রিল। তার মানে আর মাত্র ৫১ বছর। মহিবের ১৯৫৫, মুহাম্মদের ১৯৬৩।
আপনেরাতো মিয়া অলরেডি ডেড! ভূত হৈয়া ব্লগান নিকি?-
_________________________________
<সযতনে বেখেয়াল>
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২৯
১০.১ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৪-১২ ১৩:১১
হে হে। যাক আমার তো ২০৪৪। ওদের চে বেশি বাঁচবো।
অবশ্য বেশি বেঁচেই বা কি লাভ।একদিন তো মরতে হবেই
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩০
১০.২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ১৪:০৬
মরণের চিন্তায় সাল ভুল কইরা ফেলছি। । হায় হায় এ আমি কি করিলাম...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৩১
১০.২.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৪-১২ ১৭:৪৬
- সিকেরেট খাই এইটা দিলে কয়
Saturday, January 12, 2047
Seconds left to live...
1,222,791,421 - এইটা আমার সাট্টিফিকেট ডিওডি।
সিকেরেট খাইনা, এইটা কৈলে অবশ্য হালায় কয় ২০৫৪। ৭ বছর না খাইয়া বাঁইচা থা কী লাভ! একদিন তো মরুমই, সিকেরেট খাইয়াই মরি।
_________________________________
<সযতনে বেখেয়াল>
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩২
১০.২.১.১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৪-১৩ ০০:৫৪
উদ্ধৃতি
একদিন তো মরুমই, সিকেরেট খাইয়াই মরি।
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩৩
১১ | শেখ জলিল | শনি, ২০০৮-০৪-১২ ০৯:১৭
মৃত্যু নিয়ে লিংকটা খুব মজার লাগলো।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৪
১১.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ১৪:০৬
মজা লেগেই লাভ কি???
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩৫
১২ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৪-১২ ১২:৫৫
মিছা দুনিয়া।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৬
১২.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ১৪:০৬
সবি আছে মায়ায়...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৩৭
১২.১.১ | শিক্ষানবিস | শনি, ২০০৮-০৪-১২ ১৬:০০
কইছে!? মায়ার মধ্যেও কিছু নাই। কোথাও কিছু নাই।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৮
১৩ | সৌরভ | শনি, ২০০৮-০৪-১২ ১৩:০৭
মিছা দুনিয়া।
ডেথক্লক বলছে, আমি ২০৮০ সাল পর্যন্ত বাঁচবো।
এতোদিন বেঁচে কী করবো?
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৯
১৩.১ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৪-১২ ১৪:০২
মন খারাপ করে থাকা ছাড়া আর কি ই বা করার আছে বলেন।
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৪০
১৩.২ | মুহম্মদ জুবায়ের | রবি, ২০০৮-০৪-১৩ ০০:২৬
কাজে না লাগলে আমাকে কিছু দেওয়া যায়? আমার খুব দরকার, অনেক কাজ বাকি। অথচ বরাদ্দের সময়ে কুলিয়ে ওঠা যাবে না মনে হচ্ছে।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
মন্তব্য
নতুন মন্তব্য করুন