১...
লিখছি অনেক, তবে সবই ৩৬০ এর চিপায়। সচলে দেওয়া হচ্ছেনা কিছুই। সচলেও আবজাব দিনলিপি লিখি, ঐখানেও তাই। তবে একটা পার্থক্য তো আছেই। ৩৬০ তে লেখার সময় কোন কিছু চিন্তা ভাবনা করি না। ইচ্ছা হলেই এডিটর ওপেন করে লেখা শুরু করে দেই। একবার লেখার পরই পোস্ট। হাজারটা বানান ভুল, বাক্য ভুল। সচলে লিখতে গেলে একটু রয়েসয়ে মেরুদন্ড সোজা করে বসতে হয়। আজকে বসে গেলাম।
২...
গত বছরের নভেম্বর থেকে অদ্ভুত এক জীবন কাটাচ্ছি। পরিবার-পরিজনের কাছে অসামাজিক (আড়ালে অহংকারী) খেতাব পেয়ে গেছি আগেই। কিন্তু গত নভেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দান করে অসামাজিক এবং স্বার্থপর হয়ে গেলাম। তারপর থেকে হলে হলেই কাটছে জীবন। মাঝে মাঝে বাসায় যাই। ছোট ভাইটার সাথে খুব বেশীদিন দেখা না হলে পেট ব্যাথা শুরু হয়ে যায় বলে।
সেদিন আম্মু বলেই ফেললো, আমি নাকি বাচ্চাদের মতো আচরণ করছি। এমনভাবে থেকে নিজেকেই কষ্ট দিচ্ছি। আমি বললাম, সরি। কিচ্ছু করার নাই। আমি এমনভাবেই থাকবো। তোমাদের ভাষায় নরমাল থাকা যাকে বলে সেটা আর কখনই হবেনা। আন্তরিক ভাবে দুঃখিত।
মার চোখে আমি কষ্টকর জীবন যাপন করছি। কিন্তু আমি নিজে এই জীবনের নাম দিয়েছি "সাদাকালো" জীবন। দুনিয়ার যাবতীয় গিয়ানজাম ডান পাশে রেখে আমি বাম পাশ ফিরে থাকি। মানুষজনের সাথে যোগাযোগ নাই বললেই চলে। যেটুকু আছে সেটুকু বোধ করি স্বার্থ হাসিলের জন্য। এই জীবনে কষ্ট কিংবা দুঃখ কিছুই নাই। মাঝে মাঝে শুধু সব কিছু ভোঁতা ভোঁতা লাগে।
৩...
ইফতারের কুপন বলছে রোজা গেলো ১৫টা। আমার রোজা রাখার কারণ ফাহিম ভাইয়রে মতোই। সারাদিন খাওয়ার ভেজাল নাই তাই রোজা রাখি। ঘুম থেকে উঠি বিকাল তিনটা, চারটা কিংবা পাঁচটার দিকে। তারপর নেটে ঢুকে সচল, সিসিবি আর ৩৬০ খুলে বসে থাকি। লেখা পড়ি, কমেন্টাই। মাঝখানে ইফতার-ইফতার বিরতি। তারপর আবার ব্লগিং। রাতের বেলায় সিগারেট খাওয়া লিগাল, বসে বসে সিগারেট খাই। এর ফাঁকে ফাঁকে কখনও সিনেমা দেখি।
আইইউটির খানা-পিনার প্রশংসা করে বাইরের সবাই। কিন্তু এইখানকার পোলাপাইন করেনা। তাদের কাছে কোন কিছুই মুখে রোচেনা। আমার আম্মু-আব্বু দুইজনেই চাকরিজীবি (সপ্তাহে একদিন রান্না করে সেগুলো হিয়ামিত করে রাখা হয় আমাদের বাসায়), তাছাড়া জীবনের বড় একটা সময় ক্যাডেটে ছিলাম, সুতরাং আমার জিহবা রান্নার আলাদা কোন টেস্ট তেমন একটা পায়না। কিন্তু রোজার সময়টায় ঝামেলা হচ্ছে ভীষণ। সেহেরিতে ডিম-ভাজি আর ভাত খেতে খেতে ত্যাক্ত টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাচ্ছি। তারচেয়েও দুঃখের বিষয় সেহরী খেতে হয় রাত আড়াইটার দিকে। তিনটার পরে গেলেই আর কিছু পাওয়ার উপায় থাকে না। কালো ভাইয়ারা সব খাইয়া ফালায়।
