তুলিরেখার এই সিরিজ খুব জনপ্রিয়, আর বিষয় ও লেখার গুণে ভয়ানক সিনেম্যাটিক। কমিক্স বানানোর লোভ সামলানো গেলো না। কথা বাড়িয়ে কাজ নেই, পড়তে শুরু করুন। কেমন লাগলো সে তো জানাবেনই, এতো খেটে নইলে লাভ কী! এই ম্যাপটা লাগাতে হলো নীড়পাতায় প্রকান্ড ছবি এসে যাওয়া ঠেকাতে। তবে ক্ষতি কিছু নেই, পলিনেশিয়া কোন অঞ্চলকে বলে সেটাও এই বাবদ জানা হয়ে গেলো।
মন্তব্য
আরে রে! দারুণ!
থ্যাংক য়ু, হিমুভাই।
দুর্দান্ত। স্রেফ দুর্দান্ত। আরো বড় কিছু নিয়ে কাজ শুরু করে দিন। সচলায়তনে একটা কমিক সিরিজ হয়ে যাক
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অনেক ধন্যবাদ!
খাটনি, সত্যি বলি, খুব বেশি। তবে করতে করতে ফর্মুলা আয়ত্ত হয়ে যায় তাও ঠিক। টেকনিক্যাল সমস্যা আছে একটা, ও-কারগুলো এ-কার হয়ে যায় যদি টেক্সট পেস্ট করি। তাই বেছে বেছে শব্দ চয়ন করতে হয় (এই কমিক্সে প্রায় কোনো ও-কার নেই, লক্ষ্য করলে দেখতে পাবেন )। না হলে ইমেজ হিসেবে দিতে হয়, তাতে রেসোলিউশন খারাপ হয়ে যায়, যেটা সিন সিটিতে করেছিলাম যেহেতু সেখানে মূলানুগ থাকতে হয়েছিলো।
ভালো আইডিয়া থাকলে বলেন জনতা, নাতিদীর্ঘ ও পছন্দসই হলে করাই যায়। এই গল্পটার দ্বিতীয় ভাগ তুলিরেখা দিয়ে দিয়েছেন, সেটা "আসিতেছে"। এখনই এই মাধ্যমে মৌলিক কাজ করতে চাইছি না, তাতে কমিক্সের সাথে জাস্টিস হবে না। আগে এই বাচ্চা-বাচ্চা ভাবটা কাটুক।
ইলাসট্রেটর বা ফোটোশপ ইউনিকোড সাপোর্ট করে না, এটাই সমস্যা। আপনাকে মেইলে একটা সল্যুশন পাঠাচ্ছি।
মেইল পেয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে জানাবো (অ্যাপেল বলে সব কিছুতেই আমি সন্দিহান থাকি, আদৌ কাজ করবে কি না সে নিয়ে)
অনেক ধন্যবাদ।
পাঠকদা আজকে একটার পর একটা বোম ফাটায় যাইতেছেন, কাহিনী কি? মাঝে অফিস থেকে বাসা আসার মধ্যে একটা কমিক সিরিজ নামায় দিলেন। আপনি তো মহা জাঁদরেল কার্টুনিস্ট দেখি। এখন মনে হচ্ছে আপনাকে আগের করা তুলনায় আমি অপমান করেছি, আপনে তারচেয়েও বেশী গুনী। নমস্য
আপনার চরণধুলী একটা খামে ভরে মেইল করে দিয়েন, তাই ছুয়ে নিবনেক্ষন
চাইর পায়ের কোনটার ধূলা পাঠাই কইয়া ফালান, ফেডেক্স কইরা পাঠায়া দেই।
থাংকু রে ভাই।
রাজু ভায়া একটা ওয়ান অব আ কাইন্ড চিড়িয়া।
আপনি পারেন না কোন কাজটা বলেন তো?
অসাধারণ কমিক্স হয়েছে গুরুদেব!!
হা হা, থাংকু মামুন ভাই। ভালো আছেন তো?
চমৎকার!
ধন্যবাদ, যুধিষ্ঠির।
উরিব্বাস! আপনার ট্যালেন্ট দেখে তো রীতিমতো টাশকি খাচ্ছি। চলতে থাকুন পূর্ণদ্যোমে (Y)।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
আরে ভাই এই সব ট্যালেন্ট দিয়ে কী হবে, প্রীচারের মতো একটা পৃষ্ঠাও যদি বানাতে পারতাম!
উত্তম জাঝা। অতি উত্তম জাঝা!
আপনে লোকটা বেশি গুনী। এ ধরনের লোকদের হেমলক খাওয়ায় মাইরা ফালান উচিৎ! এত চালাক হওন ভালা না!
নাহ, দারুন লাগলো। চালান চালান চালান চালান। পনের তারা!
বেশি ইতিহাস পড়লে এই-ই হয়। কতো সোজা সোজা উপায় আছে, সে সব ছেড়ে হেমলক খুঁজতে যান তা'লে।
ঋষিরাজ দেখি দারুন আঁকিয়েও বটে !
