ছবিতে গল্প ৩: মায়াবী গোধূলি

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: বুধ, ২৯/০৪/২০০৯ - ১১:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বস্টনের ঐতিহাসিক উত্তরান্তে জল, নৌকা আর বিকেলের নিভন্ত আলোয় এক অন্য আকাশ। সূর্য ডুবে গিয়ে গোধূলি নেমেছে, অ্যামবিয়েন্ট আলোয় মেখে খাঁটি l'heure bleue যাকে বলে। যাঁরা ক্যামেরা নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা জানেন এই সময়ের আলোকে যেমন কী লাইট হিসেবে ব্যবহার করা যায় তেমনি ফিল লাইট হিসেবেও, কিন্তু যে ভাবেই ব্যবহার করুন, গোধূলির আলোয় তোলা ছবিতে অনেক সময়ই কনট্রাস্ট নিয়ে সমস্যা হয়। আমারটা যেহেতু ডিজিটাল ক্যামেরা নয় তাই জানারও উপায় নেই ছবি কেমন উঠলো। কপাল ভালো বলতে হবে যে খুব অন্ধকার বা ঘোলাটে হয় নি। পরে অবশ্য ফিল লাইট দিয়ে কিছু কারিকুরি করেছি ছবিটাতে।

আকাশের ইতিহাস হয় না, তাই এই অঞ্চলের কথা কিছু বলি। নর্থ এন্ড বস্টনের প্রাচীনতম এলাকা, মূলত ইতালী থেকে আসা আমেরিকানরা এখানকার বাসিন্দা। এখানকার বাড়িঘর স্থাপত্যবৈচিত্রের জন্য খ্যাত, যার মধ্যে স্কিনি হাউস একটা পরিচিত নাম। পুরোনো গীর্জা, সমাধিক্ষেত্র আর রেস্তোরাঁ রয়েছে অনেক।

কয়েক সপ্তাহ আগে টেনেসির চাট্টানুগা গিয়েছিলাম, পরদিন সেখানকার আকাশ দেখা যাবে।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

আকাশটা কি বাস্তবে সত্যিই এমন স্বপ্নরঙা ছিলো...!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূলত পাঠক এর ছবি

রঙটা খুব কাছাকাছিই ছিলো, তবে আরো অন্ধকার, যে জন্য হাইলাইট দিতে হয়েছে পরে।

সিরাত এর ছবি

আপনার শেষ পোস্টটা পাঙ্খা লাগছে! ভার্জিনিয়ার ডারডেন বি-স্কুলের ক্রিস্টফ মেয়ারের ব্লগে এরকম আড্ডার কথা প্রায়ই পড়ি। মিয়া রান্না পারেনও আপনি।

ভাইরে, নিজেরও ইচ্ছা আছিল এমবিএটা বাইরে করুম। প্রবলেম এক হইল টাকা। দুই হইল এই বদের বদ আই-ব্যাংকারডির বইয়া আনা রিসেশন। এখন এত লোন নিয়ে বাইর হইয়া চাকরি পামু কই?

একটু কন, যদি হিউম্যান রিসোর্সে মাস্টার্স বা পিএইচডি করবার চাই স্কলারশীপ টলারশীপ আছে?

সিরাত এর ছবি

রাজর্ষিদা, আপনি ইন্সট্যান্ট মেসেজিং ব্যবহার করেন। প্রোফাইলে গিয়ে ইমেইল করতে চাইলাম কিন্তু দেখলাম না, অতিথি বলে হয়তো। আমাকে মনওয়ার (monwar) এ্যাট জিমেইল এ একটা মেইল দেন, আপনাকে এ্যাড করবো আপত্তি না থাকলে।

মূলত পাঠক এর ছবি

কোনো সমস্যা নাই, তয় আমি এক্ষুণি দৌড়ামু, আজ একখান প্রেজেন্টেশন আছে। সন্ধ্যাবেলা মেইল করুম আর আড্ডামুনে?

মূলত পাঠক এর ছবি

মেইল করছি, পাইছেন তো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বিদেশী আকাশ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

দেশে থাকতে ভালো ক্যামেরা আছিলো না, থাকলে দেশের আকাশও দেখাইতাম!

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার অনুমতি ছাড়াই এটা আমার ডেস্কটপ ওয়ালপেপার বানিয়েছিলাম। বুঝতেই পারছেন ভালো লেগেছে ছবিটা।

একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন: আপনি কি ফ্রেঞ্চ জানেন?

মূলত পাঠক এর ছবি

নির্দ্বিধায় লাগান ডেস্কটপে।

নাঃ, গোমূর্খ জীবনে ফরাসী শেখা আর হলো কই! একবার ভর্তি হয়ে ছিলাম, কিন্তু সেই পরমাসুন্দরী আলজিরিয়ান রমণী গতে বাঁধা কিছু লাইন মুখস্থ করাচ্ছিলেন, তাতে হতাশ হয়ে আমি শুধু রূপমাধুরী আস্বাদন ছাড়া আর কিছু করি নি সেই ক্লাসে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।