সেহেরির পরের সময়টা বড্ড বিরক্তিকর। শুয়ে থাকি কিন্তু ঘুম আসেনা। ঘুম আনার জন্য মাঝে মাঝে হ্যান্ডসডাউন করে পুশআপ দিতে থাকি, তাতে কাম না হইলে পা উপরে আর মাথা নীচে দিয়া দেয়ালের সাথে লটকাইয়া থাকি। অথবা শরীরের উপরের অংশ বিছানায় ফেলে পা তুলে দেই বিছানা পাশ্ববর্তী দেওয়ালে ঝুলানো কাবার্ডে।
এইসময়ে আমি নানান রকম জিনিস চিন্তা করি। ভালো কোন চিন্তা না। দেশ ও জাতির কোন কাজে লাগবে না এমন সব বিশুদ্ধ খারাপ চিন্তা। সুপ্রিয় পাঠকগণ, ভুল বুইঝেন্না। এই খারাপ মানে সেই খারাপ না।
৪...
কিংকং ভাই তার প্রবাসের একটা সিরিজে "ইনটু দ্য ওয়াইল্ড" সিনেমার কথা বলেছিলেন। তারও কয়েকদিন আগে আমার এক দোস্তও বলছিল সিনেমাটার কথা। আইইউটিতে সিনেমার কালেকশন প্রচুর, কিন্তু এই পিস টা খুঁজে পাওয়া গেলো না। কিন্তু দেখার জন্য মন আনচার করতে থাকলো।
আমি এমনিতে সারাদিন হলে কাটাই। মাঝে মাঝে বাসায় যাই তাও বেড়ি বাঁধের রাস্তা ধরে। ডিভিডি কিনতে ইস্টার্ণ প্লাজা কিংবা বসুন্ধরায় যাওয়া হয়না। সেই আশা বাদ দিয়ে ল্যাবে যেয়ে টরেন্ট ডাউনলোড দিলাম। মোটামুটি অনেকটুকু হয়েও গেছিল। কিন্তু একদিন দেখি কোন শালা জানি সেইটা ডিলিট করে দিছে। ডাইরেক্ট ডাউনলোড লিংকের জন্য হাত পাতলাম দ্রোহী ভাইয়ের কাছে। হলে এক পোলার ভালো স্পিড আছে সেইটা দিয়ে নামায় ফেলা হলো।
সিনেমাটা দেখে আমি সত্যিকারের মুগ্ধ। দুনিয়ার যারেই পাই তারেই বলি সিনেমাটা দেখতে। তারচেয়েও বড় কথা এই সিনেমা দিয়ে আমি মানুষ বিচার করা আরম্ভ করছি। যাদের কাছে সিনেমাটা ভালো লাগে নাই, কিংবা বোরিং লাগছে তাদের বাতিলের খাতায় ফেলে দিচ্ছি। এবং চেহারা ব্যাকা-ত্যাড়া করে ডায়লগ দিচ্ছি যা ব্যাটা গিয়া "ওয়ান্টেড" এ এঞ্জেলিনা ঝুলির খ্যামটা নাচ দেখ।
জনগণের জন্য ডাউনলোডের লিংকটা দিলাম। এই সিনেমা ভালো না লাগার কোন কারণ নাই। সবাই ভালো থাইকেন। টাটা...
গড় রেটিং
(১ ভোট)
Trackback URL for this post:
http://www.sachalayatan.com/trackback/18284
লিখেছেন রায়হান আবীর (তারিখ: মঙ্গল, ২০০৮-০৯-১৬ ১৯:৫৯)
উদ্ধৃতি | রায়হান আবীর এর ব্লগ | ৪২টি মন্তব্য | ১৮টি নতুন মন্তব্য | পছন্দের পোস্টে যুক্ত | আপত্তি জানান | ২২০বার পঠিত
Views or opinions expressed in this post solely belong to the writer, রায়হান আবীর. Sachalayatan.com can not be held responsible.
