রায়হান আবীরের সাথে জার্মানীর ছবি পোস্টে আকাশ নিয়ে কথা হচ্ছিল। ভাবলাম যে আকাশভ্রমণের কথা হলো সে প্রসঙ্গে আরেকটা আকাশ দেখা যাক।
লন্ডনের কাছে কিউ গার্ডেন ব'লে একটা ঐতিহ্যবাহী বাগান আছে যেখানে সহকর্মীদের সাথে "পার্টি/ট্রিপ" ছিলো। আমি এই সব সমাবেশে বোরড হয়ে যাই খুব দ্রুত (বোরড-এর বাংলা কী?)। ভাগ্যিস ক্যামেরাটা ছিলো আর ছিলো সুন্দর একটা আকাশ।
বাগানের মালীরা কি আকাশটাকেও চষে দিয়ে গেছিলো?
মন্তব্য
"একঘেয়েমির কারণে বিরক্ত"- এটা বেশি কথায়। আর এক কথায় বললে, "পেরেশান"!
আপনার কমেন্টটাই প্রথম, প'ড়ে ঘাবড়ে গেছিলাম, এতো খারাপ পোস্টালাম যে আপনি "একঘেয়েমির কারণে বিরক্ত"?
পরে বোঝা গেলো যখন নীচে আরো অনেককে দেখলাম "একঘেয়েমির কারণে বিরক্ত" হতে।
ছবিটা পারলে বড়ো করে দেন... ভালো লাগবে!
বোরড-এর সরাসরি বাংলা তো হয় না... এভাবে বলা যেতে পারে যে, এত একঘেয়ে লাগছিল যে বলার মতো না...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
বস ছবি বড়ই আছে। জাস্ট ছবির উপ্রে মাউসের রাইটবাটনটা ক্লিক করেন।
হ্যাঁ, এটা কাছাকাছি আসে। তবে বোরিং যেমন সরাসরি একঘেয়ে, বোরড-এর হয় না ঠিকই।
আবীর তো বলেই দিয়েছেন ছবি বড়ো করার কথা। নাকি আরো বড়ো করতে বলেছেন? আসল ছবিটা বিশাল ছিলো, আমি ছোটো করে পোস্টালাম যাতে স্ক্রোল না করতে হয়।
থাংকু
হ, আকাশে ফুলচাষ হৈছে তো দেখতেছি!
বোরড-এর বাংলা হয় নাই, কারণ বোরড-ই তো বাংলার চে' বেশি বাংলা হৈয়া গ্যাছে। ;)তবে, "চিপায় পইড়া হাড্ডি" মনে হয় একটা সম্ভাবনাময় প্রতিশব্দবন্ধ হৈতে পারে!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হা হা, হ্যাঁ আমরা একটু তাড়াতাড়িই বোরড হই বোধহয়।
আকাশের ফুলচাষ নামটা আকাশভ্রমণের চেয়ে ভালো।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মানে!!! কি বলবো। অসাধারণ ...
যাক আপনার আর মুস্তাফিজ সাহেবের জন্যই এই আকাশভ্রমণের ছবি পোস্টানোর কথা মাথায় এসেছিলো, ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
সুন্দর ছবি, ভালো ছবি
...........................
Every Picture Tells a Story
অনেক ধন্যবাদ। ফোটো নিয়ে আপনার প্রশংসা পেলে তার মূল্যই আলাদা।
আসলেই তো, মালীদের কান্ড বোঝা ভার! কিন্তু, আমার না, বাড়িটার চেহারাও খুব ভাল্লাগ্লো!
বাড়িটা সত্যিই ভীষণ সুন্দর, আর তার ভেতরটাও সুন্দর সুন্দর অর্কিড ক্যাকটাস ইত্যাদিতে ঠাসা, ওটাই ঐ বাগানের গ্রীনহাউস।
সুন্দর !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ।
খালি ছবি তোলার জন্যই মাঝে মাঝে বিদেশে যাওয়া দরকার দেখি...
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
চইলা আসেন, এইদিকে আমার এইখানে যদ্দিন খুশি থাকেন, যত ইচ্ছা ছবি তোলেন।
সুন্দর। বেশ ওয়াইড ছবি। কী লেন্স?
এটা ক্যানন ই ও এস ৩০০-এ তোলা, নন-ডিজিটাল।
না মানে লেন্সটা কত ছিল? কত মিমি ছিলো? EOS 300 এর লেন্স ডিপ্রিভিউতে দেখাচ্ছে ১৮-৫৫মিমি। আপনারটা কি সেটাই?
দুখানা লেন্স, একটা ২৮-৮০ মিমি, আরেকটা ৭৫-৩০০ ।
এই ছবিটা ২৮-৮০ দিয়ে তোলা বলেই মনে হচ্ছে।
এই ছবি তো এক্সিবিশনে যাওয়ার মতো; কবে যে এরকম ছবি তুলতে পারব
সত্যি বলছেন? আমার ফোটোগ্রাফি নিয়ে পড়াশুনা বা জ্ঞানগম্যি নেই কিছুমাত্র, তাই রসিকতা করলেও ধরতে পারবো না, প্রচন্ড খুশি হয়ে যাবো কিন্তু।
আহা কিউ গার্ডেনস্!
বহুদিন পরে শুনলাম আর বহুদিন আগের কথা মনে পড়ে গেল।
২০০১-এ একবার যাওয়া হয়েছিল একটা সায়েন্স ফোরামের অংশ হিসেবে। আমার সাথে বিভিন্ন দেশের আরো অনেক ছেলেমেয়ে ছিল। মনে আছে, বাগানের কোন একটা গ্রীন হাউজে ঢুকে কলাগাছ দেখে বেশ ভাব নিয়ে বলেছিলাম, 'এই গাছ আমাদের দেশে অনেক পাওয়া যায়'। আর সেটা শুনে বাকিরা বেশ মুগ্ধও হয়েছিল মনে পড়ে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
হা হা, গ্রীনহাউসের ট্রপিকাল গার্ডেনে গেলে অনেক চেনা গাছ দেখা যায় সত্যিই। বেশ ভেজা ভেজা আর চেনা চেহারা অনেক।
কী চমৎকার মন ভালো করে দেয়া একটা আকাশ... দারুণ ছবি।
অনেক ধন্যবাদ প্রহরী ভাই। একেক দিন মন ভালো করার জন্যই বোধ হয় এই রকম আকাশ জেগে ওঠে আকাশের গায়।
নতুন মন্তব্য করুন