পূজা বার্তা (বাত্রা নয়) ২

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: মঙ্গল, ২৯/০৯/২০০৯ - ৮:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদিও আগের লেখাটা মূলত আমার নিজস্ব পেটপুজো নিয়েই ছিলো, জনতার খারাপ লাগে নি মনে হচ্ছে, অন্ততঃ মন্তব্য দেখে সেইরকমই লাগলো। কাজেই পুজোর বাজার গরম থাকতে থাকতেই আরেকটা ছেড়ে দিই। এটার লেখক অবশ্য আমি নই, আমার এক ছোটোভাই যার নাম হলো গোগোল। আমাদের একটা যৌথ ই-মেলামেলি চলতে থাকে, সেখানে আরেক টেকপাগলা বন্ধুকে পুজো উপলক্ষ্যে সে এই আইডিয়াটা দেয়। কেউ এই ব্যবসাটা শুরু করবেন না এই শর্তে ছাপানো গেলো। পড়ে দেখুন কেমন লাগে।

এই পুজোর বাজারে
আপনাদের বিজয়ার সমস্ত অপূর্ণ সাধাহ্লাদ মেটাতে আসছে

শুভ ই-জয়া!!

প্রাণের বন্ধুর সাথে বিজয়ার কোলাকুলিটা করা হলো না কারণ সে কোলকাতায় আর আপনি ক্যালিফোর্নিয়ায়? নো চিন্তা, এসে গেছে শুভ ই-জয়া!! পাঠিয়ে দিন একটা কোল-vite! আপনার বন্ধু আপনার কোল-vite অ্যাকসেপ্ট করলেই আপনার কোলারত ছবি আর আপনার বন্ধুর কুলিরত ছবির মেলবন্ধন ঘটিয়ে আমরা সৃষ্টি করে দেবো আপনাদের কোলাকুলি! তা বলে যে কেউ আপনার সাথে কোলাকুলি করবে এটা তো আপনি চাইবেন না, তাই অপশন থাকবে, “Share my kol with the public” অথবা “Make my kol accessible only to friends and family”

এই সোয়াইন ফ্লুর বাজারে বাস-ট্রাম ঠেঙিয়ে আবার যাবেন আত্মীয়বাড়ি? তার চেয়ে থাকুন বসে বাড়িতে, টিভির পর্দায় দেখুন পুজো পরিক্রমা, আর আমাদের সাহায্যে সবাইকে জানান শুভ ই-জয়া!

বস খুব কড়া? কাজের বড্ড চাপ? শুভ ই-জযা়! ব্যবহার করুন, কোলাকুলি খাপে-খাপ!

মনে মনে শুক্লার সঙ্গে খুব যে ইযে়, মন্টুদা? ভটচাযবাবুর কুকুরের কামড় না খেযে় যদি মন ভেজাতে চান, তাহলে সোজা পাঠিযে় দিন শুভ ই-জযা়! সাথে বিশেষ মেসেজ পাঠানোর সুবন্দোবস্ত রযে়ছে, লিখে দিন না, "স্যরি মেসোমোসাই, ও দিন সিটিটা মাসিমাকে মারি নি, আপনার মেযে়কে দেখে একটু সিলিপ খেযে় বেরিযে় গেসলো, মাইন্ড করবেন না।"

না বৌদিরা, মন খারাপ করবেন না। আপনাদের জন্যও বিশেষ ব্যবস্থা থাকছে, প্রতিমা বরণ সেরে দশমীর দিনের ইঁ-দুর খেলা!

সঁিদুরে অ্যালার্জি? চুল উঠে যেতে পারে সঁিদুরের অত্যাচারে? কোনো চিন্তা নেই! স্বাস্থ্য ও সৌন্দর্য হানি না করেই বজায় রাখুন সংস্কৃতি, সেজন্যই আমরা বাজারে এনেছি প্রতিটি নারীর অন্দরমহলের একান্ত সঙ্গী ইঁ-দুর খেলা!

তাহলে আর দেরি কীসের? পুজোর দিনে সবাইকে চমকে দিন সোশ্যাল নেটওয়ার্কিং-এর এই নবতম বিস্ময়কে আপন করে নিয়ে, দুনিয়াকে নিয়ে নিন নিজের কোলে!