১
১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:০৫
লিংক দিতে ভুলে গেছি।
এইটা যেকোন ডাউনলোড ম্যানেজারে ছাইড়া দেন তাহলেই হবে। বঙ্গবাসী স্পিড নিয়া টেনশন কইরেন্না। আমি যখন পারছি, আপনারাও পারবেন। দেড় দিনের মতো সময় লাগবে। দুই দিনের দুনিয়া, সিনেমাটা দেইক্ষা নিয়েন।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২
২ | সবজান্তা | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৩২
০১
হুহ, ওয়ান্টেড ও একটা সিনেমা, তেলাপোকাও একটা পাখি। আমি বুঝি না, উপমহাদেশের লোক না হয় অশিক্ষিত, মূর্খ, পড়াশোনা জানে না। তাঁরা গাঁজাখুরি সিনেমা দেখতেই পারে বিশেষত রজনীকান্তের সিনেমা। কিন্তু ওয়ান্টেড এর প্রথম আধা ঘন্টা দেইখা মনে হইলো, এই বাল-ছাল ক্যামনে বিদেশের সভ্য ভদ্র লোকেরা দেখার রুচি পাইলো।
০২
বুঝলাম তোমার মনে অনেক দুঃখ। ব্যাপার না, দুঃখ জিনিশটাই ইউনিভার্সেল। সুখ-আনন্দ এইগুলা মানুষের জীবনে ইউজুয়্যালি ভুল কইরাই বেশি আসে। দুঃখটাই পার্মানেন্ট। সুখের ব্যাপারটা ধরতে পারো বিজ্ঞাপন বিরতির মত।
একসময় এইগুলা নিয়া ভাবতাম। এখন আর ভাবিও না। জীবনের যদি আমাদের ইয়ে মাইরা সুখ লাগে, তাইলে তাই সই।
০৩
তোমার ৩৬০ এর ঠিকানাটা প্রাইভেট মেসেজে দিতে পারো।
অলমিতি বিস্তারেণ
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩
২.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৪৫
ওয়ান্টেড টা আমি দেখিনাই। খালি শুনছি এই সিনামাতে নাকি ঝোলি এক গুলিতে দশ বারো জনরে খতম করে তারপর সেই গুলিতে নিজেও খতম হয়ে যায়।
উদ্ধৃতি
সুখ-আনন্দ এইগুলা মানুষের জীবনে ইউজুয়্যালি ভুল কইরাই বেশি আসে। দুঃখটাই পার্মানেন্ট। সুখের ব্যাপারটা ধরতে পারো বিজ্ঞাপন বিরতির মত।
আহ কি সুন্দর করে বললেন। সবজান্তা ভাই তো কবি হয়ে যাচ্ছেন দেখা যায়।
জীবনের যত ইচ্ছা আমাদের ইয়ে মারতে থাকুক। আমাদের তাতে কি
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৪
২.২ | হিমু | বুধ, ২০০৮-০৯-১৭ ০৩:৩২
দুঃখের কথা হচ্ছে, আমি ওয়ান্টেড পুরাটা দেখে শেষ করসি। কারণ আমি জানতাম যে রজনীকান্তিক্স এর একটা ক্লাইম্যাক্স সেখানে থাকবে। তারা আমাকে হতাশ করেনি। তবে আমার জীবনে নষ্ট হওয়া এই দেড়টা ঘন্টার জন্যে আপসোস কাটতেসে না।
হাঁটুপানির জলদস্যু
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৫
নতুন
২.২.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৪:৪৩
আহারে আপনারে জন্য সমব্যাদনা।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৬
৩ | দেবোত্তম দাশ [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৩৫
রায়হান ভাই,
ভালো থাকবেন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৭
৩.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৪৬
দেবোত্তম দাশ ভাই,
ধন্যবাদ।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৮
৫ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৫২
সবকিছু বাদ দিয়া মুভি দ্যাখ। আর কিস্যু নিয়া চিন্তাইস না। তাইলেই হইল।
আর সেহেরীতে ডিম খাওয়ার কারণ হলো- অন্যসবকিছুতে কেমন একটা বিশ্রী স্বাদ।
কিন্তু ডিমে তো কোন স্বাদ নাই। স্বাদহীন এবং গন্ধহীন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৯
৫.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৫৮
ওরে পরি তুই দেখি জোকার হয়ে যাচ্ছিস।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
১০
৬ | কিংকর্তব্যবিমূঢ় | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২০:৫৯
১ ...
