• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

আজ গান শোনা যাক বরং

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: রবি, ০৩/০৫/২০০৯ - ৭:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছড়া ছবি হলো ক'দিন, আজ চলুন গান শুনি। এই গানগুলো তেমন সুপরিচিত নয়, তবে খুব সুরেলা আর গানের কথাও রুচিসম্পন্ন।

"অন্তহীন" ব'লে একটা নতুন ছবি আসছে, তার দুটি গানের মুখরা ইউটিউব থেকে শোনা যাক।

এবার "মিশ্ররাগ" একটি টেলিফিল্মের থেকে তিনখানা গান। গানের মাঝে অল্প কিছু সংলাপ আছে, ওটুকু সয়ে নিতে পারলে গালগুলো আনন্দ দেবে। তিনটি গানই গেয়েছেন সায়ন্তনী মজুমদার।

আজ আর বেশি কথা বলার নেই। গান শুনতে থাকুন।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কী অদ্ভুত ব্যাপার, আমি আজকেই 'অন্তহীন'-এর গানগুলো ডাউনলোড করে শুনছিলাম। শান্তনু মৈত্রের প্রায় সব কাজ মোটামুটি একই ধাঁচের হলেও গানগুলো শুনতে খারাপ লাগেনি। প্রায় সবগুলো গানই চমৎকার। শ্রেয়া আবার আমার খুবই পছন্দের গায়িকা।
গানগুলো কারো লাগলে জানাতে পারেন।

আপনি কি সিনেমাটা দেখেছেন? আমার দেখার ইচ্ছা আছে। মূলত অপর্ণা সেনের জন্য। আমি তাঁর বিরাট ভক্ত। নেট থেকে ডাউনলোডের কোনো লিংক জানা থাকলে, প্লীজ জানাবেন।

মূলত পাঠক এর ছবি

অপর্ণা সেন হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা। এই নিয়ে মিছিল বার করতে হলে জানাবেন, আমি সামনে থাকবো ঝান্ডা হাতে। আহা একটু যদি অভিনয়টাও জানতেন!

অন্তহীন বোধ হয় এখনো রিলিজ করে নি, তবে করলেও ডিভিডি হাতে পেতে একটু সময় তো লাগবেই। আর আজকাল এমন সব তথাকথিত অ্যাক্লেইম্ড সিনেমা হয় যে আমি না দেখে ভালো বলতে পারি না। কাজেই এই ছবিটা যে ভালো হবে তা বলতে পারছি না, তবে সুযোগ হলে নিশ্চিত দেখবো।

অন্তহীনের গান কোথায় আছে, ই স্নিপসে? লিঙ্ক দিন তাহলে, শিগগির, আগাম থাংকু জানালাম। :)

অতন্দ্র প্রহরী এর ছবি

আহা একটু যদি অভিনয়টাও জানতেন!
তারমানে কি মশাই বলতে চাচ্ছেন যে অপর্ণা অভিনয় জানেন না! দিলে চোট পাইলাম :-(

মূলত পাঠক এর ছবি

আহা ঐ কথা লিখতে আমার দিলে যে রক্তারক্তি হয়ে গেলো সেইটা দেখলেন না? আমার এক সহপাঠির মায়ের কলেজ-বন্ধু উনি, আগে জানতাম না, তাদের বাড়িতে গিয়ে কাকিমা ও সখীদের গ্রুপ ছবি দেখে সেখানেই ঠাস ক'রে পড়ে অজ্ঞান প্রায়। কাকিমা প্রচুর হাসলেন, কিন্তু প্রেম কি আর বয়সের তফাৎ মানে! আমাদের কলেজের অ্যালামনাস উনি, একবার এক শ্রুতি নাটক করতে এসেছিলেন দীপঙ্কর দে আর গৌতম চক্রবর্তীর সাথে, অনুষ্ঠান শেষে তিনি সেলিব্রিটিদের মতো কালো কাঁচে ঢাকা গাড়িতে উঠে চলে গেলেন, আমি কাঁচটা ছুঁয়ে অব্দি হাত ধুই নি অনেককাল।

