সুরের বৃক্ষ সুরের লতা

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: রবি, ০৬/০৯/২০০৯ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু দিন লেখা হয় নি, আর সামনে ব্যস্ত হয়ে পড়বো দু-এক দিনের মধ্যেই। তার আগে একটা পুরোনো জমিয়ে রাখা লেখা দেওয়া যাক আজ। লেখাটা কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকরের গান নিয়ে।

মানুষের উপর দেবত্ব চাপিয়ে দিয়ে তাকে দূর আকাশের তারা করে দেয়া আমাদের আমজনতার পুরোনো স্বভাব। এবং তার ফলে অনেক সময়ই সেই সব প্রতিভাবানরাও সেই গুরুদাযি়ত্বের তলায় চাপা পরে পরিপূর্ণ বিকাশের পথে গন্তব্যে পৌছতে পারেন না। কিন্তু এই সব দুর্ঘটনার মাঝে এক উজ্জ্বল ব্যতিক্রম লতা মঙ্গেশকর। অজস্র ভক্তের ভালোবাসা সঙ্গে নিযে় চলা দীর্ঘ যাত্রাপথে সাধনায় কোনো ত্রুটি হয়নি তাঁর। বদলেছে সুরের ধারা, সুরকার শিল্পীরা বদলে গেছেন, লতার জনপ্রিয়তা রয়ে গেছে অবিচল। ওঁর জীবন নিয়ে কথা বলে লাভ নেই, সে সব ইতিহাস বইয়ের জিনিস, তাছাডা় কৌতূহলী পাঠক খঁুজে পড়তেই পারেন। আজ বরং তাঁর যে অসংখ্য গান জীবনকে নানা ভাবে ছঁুয়ে গেছে তার কিছু আপনাদেরও শোনাই। অজানা অচেনা গান নয় এগুলো, কিন্তু আবার (বা বারবার) শুনতে আমার ক্লান্তি আসে না। তবে চেষ্টা করেছি ভয়ঙ্কর বেশী শোনা যায় যে গান গুলো সেগুলো এড়িয়ে যাবার। আর খুব সাম্প্রতিক কালের গানও এড়াবো, সঙ্গত কারণেই।

সমস্যা হলো, এতো ভালো ভালো গানের মধ্যে থেকে কোনটা ছেডে় কোনটা শোনাই! যাক, কিছু শুনি আজ, আরো না হয় শোনা যাবে আরেকদিন। আজ শুধু হিন্দি শোনা যাক, সলিল চৌধুরির সাথে পার্টনারশিপে বাংলা গানেরও যে বিশাল কারবার, তার কথা শুরু হলে একটা গোটা অধ্যায় হয়ে যাবে। সে আজ তোলা থাক। ক্রনোলজি ধরে এগোনোর মতো ধৈর্য রাখাও মুশকিল, একেকটা গান ঝলমল করে ওঠে আর সব ফেলে সেটা শুনতে হয়। কাজেই ঐ সব নিয়মকানুন গোল্লায় যাক, আসুন আমরা স্রেফ গান শুনি।

১। "রাত অওর দিন" ছবির গান, অনেক পুরোনো হলেও আওয়াজের মান ভালো, সুখশ্রাব্য। একটু অনুবাদ করলাম, পুরোটা না। সহজ-সরল কথা ও গানের সুর।

নিশিদিন জ্বলে প্রদীপখানি, যায় না তবু মনের আঁধার
সে জন কোথায় যার পরশে জীবন আলোয় ভরবে আবার

২। "শোর" ছবির গান এবার। অনুবাদটা তেমন সুবিধের হলো না। লতার সঙ্গে মুকেশ রয়েছেন।

ভালোবাসার গান কিম্বা নদী প্রবাহিনী
জীবন তো নয় অন্য কিছু, তোমার আমার কাহিনী

৩। "আখরি খৎ" ছবির গান এবার। কুলুর পুষ্পিত আপেল বাগানের অনুপম ছবি এবং ভীষণ সুরেলা গান।

৪। "অনুপমা" ছবির গান। এমন মধুবর্ষী গান আর বড়ো শুনেছি কি?