পড়লাম ...
২ ...
তোমার হাইডআউটের সাথে আমার ভালরকমের মিল আছে, যদিও কারণগুলিও একই রকম কিনা বুঝতে পারতেছি না ... একসময় একেবারে আদর্শ ভালো ছেলে ছিলাম যা পাইতাম তাই খাইতাম টাইপ, আইইউটি লাইফের মাঝামাঝি গিয়া একেবারে আনুষ্ঠানিকভাবে নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে এখন থেকে নিজের জন্য বাঁচবো, কে কি বলে কে কি করে সেটা নিয়ে আর মাথা ঘামাবো না ... মানুষ একশোএকটা উপদেশ দেয় ঠিকই কিন্তু সেটা যখন ব্যাকফায়ার করে তখন কেউ আর দায়িত্ব নেয় ন, গুয়ামারা আমিই খাই ... সো এরপর থেকে আমি যে যা বলে মন দিয়ে শুনি, কিন্তু কাজের বেলায় নিজে যা ভালো মনে হয় সেটাই করি ... লাইফ অনেক ইজি হয়ে গেছে এখন ...
ভাই-বোন ছাড়া বাসার বাকি সবার সাথে একটা দূরত্ব আগেই তৈরি হয়ে গেছিল, চোখের আড়ালে থাকাটাই বরং ভাল হইছে ... এখন বাসা মানে সপ্তায় একদিন ইয়াহু ভিডিও চ্যাট ... ভাইটা বড় হয়ে যাচ্ছে এইটাই শুধু দুঃখ লাগে, নেক্সট যখন দেখা হবে আমাদের দুইজনেরই অনেক আশাভঙ্গ হবে মনে হয় ...
৩ ...
গতকাল ফেসবুকে এক ফ্রেন্ডের সাথে কথা হৈতেছিল, সে বললো দোস্ত পনেরো রোজা গেছেগা মার্কেটিংয়ে যাইতে পারি নাই এখনো, বউ প্রতিদিন মনে করায়ে দিতেছে ... শুনে ব্যাপক অবাক হৈছিলাম ... পনেরোটা রোজা পার হয়ে গেছে? কবে?
৪ ...
খুব বেশি ব্যক্তিগত না হইলে থ্রীসিক্সটিটার এড্রেস দিতে পার ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১১
৬.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:১৪
১..
ঠিকাছে।
২.
আমার ছোট ভাইটাও বড় হয়ে যাচ্ছে। আগে বাসায় গেলে ও যখন চাবি নিয়ে নীচে আসতো, তখন আমি ওরে কোলে নিয়ে তিনতলা পর্যন্ত উঠলাম। এখন একবার জড়ায়ে ধরেই ক্ষান্ত দিতে হয়।
৩.
আম্মাজান ইদানিং আমাকে খুবই সমাদর করে। সেদিন ঈদ উপলক্ষে পোষাক কেনার জন্য কিছু টাকা দিসিলো, নিলাম। তারপর সুন্দর মতো দোকানের বাকি শোধ করে দিসি। জামা কাপড়ের কি দরকার।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
১২
৭ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:০৩
পোলাপাইন কয়, ঘুম আসে না, এইটা কোনো কথা হইলো?
এরা যখন তখন বিছানায় পড়বে, আর কাদা বা গোবর হয়ে যাবে, ডেকে তোলা যাবে না। এইগুলান কি???