তবে সত্যি কথা হলো, ভদ্রমহিলা ভালো অভিনয় করেন এক বিশেষ ধরণের চরিত্রে, প্রচন্ড আর্বান ধনী-শিক্ষিত পরিবারের নেকুপুষুমুনু মেয়ের রোলে। অন্য কিছু হলে আর বিশেষ সুবিধা করতে পারেন না। বুদ্ধিমতী, তাই কাজ চালিয়ে নেন, কিন্তু ঐ পর্যন্তই। অনেকদিন আগে স্পন্দন ব'লে একটা হিন্দি আর্টহাউস ছবি দেখেছিলাম, তাতে অমোল পালেকরের সাথে এক প্রায়দরিদ্র চরিত্রে ছিলেন অপর্ণা, সেখানে যে কী মিসফিট ছিলেন! যাঁরা শুভদা'য় ছবি বিশ্বাসকে দেখেছেন তাঁরা বুঝবেন টর্চারটা।

তবে "বাক্স বদল"-এ অপর্ণা অসাধারণ। দেখেছেন ছবিটা? দুর্ধর্ষ, না দেখলে দেখে নিন আজই। এতো ভালো আর ইনটেলিজেন্ট কমেডি বাংলায় আর হয় নি। সত্যজিত রায় এর স্ক্রিপ্ট আর সঙ্গীত করেছিলেন। লিঙ্কটা পেলাম না, আমি মাঝেমাঝেই ডিভিডি-তে দেখি ব'লে কিনে রেখেছি।

যাক আপাতত এই ইন্টারভিউটা দেখুন ভীর সাংভির নেওয়া, তিন পর্বে রয়েছে।

I wanted to become an actress at 10: Aparna Sen
I'm glad I didn't work in Aradhana: Aparna Sen
I enjoy directing than acting: Aparna Sen

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি অবশ্য অপর্ণার যে কয়টা সিনেমা দেখেছি, বেশ ভালো লেগেছে সবগুলোই। এমনকি ওঁর পরিচালনা করা সিনেমাগুলোও। তারপরও হয়ত এতো বেশিও দেখিনি যে আপনার মতামতের প্রেক্ষিতে কিছু বলতে পারব :-)

'বাক্স বদল' কিছুতেই মনে করতে পারছি না। হয়ত দেখা হয়নি। আপনার কথা শুনে আগ্রহ অনেক বেড়ে গেল। দেখব অবশ্যই।

ইন্টারভিউয়ের লিংকগুলোর জন্য ধন্যবাদ। পড়ে দেখি...

মূলত পাঠক এর ছবি

অপর্ণা সেনকে ভালো তো লেগেছে খুবই, কিন্তু ঐ অভিনয়ের ব্যাপারটা নিয়ে নিরপেক্ষ মত দিতে পারি না ঐ জন্যই। ভদ্রমহিলা হাসলেই তো সব হিসাব গুলিয়ে যায়!

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল্লাগ্লো। চুরি করি কোত্থেকে এখন??

অতন্দ্র প্রহরী এর ছবি

'অন্তহীন' হলে আমি চুরিতে সাহায্য করতে পারি ;-)

মূলত পাঠক এর ছবি

গানগুলো শুনে আমিও মুগ্ধ, তাই শেয়ার করলাম এখানে। আপনাদেরও বলা রইলো, ভালো গান কিছু শুনলে শেয়ার করবেন কিন্তু।

মূলত পাঠক এর ছবি

আরেকটা গান শুনুন, এটা অনেকেরই চেনা হয়তো।

মূলত পাঠক এর ছবি

পেয়ে গেছি! এইখানে!

অতন্দ্র প্রহরী এর ছবি

ও, পেয়ে গেছেন দেখি গানগুলো :-)

সিনেমাটা মুক্তি পেলে, আশা করি দেখবেন নিশ্চয়ই। তারপর একটা রিভিউ কিন্তু পাওনা হয়ে থাকল আপনার কাছে...

মূলত পাঠক এর ছবি

আধুনিক বাংলা ছবির রিভিউ লিখলে প্রচুর গালাগাল খাবো। বিদেশে বসে যে সব সিনেমার প্রশংসা শুনে ভয়ঙ্কর দুঃখ পেতাম দেখা হচ্ছে না ব'লে, দেশে গিয়ে সেগুলো দেখে আমি স্তম্ভিত! লোকজন ধরেই নিলো এ বিদেশবাসের কুফল, কিন্তু কী আর করা। মোটামুটি লাগলেও বাড়িয়ে-চড়িয়ে ভালো বলা যায় কিন্তু কুৎসিত এই সব বস্তুকে সিনেমা বলতেই আপত্তি, তার উপর ভালো সিনেমা বলতে হবে নাকি!