নিউজিল্যান্ডের জন্মকথা কমিক্সটা পড়ে ভাল লাগল।
-------------------------------------
--------------------------------------------------------
থাংকু, গোস্টলেট।
গোস্টলেট নিকটা তো আগে মাথায় আসেনাই। এটাও ভাল্লাগছে।
----------------------------------------------------
--------------------------------------------------------
একরাশ মুগ্ধতা !
চালিয়ে যান রাজর্ষি'দা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুইরাশ ধন্যবাদ, কীর্তিনাশা ভাই।
পার্ট টু আসিতেছে। যদি তাড়াতাড়ি আমার কমিক্স চান তো বেশি বেশি করে লিখুন যাতে আমার আগের লেখা দ্রুত পেজ টু-তে চলে যায়।
ডালিমকুমার, লালকমল-নীলকমল, পান্তাবুড়ি, বোকা কুমীর-চালাক শেয়াল এই সব দেশি গল্পের কমিক চাই। বিদেশী গল্পের কমিক বিদেশীরাই করুক। আমাদের দেশি গল্পের কমিক বানিয়ে ব্যাটাদের মাথা ঘুরিয়ে দিন। তখন দেখবেন ওরা এর অনুবাদ প্রকাশ করার জন্য আপনার কাছে ধর্ণা দেবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সে সব করতে হলে তো কাজ আরো সোজা হয় আমার পক্ষে। এই যে মাউই-এর দিদিমা বুড়ির মুখ আঁকতে গুগল করে মাউইজাতের বুড়ির ছবি খুঁজে বার করতে হলো, সে সব খাটনি বঁেচে যায়।
আপনাকে ধন্যবাদ, এমন উৎসাহের জন্য।
হ্যাটস অফ, মূলত পাঠক!!!
আপনেরে টুপি পড়াইছিলো কেডায়?
পরাইছিলো।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
রাম রাম কী ভুল!!
স্যালুট ... স্যালুট ... স্যালুট ... স্যালুট ...
এর উত্তরে কি কুচকাওয়াজ করতে হয়? তাইলে পারুম না।
জব্বর হৈছে! আপনে তো জটিল আদম!!!
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
আরে মশয় আপনে তো আমারে জটিলেশ্বর মুখার্জি বানায়া ছাড়বেন!
থাংকু
বেশ নাম তো....... 'মূলত জটিলেশ্বর পাঠক' ! ঐটা আপনার মিডল নেইম!
হেহেহে!
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
বলেছিলাম না, আপনি গুনী লোক। দেখলেন তো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হা হা, থ্যাংক য়ু, তীরুদা।
কমপ্লি দিতে দিতে কমপ্লিটলি টায়ার্ড! ;-(
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হা হা
থ্যাংক য়ু
তাইলে টেহাপয়সা দ্যান কম্প্লির বদলে
এত ঈর্ষণীয় লেখাপত্র পড়ে নিজের মাথায় যে চাপটা নিতেছি রেগুলার বেসিস-এ, সেইটার জন্য আমারে কিছু দিয়া যান মিয়া!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
খাইছে !
এ তো বিশাল কান্ড !!
ভালো লাগলো খুব।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক ধন্যবাদ, সুলতানা পারভীন শিমুল
ভাই, আপনি মানুষ না! হিংসা হয় খুব আপনারে দেখলেই!
আচ্ছা, দুই একটা ছবিতে (বিশেষ করে শেষেরটাতে), মাউই-র কপালের সুতোটায় কেমন ফাঁকা আছে মনে হচ্ছে...
খুব ইচ্ছা করল, জোর করে হলেও, যত ক্ষুদ্রই হোক, নিজের বুঝতে ভুলভাল হলেও খুঁত ধরবই!
যাক, হিংসা চেপেই বলি, দুর্দান্ত হয়েছে! চালিয়ে যান।
খুঁত প্রচুর পাইবেন রে ভাই, তয় ওই মাথার সুতা কিন্তু লাস্ট ছবি ছাড়া আর সবখানে ঠিকই ছিলো
ভাল্লাগছে এইটা আনন্দের কথা। এইবার পার্ট টু পড়েন, পোস্টাইছি।
পান্ডবদার সাথে একমত, আমাদের দেশী গল্পের কমিক চাই। মনে হয় সেটা কেবল আপনার দ্বারাই সম্ভব। ভেবে দেখবেন পাঠকদা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অবশ্যই। কেউ বেশ সিনেম্যাটিক করে লিখুন ছোটো ছোটো কয়েকটা গল্প, আমি কমিক্স বানানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ এমন উৎসাহের জন্য।
আরে মশাই করেছেন কি? নিশ্চিন্তে কাল মরে যাবো বলে রেডি হয়েছিলাম, ভয়ানক মাথাব্যথা সবকিছু ঝাপসা হাঁটতে গেলে দুনিয়া ঘুরছে, আমি তো বেজায় খুশী রাত কাটবে না। বাড়ী যাবার আগে একটু সচলে নিলগ উকি দিলাম! দেখি আরে রে রে রে রে রে! কি করেছেন?