৫। "লিবাস" ছবির গান, রাহুল দেব বর্মনের সাথে গুলজার হাত মিলিয়েছেন।

আবার ছায়া খসে পড়ে বৃক্ষশাখা থেকে,
শাখা আবার হাত নাড়িয়ে ডাক দিলো আমায়
পথের মোড়ে আবার যখন পথ হারিয়ে যায়
পথই আবার আপন জনের মতো নিলো ডেকে।

আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।


মন্তব্য

রেশনুভা এর ছবি

একবারে চল্লিশ/পঞ্চাশ বছর পেছনে নিয়ে গেলেন। চমৎকার লাগল পোস্টটা।

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ। এমন গানের সম্ভার, কোনটা ছেড়ে কোনটা দিই ভেবে পাই না।

তুলিরেখা এর ছবি

আমি একেবারে বিভোর হয়ে গেছি।
আমার চিরকালের বিস্ময় এই গায়িকার কন্ঠস্বর, সময় তাকে একটুও ক্ষয় করতে পারে নি, একেবারে অলৌকিক।
আপনাকে ধন্যবাদ এই সুরের সুধা আমাদের এনে দিলেন বলে।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

সত্যি কথা। এই সব গানের স্মৃতি পুরোনো হবার নয়। আপনাদের সাথে ভালো লাগাটা ভাগ করে নিয়ে আমারও ভালো লাগলো।

অনিকেত এর ছবি

মূলোদা,
দারুণ পোষ্ট।

আমার তিন নম্বর গানটা খুব ভাল লাগল।

পরবর্ত্তী পর্বের অপেক্ষায় রইলাম।

মূলত পাঠক এর ছবি

পরবর্তী পর্ব দেওয়া তো খুবই সহজ, লতা মঙ্গেশকরের এই রকম অমর গান নিয়ে অবলীলায় বিশ খানা পোস্ট দেওয়া যায়। হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এমন অবলীলায় আরো কয়েকজন শিল্পীকে নিয়ে আসুন মূলোদা, আরো কয়েকজনের গায়কীতে এমনিভাবে আবারো একীভূত হই!

মূলত পাঠক এর ছবি

এটা ভালো প্রস্তাব, করাই যেতে পারে। আজ তাহলে সময় করে একটা দেওয়া যাবে। নতুন বাড়ির নেট এখনো চালু হয় নি, তবে নিচে ওদের অফিসে চব্বিশ ঘণ্টার বন্দোবস্ত, সেখান থেকেই করছি।

সুহান রিজওয়ান এর ছবি

বৃটেনের কোথায় যেন গলা রেকর্ড করে শব্দ-বিজ্ঞানীরা বলেছিলেন না, 'সবচে নিখুঁত মানবীয় কন্ঠ' ??
... আমার ৫ নাম্বার ভালো লেগেছে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মূলত পাঠক এর ছবি

এই কথাটা তো জানতাম না! অবাক হলাম না, তবে বিজ্ঞান যে আমাদের এতো দিনের জানা কথাটা এরকম প্রমান করে দেবে সেইটা আশাতীত।

লিবাস-এর গানটা ভালো লেগে থাকলে অন্যগুলোও শুনুন। সিলি হাওয়া ছুঁ গয়ি, এবং খামোশ সা অফসানা। ভালো লাগবেই, গ্যারান্টি।

দুষ্ট বালিকা এর ছবি

মূলোদা, খুব ভালো লাগলো! দারুণ পোষ্ট! যদিও নেটে লাইনের কারণে সবগুলো শোনা গেলনা মন খারাপ তবে লতার কিন্নর কন্ঠের কথা নতুন করে বলার কি আছে!... আরও পোস্ট আসুক!

-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মূলত পাঠক এর ছবি

সেটা দুঃখের ব্যাপার যদি গান সব না শোনা যায়। কিন্তু এ জাতীয় পোস্ট লিঙ্ক ছাড়া দেওয়ারও মানে হয় না। যাক ঐ যা শুনলেন তাতেই আমি খুশি।

সুমন সুপান্থ এর ছবি

দিনটা অনুপম করে দিলেন পাঠক দা` !!!