কলকাতার সাবেকি স্টার থিয়েটার এখন সিনেমা হল তথা অডিটোরিয়াম তথা বিনোদন কেন্দ্র হয়েছে। দেখে আমি খুব খুশি, তা সেখানে বং কানেকশন দেখে ভয়ানক হতাশ হয়ে ফিরলাম। মানে ভীষণ খারাপ না হলেও বেশ খারাপ। অথচ আশা ছিলো অনেক। কিন্তু তার পরের হপ্তায় অনুরণন দেখে মনে হলো বংটা তো ততো খারাপ না, এর তুলনায় মুগুর ছাপ হাওয়াই চপ্পলের অ্যাডও বিশ্বমানের ছবি। তারপর ধরুন বালিগঞ্জ কোর্ট, বা আলো। অথচ এগুলো অনেকের ভালো লেগেছে সেকথাও তো সত্যি। তার কারণ নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু এই ছবিগুলো নিয়ে আলোচনা করি কি নিয়ে বলুন দেখি। রিডিমিং ফ্যাক্টর খুঁজে খুঁজে হতাশ হয়ে হাল ছেড়ে দিতে হয় যে শেষে। কাজেই বুঝতেই পারছেন, আমি বাংলা মুভির রিভিউ লিখলে গণধোলাইয়ের সম্ভবনা কতোটা প্রবল!

এ সবের চেয়ে আমি ভীষণ মিডিওকার "বর আসবে এখুনি"কেও ভালো সিনেমা বলতে রাজি আছি, সব খামতি সত্ত্বেও।

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার আশাভঙ্গের ব্যাপারটা বুঝতে পারছি। এমনটা আমারও হয়েছে অনেক ক্ষেত্রেই।

তবুও আপনি ভয় পাবেন না তো! লিখে ফেলুন নির্দ্বিধায়, নির্ভয়ে। কেউ কিছু বলবে না। এটা স্টেজ না যে কেউ পঁচা ডিম ছুড়ে মারবে ;-)

মূলত পাঠক এর ছবি

কিন্তু এই সিনেমাটা যে সেই অনুরণন-এর পরিচালকেরই বানানো, কাজেই বুঝতেই পারছেন আরেকটা বিষাক্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুরণন দেখেছেন? লিঙ্ক দিয়েছি আগের চিঠিতে, দেখে বলুন না কেমন লাগলো। ধরুন গোড়াতেই ঐ দম্পতি বিলেতে বাগানে বসে কফি খাচ্ছে আর অদ্ভুত এক কথোপকথন করছে, সেখান থেকেই ধরুন :)

তবে বালিকাদুটিকে অপরূপা লেগেছিলো, সে কথা না বললে অন্যায় হবে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কয়দিন পরে এই পোস্টে ঢুকে সবগুলো শুনে নিবো। আজকে না শুনি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

নিশ্চয়ই। কিন্তু তখন জানাবেন কেমন লাগলো ইত্যাদি।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার তো। ফেরারি মন কে গেয়েছে? মনে হলো উচ্চারণে একটু ইয়ে আছে। "জাহাজেড়" উচ্চারণটা "জাহাজের" মতো হওয়া দরকার।

মূলত পাঠক এর ছবি

হ্যাঁ, বাবুল সুপ্রিয়'র উচ্চারণ নিখুঁত হয় নি। বোম্বাই এফেক্ট বলতে পারেন, যদিও ছোকরা আদতে উত্তরপাড়ার। :)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাংলা মিউজিক ভিডিওর দৈন্যদশা দেখে হতাশই হই শুধু। উভয় বাংলায় সঙ্গীতের চিত্রায়ন, হোক তা সিনেমায় বা সিনেমা-বহির্ভূত, নির্দিষ্ট এক গণ্ডি ছেড়ে বেরোতে পারেনি (অল্প কিছু ব্যতিক্রম হয়তো আছে)। গতানুগতিক ধাঁচ ও ধরন, বৈচিত্র্যহীন প্রথানুগত্য, একঘেয়েভাবে প্রকৃতির পৌনঃপুনিক প্রয়োগ, কুশীলবদের গৎবাঁধা গাত্রদাহী অঙ্গভঙ্গি, চাউনি... :(

মূলত পাঠক ভাই, কথাগুলো আপনাকে উদ্দেশ্য করে বলা নয়, তা তো বুঝতেই পারছেন। আসলে আপনার দেয়া ভিডিওগুলো দেখে বহুদিন ধরে মনে-পুষে-রাখা কথাগুলো বেরিয়ে এলো আজ :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আগুনে ঘি :D

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হায় হায়.. এরকম কেন? মাঝখানদিয়ে হর্ণ বাজিয়ে ট্রেন যাওয়ার মতো শব্দ হচ্ছে। আনাড়ি মিউজিক কম্পোজিশন মনে হলো। হয়তো এটাই এখনকার ট্রেন্ড (চিন্তিত)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা। আমি 'নো কমেন্ট'এই থাকি এখন...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হা হা হা
কৈত্তে পান আপনে এইগুলান? (অ্যাঁ)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পোস্টের মালিক 'মূলতঃ পাঠক' এর কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক, সংসারে এক সন্ন্যাসীর জন্য নিবেদনঃ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

চ্রম =))
"বুরকা পরা মেয়ে পাগল করেছে" শুইনা তো "রূপবানে নাচে কোমর দুলাইয়া"-র কথা মনে পইড়া যায়!