মাথাব্যথা ট্যথা কমে টমে গিয়ে একাকার। মনে হলো, না: রাতটা কোনোমতে কাটাতে হবে। আপনি মশাই মানুষকে শান্তিতে মরতেও দেবেন না।
আরে মশাই এমুন জানলে তো আমি চীনা বুড়াদের গল্প, আফ্রিকার আনান্সির গল্প, জাপানী দেবতাদের সেই দৌড়ানো, রেড ইন্ডিয়ান পালকের মুকুটআলা দেবতার গল্প-সব মেইল করতাম!
ঈশ, আমাদের দেশে শিশুকিশোরদের জন্য যদি এমন সব ছবির বই বেরোতো! আর, আমার মনে হয় উপকথা পৃথিবীর সম্পদ, সব দেশের শিশুকিশোরদেরই সবদেশের গল্প শোনার সুযোগ পাওয়া উচিত।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
যাক লেখকের মনে ধরেছে এইটা একটা দারুণ আনন্দের ব্যাপার। তাহলে ডাক্তারের ফি'টাও পাঠিয়ে দিন এই দিকে।
মাউই-এর পার্ট টু রেডি। এইটা একটু বেটার লাগলো আমার, অল্প ফাজলামিও করেছি, আশা করি আপনার অপছন্দ হবে না। পোস্ট করছি শিগগিরই।
ভাই! আপনে করসেন কি!! সিরাম হইছে রে ভাই সিরামচ!!
আপনেরে পাইছি, ঠাকুরমার ঝুলি কমিক্স করতেই হইব আপনেরে! আমরাও খুশি হমু, মিত্র মজুমদার মশাইও আশীর্বাদ করব উপর থিকা।
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হা হা, থাংকু ফক্সিব্রাদার!
প্রথিতযশা লেখকদের লেখা নিয়ে কিছু করতে অনেক হাঙ্গামা, তার চেয়ে চাট্টি রূপকথা লিখে নেয়া সোজা। মাউই-এর পার্ট টু-তে কিছু ফাজলামি আছে, সেগুলো কোনো "ঝুলি"তেই করা যেতো না বোধ হয়।
আমার নিজের পছন্দ যদিও ঘোর ঘোর অ্যাকশন-বেসড মডার্ন আরবান কমিক্স, কিন্তু তার জন্য কলমের বিশাল শক্তি দরকার হয়, অনেক বেশি খাটনিও লাগে। রূপকথা থেকে মোটামুটি মানের কমিক্স বানানো সেই তুলনায় সহজ নিঃসন্দেহে।
কংগ্র্যাটস এ্যান্ড স্যালুট।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
অনেক ধন্যবাদ, পলাশভাই।
আপনার আসলে অনেক দায়িত্ব নিতে হবে........ বাংলা ভাষায় কমিক্সের অবস্থা খুব খারাপ হাল ধরেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
না না সেই সবের মধ্যে আমি নাই, দুই দিনের দুনিয়ায় হালচাষের ঝঞ্ঝাট কে নেবে! মনের ফূর্তিতে এই সব করা, দেশোদ্ধার মাথায় থাক!
আপনে মশাই করেন না ক্যান? আপনে করলে যে কী হইত! আহা! জিভে আর চক্ষে একত্রে জল আইয়া পড়ল!
হেহেহে বিষয়টা আসলে দেশোদ্ধার না......... তবে হালচাষের ঝঞ্ঝাটের মতোই.......অনেক খাটুনি
আমি কয়েক দফায় শুরু করেছি ......... ঐ খাটুনি আর ১টা সময় খুব একলা লাগে।
তবে আমার হিমুর ১টা প্রজেক্ট আছে "দাদৈতিহাসিক" করা হয় না সময়ের অভাবে অনেক গল্প জমে আছে.....তবে আবার শুরু করবো ।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দুর্দান্ত সিরিজ।
ধন্যবাদ অনিন্দিতা।
হাল ধরা বিষয়ে আমার ধারণা ছিলো নৌকার হাল ধরতে বলা হয়। কিন্তু হালচাষ ও ইমপ্লাই করা হয় নাকি?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আরে ওই ইম্প্লায়েড অর্থের মধ্যেই তো ঘুরছে দুনিয়া। ডেভিড ধাওয়ান ডাবল মীনিং করলে দোষ নেই, যত দোষ আমাদের হয় বুঝি?
অইসে কারবার..
অইসে নি?
টেনে তোলা দ্বীপ্মাছ'টাকে কিঞ্চিৎ ভাজা ভাজা লাগতেছে ! আপনার কমিক পড়ে আমার আক্কেলের মতো অবস্থা !!
মুন্সিআনার চাইতে ছবিগুলোয় আত্মার উপস্থিতি লক্ষণীয় । ধন্যবাদ মুলত পাঠক।
যাক ভাল্লাগছে এইটাই বড়ো কথা।
মাছটা যে ঐরকম ভাঙা ভাঙা আর ভাজা টাইপ দেখতে তার একটা কারণ নিউজিল্যান্ডের ম্যাপ। না হলে তো ইলিশই আঁকতাম
নতুন মন্তব্য করুন