আপনাকে কি বলে ধন্যবাদ দিই ! এতোগুলো অ-সামান্য গান ! লতার গান, কোনটা ছেড়ে কোনটা কে যে সেরা বলি ! তবু প্রথম আর চতুর্থ গানটা বেশ লাগলো ।

বিশেষতঃ অনুপমা`র গানটা শুনেছিলাম বাবার রেখে যাওয়া অডিওর সংগ্রহ থেকে___ বাবা মারা যাবার ২ বছর পর । হঠাত্‌ একদিন পেয়ে যাই অনেকগুলো ক্যাসেট ! বেশীর ভাগই লতার ! এই গানটাও ।

অনেক স্মৃতিও মনে পড়ে গেলো আপনার পোস্টের বদৌলতে !

কৃতজ্ঞতা ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মূলত পাঠক এর ছবি

আপনার ভালো লাগার কথা শুনে, বিশেষত যে স্মৃতির কথা লিখেছেন তা জেনে ভালো লাগলো, আবার বিষণ্ণও হলাম খানিকটা। সব গল্পই ফুরিয়ে আসে একদিন।

আপনার ঐ সংগ্রহ থেকে প্রিয় দু একটা গানের নাম বলুন না।

তীরন্দাজ এর ছবি

দারুন পোষ্ট। আপনার দেখি সবখানেই দারুন হাত! এতোদিন কোথায় ছিলেন?

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মূলত পাঠক এর ছবি

মাঝে মাঝে ডুব মারি। পড়ি ঠিকই, লেখা হয় না। আবার ডুব দেওয়ার সময় এসে গেলো।

আপনাকে ধন্যবাদ।

ভুতুম এর ছবি

বিশ্বের সবচেয়ে সুমধুর গলা লতার। অলৌকিক মনে হয় একেকসময়। শেয়ার করার জন্য ধন্যবাদ।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

মূলত পাঠক এর ছবি

আপনাকেও ধন্যবাদ ভুতুম।

তুলিরেখা এর ছবি

পাগল করে দিবেন নাকি? গান শুনতে শুনতে কাজকর্ম তো দূরের কথা, খাওয়াদাওয়া অবধি ভুলে যাচ্ছি! এইসব শুনতে থাকলে কোন্‌ দিন ফট করে বিশ্বাস করে বসবো গন্ধর্বকিন্নরলোক আছে, সেখান থেকে মাঝে মাঝে কেউ কেউ আমাদের পাথুরে পৃথিবীতে নেমে আসে অলৌকিক সুরের ঝর্ণা নিয়ে।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

s-s এর ছবি

চমতকার!
কিন্তু দুঃখ পেলাম লাগ যা গলে - নয়না বরসে রিমঝিম - এর মতো মদনমোহন -লতা জুটির কিংবদন্তী গান নেই দেখে। লতা আসরে রূপরসমাধুরীরই লতা, তাঁকে , তাঁর প্রতিভাকে যোগ্য সম্মান দেবার মত কিছুই আমার কাছে যথেষ্ট মনে হয়না। তুচ্ছ অমরতা, জীবন যেখানে , যাঁর কণ্ঠে এতো জীবন্ত এমনটা বলতে ইচ্ছে করে।

মূলত পাঠক এর ছবি

এটা ঠিক প্রতিনিধিত্বমূলক পোস্ট ছিলো না, আর লতার গানে সেটা করাও সম্ভব নয়। ঐ গানগুলো দিলে আর কারোর প্রিয় গান বাদ যেতো, ভদ্রমহিলা এতো এতো ভালো গান গেয়েছেন যে একশোটা গান বাছার পরেও মনে হয় কতো কী বাদ পড়ে গেলো।

দময়ন্তী এর ছবি

আহা এইটা মিসিয়েছিলাম৷ বেশ কটা পছন্দের গান আছে হাসি, আর অনেক অনেক নেই মন খারাপ

গীতা দত্তকে নিয়েও একদিন লিখুন না৷
-----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।