আজ ফাঁকি মারার মুড, তাই লম্বা লেখার বদলে ক'টা ছবি দেখি চলুন। ক্যানন ই ও এস ৩০০-এ তোলা, নন-ডিজিটাল, কিছু পোস্ট প্রোডাকশন কারিকুরিও করেছি কোথাও কোথাও।
|
নিউ ইয়র্কের মেট-এর গল্প নতুন ক'রে শোনানোর কিছু নেই, ওখানকার সঁিড়িও ছবির মতো লাগে।
|
বস্টন শহরে এম আই টি'র একটি শৈল্পিক বিল্ডিং। রূপোলি দেয়াল বিকেলের আলোয় হলদে, কারিকুরিতে সেই রঙ সোনালি হয়ে গেছে প্রায়।
মন্তব্য
ফাঁকিটা বেশি হয়া গেলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মাঝে মাঝে ফাঁকি না দিলে কান কটকট মাথা বনবন ইত্যাদি হয়, শাস্ত্রে বলা আছে।
বাহ! মজার তো
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
থাংকু মুমু।
নেন আরেকখান ছড়া লিখ্যা ফেলেন তো! অনেক ফাঁকি দিসেন!
পিথাগোরাস! পিথাগোরাস!!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হা হা
মাথা আউলাইয়া গেল। কোন দিক উপর আর কোন দিক নিচ তা ঠাওর করতে জান শ্যাষ!
মাথা ঘোরে?
চমৎকার!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
থাংকু
হুমম .... ... ফাঁকিই বটে!
হেই মিয়া আপনে কয় বচ্ছর লেখেননা তার হিসাব কই? ন্যান, একখান টিভিনাটকের পিণ্ডি চটকাইয়া ফালান শীঘ্র।
মাথা ঘুরতেছে। না, ছবির জন্য নয়। ছবির জিনিসগুলোর উল্টাসিধা অবস্থান দেখে।
তা'লে কাজ হয়েছে।
পাঠকদা, পড়েন, লেখেন, আঁকেন, এখন দেখি ছবি তোলাতেও সেরকমই ফাটাফি দক্ষ, হে হে হে। এক অঙ্গে এত রূপ
হা হা
থাংকু।
সুন্দর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ তানিম ভাই।
দারুণ! দারুণ! দারুণ।
একবার দেখতে যেতে ইচ্ছা হয়।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধন্যবাদ তুলিরেখা।
কি অ্যাবস্ট্রাক্ট আর্ট। বুঝি মুঝি না বেশি। আপনে বেশি রিফাইন্ড মানুষ।
আমি আসলে 'রিয়েল' আর্ট বেশি পছন্দ করি।
রিয়েল আর্ট কোনটা, জ্যামিতির উপপাদ্য?
ছবিগুলো বেশ সুন্দর। রং, আলোআঁধারির খেলা, জ্যামিতিক গঠন, সব মিলিয়ে বেশ ভাল লাগল।
থ্যাংক য়ু প্রহরী।
নতুন মন্তব্য করুন