বুচ্চি, আপনের বিশাল ইস্টক! একখান পোস্ট নামায়া ফেলেন না!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

রেনেট এর ছবি

খাইছে!! শিমুল ভাই তো পুরা চাকভুম চাকভুম শুরু কইরা দিলেন!!! (হোহোহো)
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মূলত পাঠক এর ছবি

ক্ষমা প্রার্থনা করে ভালোই করেছেন, নইলে এই গান শোনার পর মনের যে ভাব হলো তাতে আপনাকে নাগালে পেলে আপনার যে হাল করতাম তাতে আপনাকেও কিছুদিন বুরখা পরে ঘুরতে হতো! :)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুরটা চেনাচেনা লাগে। "একটি গন্দমের লাগিয়া"-টাইপ। কে এই মোঃ এবাদুর রহমান?

হাসান মোরশেদ এর ছবি

হায় হায় এই গাতিকা এমনে ঢংয়ে এই গান গায় কেনো? আলজিভ খাটো লাগে :(
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মূলত পাঠক এর ছবি

না আমার মনে করার কিছু নেই এতে। করিও নি। আর সত্যি বলতে কি, বাংলা মিউসিক ভিডিও আমি কমই দেখেছি, মন্তব্য করার অবকাশ নেই। অবশ্য আপনি চলচ্চিত্রের গানকে তার মধ্যে ধরেছেন কি না জানি না, সেখানে বোধ হয় ব্যাকরণটা অন্য হয়।

দৃশা এর ছবি

কে বলছে আমগো দেশে ভাল ভিডিও হয় না। সন্ন্যাসী'দা আপনি আপনার কথা উইথড্র কইরা লন।
পাঠক ভাই এতো কষ্ট কইরা আমগো লাইগা ভালু ভালু গান ভিডিও সহ দিল। আমারও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তারে ভালু জিনিস অবলোকন করানো।

মূলত পাঠক ও সন্ন্যাসী'দা'র সৌজন্যে মিউজিক হ্যাভেনের পরিবেশনায় একটি জ্বালাময়ী সত্যভাষন বাস্তবমুখী গানের ভিডিও-

"ও ছেমরী কথা শোন রে"

দৃশা

মূলত পাঠক এর ছবি

দৃশা আপনার না একটা অ্যালবাম বেরিয়েছে? এর মধ্যে এমন সুরেলা গান শুনছেন, কানটা যাবে তো, পরের অ্যালবামটা বার করার ইচ্ছা নেই আর?

সত্যি বলতে কী, এই "গান"টা দেখে অনেকগুলো প্রশ্ন জাগলো: এই প্রাণীটি গায়ক না গায়িকা? এই অ্যালবাম বানাতে টাকা তো লাগে, সেটা দেয় কে? আর এই গান হাস্যরস উদ্রেক ছাড়া তো আর কিছু করে না, তাহলে এই অ্যালবাম পয়সা দিয়ে কেনে কে?

যাক এমন "গান" আরো থাকলে শোনান। একটা আস্ত পোস্টই দিন না হয়।

দময়ন্তী এর ছবি

"অনুরণন' একটি অতি হতচ্ছাড়া সিনেমা৷ সেই ভয়েই আমি "অন্তহীন' দেখার চেষ্টাই করব না৷

"চতুরঙ্গ' দেখেছেন? গানগুলো পাগলা হয়েছে৷
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মূলত পাঠক এর ছবি

১) সত্যি কথা। জানি রাহুল বোস অনেকেরই প্রিয়, কিন্তু এই ছবিটা দেখার পর আবারও বুঝলাম, ভদ্রলোক ভয়ানক ওভাররেটেড। অন্তহীন বাদ দিয়েই দিতাম কিন্তু অপর্ণা সেন আছে যে!
২) না চতুরঙ্গ দেখা হয় নি। গানগুলো কোথায় শোনা যায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।