আর অতো অভিমান ভালো না।
মায়ের কথা শুনতে হয়।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৩
৭.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:১৫
আফা মনে বিজায় দুঃখ। ঘুমাসেনা।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
১৪
৭.১.১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:১৮
আহারে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৫
৮ | শিক্ষানবিস | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:৩৪
অসুবিধা নাই। মানুষ সারাজীবন দুঃখে থাকে না। ভবিষ্যতে সুখ আইব। সেই আশায় দুঃখ ভোগ করতে থাক। জীবনের তো মাত্র এক পঞ্চমাংশ কাটাইলি। বাকিটা পরেই আছে।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
১৬
৮.১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:৩৯
অবশ্যই। পাশ করেই ইউক্রেন চলে যাবো। তারপর থেকে সুখে থাকবো।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
১৭
৮.২ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৯-১৬ ২১:৪৬
যাউক- খাইষ্টামি বাদ দিয়া একটা সুন্দর কমেন্ট করলেন ভাইজান।
আলহামদুলিল্লাহ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
১৮
নতুন
৮.২.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৪:৪৪
ঠিক কইছস। ভাইজানের ইদানিং কি জানি হইছে।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
১৯
৯ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৯-১৭ ০১:২৫
আহারে ভাই এত মন খারাপ করতে নেই।
মা বাবা ভাই বোন এমন জিনিস মাঝে মাঝে দূরে থেকে টানটা টের পেতে হয়।
নাড়ীর টান বলে কথা।
সব ঠিক হয়ে যাবে।
ভাল থেকো
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
২০
নতুন
৯.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৪:৫৫
সচল ব্যান নিয়া যখন গিয়ানজান চলছিল তখন একবার ঢাকায় মিটিং হলো মনে আছে? তো সেই মিটিং এ আমি, স্বপ্না আর মহিব যাচ্ছিলাম আজিজে লীলেন দার আহবানে সাড়া দিতে। বাসে যেতে যেতে সচলের অনেককিছু নিয়ে কথা হচ্ছিল।
কথায় কথায় আমরা মহিবকে খুব হিংসা করে বললাম, যে অনিন্দিতা আপা তো তোর বিশাল ফ্যান। তুই ব্লগ দিলেই উনি এসে কমেন্টান। আমাদের তেমন একটা দেন না।
আমার শেষ দুইটা ব্লগে আপনার কমেন্ট পেয়ে তাই মন ভালো হয়ে গেল। মহিবকে আর হিংসা করবো না।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২১
১০ | জুলিয়ান সিদ্দিকী [অতিথি] | বুধ, ২০০৮-০৯-১৭ ০২:১০
উদ্ধৃতি
এই জীবনে কষ্ট কিংবা দুঃখ কিছুই নাই। মাঝে মাঝে শুধু সব কিছু ভোঁতা ভোঁতা লাগে।
অধিক শোকে ইস্পাত। ধার করতে হইবো। তাইলে কিছুটা দুঃখ কষ্ট হইলেও হইতে পারে।
তা ছাড়া, সংসারী হইয়া নতুন দুঃখ গলায় না বান্ধা পর্যন্ত পুরান দুঃখ থাইকা নিস্তার নাই। কাজেই...
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
২২
নতুন
১০.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৪:৫১
এই দুঃখই তাহলে থাকুক। সংসারী দুঃখ পাওনের দরকার নাই।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৩
১১ | জিফরান খালেদ | বুধ, ২০০৮-০৯-১৭ ০৬:০৯
ঐ ব্যাটা, ব্যাপার না... এইটা একটা ভাল সময় আসলে। পরে এইটার জন্যেই আফসোস করবি... চলুক...
