পরীক্ষা শেষ হবোনা, হবোনা বলেও একদিন ঠিকই শেষ হয়ে গেলো। মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এ "ব্যাম্বো ইজ দি খাড়া খাড়া" খাবার পরও আমার দুঃখের বদলে বেশ সুখ সুখ লাগতে থাকলো। একবার যখন খেয়েছি তখন আর চেষ্টা করে লাভ কী, ভেবে এক ঘন্টার আগেই হল থেকে বের হয়ে, তপুর গানের সেই "ছেলেটাও পরে ফুলহাতা শার্ট" এর ছেলেটার মতো আমার একমাত্র ঝাক্কাস ফুলহাতা শার্টটা পরে উত্তরার বাসে উঠে বসলাম।
প্রতি পরীক্ষার পরেই উত্তরা যাওয়া হতো। সে দাঁড়িয়ে থাকতো এক দেড় ঘন্টা আগে থেকেই, কিন্তু আমি জানতাম সেদিন ঠিকই একটু দেরী করে ফেলবে। তাতে কি, বাউনিয়ায় আমাদের মাথার ঠিক এক হাত উপর দিয়ে বাবা প্লেন, বাচ্চা প্লেনগুলো ছুটে গেলো ঠিকই, একদম অন্যদিনগুলোর মতো। আমরাও টুপটাপ কয়েকটা প্লেন পেড়ে বাসায় সাজিয়ে রাখবো বলে ভেবে রাখলেও ঠিক অন্য দিনগুলোর মতো আসলেমির জন্য আর পাড়লাম না ...
বাউনিয়ায় যখন প্রথমবার গেলাম, জসীমউদ্দিন রোড থেকে রিকসা করে- আমি রীতিমত টাশকি। এয়ারফোর্সের "বিকল্প কালো ট্যাক্সি" র মতো একটা ফাইটার ধুম করে কানটা ফাটিয়ে দিয়ে চলে গেলো। পাইলটটা অনেক চেতে ছিল মনে হয় আমার উপর, সে নামলোনা, ঘুরে এসে আবার কান ফাটিয়ে, আবার কান ফাটিয়ে এভাবে পাঁচ পাঁচবার কান ফাটিয়ে তারপর হারিয়ে গেলো "মহান" জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কোন কোণায় ...
পরীক্ষার পর ঘুরতে ঘুরতে মারা যাবো। তারপর কই ঘুরলাম আমরা? প্রথমদিন টিএসসিতে বসে থেকেই ঘুরে আসলাম লঞ্চে করে চাঁদপুর, সেখানে বসে থেকেই ময়মনসিংহ, নারায়ণগঞ্জ। তারপর সত্যি সত্যি কুমিল্লার পানাম সিটিতে যাওয়ার জন্য আমরা সায়েদাবাদ চলে আসলাম। এবং সায়েদাবাদ আসার পর পানাম সিটিকে আরেকদিনের প্ল্যানের খাতায় ফেলে আপাতত বসুন্ধরা সিটিতে যাবার প্ল্যান করলাম ...
আধা ঘন্টা পর সারা বাংলাদেশ ঘোরা শেষে আমরা আবার টিএসসিতে। একটা মাউন্টেনডিউ। আর উপরে একটা ফ্যান ...
মন্তব্য
বানান:
১) বিমানবন্দরের কোন কোনায়: "কোণায়" হবে
২) নারায়নগঞ্জ: "নারায়ণগঞ্জ" হবে।
সরি, রায়হান আবীর ভাই
দুইটার উপর দিয়েই গেলাম আপনার দুই পয়েন্ট
পাইলটটা অনেক চেতে ছিল মনে হয় আমার উপর, সে নামলোনা, ঘুরে এসে আবার কান ফাটিয়ে, আবার কান ফাটিয়ে এভাবে পাঁচ পাঁচবার কান ফাটিয়ে তারপর হারিয়ে গেলো "মহান" জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কোন কোণায় ...
কারণটা কি ছিল? তুমি কার জন্য দাঁড়িয়ে ছিলে? সে পাইলটের কি হয়? ঃ)
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দুই জায়গাতেই কী হবে, কি নয়। আপনি এই পোস্টে -২। আমি +৪। মুহুহুহুহুহু।
কী আর কি এর মইদ্যে পার্থক্য কি ??????
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নিচে দেখেন। আবারও তো ভুল করলেন। এইটা বিবেচনা করা যায় অবশ্য। এই দানে আপনি দুধভাত।
তবে নীচে দেইখেন না। "নীচ" একটা বিশেষণ, আংরেজিতে যাকে বলে MEAN-MINDED। আর নিচ হচ্ছে নিচে, নিম্ন অংশে।
যদি প্রশ্নের উত্তরটা হ্যাঁ/না এর মাধ্যমে দিয়ে দেয়া যায় তখন "কি" ব্যবহৃত হয়। আর যদি উত্তরে শুধু হ্যাঁ/না দিয়ে কাজ না হয়। বিষয়টা বুঝাতে অল্পকিছু কথা হলেও বলতে হয় তখন প্রশ্নে "কী" ব্যবহৃত হয়।
বুইজতে হাইচ্ছেননি?
লোল। ছরি!!!!!!!! একটু নিচে গিয়া দেখি হিমু ব্যাটায় উত্তরটা দিয়া দিছে।
তাই তো, সে পাইলটের কী হয়। জাতির বিবেগের কাছে এই প্রশ্ন
রায়হান, -২, কিন্তু তোমারে -৪তে নামিয়ে দিচ্ছি দেখো।
এখানে কী হবে, কি নয়।
এখানে ধুম হবে, ধূম মানে ধোঁয়া। ধুমধাম ধুমধাড়াক্কার জন্যে হ্রস্ব উ-কার।
মুহুহুহুহুহুহুহুহু।
কী আর কি এর পার্থক্যটা এখনও ধরতে পারিনা
খুব সোজা। যদি প্রশ্নের উত্তরটা হ্যাঁ/না দিয়ে দেয়া যায়, তাহলে হবে কি। আর যদি এর বাইরে যেতে হয়, তাহলে কী।
উদাহরণ দিই দ্যাখো।
তুমি কি খেয়েছিলে? [এখানে আমি জানতে চাইছি, তুমি আদৌ খেয়েছিলে, নাকি খাওনি। উত্তর হতে পারে, হ্যাঁ, খেয়েছিলাম, কিংবা না, খাইনি।]
তুমি কী খেয়েছিলে? [আমি জানতে চাইছি, তুমি কোন সে খাদ্য খেয়েছিলো। উত্তর হতে পারে, ভাত ডিম তরকারি ফলমূল শস্য আমিষ বা নিরামিষ চর্ব ও চোষ্য ...]
Key to কী আর কি।
চ্রম!!!
হিমু পোলাটা চ্রম খ্রাপ। জীবনটাকে জটিল করে তুলছে। এইবার ধরতো ভুল ঃ)
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমি একা না। এইবার সবাই সবার ভুল ধরবে। কে হবেন শের-এ-বানান, কে জিতবেন সেই মহামূল্য ক্যারিকেচার?
চোখ রাখুন সচলের পর্দায়।
- গুরু আমার অনেকদিন পরে লিখছে। এই খুশিতেই পাঁচ দাগায়া ফেললাম। নম্বর তো আগেই সবাই টানাটানি করে নিয়ে গেলো, আমি কেবল জিগায়ে গেলাম, "কাহিনী কী!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহ!!! কতদিন পর নিজের পিসি থেকে অনলাইন হইলাম ... গুরু, কাহিনী বড়ই জটিল। সাক্ষাতে বলা হইবো
পরে = পড়ে, দুই ক্ষেত্রেই
লেখাটা ফাঁকিবাজি হলো।
উহু, পিপিদা রিডাবল খাইলেন ... আমরা বই "পড়ি", কিন্তু হাফপ্যন্ট "পরি"
রায়হানও আজকাল কম কম লেখে
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হায় হায়রে, মাথা তো গেছে মনে হয়
পড়া আর পরা নিয়ে একটা প্যাঁচ আছে।
প্রশ্নকর্তা: তুমি কী পড়?
উত্তরদাতা: আমি প্যান্ট পরি।
প্রশ্নকর্তা: কোথায় পড়?
উত্তরদাতা: এই যে এখানে! কোমরের দু্ ইঞ্চি নিচে।
রায়হান বড় লেখক হই গেছে। তাই কম লেখে।
এত গড়াগড়ি দিয়া হাসির কি হইলো? টুয়েন্টি-নাইন পারি না নাকি? B)
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আপনি টুয়েন্টি নাইনও পারেন? (তালিয়া)
বেশ কয়েকদিন পর কালকে এক ফ্রেন্ডের বাসা থেকে সচলে মাথা তুললাম। মানুষজনের লেখা পড়ে নিজেরও একটা ব্লগ দিতে ইচ্ছে হলো। নানা ঝটিলতায় দুই ঘণ্টায় এই কয়লাইন লিখতে পারছি ...
তবু মন্তব্য এবং কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদz।
বানানের ক্রসফায়ারে পড়ার ভয়ে এই পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
মন্তব্য করা থেকে বিরত থাকলেন ঠিকাছে, কিন্তু পড়া থেকেও কি বিরত ছিলেন?
যাক অবশেষে রায়হানের লেখা পাওয়া গেল। সেই খুশিতে আমিও পাঁচ দাগাইলাম।
আর একটা ভুল ধরায়া দেই - পানাম সিটি তো কুমিল্লায় না, সোনারগাঁ'য়
পরীক্ষা শেষ সেই আনন্দে খালি ঘোরাঘুরি করলেই হবে না। সচলে লেখাও পোস্টাইতে হবে। খালি একজনের কথা ভাবলেই চলবে, ভক্ত পাঠককুলের দিকেও তো দৃষ্টি দিতে হবে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হুম ভুল হই গেছে। লাভ নাই, তথ্যগত ভুলের জন্য পয়েন্ট দেবার সিস্টেম নাই
পোস্টাবো, পোস্টাইতে পোস্টাইতে দিন দুনিয়া ছ্যাড়াব্যাড়া করে দেওয়া হইবেক।
হুম... প্রেম করা ভালো, স্বাস্থ্যের জন্য...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মামা, নিজের স্বাস্থ্য দেখেছেন আয়নায় দাঁড়িয়ে ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আপনার স্বাস্থ্য কি ভালু?
- মোটেও ভালু না, কারণ এই ব্যাটা প্রেম করে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেকদিনপর!
থ্রী মাস্কেটিয়ারদের খুব মিস করি।
আমি কিন্তু নেটে থাকলেই সচলে থাকি। ইদানিং লিখতে ইচ্ছে হয় না, মনে হয় কী হবে লিখে, তাই পোস্টানো হয় না নিয়মিত ...
ক্যাম্নে কী?
ভাটা কেন?
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
- বয়সের দুষ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাও ভালো, স্বপ্নের দুষ না
আমার ভাটা হোক ঠিকাছে, আপনার না জোয়ারে থাকার কথা। কই আপনিও তো দেরী করে করে ব্লগ দেন।
পরীক্ষা বাম্বু গেছে বুঝতেই পারছি!(এই বস্তু ভাল গেছে এইটা শুনলেই অবাক লাগে!!) আমার এক দোস্ত ফেচবুকে স্ট্যাটাস দিছে "পরীক্ষা শেষ" সাথে আমিও": -P। অনেক দিন পর তোমার লেখা পড়তাছি। ভাল্লাগ্লো।
------------
উদ্ভ্রান্ত পথিক
ধন্যবাদ।
(মানিক)
সে দাঁড়িয়ে থাকতো এক দেড় ঘন্টা আগে থেকেই...
মেয়েদেরকে অপেক্ষা করায় যেইসব ছেলেরা, এরা চ্রম খ্রাপ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তাই বুঝি আপনাকে কে অপেক্ষা করিয়ে রাখে আফা?
ব্যাদ্দপ পোলা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেচারা ছেলেটা কতদিন পরে দুই তিনটা প্যারা লিখেছে, সবাই এর মধ্যে এসে বানান শেখান শুরু করে দিলেন ! আরো দুই চারটা প্যারা লিখুক । এই টুক লেখার মধ্যে বানান ভুল ধরতে গেলে তো "ফোঁড়া কাটতে কাটতে মানুষ উধাও" হয়ে যাবে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
উৎসাহ পাইলাম।
এতো ছোট্ট লেখা দিলে হয়?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
না। বড় লেখা দিবো। তখন মন্তব্য করার ভয়ে আর লগিন কর্তে পারবেন না।
পড়া শুরু করতে না করতেই লেখাটা টুপ করে শেষ হয়ে গেল, তবে ভালোলাগাটা না...
কী আর বলব, আরো নিয়মিত হওয়ার অনুরোধ করলাম শুধু।
ভালুলাগা অব্যাহত থাকুক। রায়হান আবীর আবার নিয়মিত হোক!
বানানের ভয়ে লুকিয়ে আছি, বান্দরে ভরা বন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই তাইলে বসুন্ধরা কাহিনী আর আমাদের এলাকায় এসে চলে যাও সুখী মানুষ, একটু চেহারাও দেখাও না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আঁতেল পোলাপানরে কোন চেহারা দেখানো হবে না। ফোন্দিলেই খালি ক্লাসে আর ক্লাসে। এতো ক্লাস করস ক্যান?
সেইরকম অ্যাডভেঞ্চার চলছে দেখি! ভেরি গুড। ক্যারি অন...
স্পেলিং এর ভয়ে ঠুউউ মাচ ইংলিশ ওয়ার্ড ইউজ করলাম।
(বিদেশী শব্দের বাংলা বানানে নাকি কোন ভুল নাই?!)
— বিদ্যাকল্পদ্রুম
নতুন মন্তব্য করুন