[নামকরণ সাইফুলাক্বর্খান]


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

ভাল্লাগছে? হাসি

সিরাত এর ছবি

না, খেলুম না। আমি নিজের অভিজ্ঞতাবিষয়ক লেখা চাই, অ্যাঁ!!!!

মূলত পাঠক এর ছবি

হবে হবে তাও হবে। পুজো নিয়ে নিজের অভিজ্ঞতা তো লিখলামই, কী করি বলো যদি সেটা এক দুপুরেই ফুরিয়ে যায়!

জুয়েইরিযাহ মউ এর ছবি

হো হো হো চলুক

মূলত পাঠক এর ছবি

থাংকু হাসি

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। মজা লাগল। দেঁতো হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

ধুর্মিয়াবাই ! ছুডো লেকা ! আঁই খেইলতন্ন !

তয় মজারু হেহে...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মূলত পাঠক এর ছবি

আইতাসে ত আরও লিখা, পেট দেখি আপনের ভরেই না! কত খায় একখান মাইনষে!
হাসি

মূলত পাঠক এর ছবি

থাংকু, শাহেনশাহ সিমন ও প্রহরী। হাসি

সাইফুল আকবর খান এর ছবি

ফাডাইছে! হো হো হো

চলুক

সিরিজের নাম চিন্তা করতেছি। এই পোস্টেই জানাবো।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফুল আকবর খান এর ছবি

একটা নাম পাইছি, হালকা, মজারু। পছন্দ হয় কি না দেখেন।

"পূজা বার্তা (বাত্রা নয়)" চোখ টিপি [নাম কিন্তু ব্র্যাকেট-সহ] হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফুল আকবর খান এর ছবি

"পূজামিশালি"

"দশভুজা পূজোর মজা"

"দশভুজার পূজোর দশ" ( যদি দশ পর্ব দেন দেঁতো হাসি )

আর অপশন দিচ্ছি না আপাতত। আমার পে-ক্লায়েন্টদের জন্য ভাবতে হবে এখন। দশগাদা কাজ এক হাতে। হাসি

[বলা বাহুল্য হ'তে পারে, তবু ব'লে রাখি- কোনো নামই পছন্দ না হ'লে, একদম নিশ্চিন্তে নিজের পছন্দের নামে লিখতে থাকেন মূপাদা'। নো অবলিগেশন অ্যাট অল, হুম?]

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মূলত পাঠক এর ছবি

শিরোনাম দেখে বুঝলেন তো ভাল্লাগ্লো কোন নামটা? আসলে স্বভাব বড়োই খাইসটা, তাই ঐ নামটাই মনে ধরলো।

আপনাকে নামকরণের জন্য ধন্যবাদ। হাসি

সাইফুল আকবর খান এর ছবি

আপনে কীসব কথাবাত্রা যে বলেন না! চোখ টিপি

দেঁতো হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুহান রিজওয়ান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

মূলত পাঠক এর ছবি

হাসি

গৌতম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মূলত পাঠক এর ছবি

আপনাদের মন্তব্য যথাস্থানে পৌছে দেবো, লেখকের সামনে গিয়ে ঐ রকম গড়াগড়ি হাসি দেবো জমিতে পড়ে। হাসি

ভ্রম এর ছবি

হাহা... অনেক ভাল্লাগলো দেঁতো হাসি

মূলত পাঠক এর ছবি

ধন্যবাদ ভ্রম।

আহির ভৈরব এর ছবি

দারুন মুলোদা, নামটাও হয়েছে সেরম। পঞ্চতারার একটা চেক লিখে দিচ্ছি, যদি কখনও ফুলসচল হতে পারি তাহলে কষ্ট করে ভাঙিয়ে নেবেন, আপাতত কোল-vite গ্রহন করুন।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

মূলত পাঠক এর ছবি

নিলাম আপনার কোল-vite ও চেক, থাংকু। হাসি

নামটাও কিন্তু আমার দেওয়া নয়, সাইফুল সাহেবের।

আহির ভৈরব এর ছবি

ওহ্‌-হো, তাহলে আমাদের দেশী ভাষায় বলি, চেক-কোল-vite দুই-ই "বাটিয়া খাও" হাসি
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।