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২৪
নতুন
১১.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৪:৫৯
অবশ্যই ভালো সময়। অবশ্যই।
মন্তব্যের জন্য থ্যাঙ্কু।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৫
১২ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৯-১৭ ০৬:৩৯
আহারে! পড়াশোনা নাই, সারাদিন ঘুমানো, সিনামা দেখা, সিগারেট খাওয়া ...ইসস কত কষ্ট ... বেশি আরামে আছোতো তাই এত ঢঙের কমপ্লেইন। আসল লাইফ শুরু হোক তখন বলবা আহারে হলে কতইনা সুখে ছিলাম।
যাইহোক আমাদের রোজাগুলিও এবার বেশ আরামের যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা দিন মাত্র ১২-১৩ ঘন্টা, সামারের রোজা গুলি ১৬ ঘন্টা পর্যন্ত হত, কয়েকটা রাখতেই জান বের হয়ে যেত, আর এখন ১৫ রোজা যে কিভাবে চলে গেল টেরই পাইনাই। তাও তোমাদের কত মজা, ঈদ ঈদ ভাব চারদিকে, ঈদ সপিং, আমাদের এখানে ওরকম আমেজ নাই
....মুভিটা দেখব।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২৬
নতুন
১২.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৫:০২
আরে বুঝেন্নাই কিছু। আমার ঢঙ্গগুলা শোনার জন্য আপনারা কয়েকজন আছেন বলেই তো একটু ঢং এর কথা বলি। আমি তো আর কোন ধরণের কিছু পারি না
১২-১৩ ঘন্টার রোজা মাত্র। খেলুম না। খোদার এ কেমন বিচার।
মুভির কথা তো আপনারে আগেই বলছিলাম। দেখেন নাই। তারপরও দেখে নিয়েন। দুই দিনের দুনিয়া।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৭
১৩ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৯-১৭ ০৭:১৭
উদ্ধৃতি
বিশুদ্ধ খারাপ চিন্তা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
২৮
নতুন
১৩.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৫:০৪
গুরু ভালো একটা পয়েন্ট তুলছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকলে ক্যাম্নে কী?
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
২৯
১৪ | পান্থ রহমান রেজা [অতিথি] | বুধ, ২০০৮-০৯-১৭ ০৯:০২
ডাউনেলাড দিলাম। নেটের যা স্পিড। কখন কাজ সমাধা হয় আল্লাহই মালুম।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান
৩০
নতুন
১৪.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৫:০৫
যাক অনেকদিন পর। পরীক্ষার কি অবস্থা ভাইজান? নেটে যদি আনুমানিক ১০ কেবি থাকে (সাধারণ সবার থাকে) তাহলে সমাধা হয়ে যাবার কথা।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩১
১৫ | কীর্তিনাশা | বুধ, ২০০৮-০৯-১৭ ১০:৪১
লেখা চমৎকার হয়েছে রায়হান। আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি দিনে দিনে। ছবিটা ডাউনলোড হইলে দেইখা ফালামুনে।
ভালো থাকেন সব সময়।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩২
নতুন
১৫.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৫:০৭
কীর্তি ভাই কি যে বলেন? আমার নিজের লেখা আমি নিজেই পড়তে পারি না। কষ্ট হয়। পানি পিপাসা লাগে।
আপনিও ভালো থাইকেন।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩৩
১৬ | রেনেট | বুধ, ২০০৮-০৯-১৭ ১০:৫৩
ফ্রি হয়ে নিই, তারপর আপনার এসিড টেস্ট মুভিটা দেখব! তারপর বলতেসি, আমরা বন্ধু না শত্রু
ইয়া হাবিবি!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৪
নতুন
১৬.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৫:০৮
বন্ধুই হবেন মনে হয়। তবে আপনার লগে কথা আছে। এই যে ক্রিকেটারটা দেশের পশ্চাদ্দেশে লাথথি মেরে চলে গেলো, আপনি কোন একশন নিবেন না? একটা গল্প লিখেন পিলিজ।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩৫
নতুন
১৭ | শিক্ষানবিস | বুধ, ২০০৮-০৯-১৭ ১৫:৫৩
"ইনটু দ্য ওয়াইল্ড" দেইখা সবাই রায়হান আবিরের বন্ধুই হইবেক। সন্দেহ নাই। আমারও খুব ভাল্লাগছে। খারাপ লাগার কোনই কারণ নাই।
