ফুলছড়ানো পথে ১

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: শুক্র, ০১/০৫/২০০৯ - ১২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুষ্পকোষ প্রচেষ্টায় একটু হঁেইও জানাতে এই ছড়া সিরিজ। ছড়াগুলো মূলত বাচ্চাদের পাচনযোগ্য ক'রে লেখা, বড়োদের ভালো লাগলে আরো চমৎকার হয়। আজকের ফুলগুলোর উল্লেখযোগ্য রকমের দেশী পরিচিতি রয়েছে। কল্কে ফুলের ইংরিজি নাম যদিও মেক্সিকান ওলেয়ান্ডার, বাংলার যত্রতত্র কল্কেঝাড় ফুল ফুটে আলো হয়ে থাকে। কদম তো বাংলা সাহিত্যের ছত্রে ছত্রে রয়েছে, রবিঠাকুরের দৌলতে কদম্ব আর বর্ষা সমার্থক হয়ে গেছে। ঝুমকোলতা প্রসঙ্গেও তঁার কথা আসে, মৈত্রেয়ী দেবীর লেখায় পড়েছি তিনি এর নাম দিয়েছিলেন নীলমণি-লতা।

গদ্য এইটুকুই, এবার ছড়ার পালা। ভালো লাগলে আরো আসবে।


ঝুমকোলতা কও না কথা
তোমার সাথে আড়ি
চোখ পাকিয়ে তাকিয়ে থাকো
দুষ্টু তুমি ভারি


দোল কে দিলো গাছের পাতায়
বাজলো খুশির সুর
কল্কেফুলে ছলকে পড়ে
একফালি রোদ্দুর


বৃষ্টিতে ভেজা মানা, বলেছেন বাবা
সোনামুখ ভার ক'রে ভাবে ব'সে ময়না,
ভিজে ঝুপ্পুস ন্যাড়া কদমের ফুল,
তার বুঝি কোনো দিনও জ্বরজারি হয় না?


মন্তব্য

তুলিরেখা এর ছবি

চমত্‌কার! খুব সুন্দর!

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

থাংকু থাংকু !! হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হেঁইও-র জন্য ধন্যবাদ। এই চেষ্টাটা চালিয়ে যান। এই সব ছড়া নিয়ে আলাদা ই-বুক হতে পারে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ কিসের, প্রচেষ্টায় কাঠবেড়ালীর রোলে আছি তো হাসি

ছড়াও লিখবো, যতক্ষণ জনতার পড়ার উৎসাহ থাকে। আপনারা মন্তব্য জানাবেন প'ড়ে, বুঝতে পারবো আর লেখা উচিত কি না। আর ই-বুক হলে তো চমৎকার ব্যাপার !

লুৎফুল আরেফীন এর ছবি

মন ভালো করা ছড়া, আমার মতোন মূর্খও পড়ে আনন্দ পেলাম, এই না হলে ছড়া!!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

মূলত পাঠক এর ছবি

না রে ভাই পন্ডিত মূর্খের ব্যাপার না (আপনের বিনয়ের কথা আর কইলাম না)। আসলে আপনের ভিতরের বাচ্চাটা এখনো পলায়া যায় নাই, আর এই ছড়াগুলি তাগো লিগাই লিখছি কিনা তাই আপনের ভাল্লাগছে বোধ'য়।

তয় ভাল্লাগছে জাইন্যা ভালা পাইলাম। মতামত জানাইয়েন আগামীতেও।

সুহান রিজওয়ান এর ছবি

আমি কিন্তুক নীরস মানুষ,
...তয় ফুল আর ছড়া দুইডাই বালা লাগিনু...

---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মূলত পাঠক এর ছবি

বাঃ বাঃ থাংকু থাংকু হাসি

বোদলেয়ারি সিগনেচার (ঠিক বললাম তো?), নীরস লোকই বটে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছড়াগুলো সুন্দর।

কল্কেফুলে ছলকে পড়ে
একফালি রোদ্দুর

এই দু'লাইন খুবই মনে ধরলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মূলত পাঠক এর ছবি

লিখে আমারও খুব মনে ধরেছিলো এই দুটো লাইন। সাদামাটা ভাব ফোটানোই সবচেয়ে কঠিন, টের পেলাম।

আপনাকে অনেক ধন্যবাদ। হাসি

ভুতুম [অতিথি] এর ছবি

খুব ভালো লেগেছে। এরকম আরো কয়েক গুচ্ছ লিখে ফেলুন চটজলদি।

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ। নিশ্চয়ই লিখবো, জানাবেন কেমন লাগছে।

রণদীপম বসু এর ছবি

মারহাবা ! মারহাবা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূলত পাঠক এর ছবি

সুক্রিয়া সুক্রিয়া হাসি

মূলত পাঠক এর ছবি

দুই ছড়াকার কোথায় গেলেন, আকতার আর মৃদুল? আপনাদের মতামতটাও (পড়ুন প্রশংসা) একটু শুনি হাসি

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

যে শুধুই পাঠ করে সে মূলত অন্য,
এ পাঠক কলম ধরেন আন্ন্দ দেবার জন্য।

মূলত পাঠক এর ছবি

পঠন তো দরকারি লিখনের জন্য
পাঠক তুষ্ট হলে এ লেখক ধন্য ॥

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্, চমৎকার লাগল।

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ প্রহরী ভাই। ভাবছিলাম, আপনি গেলেন কই। হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

শরীরটা খারাপ ছিল। এখন ভালোই আছি, বলা চলে। হাসি

মূলত পাঠক এর ছবি

সুসংবাদ। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।