অ্যালামন্ডা ফুলের বিজ্ঞানসম্মত নাম Allamanda cathartica, এবং প্রচলিত নাম ইয়েলো বেল, গোল্ডেন ট্রাম্পেট, বাটারকাপ ফুল। কাষ্ঠল চিরহরিৎ গুল্মেপাঁচ থেকে সাড়ে সাত সেন্টিমিটার ব্যাসের ঘন্টাকৃতি ফুল হয়, উজ্জ্বল হলুদ রঙের। সাদা, গোলাপি, কমলা ইত্যাদি রঙের ফুলও দেখা যায়।
গাছের দৈর্ঘ্য দু মিটার অবধি হতে পারে। পাতা বল্লমাকার, তীক্ষ্ণাগ্র, গাঢ় সবুজ রঙের ও তেলতেলে। চড়া রোদ গাছের পক্ষে ভালো। ডাল কেটে খুব সহজেই কলম করা যায়। অল্প যত্নেই বংশবিস্তার করতে পারে বলে হেজ বা বেড়া বানাতেও ব্যবহৃত হয়ে থাকে। গাছের রসের ওষধি গুণ থাকলেও চামড়ার সংস্পর্শে এলে চুলকানি হতে পারে।
সঙ্গের ছবিটি লেখকের তোলা।
মন্তব্য
নতুন মন্তব্য করুন