এম্নিতে সুখেই আছি। তারপরও ইদানিং সুখের সন্ধানে নামছি। অনেক ভাইবা দেখলাম, সুখ অতি সহজলভ্য। তাই সন্ধানে নামার সাহস করছি। এই মুভিটা সেই সন্ধানকাজে অনেক সাহায্য করতাছে।
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৬
নতুন
১৭.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৮:৩০
হুম সুখ বড়ই সহজলভ্য।
চিন্তা করে দেখলাম আমার জীবনে এখনও তিনটা জিনিস আছে যেইগুলা আমি ছেড়ে দিতে পারছিনা। তবে চেষ্টায় আছি। একদিন হয়তো পারবো।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩৭
নতুন
১৮ | রানা মেহের | বুধ, ২০০৮-০৯-১৭ ১৮:০৬
লেখা যথারীতি ভালো হয়েছে।
ইয়ে মানে ওয়ান্টেড সিনেমাটা না
আমার বেশ ভালো লেগেছিল।
আপনার বাবা মা যেন আপনার এই লেখাগুলো
না পড়েন। তারা এমনিতেই কষ্টে আছেন।
তাদের কষ্ট আর না বাড়ুক।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৩৮
নতুন
১৮.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ১৮:৩৬
রানা মেহের,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমি আসলে একজন বাজে ব্লগার। আমি খুব ভালো করেই জানি। সবাই কত সুন্দর সুন্দর লেখা লিখে। আমি লিখি খালি দুঃখময় ফ্যাচফ্যাচ টাইপ লেখা। এই দুঃখগুলা আসলে সবই ভুয়া। সোজা ভাষায় মিথ্যা। এইগুলা না লিখলে সবচে ভালো হতো।
কিন্তু মাঝে মাঝে লিখতে খুব ইচ্ছা করে। সেটা অবশ্যই মানুষজনের মন্তব্য পাবার লোভে। এই লোভে পড়ে আমি মিথ্যা মিথ্যা কথা লিখি।
বাবা মা পড়ার সম্ভাবনা নেই। যদি কখনও সেই সম্ভাবনা এসে পড়ে তাহলে সব ডিলিট করে ফেলা যাবে।
বাবা মাকে ইচ্ছা করে কষ্ট দিতে কে চায় বলেন? আসলে আম্মুর কথাই ঠিক। এতোদিন পরেও বোধহয় আমার ম্যাচিওরিটি আসেনাই। আমাকে অপেক্ষা করতেই হচ্ছে সেজন্য।
ভালো থাকবেন।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৩৯
নতুন
১৯ | রানা মেহের | বুধ, ২০০৮-০৯-১৭ ২১:০৫
রায়হান
"আমি আসলে একজন বাজে ব্লগার। আমি খুব ভালো করেই জানি। সবাই কত সুন্দর সুন্দর লেখা লিখে। আমি লিখি খালি দুঃখময় ফ্যাচফ্যাচ টাইপ লেখা।"
এগুলো কি অভিমান থেকে বলা।
আমি কিন্তু মন থেকেই বলেছি লেখা ভালো।
তবে এটা প্রশংসা বারবার শোনার টেকনিক হয়ে থাকলে,
দ্যাটস্ অলরাইট (দাঁত বের করা হাসির ইমোটিকন)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৪০
নতুন
১৯.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ২১:৩৫
যাক দুইবার প্রশংসা পাওয়া গেলো।
আসলে বাবা মার কথা আসাতে...
তাছাড়া আপনার মন্তব্য পড়ার আগে ব্লগ সংক্রান্ত একটা ঝামেলা হইছি্ল। কি থেকে কি লিখছি কে জানে।
তবে অবশ্যই আপনার উপর অভিমান করি নাই। এইটা সিউর। ভুল বুইঝেন্না।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
উদ্ধৃতি | ঘ্যাচাং | সম্পাদনা | reply | আপত্তি জানান
৪১
নতুন
২০ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৯-১৭ ২২:১৬
চিন্তা করতাসি আমিও ইউক্রেন যামুগা। সন্ন্যাসীজী খালি একবেলা খাওনের ব্যবস্থা করলেই হয়।
ইনটু দ্যা ওয়াইল্ড দেইখ্যা মনে হইসিল তখনি সব কিসু ছাইড়া ছুইড়া যাইগা।
কিন্তু তোদের কথা ভাইবা আর যাইতে পারলাম না।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
উদ্ধৃতি | ঘ্যাচাং | reply | আপত্তি জানান | লেখককে মেসেজ
৪২
নতুন
২০.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৯-১৭ ২২:৩৯
তুইও লাইন দিলি হ্যার বাসায়? এখন তো আমাদের কাউরেই জাগা দিবোনা।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
মন্তব্য
আপনার শেষ কয়েকটি পোস্ট আগের পোস্টের কপি, পেস্ট - মন্তব্য সহ। কারনটা কি জানতে পারি? জাস্ট কিউরিয়াস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন