সে এক বিশাল জলাশয়, নীল আকাশের নীচে অনেকটা নীল। আমরা ক'টি প্রাণী উপরে নীচে সেই নীলের সাগরে হারিয়ে গেছি প্রায়। আর সে কী নীল, টর্কোয়েশ সেরুলিয়ান প্রুসিয়ান আলট্রামারিন আর যা যা আছে শব্দের ভান্ডার, সব উজাড় ক'রেও তার নাগাল পাওয়া যায় না। কথা না বাড়িয়ে শেষ করি, ছবিই কথা বলুক তার হয়ে।
দক্ষিণ জার্মানীতে, স্টুটগার্ট থেকে ফ্যুসেন যাওয়ার পথে
মন্তব্য
আইল্লা!
খপাং করে আমার ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেললাম৷
--------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আহা, এমন জানলে আরেকটু বড়ো মাপের দিতাম!
আর আপনি মশাই খুব শক্তি কাপুরের সিনেমা দেখেন, আইল্লা!
আরে না না আমি পুণেতে থাকি তো৷ "আইল্লা' এখানকার লোকেদের চব্বিশঘন্টার বুলি৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
সবকিছু যেন থেমে আছে। সুন্দর ছবি।
...............................
নিসর্গ
ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক। সত্যিই সব কিছু খুব শান্ত ছিলো সেদিন। লোকজন তো এমনিতেই থাকে না কোথাও। আকাশ, জল আর আপনি, নিন কত উপভোগ করবেন করুন।
অপরূপ!
আশ্চর্য সুন্দর!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধন্যবাদ, তুলিরেখা।
টুন টুনি পাখীর মত বলতে ইচ্ছে করছে -
'রাজার আছে যে ধন আমার আছে সে ধন।'
উপরের ছবির মত স্থান আমাদের বাংলা দেশেও আছে। তবে এত সুন্দর নীল নেই।
'রাজার নেই যে ধন আমার আছে সে ধন'
পাঠকের নিমন্ত্রণ থাকল কাপ্তাই লেক, আর ফয়েজ লেক ভ্রমণের। এখানে নীলের বদলে অন্য জিনিষ আছে...
ছবি ভাল লাগল।
আমাদের দেশে অসাধারণ সুন্দর জায়গা অনেক আছে, সে কথা প্রশ্নাতীত। তবে আকাশের রঙ এই সব দেশে যেমন গাঢ় নীল হয় তেমনটা দেখিনি। দূষণ আর ধোঁয়াশায় রাতে এতো তারাও দেখা যায় না। নৈনিতালের লেক প্রথমবার যখন দেখেছিলাম তখন যতো নির্মল সুন্দর ছিলো দশ বছর পরে গিয়ে দেখলাম তার বারোটা বাজিয়ে ছেড়েছে, লেকের পাড় ঘঁেষে ময়লা আবর্জনা আর পলিপ্যাক ভাসছে। কোডাইতে শুনলাম খুব কড়াকড়ি ক'রে এই দূষণ ঠেকানোর চেষ্টা চলছে।
আরে আপনাকে থাংকু জানাতে ভুলেছিলাম, জানি না কবে যাওয়া হবে কিন্তু বাংলাদেশ যাওয়ার প্রবল ইচ্ছে আছে।
মূলত:, আপনাকেও একটা ছবি দেই তাহলে, এটা ৪০০০ ফিট মতো ওপরের প্লেন থেকে তোলা, কিন্তু ক্যামেরাটার কারণে এবং ভীষণ বাম্পি রাইড হবার কারণে ওই যে পাঁচশো রকম নীলের শেড ওটার সৌন্দর্য কিছুই আসেনি, কিন্তু সত্যিই জায়গাটা অপার্থিব ছিলো। আপনার ছবিটার মতই।
lake Wakatipu from Cessna at Milford Sounds
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??[/color]
কোনদিন যেতেই হবে, এমন স্থানের তালিকায় জুড়ে দিলাম। অসামান্য।
পাঠক যে মূলত কী, তা নিয়ে খুব সন্দেহে আছি এখন।
হা হা ইশতিয়াক, অনেক ধন্যবাদ।
দক্ষিণ জার্মানী বেশিরকম সুন্দর, আর বড্ডো সবুজ। আমি ছিলাম স্টুটগার্টে, সেখানে অফিস ফ্লোরেও এতো গাছ ছিলো যে জঙ্গুলে লাগতো, আমার "সাফোকেটিংলি গ্রীন" নিয়ে অভিযোগ শুনে ওরা খুব মজা পেতো।
আপনার দেওয়া ছবিতে নীল কিন্তু সত্যিই অপার্থিব লাগলো। সাইপ্রাসের সমুদ্রে এই জাতীয় নীল দেখেছিলাম, তবে এতো সুন্দর নয় বোধ হয়। ছবিটা খুঁজে পেলে পোস্ট করবো একদিন।
যে অন্যকে পাঠ করায় সেই পাঠক।
এইটা ঠিক বলেছেন প্রকৃতিপ্রেমিক, আমি চাই সব্বাই আরো পড়ুন, বইয়ের মতো জিনিস হয়?
এতো পানি দেখাইতেছেন ক্যান্ ? আমাগো কি পানি নাই নাকি ! এই দেখেন-
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হা হা
স্যাক্সন স্কাই?*
স্টুটগার্ট কি গ্রেটার স্যাক্সনির অংশ না?
না বোধ হয়, ঐ অঞ্চল বাভেরিয়া প্রদেশে পড়ে। উইকিতে দেখলাম উত্তর জার্মানী থেকে স্যাক্সনদের উৎপত্তি, আর স্টুটগার্ট তো ঘোর দক্ষিণ, এই ছবিটা আরো দক্ষিণের।
চমৎকার, ইস্ আকাশটা যদি আরেকটু দেখা যেত
...........................
Every Picture Tells a Story
এক-তৃতীয়াংশ নীতি মেনে তোলার কথা বলছেন? বেশী ক'রে আকাশ সমেতও তুলেছি কিছু ছবি, তবে আমি বিশাল জলরাশি দর্শকের নাকে একটি গদাম্ ক'রে ঘুঁষি মারুক এমন এফেক্ট আনতে চাইছিলাম।
দারুন জায়গা। তবে আমারও মনে হচ্ছে আকাশটা আরেকটু দেখা গেলে মন তৃপ্ত হত ...
তা'লে আরেকদিন আকাশভ্রমণ করা যাবে'খন
কথা কইছে।
হুম।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভালো বুঝলাম না কী বলেছেন, তবে ভালো কিছুই হবে ধরে নিয়ে থাংকু জানালাম
আপনার নিজের কথার রেশ ধ'রে বলছিলাম।
আপনি লিখেছিলেন এমন ক'রে, যে- আপনি নিজে ব'লে আর কিছু বুঝানোর নাই, ছবিই কথা বলুক নিজের হয়ে। তাই, আমি বলেছি যে- হ্যাঁ, ছবি কথা কইছে ভালোই। এইবার কিলিয়ার লিচ্চয়?!
[ একটা গল্প শোনেন। হঠাত্ আগের শোনা হয়ে থাকলেও আবার শোনেন-
এক অতি-সজ্জন ভদ্রলোক রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে 'থ্যাংক্যু' ব'লে বাড়ি ঢুকছেন। তো, এই শব্দটা রিকশাওয়ালার কাছে নতুন ব'লে, রিকশাওয়ালা সেই ভদ্রলোকের চ'লে-যাওয়ার দিকে তাকিয়ে স্বগতোক্তিতেই বলছে- "থ্যাংকু যদি ভালো জিনিস অয়, তাইলে তো ভালোই। আর যদি থ্যাংকু খারাপ কিছু অয়, তাইলে তুই-সুদ্ধা তোর চোদ্দগুষ্টি থ্যাংকু!" ]
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এক্কেরে কিরিসটাল কিলিয়ার
গল্পটা আগে শুনি নি, তুই-সুদ্ধা তোর চোদ্দগুষ্টি থ্যাংকু!
অদ্ভুত প্রশান্তময় !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সত্যিই তাই, ভীষণ সুন্দর ছিলো জায়গাটা।
অসাধারণ! তবে আকাশের অংশ আরেকটু বেশি থাকলে ছবিটা আরো বেশি সুন্দর হতো বলে মনে হচ্ছে আমার কাছে
মুস্তাফিজ ভাইকে লিখেছি এর উত্তর, উপরে। আসলে এই রকম মনে আকাশ ইউরোপে সুদুর্লভ নয়, কিন্তু এমন জল দেখে মাথা আউলে গেছিলো।
- ছবিটা কথা বলছে, এইবার জায়গাটার বর্ণনা সমেত আপনি কথা বলেন।
ফ্যুসেন গেছি, স্টুটগার্ট হয়ে না, উলম-আউসবুর্গ হয়ে। এই জায়গাটা ঠিক কোথায় জানলে মাসখানেকের মধ্যেই জোড়াখানেক সচল মডুকে পটিয়ে (একজন ক্যামেরাম্যান হিসেবে আরেকজন ট্যুরে মুরুব্বি হিসেবে) সেদিকে একটা শর্টকালীন ট্যুর দেয়া যায়।
কী আছে দুনিয়ায়। মরার আগে সব দেইখা টেইখা মরাই ভালো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বিপদে ফেললেন রে ভাই, আমি ছিলাম স্টুটগার্টে, গেছিলাম কালো জঙ্গলে বেড়াতে, আর আমি সেই ট্যুরে গাড়ি চালানো বা পরিকল্পনায় ছিলাম না। অল্পদিন ও দেশে ছিলাম ব'লে ভূগোলটাও তেমন পোক্ত হয় নি। এটা পথে একটা জায়গায় অটোবান একটা ব্রিজের উপর দিয়ে এই লেকটাকে পার হয়, আমরা সেখানে একটা স্টপ নিয়েছিলাম, ছবিটা তখনই তোলা। জায়গাটা টুরিস্ট-স্পট ঠিক নয়, সেজন্যই বোধ হয় নামধাম সেভাবে লেখা ছিলো না, অন্ততঃ আমি নোটিস করিনি।
বিশেষ কিছু তথ্য দিতে পারলাম না ব'লে দুঃখিত।
নতুন মন্তব্য করুন