ছবিতে গল্প ৬: জ্যামিতিক ঘরবাড়ি

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: শনি, ০৬/০৬/২০০৯ - ১০:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ ফাঁকি মারার মুড, তাই লম্বা লেখার বদলে ক'টা ছবি দেখি চলুন। ক্যানন ই ও এস ৩০০-এ তোলা, নন-ডিজিটাল, কিছু পোস্ট প্রোডাকশন কারিকুরিও করেছি কোথাও কোথাও।

নিউ ইয়র্কের মেট-এর গল্প নতুন ক'রে শোনানোর কিছু নেই, ওখানকার সঁিড়িও ছবির মতো লাগে।

ওয়াশিংটন ডি সির ন্যাশনাল গ্যালারি অফ আর্ট-এর ভিতরের আলো-আঁধারি। আলো কম আঁধার বেশি।

বস্টন শহরে এম আই টি'র একটি শৈল্পিক বিল্ডিং। রূপোলি দেয়াল বিকেলের আলোয় হলদে, কারিকুরিতে সেই রঙ সোনালি হয়ে গেছে প্রায়।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফাঁকিটা বেশি হয়া গেলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

মাঝে মাঝে ফাঁকি না দিলে কান কটকট মাথা বনবন ইত্যাদি হয়, শাস্ত্রে বলা আছে। হাসি

মুশফিকা মুমু এর ছবি

বাহ! মজার তো

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মূলত পাঠক এর ছবি

থাংকু মুমু।

নেন আরেকখান ছড়া লিখ্যা ফেলেন তো! অনেক ফাঁকি দিসেন!

বিপ্লব রহমান এর ছবি

পিথাগোরাস! পিথাগোরাস!! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মূলত পাঠক এর ছবি

হা হা হাসি

দ্রোহী এর ছবি

মাথা আউলাইয়া গেল। কোন দিক উপর আর কোন দিক নিচ তা ঠাওর করতে জান শ্যাষ!

মূলত পাঠক এর ছবি

মাথা ঘোরে? হাসি

রেনেট এর ছবি

চমৎকার!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মূলত পাঠক এর ছবি

থাংকু হাসি

লুৎফুল আরেফীন এর ছবি

হুমম .... ... ফাঁকিই বটে!

মূলত পাঠক এর ছবি

হেই মিয়া আপনে কয় বচ্ছর লেখেননা তার হিসাব কই? ন্যান, একখান টিভিনাটকের পিণ্ডি চটকাইয়া ফালান শীঘ্র।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাথা ঘুরতেছে। না, ছবির জন্য নয়। ছবির জিনিসগুলোর উল্টাসিধা অবস্থান দেখে।

মূলত পাঠক এর ছবি

তা'লে কাজ হয়েছে। হাসি

সাইফ এর ছবি

পাঠকদা, পড়েন, লেখেন, আঁকেন, এখন দেখি ছবি তোলাতেও সেরকমই ফাটাফি দক্ষ, হে হে হে। এক অঙ্গে এত রূপ খাইছে অ্যাঁ গুরু গুরু

মূলত পাঠক এর ছবি

হা হা হাসি
থাংকু।

জি.এম.তানিম এর ছবি

সুন্দর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ তানিম ভাই।

তুলিরেখা এর ছবি

দারুণ! দারুণ! দারুণ।
একবার দেখতে যেতে ইচ্ছা হয়। খাইছে
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ তুলিরেখা।

সিরাত এর ছবি

কি অ্যাবস্ট্রাক্ট আর্ট। বুঝি মুঝি না বেশি। আপনে বেশি রিফাইন্ড মানুষ।

আমি আসলে 'রিয়েল' আর্ট বেশি পছন্দ করি। চোখ টিপি

মূলত পাঠক এর ছবি

রিয়েল আর্ট কোনটা, জ্যামিতির উপপাদ্য? হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিগুলো বেশ সুন্দর। রং, আলোআঁধারির খেলা, জ্যামিতিক গঠন, সব মিলিয়ে বেশ ভাল লাগল। হাসি

মূলত পাঠক এর ছবি

থ্যাংক য়ু প্রহরী।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।