১
মরি লো মরি আমায় বাঁশিতে ডেকেছে
কে চোখ রেখেছে শূন্যে
কার হাতে পদ্মগন্ধ
অদৃশ্য শিশির-সংকেত
সবুজ আকাশে লেখা সনাতন পৃথিবীর
অদেখা নদীর বাঁকে
গান গেয়ে ভেসে চলে গেছে
২
অর্ধঘুম ঝর্ণার জলের মতন বয়ে যায়
ছায়া পড়ে জলে
আকার প্রত্যাশী সেই ছায়ার শরীর
নিরাবেগ
অনচ্ছ আলোয় ভাসে জলের গভীরে
৩
সেই তো প্রথম সত্য, জাগ্রত এ চরাচর
নিত্যদিন বাসনার গান
অনন্ত এ খণ্ডকাল, প্রেমহীন অপরাহ্নবেলা
কপালের চূর্ণ কেশ, স্বেদের লবণ
মনে করে রাখা সব কথা,
এ সব নিবিড় সত্য
শেষ অবধি এটুকুই থাকে
মন্তব্য
আর সব ক্ষেত্রে বিজয় কেতন উড়িয়ে এসে মূলত ' আলেকজান্ডার' পাঠকের কবিতার উপর আগ্রাসী হামলার লাইসেন্স বাতিল করা হউক। একই অঙ্গে এত রূপ ধর্মে সইবেনা।
হা হা, মামুন ভাই, বেশি বেশি ঐতিহাসিক গল্প পড়েন মনে হয় ইদানিং, বিজয় কেতন টেতন কী সব বলেন।
এগুলি তো মানে-বোঝা-যায় কবিতা, কেউ পাত্তা দিবো না, চিন্তা নাই।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
এইটে কিন্তু আসলে দাড়িবুড়োর গানের লাইন, জানেন নিশ্চয়ই।
আপনি পাইসেন কি? আর কি কি পারেন লিস্ট দেন
লেখা চমৎকার!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আরে মিয়া এইটা কি প্রথম কবিতা পোস্টাইলাম নাকি? নাকি এইটা প্থম ছবি দিলাম! আগে আরো সাতখান পোস্ট আছিলো, এইটা হইলো গিয়া ৮ নম্বর।
তয় ভাল্লাগছে এইটা খুবই আনন্দের কথা।
লিস্টি সত্যই চান নাকি?
আপ্নে ফাঁকিবাজ লেখক না হইলেও আমি তো ফাঁকিবাজ পাঠক। এইটাই তাই প্রথম পড়লাম...
লিস্টির সাইজ অনুমান করে তো ভাবতেসি আপনাকে "ম্যাগাজিন অনুষ্ঠান" উপাধি দিয়ে দিব!
(মাইন্ড খাইএন না আবার )
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
প্রশংসা শুনে মাইন্ড খাবো এমন দুর্দিন আসে নি এখনো।
(প্রশংসাই ছিলো তো? )
ভেবেছিলেম ঘরেই রব, কোথাও যাবো না.....
কিন্তু যাচ্ছি। ভালো লাগলো কাব্য। আপনি দেখছি 'সকল কাজেই কাজী'!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কবিতার দাবি বোধ হয় ওই ভালোলাগাটুকুই।
ভাইরে, আপনার হাত কয়টা? মা দূর্গা ভর করলেন নাকি আপনার উপরে! চিন্তায় আছি।
আর সবচেয়ে বড় কথা আপনার কবিতা পুরোটা আমার মাথার উপর দিয়া গেছে। তবে এইটা পাঠকের ব্যর্থতা নিঃসন্দেহে। চালিয়ে যান।
হা হা..... চিন্তা কইরেন না।
এইটা অনেকটাই ছবি আর অনুভূতির কবিতা, খুব বেশি বোঝার নেই বোধ হয়। তাও যদি কোনো ভাবে উত্তর দিতে পারি কোনো প্রশ্নের, জানাবেন।
অপূর্ব।
ধন্যবাদ, ফকির লালন।
৩ নং টা গেঁথে গেলো।
ধন্যবাদ
কবিতা ভাল লাগল। ড্রয়িং বেশ ভাল লাগল।
অনেক ধন্যবাদ, আসমা বীথি।
দারুণ।
থাংকু, প্রহরীভাই।
চমৎকার!!!!!
উদ্ধৃতি
"সেই তো প্রথম সত্য, জাগ্রত এ চরাচর
নিত্যদিন বাসনার গান
অনন্ত এ খণ্ডকাল, প্রেমহীন অপরাহ্নবেলা
কপালের চূর্ণ কেশ, স্বেদের লবণ
মনে করে রাখা সব কথা,
এ সব নিবিড় সত্য
শেষ অবধি এটুকুই থাকে"
আহ! ফটিকজল! একফোঁটা টলটলে শিশিরে আকাশ হাসে, সূর্য ঝলকায়,তারপরে সে নেই। এই ছিলো, এই মিলয়ে গেলো! নেই, কিন্তু আছে। নতুন শিশির, নতুন সকাল, আবার আবার আবার....
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আপনার মন্তব্যও কবিতা হয়ে যায়! সুন্দর লাগলো!
হ্যাঁ, বেগুন ভাজলেও। কবিতা হয়ে যায়। আর খাওয়া যায় না।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তা কেন, চাট্টি কবিতারুটি বানিয়ে নেবেন সাথে, তাহলেই খাওয়া যাবে।
অনেক আগে একটা পেইন্টিং দেখেছিলাম। মাস্টারদের কাজের উপর যেসব বই বেরোয়, সেরকম একটা সংকলনে। ঝর্নার জলে ভেসে যাওয়া এক মানবীর ছবি। বিমূর্ততা বলে কোন ব্যপার ছিলনা সেখানে। ছবিটিতে নিতান্তই স্পষ্ট ছিল সেই নারীর খুঁটিনাটি। কিন্তু ছবিটির দিকে তাকিয়ে থাকলে হঠাৎ বিভ্রম হয়, সেই অবয়ব কি সত্যি কোন মানবীর, নাকি সে জলেরই অংশ !!! মনে হয়, সেই নারী জলের সঙ্গে নয়, জলের মতোই বয়ে যাচ্ছে...
আপনার দ্বিতীয় কবিতাটি পড়ে অ-নে-ক দিন পর সেই ছবিটার কথা মনে পড়ল। এখানে একটা লিংক দেয়ার জন্য অনেক খুঁজলাম ছবিটা, পেলাম না...
এমন প্রশংসা, অনেক ধন্যবাদ। কোন কবিতা কী স্মৃতি জাগায় সেটাই আশ্চর্য্য।
পাঠক,
সময় পাইলে মেইল দেইখেন গো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নতুন মন্তব্য করুন