ছবিতে গল্প ২: আকাশভ্রমণ

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ২৭/০৪/২০০৯ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

রায়হান আবীরের সাথে জার্মানীর ছবি পোস্টে আকাশ নিয়ে কথা হচ্ছিল। ভাবলাম যে আকাশভ্রমণের কথা হলো সে প্রসঙ্গে আরেকটা আকাশ দেখা যাক।

লন্ডনের কাছে কিউ গার্ডেন ব'লে একটা ঐতিহ্যবাহী বাগান আছে যেখানে সহকর্মীদের সাথে "পার্টি/ট্রিপ" ছিলো। আমি এই সব সমাবেশে বোরড হয়ে যাই খুব দ্রুত (বোরড-এর বাংলা কী?)। ভাগ্যিস ক্যামেরাটা ছিলো আর ছিলো সুন্দর একটা আকাশ।

বাগানের মালীরা কি আকাশটাকেও চষে দিয়ে গেছিলো?


মন্তব্য

ধুসর গোধূলি (চিপায় আছে) এর ছবি

"একঘেয়েমির কারণে বিরক্ত"- এটা বেশি কথায়। আর এক কথায় বললে, "পেরেশান"!

মূলত পাঠক এর ছবি

আপনার কমেন্টটাই প্রথম, প'ড়ে ঘাবড়ে গেছিলাম, এতো খারাপ পোস্টালাম যে আপনি "একঘেয়েমির কারণে বিরক্ত"?

পরে বোঝা গেলো যখন নীচে আরো অনেককে দেখলাম "একঘেয়েমির কারণে বিরক্ত" হতে। হাসি

মৃদুল আহমেদ এর ছবি

ছবিটা পারলে বড়ো করে দেন... ভালো লাগবে!
বোরড-এর সরাসরি বাংলা তো হয় না... এভাবে বলা যেতে পারে যে, এত একঘেয়ে লাগছিল যে বলার মতো না...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রায়হান আবীর এর ছবি

বস ছবি বড়ই আছে। জাস্ট ছবির উপ্রে মাউসের রাইটবাটনটা ক্লিক করেন।

মূলত পাঠক এর ছবি

হ্যাঁ, এটা কাছাকাছি আসে। তবে বোরিং যেমন সরাসরি একঘেয়ে, বোরড-এর হয় না ঠিকই।

আবীর তো বলেই দিয়েছেন ছবি বড়ো করার কথা। নাকি আরো বড়ো করতে বলেছেন? আসল ছবিটা বিশাল ছিলো, আমি ছোটো করে পোস্টালাম যাতে স্ক্রোল না করতে হয়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

মূলত পাঠক এর ছবি

থাংকু হাসি

সাইফুল আকবর খান এর ছবি

হ, আকাশে ফুলচাষ হৈছে তো দেখতেছি!

বোরড-এর বাংলা হয় নাই, কারণ বোরড-ই তো বাংলার চে' বেশি বাংলা হৈয়া গ্যাছে। ;)তবে, "চিপায় পইড়া হাড্ডি" মনে হয় একটা সম্ভাবনাময় প্রতিশব্দবন্ধ হৈতে পারে! খাইছে

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মূলত পাঠক এর ছবি

হা হা, হ্যাঁ আমরা একটু তাড়াতাড়িই বোরড হই বোধহয়।

আকাশের ফুলচাষ নামটা আকাশভ্রমণের চেয়ে ভালো।

হাসি

সাইফুল আকবর খান এর ছবি

দেঁতো হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রায়হান আবীর এর ছবি

মানে!!! কি বলবো। অসাধারণ ...

মূলত পাঠক এর ছবি

যাক আপনার আর মুস্তাফিজ সাহেবের জন্যই এই আকাশভ্রমণের ছবি পোস্টানোর কথা মাথায় এসেছিলো, ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

মুস্তাফিজ এর ছবি

সুন্দর ছবি, ভালো ছবি

...........................
Every Picture Tells a Story

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ। ফোটো নিয়ে আপনার প্রশংসা পেলে তার মূল্যই আলাদা।

স্নিগ্ধা এর ছবি

আসলেই তো, মালীদের কান্ড বোঝা ভার! কিন্তু, আমার না, বাড়িটার চেহারাও খুব ভাল্লাগ্লো!

মূলত পাঠক এর ছবি

বাড়িটা সত্যিই ভীষণ সুন্দর, আর তার ভেতরটাও সুন্দর সুন্দর অর্কিড ক্যাকটাস ইত্যাদিতে ঠাসা, ওটাই ঐ বাগানের গ্রীনহাউস।

রণদীপম বসু এর ছবি

সুন্দর !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খালি ছবি তোলার জন্যই মাঝে মাঝে বিদেশে যাওয়া দরকার দেখি...

ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

চইলা আসেন, এইদিকে আমার এইখানে যদ্দিন খুশি থাকেন, যত ইচ্ছা ছবি তোলেন।

প্রপ্রে(অফলাইনে) এর ছবি

সুন্দর। বেশ ওয়াইড ছবি। কী লেন্স?

মূলত পাঠক এর ছবি

এটা ক্যানন ই ও এস ৩০০-এ তোলা, নন-ডিজিটাল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

না মানে লেন্সটা কত ছিল? কত মিমি ছিলো? EOS 300 এর লেন্স ডিপ্রিভিউতে দেখাচ্ছে ১৮-৫৫মিমি। আপনারটা কি সেটাই?

মূলত পাঠক এর ছবি

দুখানা লেন্স, একটা ২৮-৮০ মিমি, আরেকটা ৭৫-৩০০ ।

এই ছবিটা ২৮-৮০ দিয়ে তোলা বলেই মনে হচ্ছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই ছবি তো এক্সিবিশনে যাওয়ার মতো; কবে যে এরকম ছবি তুলতে পারব চিন্তিত

মূলত পাঠক এর ছবি

সত্যি বলছেন? আমার ফোটোগ্রাফি নিয়ে পড়াশুনা বা জ্ঞানগম্যি নেই কিছুমাত্র, তাই রসিকতা করলেও ধরতে পারবো না, প্রচন্ড খুশি হয়ে যাবো কিন্তু।

মাশীদ এর ছবি

আহা কিউ গার্ডেনস্!
বহুদিন পরে শুনলাম আর বহুদিন আগের কথা মনে পড়ে গেল।
২০০১-এ একবার যাওয়া হয়েছিল একটা সায়েন্স ফোরামের অংশ হিসেবে। আমার সাথে বিভিন্ন দেশের আরো অনেক ছেলেমেয়ে ছিল। মনে আছে, বাগানের কোন একটা গ্রীন হাউজে ঢুকে কলাগাছ দেখে বেশ ভাব নিয়ে বলেছিলাম, 'এই গাছ আমাদের দেশে অনেক পাওয়া যায়'। আর সেটা শুনে বাকিরা বেশ মুগ্ধও হয়েছিল মনে পড়ে। হাসি


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

মূলত পাঠক এর ছবি

হা হা, গ্রীনহাউসের ট্রপিকাল গার্ডেনে গেলে অনেক চেনা গাছ দেখা যায় সত্যিই। বেশ ভেজা ভেজা আর চেনা চেহারা অনেক।

অতন্দ্র প্রহরী এর ছবি

কী চমৎকার মন ভালো করে দেয়া একটা আকাশ... দারুণ ছবি।

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ প্রহরী ভাই। একেক দিন মন ভালো করার জন্যই বোধ হয় এই রকম আকাশ জেগে ওঠে আকাশের গায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।